*প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিন আমাদের সাথে * বিসিএস পরীক্ষা এর প্রস্তুতি নিন আমাদের সাথে* আনলিমিটেড টেস্ট রয়েছে আপনার জন্য এই ব্লগে * নতুন ও আপডেট তথ্য পেতে পাশের "follow/অনুসরণ" বাটনে ক্লিক করুন * নিজেকে আরো বেশি সমৃদ্ধ করুন * আপনার শিশুকে কাব কার্যক্রমের সাথে সম্পৃক্ত করুন * আপনার বাড়ি, বিদ্যালয়, অফিসের আঙ্গিনায় সবজির বাগান করুন, নিরাপদ ও বিষ মুক্ত খাদ্য গ্রহণ করুন * করোনার কমিউনিটি স্প্রেইডিং রোধে সামাজিক দূরত্ব বজায় রাখুন * অযথা পাড়া বেড়ানো, চায়ের দোকানে আড্ডা পরিহার করুন * পরিবারে অধিক সময় দেয়ার চেষ্টা করুন * ঘরে থাকুন, নিরাপদে থাকুন *

Class 7 English For Today Unit 3: What are friends for, Lesson 4 : A Sad Day For Farabi

 

A Sad Day For Farabi – ফারাবির একটি দুঃখের দিন


A. Discuss and answer these questions (এই প্রশ্নগুলো আলোচনা কর উত্তর দাও).

1. What will you do if your parents do not want you to go on a picnic with your friends (যদি তোমার পিতামাতা তোমাকে বন্ধুদের সাথে বনভোজনে যেতে না দেয় তাহলে কী করবে)?

2. What will you do if you miss the picnic bus (যদি তুমি বনভোজনের বাস ধরতে না পারো তবে কী করবে)?

Answer:

1. I shall try to convince my parents to let me go to picnic or I shall not go there (আমি আমার বাবা মাকে বোঝানোর চেষ্টা করব আমাকে বনভোজনে যেতে দেয়ার জন্য অথবা আমি সেখানে যাব না).

2. I shall hire a CNG and try to catch the missing bus (আমি একটি সি.এন.জি ভাড়া করব এবং হারানো বাসটি ধরার চেষ্টা করব).


B. Read about what happened to Farabi yesterday and answer the following questions (গতকাল ফারাবির কী হয়েছিল সে সম্পর্কে পড় এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও).

Farabi was sitting with his head down (ফারাবি তার মাথা নিচু করে বসেছিল). He looked sad (তাকে বিষন্ন দেখাচ্ছিল). His hair was untidy and ruffled (তার চুল ছিল অপরিচ্ছন্ন, এলোমেলো). It was clear he did not brush it at all (এটি স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সে তার চুল মোটেও আঁচড়ায়নি).

What happened, Flora (কী হয়েছে ফারাবি). Are you okay, asked Flora. (তুমি ঠিক আছ, ফ্লোরা জিজ্ঞাসা করল).

I’m so shocked, Flora (আমি অনেক ব্যথিত, ফ্লোরা). I don’t want to talk, said Farabi (আমি কথা বলতে চাইনা, ফারাবি বলল).

But you have to (কিন্তু তোমাকে বলতে হবে). Any pain or sorrow is like a load in the mind (যেকোনো ব্যথা অথবা দুঃখ মনের উপর বোঝা স্বরুপ). If you tell or share it with your parents or friends, it will be lighter (যদি তুমি তোমার বাবা-মা অথবা বন্ধুদের সাথে এটি ভাগাভাগি কর তাহলে তা হালকা হবে). On the other hand, if you don’t share it, the load will become heavier and more painful (অন্যদিকে, এক্সদি তুমি ভাগাভাগি না কর তাহলে এই বোঝাটি অপেক্ষাকৃত ভারী এবং বেদনাদায়ক হবে). So please tell me what’s wrong, Flora insisted (সুতরাং, দয়া করে বল তোমার কী সমস্যা হয়েছে, ফ্লোরা পীড়াপীড়ি করল).

Farabi looked at Flora and said, One of my friends Harun is our school football team leader (ফারাবি ফ্লোরার দিকে তাকাল এবং বলল, আমার এক বন্ধু হারুন বিদ্যালয়ের ফুটবল দলের অধিনায়ক). Yesterday he just dropped my name from the coming Interclass Football Tournament (গতকাল সে আসন্ন আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতা থেকে আমার নাম বাদ দিয়েছে). I wanted to know why, but he didn’t even talk to me about it (আমি এর কারণ জানতে চেয়েছিলাম, কিন্তু সে সম্পর্কে আমার সাথে কোনো কথা বলেনি).


C. Tick the best answer (সঠিক উত্তরে টিক চিহ্ন দাও).

1. Which is the correct statement (কোনটি সঠিক বাক্য)?

Farabi was (ফারাবি ছিল -)

a. standing up (দাঁড়িয়ে).

b. looking down (নিচের দিকে তাকিয়ে).

c. looking happy (আনন্দিত দেখাচ্ছিল).

Answer: b

2. Why was Farabi with his head down (ফারাবি কেন তার মাথা নিচের দিকে রেখেছিল)?

Because (কারন)

a. he was unhappy (সে বিষন্ন ছিল).

b. it was his habit (এটি ছিল তার স্বভাব).

c. he had a headache (তার মাথাব্যথা ছিল).

3. His hair was ruffled (তার চুল এলোমেলো ছিল).

Here ‘ruffled’ means (এখানে ‘ruffled’ মানে)

a. brushed and tidy (ব্রাশ করা পরিপাটি).

b. clear and smooth (পরিষ্কার মসৃন).

c. not brushed or combed (ব্রাশ করা বা আচড়ানো নয়).

Answer: c

4. Farabi didn’t want to talk to Flora because (ফারাবি ফ্লোরার সাথে কেন কথা বলতে চাইছিল না কারন -)

a. something sad happened to him (তার সাথে দুঃক্ষজনক কিছু ঘটেছিল).

b. he stopped talking to his friend (সে তার বন্ধুর সাথে কথা বলা থামিয়ে দিয়েছিল).

c. he was unwell and sick (সে ছিল পীড়িত অসুস্থ).

Answer: a

5. ‘‘Please tell me what’s wrong,’’ Flora insisted (ফ্লোরা জোর দিয়ে বলল, দয়া করে বল তোমার কী সমস্যা হয়েছে).

Here ‘insisted’ mean (এখানে insisted এর অর্থ)

a. scolded (তিরস্কার করেছিল).

b. demanded (দাবি করেছিল).

c. shouted (চিৎকার করেছিল).

Answer: b

6. Your pain in the mind will be _______ if you talk about it with your friend (তোমার মনের কষ্ট _____ হবে যদি তুমি সম্পর্কে তোমার বন্ধুর সাথে কথা বল).

a. heavy (ভারী)

b. less heavy (কম ভারী)

c. more heavy (বেশি ভারী)

Answer: b

7. Which is the correct statement (কোন বর্ননাটি সঠিক)?

a. Farabi was going to play in the Interclass Football Tournament (আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতায় ফারাবি খেলতে যাচ্ছিল).

b. Farabi and Harun were not going to play in the Interclass Football Tournament (ফারাবি এবং হারুন আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতায় খেলতে যাচ্ছিল না).

c. Farabi and Harun used to play in the Interclass Football Tournament (ফারাবি এবং হারুন আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতায় খেলত).

Answer: c

No comments:

Post a Comment