ত্রিভুজের বাহু ও কোনের সম্পর্ক
৭ম শ্রেণি গণিত অনুশীলনী ৯.২ এর প্রশ্ন সমাধান
নিচের তথ্যের ভিত্তিতে ১-৩ নম্বর প্রশ্নের উত্তর দাও (Answer the questions 1-3on the basis of the following information):
চিত্রে, CE, ∠ACD এর সমদ্বিখন্ডক (In the figure, CE is the bisector of ∠ACD)। AB ∥ CE এবং ∠ECD=60° (AB ∥ CE and ∠ECD =60°)।
১. ∠BAC এর মান নিচের কোনটি (Which one of the following is the value of ∠BAC)?
ক. 30°
খ. 45°
গ. 120°
ঘ. 120°
উত্তরঃ গ
২. ∠ACD এর মান নিচের কোনটি (Which one of the following is the value of ∠ACD)?
ক. 60°
খ. 90°
গ. 120°
ঘ. 180°
উত্তরঃ গ
৩. △ABC কোন ধরনের ত্রিভুজ (What type of triangle is ABC)?
ক. স্থুলকোনী
খ. সমদ্বিবাহু
গ. সমবাহু
ঘ. সমকোণী
উত্তরঃ গ
৪. একটি ত্রিভুজের দুইটি বাহু যথাক্রমে 5 সে.মি. এবং 4 সে.মি. (The lengths of two sides of a triangle are 5 cm and 4 cm respectively)। ত্রিভুজটির অপর বাহুটি নিচের কোনটি হতে পারে (Which one of the following is the possible-measurement-of-the-other-side-of-the-triangle)?
ক. 1 সে.মি.
খ. 4 সে.মি.
গ. 9 সে.মি.
ঘ. 10 সে.মি.
উত্তরঃ খ
৫. সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের একটি 40° হলে, অপর সূক্ষ্মকোণের মান নিচের কোনটি (If one of the two acute angles of a right angled triangle is 40°, which of the following is the value of the other acute angle)?
ক. 40°
খ. 50°
গ. 60°
ঘ. 140°
উত্তরঃ খ
৬. কোনো ত্রিভুজের একটি কোণ অপর দুইটি কোণের সমষ্টির সমান হলে, ত্রিভুজটি কী ধরনের হবে (If the sum of two angles is equal to the third angle of a triangle, what type of triangle is it)?
ক. সমবাহু
খ. সূক্ষ্মকোণী
গ. সমকোণী
ঘ. স্থুলকোণী
উত্তরঃ গ
৭. △ABC এ AB>AC এবং ∠B ও ∠C এর সমদ্বিখন্ডকদ্বয় পরস্পর P বিন্দুতে ছেদ করেছে (In △ABC, AB> AC and the bisectors of the ∠B and ∠C intersect at the point P)। প্রমান কর যে, PB>PC (Prove that PB > PC)।
সমাধানঃ
দেওয়া আছে,
ত্রিভুজ ABC এ, AB>AC। ∠B ও ∠C এর সমদ্বিখন্ডকদ্বয় BP ও CP পরস্পরকে P বিন্দুতে ছেদ করেছে।
প্রমাণ করতে হবে যে, PB>PC.
প্রমানঃ
১. যেহেতু BP, ∠B এর সমদ্বিখন্ডক
∵∠PBC=1/2∠ABC
এবং PC, ∠C এর সমদ্বিখন্ডক
∵∠PCB=1/2∠ACB
২. △ABC-এ, AB>AC
∵∠ACB>∠ABC [বৃহত্তম বাহুর বিপরীত কোণ বৃহত্তম]
বা, 1/2∠ACB>1/2∠ABC
বা, ∠PCB>∠PBC
বা, PB>PC [যেহেতু বৃহত্তম বাহুর বিপরীত কোণ বৃহত্তম]
∵PB>PC [প্রমাণিত]
৮. ABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ এবং এর AB=AC (ABC is an isosceles triangle and AB= AC)। BC কে যেকোনো দুরত্বে D পর্যন্ত বাড়ানো হলো (The side BC is extended up to D)। প্রমান কর যে, AD>AB (Prove that AD > AB)।
সমাধানঃ
বিশেষ নির্বাচনঃ
মনে করি,
ABC একটা সমদ্বিবাহু ত্রিভুজ ও AB=AC.
BC-কে যেকোনো দূরত্ব D পর্যন্ত বাড়ানো হলো।
A, D যোগ করা হলো।
প্রমান করতে হবে যে, AD>AB.
