Be Healthy – ভালো স্বাস্থ্যের অধিকারী হও
Be Healthy Lessons 1-2
A. Look, listen and say (দেখ, শুন এবং বল). Read (পড়).
Sima: What are you doing, Nasreen (তুমি কি করছো, নাসরিন)?
Nasreen: I'm putting some chocolate on my ice-cream (আমি আমার আইসক্রিমে কিছু চকোলেট দিচ্ছি). Ice-cream is delicious with chocolate (চকলেট দেয়া আইসক্রিম সুস্বাদু).
Sima: Well, it looks good, but you shouldn't eat a lot of chocolate or ice-cream (ভাল, এটি সুন্দর দেখায়, তবে তোমার প্রচুর চকোলেট বা আইসক্রিম খাওয়া উচিত নয়).
Nasreen: Of course (অবশ্যই)! I don't eat them regularly (আমি এগুলি নিয়মিত খাই না).
Sima: What kind of food do you eat regularly (কী ধরনের খাবার তুমি নিয়মিত খাও)?
Nasreen: Oh, fruits and vegetables (ওহ, ফল এবং সবজি). I love pineapples and bananas (আমি আনারস এবং কলা ভালবাসি). They are my favourites (এগুলো আমার প্রিয়). I eat cucumbers and lettuce a lot, too (আমি অনেক শশা ও লেটুসও খাই).
Sima: I eat fruits and vegetables everyday (আমি প্রতিদিন ফল এবং শাকসবজি খাই). Carrots and tomatoes are my favourites, but I also like strawberries and bananas (গাজর এবং টমেটো আমার প্রিয়, তবে আমি স্ট্রবেরি এবং কলাও পছন্দ করি).
Nasreen: Would you like to try some of my ice-cream with chocolate (তুমি কি চকলেটযুক্ত কিছু আইস-ক্রিম খেয়ে দেখবে)? We should eat it quickly (আমাদের এটি দ্রুত খাওয়া উচিত). It will melt soon in this hot weather (এটি এই গরম আবহাওয়ায় শীঘ্রই গলে যাবে).
Sima: OK (ঠিক আছে)! Thanks (ধন্যবাদ).
B. Underline the foods in the dialogue in Activity A (কাজ A-তে সংলাপে থাকা খাবারগুলি আন্ডারলাইন কর).
Answer:
এই উত্তরটি A তে আন্ডারলাইন করে দেখানো হয়েছে।
Be Healthy Lessons 3-5
C. Pairwork (জোড়ায়. জোড়ায় কাজ). Ask and answer the questions about Activity A (কাজ A সম্পর্কে প্রশ্নগুলি জিজ্ঞাসা কর এবং উত্তর দাও).
1. What is Nasreen putting chocolate on (নাসরিন কীসের উপর চকলেট দিচ্ছে)?
2. Why doesn't Nasreen eat chocolate regularly (কেন নাসরিন নিয়মিত চকোলেট খায় না)?
3. What does Nasreen say about ice-cream with chocolate (চকোলেটে মিশানে আইসক্রিম নিয়ে নাসরিন কী বলে)?
4. What are Nasreen's favourite foods (নাসরিনের প্রিয় খাবার কোনটি)? Are these healthy foods (এগুলো কি স্বাস্থ্যকর খাবার)?
5. What are Sima's favourite foods (সিমার প্রিয় খাবার কি কি)? Are these healthy foods (এগুলো কি স্বাস্থ্যকর খাবার)?
Answer:
1. Nasreen is putting chocolate on ice-cream (নাসরিন আইসক্রিমের উপর চকোলেট দিচ্ছে).
2. Because chocolate is an unhealthy food (কারণ চকোলেট একটি অস্বাস্থ্যকর খাবার).
3. Nasreen says that ice-cream is delicious with chocolate (নাসরিন বলে যে চকোলেটেযুক্ত আইসক্রিম সুস্বাদু).
4. Nasreen’s favourite foods are pineapple and bananas (নাসরিনের প্রিয় খাবারগুলি হল আনারস এবং কলা). These are healthy foods (এগুলো স্বাস্থ্যকর খাবার).
5. Sima’s favourite foods are carrots and tomatoes (সিমার প্রিয় খাবার হল গাজর এবং টমেটো). These are healthy foods (এগুলো স্বাস্থ্যকর খাবার).
D. Write a short composition about a healthy meal you ate (তুমি যে স্বাস্থ্যকর খাবার খেয়েছ সে সম্পর্কে একটি সংক্ষিপ্ত রচনা লিখ). Use the following words (নিম্নলিখিত শব্দগুলি ব্যবহার কর):
vegetables (শাক-সবজি) lentils (ডাল) fruit (ফল) healthy (স্বাস্থ্যকর) dairy (দুগ্ধজাত খাবার) unhealthy (অস্বাস্থ্যকর) oil (তেল)
Answer:
A Healthy Meal (একটি স্বাস্থ্যকর ভোজ)
On the last Friday, I had a healthy breakfast (গত শুক্রবার, আমি একটি স্বাস্থ্যকর প্রাতঃরাশ খেয়েছি). I ate many healthy food items (আমি অনেক পদের স্বাস্থ্যকর খাবার খেয়েছি). There were vegetables like cucumbers, carrots, lettuce and tomatoes (সেখানে শসা, গাজর, লেটুস এবং টমেটোর মতো সবজি ছিল). I also ate fruits like mango, guava and pineapple (আমি আম, পেয়ারা এবং আনারসের মতো ফলও খেয়েছি). I also ate dairy products like butter, milk and curd (আমি মাখন, দুধ এবং দইয়ের মতো দুগ্ধজাত খাদ্যও খেয়েছি). I ate lentils (আমি মসুর ডাল খেয়েছি). But no unhealthy oily food was there in the menu (তবে মেনুতে কোনও অস্বাস্থ্যকর তৈলাক্ত খাবার ছিল না).
