*প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিন আমাদের সাথে * বিসিএস পরীক্ষা এর প্রস্তুতি নিন আমাদের সাথে* আনলিমিটেড টেস্ট রয়েছে আপনার জন্য এই ব্লগে * নতুন ও আপডেট তথ্য পেতে পাশের "follow/অনুসরণ" বাটনে ক্লিক করুন * নিজেকে আরো বেশি সমৃদ্ধ করুন * আপনার শিশুকে কাব কার্যক্রমের সাথে সম্পৃক্ত করুন * আপনার বাড়ি, বিদ্যালয়, অফিসের আঙ্গিনায় সবজির বাগান করুন, নিরাপদ ও বিষ মুক্ত খাদ্য গ্রহণ করুন * করোনার কমিউনিটি স্প্রেইডিং রোধে সামাজিক দূরত্ব বজায় রাখুন * অযথা পাড়া বেড়ানো, চায়ের দোকানে আড্ডা পরিহার করুন * পরিবারে অধিক সময় দেয়ার চেষ্টা করুন * ঘরে থাকুন, নিরাপদে থাকুন *

Class 5 Elementary Mathematics Chapter 5 – গুণিতক এবং গুণনীয়ক / লসাগু ও গসাগু

 

লসাগু গসাগু

গুণিতক এবং গুণনীয়ক

অনুশীলনী


. লসাগু নির্ণয় করঃ

() ১৫,২১  

() ৩৫,২১  

() ২০,১২,২৫

() ,১৬,১৮  

() ২০,১২,২৫,৩২

সমাধানঃ

প্রদত্ত সংখ্যাসমূহকে তাদের সাধারণ মৌলিক উৎপাদক দ্বারা ভাগ করি এবং লসাগু নির্ণয় করি।

()

)১৫,২১
   --------
     ,

নির্ণেয় লসাগু=XX=১০৫ 

()

)৩৫,২১
   --------
    , 

নির্ণেয় লসাগু=XX=১০৫

()

)২০,১২,২৫
   -----------
)১০,,২৫
   ----------
),,২৫
   ---------
     ,,

নির্ণেয় লসাগু=XXXX=৩০০

()

),১৬,১৮
   ----------
),,
   ----------
),,
   ----------
     ,,

নির্ণেয় লসাগু=XXX=১৪৪ 

()

)২০,১২,২৫,৩২
   ---------------
)১০,,২৫,১৬
   --------------
),,২৫,
   --------------
    ,,,

নির্ণেয় লসাগু=XXXXX=২৪০০


. গসাগু ণির্নয় করঃ

() ১২,১৮  

() ২৪,২৮ 

() ৩৯,৫২

() ৫৪,৩৬,৭২ 

() ২০,৩০,৩৬,৪৫

সমাধানঃ

প্রদত্ত সংখ্যাগুলোকে তাদের সাধারণ মৌলিক উৎপাদক দিয়ে ভাগ করি এবং গসাগু নির্ণয় করি।

()

)১২,১৮
   --------
),
   --------
     ,

নির্ণেয় গসাগু=X= 

()

)২৪,২৮
   --------
)১২,১৪
   --------
      ,

নির্ণেয় গসাগু=X=

()

১৩)৩৯,৫২
   ----------
          ,

নির্ণেয় গসাগু=১৩

()

)৫৪,৩৬,৭২
   -------------
)২৭,১৮,৩৬
   -------------
),,১২
   -----------
     ,,

নির্ণেয় গসাগু=XX=১৮ 

()

)২০,৩০,৩৬,৪৫
   ----------------
   ২০,৩০,৩৬,৪৫

নির্ণেয় গসাগু=


. একটি রাস্তায় কিছু গাছ এবং ল্যাম্পপোস্ট আছে। ২৫ মিটার পরপর গাছ এবং ২০ মিটার পরপর ল্যাম্পপোস্ট আছে। রাস্তার শুরুতে গাছ ল্যাম্পপোস্ট একত্রে থাকলে কত মিটার পরপর গাছ ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকবে?