প্রমানঃ
১. △ABC এ AB=AC
∵ ∠ABC=∠ACB [∵সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয় সমান ও সূক্ষ্মকোণ]
২. △ABC এর বহিঃস্থ কোণ
∠ACD=∠ABC+∠BAC. [∵ ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন কোণ বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান]
৩. সুতরাং, ∠ACD>∠ABC
∵ ∠ACD>∠ACB [১ নং মতে, ∠ABC=∠ACB বলে]
৪. ∠ACD+∠ACB=এক সরলকোণ বা দুই সমকোণ
৫. △ACD এ ∠ACD স্থুলকোণ [কারন ACB সূক্ষ্মকোণ -১ নং এর শর্ত হতে]
তাহলে, ∠ADC সূক্ষ্মকোণ।
∵ ∠ACD>∠ADC
তাহলে, AD>AC [বৃহত্তর কোণের বিপরীত বাহু বৃহত্তর]
সুতরাং, AD>AB [AC = AB বলে]
∵ AD>AB [প্রমাণিত]
৯. ABCD চতুর্ভুজে AB=AD, BC=CD এবং CD>AD (In the quadrilateral ABCD, AB = AD, BC = CD and CD > AD)। প্রমান কর যে, ∠DAB > ∠BCD (Prove that LDAB > LBCD)।
সমাধানঃ
দেওয়া আছে,
ABCD চতুর্ভুজ এর AB = AD, BC = CD ও CD > AD
প্রমান করতে হবে যে, ∠DAB>∠BCD.
প্রমাণঃ
১. দেওয়া আছে, CD>AD
∵∠CAD>∠ACD [ত্রিভুজের বৃহত্তম বাহুর বিপরীত কোণ বৃহত্তম]
২. আবার, BC=CD
এবং AB=AD
∵BC>AB
∵∠BAC>∠BCA [ত্রিভুজের বৃহত্তম বাহুর বিপরীত কোণ বৃহত্তম]
৩. ∠CAD+∠BAC>∠ACD+∠BCA [(১) ও (২) থেকে]
∵∠ DAB>∠BCD (প্রমাণিত)
১০. △ABC এ ∠ABC>∠ACB. D, BC বাহুর মধ্যবিন্দু।
(ক) তথ্যের আলোকে চিত্রটি অঙ্কন কর (Draw the fiqure on the basis of the information)।
(খ) দেখাও যে, AC>AB (Show that, AC>AB)
(গ) প্রমান কর যে, AB+AC>2AD (Prove that, AB+AC>2AD)
সমাধানঃ
(ক)
প্রদত্তের আলোকে নিচের চিত্রটি আঁকা হলোঃ-
(খ)
△ABC এ ∠ABC>∠ACB. D, BC বাহুর মধ্যবিন্দু।
দেখাতে হবে যে, AC>AB
প্রামানঃ
যদি AC>AB না হয় তবে AC=AB বা AC<AB হবে।
AC=AB হলে, ∠ABC=∠ACB হবে [কারন সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয় সমান হয়]
কিন্তু, ∠ABC>∠ACB বিধায় AC=AB হবে না।
আবার,
AC<AB হলে, ∠ABC<∠ACB হবে [কারন ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর হয়]
কিন্তু, ∠ABC>∠ACB বিধায় AC<AB হবে না।
তাহলে, AC>AB হবে (দেখানো হলো)
(গ)
বিশেষ নির্বাচনঃ
△ABC এ ∠ABC>∠ACB. D, BC বাহুর মধ্যবিন্দু।
প্রমান করতে হবে যে, AB+AC>2AD.
অঙ্কনঃ
AD কে E পর্যন্ত এমন ভাবে বর্ধিত করি যেন AD=DE হয়। এবং E, C যোগ করি।
প্রমাণঃ
△ABD ও △DEC-এর ক্ষেত্রে,
AD=DE [অঙ্কনানুসারে]
BD=DC [প্রশ্নানুসারে]
∠ADB=∠EDC [বিপ্রতীপ কোন]
∵△ABD ≅ △DEC
∵AB=EC
এখন,
△AEC-এর ক্ষেত্রে,
AC+EC>AE
বা, AC+AB>AD+DE [∵AB=EC]
বা, AC+AB>2AD (প্রমাণিত)
১১. △ABC এ AB=AC এবং D, BC এর উপর একটি বিন্দু (In the △ABC, AB = AC and D is a point on AC)। প্রমান কর যে, AB>AD (Prove that AB>AD)।
সমাধানঃ
দেওয়া আছে, △ABC এ AB=AC এবং D, BC এর উপর একটি বিন্দু। প্রমান কর যে, AB>AD.
অঙ্কনঃ
A, D যোগ করি।
প্রমানঃ
△ABC এ AB=AC
∵∠ABC=∠ACB
বা, ∠ABD=∠ACD [ত্রিভুজের দুটি বাহু সমান হলে এর বিপরীত কোণ দুটিও সমান হবে]
আবার,
△ADC এ ∠ADB>∠ACD [বহিঃস্থ কোণ বৃহত্তর]
বা, ∠ADB>∠ABD
∵AB>AD (প্রমাণিত)
১২. △ABC এ AB⊥AC এবং D, AC এর উপর একটি বিন্দু (In the ABC, AB⊥AC and D is a point on AC)। প্রমান কর যে, BC>BD (Prove that, BC > BD)।
সমাধানঃ
দেওয়া আছে,
△ABC এ AB⊥AC এবং D, AC এর উপর একটি বিন্দু। প্রমান কর যে, BC>BD.
