*প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিন আমাদের সাথে * বিসিএস পরীক্ষা এর প্রস্তুতি নিন আমাদের সাথে* আনলিমিটেড টেস্ট রয়েছে আপনার জন্য এই ব্লগে * নতুন ও আপডেট তথ্য পেতে পাশের "follow/অনুসরণ" বাটনে ক্লিক করুন * নিজেকে আরো বেশি সমৃদ্ধ করুন * আপনার শিশুকে কাব কার্যক্রমের সাথে সম্পৃক্ত করুন * আপনার বাড়ি, বিদ্যালয়, অফিসের আঙ্গিনায় সবজির বাগান করুন, নিরাপদ ও বিষ মুক্ত খাদ্য গ্রহণ করুন * করোনার কমিউনিটি স্প্রেইডিং রোধে সামাজিক দূরত্ব বজায় রাখুন * অযথা পাড়া বেড়ানো, চায়ের দোকানে আড্ডা পরিহার করুন * পরিবারে অধিক সময় দেয়ার চেষ্টা করুন * ঘরে থাকুন, নিরাপদে থাকুন *

Class 5 Elementary Mathematics Chapter 12 (Time) – সময়

 

সময়

অনুশীলনী ১২


. নিচের মাসগুলোর দিন সংখ্যা লেখঃ

() শ্রাবণ  

() ভাদ্র  

() অগ্রাহায়ন  

() চৈত্র

() এপ্রিল

() জুলাই

() আগস্ট

() ডিসেম্বর

সমাধানঃ

() শ্রাবণ মাসে দিনের সংখ্যা ৩১

() ভাদ্র মাসে দিনের সংখ্যা ৩১

() অগ্রহায়ন মাসে দিনের সংখ্যা ৩০

() চৈত্র মাসে দিনের সংখ্যা ৩০

() এপ্রিল মাসে দিনের সংখ্যা ৩০

() জুলাই মাসে দিনের সংখ্যা ৩১

() আগস্ট মাসে দিনের সংখ্যা ৩১

() ডিসেম্বর মাসে দিনের সংখ্যা ৩১


. ক্যালেন্ডার সম্পর্কিত নিচের প্রশ্নগুলোর উত্তর দাওঃ

() ২৫শে বৈশাখ এর ২০ দিন পরের তারিকটি কী (কত তারিখ)?

() ২৫শে জুন এর ৪৯ দিন পরের তারিখটি কী (কত তারিখ)?

() যদি ৩রা মে মঙ্গলবার হয় তবে ৩১শে মে কী বার?

() যদি ১লা অক্টোবর শনিবার হয় তবে ৩১শে অক্টোবর কী বার?

সমাধানঃ

() যেহেতু বৈশাখ মাস ৩১ দিনে সেহেতু ২৫ বৈশাখের দিন পর বৈশাখ মাস শেষ হয়ে যাবে এবং জৈষ্ঠ্য মাস শুরু হবে। আবার ২০-=১৪
সুতরাং ২৫শে বৈশাখের ২০ দিন পরের দিন ১৪ই জৈষ্ঠ্য।

() জুন মাস ৩০ দিনে, অতএব ২৫ জুন এর দিন পর জুলাই মাস শুরু হবে।

৪৯-=৪৪
এখন জুলাই মাস ৩১ দিনে, আর পরের মাস আগস্ট।
৪৪-৩১=১৩
অতএব, ২৫শে জুন এর ৪৯ দিন পরের তারিখটি ১৩ই আগস্ট হবে।

() ৩রা মে হতে ২৮ দিন = দিন পরের দিনটি (২৮ + ) = ৩১শে মে। যেহেতু ৩রা মে মঙ্গলবার সেহেতু দিন পরের দিনটি বা ৩১শে মে দিনটিও মঙ্গলবার।

() ১লা অক্টোবর এর ২৮ দিন = দিন এর পরের দিনটি ২৯শে মে। যেহেতু লা অক্টোবর শনিবার সেহেতু দিন এর পরের দিন বা ২৯শে মে শনিবার।

সুতরাং, ২৯+ বা ৩১ মে অক্টোবর সোমবার।


. নিচের সালগুলোর ফেব্রুয়ারি মাসে কত দিন ছিল?