সমাধানঃ

২৫ এবং ২০ এর লসাগুই হবে নির্ণেয় দূরত্ব যা গাছ ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকার দুরত্ত্ব।
)২৫,২০
    
,
লসাগু=XX=১০০
সুত্রাং নির্ণেয় দুরত্ব=১০০ মিটার।


. তিনটি ভিন্ন রঙ এর ঘণ্টা আছে। লাল রঙ এর ঘণ্টা ১৮ মিনিট পরপর, হলুদ রঙ এর ঘণ্টা ১৫ মিনিট পরপর এবং সবুজ রঙ এর ঘণ্টা ১২ মিনিট পরপর বাজে। ঘণ্টাগুলো সন্ধ্যা ৬টায় একসাথে বাজলে, পুনরায় কখন একসাথে বাজবে।

সমাধানঃ

১৮, ১৫, ১২ এর লসাগুই হবে নির্নেয় সময় যখন পুনরায় ঘণ্টাগুলো একসাথে বাজাবে।
)১৮,১৫,১২
),১৫,
     
,,
লসাগু=XXXX=১৮০
১৮০ মিনিট=(১৮০÷৬০) ঘণ্টা= ঘণ্টা
অর্থাৎ সন্ধ্যা ৬টা+ ঘণ্টা=রাত টায় ঘন্টাগুলো পুনরায় একসাথে বাজবে।


. চিত্রে একটি আয়তকার মেঝের ছবি দেওয়া আছে। কোনো খালি জায়গা না রেখে আমরা ঘরের মেঝেতে বর্গাকার কার্পেট বসাতে চাই।

() মেঝেতে বিছানো যাবে এমন বর্গাকার-কার্পেট এর বৃহত্তমটির এক-বাহুর দৈর্ঘ্য নির্ণয় কর।
(
) সম্পূর্ণ মেঝেতে কার্পেট বিছানোর জন্য এরুপ কয়টি কার্পেট লাগবে?

সমাধানঃ

()

মেঝেতে বিছানো যাবে এমন বর্গাকার কার্পেট এর বৃহত্তমটির একটি বাহুর দৈর্ঘ্য হবে ৪২ এবং ৩৬ এর গসাগু।
)৪২,৩৬
)২১,১৮
    
,
গসাগু=X=
নির্ণেয় দৈর্ঘ্য= মিটার।

()

নং হতে প্রাপ্ত, বৃহত্তম বর্গাকার কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য = মিটার।
অতএব, এর ক্ষেত্রফল=(X) বর্গমিটার=৩৬ বর্গমিটার।
আয়তাকার মেঝের ক্ষেত্রফল=(৪২X৩৬) বর্গমিটার=১৫১২ বর্গমিটার
অতএব, সম্পুর্ণ মেঝে কার্পেট বিছানোর জন্য কার্পেট লাগবে=১৫১২÷৩৬টি=৪২টি।


. কোনো স্থানে ১০ জনের বেশি শিক্ষার্থী আছে। একজন শিক্ষক ৪২ টি কলা, ৮৪টি বিস্কুট এবং ১০৫টি চকলেট কোনো অবশিষ্ট না রেখে শিক্ষার্থীদের মধ্যে সমানভাগে ভাগ করে দিতে চান। কতজন শিক্ষার্থীর মধ্যে শিক্ষক কলা, বিস্কুট এবং চকলেট ভাগ করে দিতে পারবেন?

সমাধানঃ

৪২,৮৪,১০৫ এর গসাগুই হবে মোট শিক্ষার্থীর সংখ্যা।
)৪২,৮৪,১০৫
)১৪,২৮,৩৫
      
,,
গসাগু=X=২১
সুতরাং, শিক্ষার্থী সংখ্যা=২১ জন।

No comments:

Post a Comment