অঙ্কনঃ
B,D যোগ করি।
প্রমাণঃ
△ABD এ ∠BAD=এক সমকোণ। [AB⊥AC]
∵∠CAB>∠ABC [∠BDA+∠ABD=এক সমকোণ]
∠BDA একটি সূক্ষ্মকোণ
কাজেই ∠BDC একটি স্থুলকোণ।
এখন, △BDC এর বহিঃস্থ
∠BDC>∠BCD [∠BDC ও ∠BCD পূরক কোণ]
∵BC>BD. [ত্রিভুজের বৃহত্তম কোণের বিপরীত বাহু বৃহত্তম]
১৩. প্রমান কর যে, সমকোণী ত্রিভুজের অতিভুজই বৃহত্তম বাহু (Prove that the hypotenuse of a right angled triangle is the greatest side)।
সমাধানঃ
বিশেষ নির্বাচনঃ
মনে করি, △ABC একটা সমকোণী ত্রিভুজ। ত্রিভুজটির ভূমি BC ও অতিভুজ AC। প্রমান করতে হবে যে, অতিভুজ AC-ই △ABC এর বৃহত্তর বাহু।
প্রমাণঃ
△ABC এ ∠ABC=এক সমকোণ।
সুতরাং, ∠BAC+∠ACB=90°
বা, ∠BAC<90°
বা, ∠ACB<90°
ত্রিভুজের বৃহত্তম কোণের বিপরীত বাহু বৃহত্তম হয়,
এখানে বৃহত্তম কোণ 90°=∠ABC যার বিপরীত বাহু অতিভুজ AC.
∵সমকোণী ত্রিভুজের অতিভুজই বৃহত্তম বাহু (প্রমাণিত)
১৪. প্রমান কর যে, ত্রিভুজের বৃহত্তম বাহুর বিপরীত কোণ বৃহত্তম (Prove that to the angle opposite to the greatest side of a triangle is also the greatest angle of that triangle)।
সমাধানঃ
বিশেষ নির্বাচনঃ
মনে করি, △ABC এর AC বৃহত্তম বাহু। প্রমাণ করতে হবে যে, ∠ABC বৃহত্তম কোণ।
প্রমাণঃ
AC>BC
∵∠ABC>∠BAC
আবার,
AC>AB
∵∠ABC>∠BCA
সুতরাং, ∠ABC-ই বৃহত্তম কোণ যার বিপরীত বাহু হলো AB.
∵ত্রিভুজের বৃহত্তম বাহুর বিপরীত কোণ বৃহত্তম (প্রমাণিত)
১৫. চিত্রে, ∠QPM=RPM এবং ∠QPR=90° (In the figure, If, ∠QPM=RPM and ∠QPR=90°)। PQ=6 সে.মি. (PQ = 6 cm)।
ক. ∠QPM এর মান নির্ণয় কর (Find the value of ∠QPM )।
খ. ∠PQM ও ∠PRM এর মান কত (What are the values of ∠PQM and ∠PRM)?
গ. PR এর মান নির্ণয় কর (Find the value of PR)।
সমাধানঃ
ক.
দেওয়া আছে,
∠QPR=90°
বা, ∠QPM+∠RPM=90°
বা, ∠QPM+∠QPM=90° [∠QPM=RPM]
বা, 2∠QPM=90°
বা, ∠QPM=90°/2
বা, ∠QPM=45°
খ.
চিত্র হতে দেখি যে, PM⊥RQ.
তাহলে,
∠QPM=90°, ∠RMP=90°
আবার, ∠QPM=45° (ক হতে)
এবং, ∠RPM=∠QPR-∠QPM=90°-45°=45°
△QPM এর ক্ষেত্রে,
∠QPM+∠PQM+∠QMP=180°
বা, 900+∠PQM+45°=180°
বা, ∠PQM=180°-90°-45°=45°
আবার,
△PRM এর ক্ষেত্রে,
∠RMP+∠PRM+∠RPM=180°
বা, 90°+∠PRM+45°=180°
বা, ∠PRM=180°-90°-45°=45°
গ.
দেওয়া আছে, PQ=6 সে.মি.।
খ থেকে পাই,
∠PQM=∠PRM=45°
বা, ∠PQR=∠PRQ=45°
তাহলে,
PQ=PR [সমান কোণের বিপরীত বাহু সমান]
বা, 6=PR
বা, PR=6 সে.মি.।
No comments:
Post a Comment