পরিমাপ
১. রাজুর উচ্চতা ১.৩৫ মিটার এবং তার ভাইয়ের উচ্চতা ৯.৬ ডেসিমিটার। তাদের দুইজনের উচ্চতার পার্থক্য কত সেন্টিমিটার?
সমাধানঃ
রাজুর উচ্চতা=১.৩৫ মিটার=(১.৩৫x১০০) সেন্টিমিটার=১৩৫ সেমি।
রাজুর ভাইয়ের উচ্চতা=৯.৬ ডেসিমিটার=(৯.৬÷১০) মিটার=০.৯৬ মিটার=(০.৯৬x১০০)সেন্টিমিটার=৯৬ সেন্টিমিটার।
সুতরাং দুইজনের ওজনের পার্থক্য=(১৩৫-৯৬)সেন্টিমিটার=৩৯ সেন্টিমিটার।
২. একজন দর্জির কাছে ৩৭৫ সেন্টিমিটার সুতি কাপড় আছে এবং তিনি এ কাপড় দিয়ে ১৫টি জামা তৈরি করতে চান। তিনি প্রতিটি জামার জন্য কত সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবেন?
সমাধানঃ
১৫টি শার্টের জন্য দর্জি কাপড় ব্যবহার করেন ৩৭৫ সেন্টিমিটার
১ টি শার্টের জন্য দর্জি কাপড় ব্যবহার করেন (৩৭৫÷১৫) সেন্টিমিটার=২৫ সেন্টিমিটার।
৩. রেজা প্রতি মিনিটে ৪৫ মিটার করে হাঁটে ও মিনা প্রতি সেকেন্ডে ৮০ সেন্টিমিটার করে হাঁটে। কে দ্রুত হাঁটে?
সমাধানঃ
আমরা জানি, ১ মিনিট=৬০ সেকেন্ড
রেজা ৬০ সেকেন্ডে হাঁটে ৪৫ মিটার
রেজা ১ সেকেন্ডে হাঁটে (৪৫÷৬০) মিটার=০.৭৫ মিটার=(০.৭৫x১০০) সেন্টিমিটার=৭৫ সেন্টিমিটার
এখন রেজা ১ সেকেন্ডে হাঁটে ৭৫ সেন্টিমিটার
মিনা ১ সেকেন্ডে হাঁটে ৮০ সেন্টিমিটার
৮০> ৭৫
সুতরাং মিনা দ্রুত হাঁটে।
৪. লতিফ বাজারে গিয়ে ৩.৫ কে.জি. চাল, ৮ হে.গ্রা. সবজি ও ২৪০০ গ্রাম মাংস কিনলেন। তিনি মোট কত কে.জি. বাজার করলেন?
সমাধানঃ
চাল, সবজি ও মাংস কিনলেন
=৩.৫ কে.জি.+৮ হে.গ্রা.+২৪০০ গ্রাম
=৩.৫ কে.জি.+(৮x১০০) গ্রাম+২৪০০ গ্রাম
=৩.৫ কে.জি.+৮০০ গ্রাম+২৪০০ গ্রাম
=৩.৫ কে.জি.+৩২০০ গ্রাম
=৩.৫ কে.জি.+৩.২ কে.জি.
=৬.৭ কে.জি.।
সুতরাং তিনি ৬.৭ কে.জি. বাজার করলেন।
৫. একটি বইয়ের ওজন ১২৪ গ্রাম হলে ৮০টি বইয়ের ওজন কত কে.জি. হবে?
সমাধানঃ
১টি বইয়ের ওজন ১২৪ গ্রাম
৮০টি বইয়ের অজন=১২৪x৮০ গ্রাম=৯৯২০ গ্রাম=(৯৯২০÷১০০০) কে.জি.=৯.৯২ কেজি।
৬. ৮ জন লকের ওজন ৪৫১.২ কে.জি.। তাদের গড় ওজন কত হেক্টোগ্রাম?
সমাধানঃ
৮ জন লোকের ওজন ৪৫১.২ কে.জি.
তাহলে গড় ওজন=(৪৫১.২÷৮) কে.জি.=৫৬.৪ কেজি
এখন,
৫৬.৬ কেজি
=(৫৬.৬x১০০০) গ্রাম
=৫৬৪০০ গ্রাম
=(৫৬৪০০÷১০০) হেক্টোগ্রাম
=৫৬৪ হেক্টোগ্রাম।
তাদের গড় ওজন=৫৬৪ হেক্টোগ্রাম।
৭. একটি বোতলে ৭৫ সেন্টিলিটার তেল ছিল - শান্তি ওই বোতল থেকে ১৮০ মিলিলিটার তেল ব্যবহার করার পর বোতলে আর কত লিটার তেল অবশিষ্ট রয়েছে?
সমাধানঃ
বোতলে তেল আছে ৭৫ সেন্টিলিটার=(৭৫÷১০০) লিটার=০.৭৫ লিটার
শান্তি ব্যবহার করে=১৮০ মিলিলিটার=(১৮৮০÷১০০০) লিটার=০.১৮ লিটার
বোতলে তেল থাকে=(০.৭৫-০.১৮) লিটার= ০.৫৭ লিটার।
৮. একটি বোতলে আমের জুসের পরিমান ৩৫০ মিলিলিটার। ২৪টি বোতলে জুসের পরিমান কত লিটার?
সমাধানঃ
১টি বোতলে আমের জুসের পরিমান ৩৫০ মিলিলিটার
২৪ টি বোতলে আমের জুসের পরিমান (৩৫০x২৪) মিলিলিটার=৮৪০০ মিলিলিটার=(৮৪০০÷১০০০) লিটার=৮.৪ লিটার।
৯. একটি পরিবার ৮ দিনে ২০ লিটার খাবার পানি ব্যবহার করে। ওই পরিবার দৈনিক গড়ে কত ডেসিলিটার পানি ব্যবহার করে?
সমাধানঃ
পরিবারটি,
৮ দিনে খাবার পানি ব্যবহার করে ২০ লিটার
১ দিনে ব্যবহার করে (২০÷৮) লিটার= ২.৫ লিটার= (২.৫x১০) ডেসিলিটার= ২৫ ডেসিলিটার।
No comments:
Post a Comment