Language Focus (ভাষা ব্যবহার):
E. Adverbs (ক্রিয়া-বিশেষন)
Adverbs say how an action is done (কীভাবে একটি কাজ সম্পাদিত হয় Adverb তা বলে).
The adverb usually comes after the verb (Adverb সাধারণত verb এর পর আসে).
Tamal is talking quietly to Biju (তমাল বিজুর সাথে শান্তভাবে কথা বলছে).
F. Read the dialogue in Activity A again (কাজ A-তে সংলাপটি আবার পড়). Underline the adverbs carefully (ক্রিয়া-বিশেষণগুলি সাবধানে আন্ডারলাইন কর).
Answer:
regularly regularly everyday quickly soon
G. Groupwork (দলগত কাজ). Choose an action from Row 1 and an adverb from Row 2 (সারি ১ থেকে একটি কর্ম এবং সারি ২ থেকে একটি ক্রিয়া-বিশেষণ চয়ন কর). Mime the action in that way (সেই অনুযায়ী কাজটি মূকাভিনয় করে দেখাও).
1. run write sing draw
2. quickly slowly loudly quietly
Answer:
run quickly (দ্রুত দৌড়াও)
write slowly (ধীরে লেখ)
sing loudly (জোরে গান গাও)
draw quietly (শান্ত হয়ে আঁক)
Be Healthy Lesson 6
Language Focus (ভাষা ব্যবহার):
H. Should and shouldn’t (উচিৎ এবং উচিৎ নয়)
We use should and shouldn’t to give advice (আমরা উপদেশ দেয়ার জন্য should ও shouldn’t ব্যবহার করি).
You shouldn’t eat a lot of sweets (তোমার প্রচুর মিষ্টি খাওয়া উচিত নয়). You shouldn’t eat them regularly (তোমার এগুলি নিয়মিত খাওয়া উচিত নয়).
You should eat a lot of fruits and vegetables (তোমার প্রচুর ফল এবং শাকসবজি খাওয়া উচিত). You should eat them regularly (তোমার এগুলি নিয়মিত খাওয়া উচিত).
I. Make sentences (বাক্য তৈরি কর). Use a word or words from each column (প্রতিটি কলাম থেকে একটি শব্দ বা শব্দসমূহ ব্যবহার কর).
1
|
2
|
3
|
4
|
You
should
|
eat
|
the road
|
politely
|
cross
|
your
teacher
|
carefully
|
|
answer
|
in class
|
regularly
|
|
You
shouldn’t
|
talk
|
your
homework
|
loudly
|
do
|
vegetables
|
carelessly
|
Answer:
1. You should eat vegetables regularly (তোমার নিয়মিত শাকসবজি খাওয়া উচিত).
2. You should cross the road carefully (তোমার সাবধানে রাস্তা অতিক্রম করা উচিত).
3. You should answer your teacher politely (তোমার শিক্ষককে বিনীতভাবে উত্তর দেওয়া উচিত).
4. You shouldn’t talk in class loudly (তোমার শ্রেণিকক্ষে উচ্চস্বরে কথা বলা উচিত নয়).
5. You should do your homework regularly (তোমার নিয়মিত বাড়ির কাজ করা উচিত).
Stressed Syllables 2 Lessons 7-8
Language Focus (ভাষা ব্যবহার):
J. Stressed syllables (জোর দেওয়া শব্দাংশ)
Clap your hands when you say the stressed syllables (জোর প্রয়োগের syllable গুলো উচ্চারণ করার সময় হাততালি দাও).
fish dish frog dog
a fish a dish a frog a dog
a fish on a dish and a frog with a dog.
K. Look, listen and say (দেখ. শোন ও বলো).
3, 6, 9 (৩, ৬, ৯)
Are you fine (তুমি কি ভাল আছো)?
Clap with me (হাততালি দাও আমার সাথে).
We'll have a good time (ভালো সময় কাটাব আমরা).
6, 8, 10 (৬, ৮, ১০)
Clap again (হাততালি দাও আবার).
Let's have some fun (এসো কিছু মজা করি),
With our friends (আমাদের বন্ধুদের সাথে).
L. Say the rhyme in Activity K again (কাজ K এর ছড়াটি আবার বলো). Clap when you say the stressed syllables (জোড় প্রয়োগে syllable গুলো বলার সময় হাততালি দাও).
Answer:
Do yourself with your teacher’s help (তোমার শিক্ষকের সাহায্য নিয়ে নিজে করো).
No comments:
Post a Comment