() ১২০০  

() ১৬৯২  

() ২০১০

সমাধানঃ

()

          
 --------------
৪০০)১২০০
       ১২০০
       ----------
            

১২০০, ৪০০ দ্বারা বিভাজ্য;

অতএব ১২০০ সাল অধিবর্ষ ছিল

বা এর ফেব্রুয়ারি মাস ২৯ দিন ছিল।

()

   ৪২৩
------------
)১৬৯২
    ১৬
------------
       
       
-------------
        ১২
        ১২
----------------
          

১৬৯২, দ্বারা বিভাজ্য; অতএব ১৬৯২ সাল অধিবর্ষ ছিল বা এর ফেব্রুয়ারি মাস ২৯ দিন ছিল।

()

    ৫০২
------------
)২০১০
    ২০
------------
       
       
---------------
      ১০
       
----------------
       

২০১০, দ্বারা বিভাজ্য নয়;

সুতরাং ২০১০ সাল অধিবর্ষ ছিল না

বা এর ফেব্রুয়ারি মাস ২৮ দিন ছিল।


. ২০১৬ সনটি অধিবর্ষ ছিল। ১লা জানুয়ারি ২০১৬ শুক্রবার হলে, ৩১ ডিসেম্বর ২০১৬ কী বার ছিল?

সমাধানঃ

লা জানুয়ারি ২০১৬ শুক্রবার হলে ৩১শে ডিসেম্বর ২০১৬ শনিবার ছিল।
কারণঃ

সাধারনত বছরের ১ম দিন যে বার থাকে বছরের শেষ দিনও সেই বার হয় কিন্তু বছরটি যদি অধিবর্ষ হয় তবে সেক্ষেত্রে বছরের শেষ দিন একদিন পিছিয়ে যায়।


. নিচের সালগুলো কোন শতাব্দীর?

() ১০৮  

() ১০১৫  

() ২০০১

সমাধানঃ

() ১০১ সাল থেকে ২০০ সাল পর্যন্ত ২য় শতাব্দী; তাহলে ১০৮ সাল ২য় শতাব্দী।
(
) ১০০১ থেকে ১১০০ সাল পর্যন্ত একাদশ শতাব্দী; অতএব ১০১৫ সাল একাদশ শতাব্দী।
(
) ২০০১ সাল থেকে ২১০০ সাল পর্যন্ত একবিংশ শতাব্দী; অর্থাৎ ২০০১ সাল একবিংশ শতাব্দী।


.  নিচের প্রশ্নগুলোর উত্তর দাওঃ

() ১০ বছরকে দিনে প্রকাশ কর।

() ১০০০ ঘন্টাকে মাস, দিন ঘন্টার মাধ্যমে প্রকাশ কর।

সমাধানঃ

(১০ বছর =১০৩৬৫ দিন


() ১০০০ ঘন্টা
      ৪১
--------------
২৪)১০০০
       ৯৬
----------------
       ৪০
       ২৪
----------------
        ১৬

১০০০ ঘন্টা=৪১ দিন ১৬ ঘণ্টা

আবার,

        
------------
৩০৪১
      ৩০
-------------
       ১১

৪১ দিন = মাস ১১ দিন
অতএব, ১০০০ ঘণ্টা= মাস ১১ দিন ১৬ ঘণ্টা।


. নিচে প্রদত্ত ১২ ঘণ্টা সময়সূচিতে লেখা সময়কে ২৪ ঘন্টা সময়সূচিতে প্রকাশ কর।

() অপরাহ্ণ .০০

() অপরাহ্ণ ১১.৪২

() পূর্বাহ্ণ .২০

() পুর্বাহ্ণ ১২.০০

সমাধানঃ

১২ ঘন্টা সময়সূচি
২৪ ঘন্টা সময়সূচি
() অপরাহ্ন .০০
.০০+১২.০০
=১৫.০০
()অপরাহ্ন ১১.৪২
১১.৪২+১২.০০
=২৩.৪২
() পূর্বাহ্ন .২০
০০.২০
()পূর্বাহ্ন ১২.০০
১২.০০

. নিচে প্রদত্ত ২৪ ঘণ্টা সময়সূচিতে লেখা সময়কে ১২ ঘন্টা সময়সূচিতে প্রকাশ করঃ

() ০২.০৪  

() ১৫.৩৪  

() ২৪.০০  

() ২১.১৩

সমাধানঃ

২৪ ঘন্টা সময়সূচি
১২ ঘন্টা সময়সূচি
() ০২.০৪
রাত .০৪
() ১৫.৩৪
১৫.৩৪-১২.৩৪
=অপরাহ্ণ .৩৪
() ২৪.০০
২৪.০০-১২.০০
=রাত ১২.০০
() ২১.১৩
২১.১৩-১২.০০
=রাত .১৩
 

. একটি ট্রেন কোনো শহর ১১.৫০ ত্যাগ করে ১৫.২৫ গন্তব্যে পৌঁছায়। ট্রেনটির কত ঘন্টা কত মিনিট সময় লাগে?

সমাধানঃ

ঘন্টা মিনিট>>>> ঘন্টা মিনিট

১৫    ২৫>>>>> ১৫    ৮৫
১১    ৫০>>>>>>১২    ৫০
---------------------------------
                             ৩৫
ট্রেনটির ঘন্টা ৩৫ মিনিট সময় লাগলো।

No comments:

Post a Comment