*প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিন আমাদের সাথে * বিসিএস পরীক্ষা এর প্রস্তুতি নিন আমাদের সাথে* আনলিমিটেড টেস্ট রয়েছে আপনার জন্য এই ব্লগে * নতুন ও আপডেট তথ্য পেতে পাশের "follow/অনুসরণ" বাটনে ক্লিক করুন * নিজেকে আরো বেশি সমৃদ্ধ করুন * আপনার শিশুকে কাব কার্যক্রমের সাথে সম্পৃক্ত করুন * আপনার বাড়ি, বিদ্যালয়, অফিসের আঙ্গিনায় সবজির বাগান করুন, নিরাপদ ও বিষ মুক্ত খাদ্য গ্রহণ করুন * করোনার কমিউনিটি স্প্রেইডিং রোধে সামাজিক দূরত্ব বজায় রাখুন * অযথা পাড়া বেড়ানো, চায়ের দোকানে আড্ডা পরিহার করুন * পরিবারে অধিক সময় দেয়ার চেষ্টা করুন * ঘরে থাকুন, নিরাপদে থাকুন *

Class 7 Math BD Chapter: 9.2 Solution Bangla version

 

ত্রিভুজের বাহু ও কোনের সম্পর্ক

৭ম শ্রেণি গণিত অনুশীলনী . এর প্রশ্ন সমাধান


নিচের তথ্যের ভিত্তিতে - নম্বর প্রশ্নের উত্তর দাও (Answer the questions 1-3on the basis of the following information):


চিত্রে, CE, ACD এর সমদ্বিখন্ডক (In the figure, CE is the bisector of ACD) AB CE এবং ECD=60° (AB CE and ECD =60°)


BAC এর মান নিচের কোনটি (Which one of the following is the value of BAC)?

. 30°    

. 45°    

. 120°    

. 120°

উত্তরঃ


ACD এর মান নিচের কোনটি (Which one of the following is the value of ACD)?

. 60°  

. 90°   

. 120°    

. 180°

উত্তরঃ


ABC কোন ধরনের ত্রিভুজ (What type of triangle is ABC)?

. স্থুলকোনী   

. সমদ্বিবাহু    

. সমবাহু    

. সমকোণী

উত্তরঃ


. একটি ত্রিভুজের দুইটি বাহু যথাক্রমে 5 সে.মি. এবং 4 সে.মি. (The lengths of two sides of a triangle are 5 cm and 4 cm respectively) ত্রিভুজটির অপর বাহুটি নিচের কোনটি হতে পারে (Which one of the following is the possible-measurement-of-the-other-side-of-the-triangle)?

. 1 সে.মি.    

. 4 সে.মি.    

. 9 সে.মি.    

. 10 সে.মি.

উত্তরঃ


. সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের একটি 40° হলে, অপর সূক্ষ্মকোণের মান নিচের কোনটি (If one of the two acute angles of a right angled triangle is 40°, which of the following is the value of the other acute angle)?

. 40°   

. 50°   

. 60°   

. 140°

উত্তরঃ


. কোনো ত্রিভুজের একটি কোণ অপর দুইটি কোণের সমষ্টির সমান হলে, ত্রিভুজটি কী ধরনের হবে (If the sum of two angles is equal to the third angle of a triangle, what type of triangle is it)?

. সমবাহু    

. সূক্ষ্মকোণী    

. সমকোণী    

. স্থুলকোণী

উত্তরঃ


ABC  AB>AC এবং  এর সমদ্বিখন্ডকদ্বয় পরস্পর P বিন্দুতে ছেদ করেছে (In ABC, AB> AC and the bisectors of the B and C intersect at the point P) প্রমান কর যে, PB>PC (Prove that PB > PC)

সমাধানঃ

দেওয়া আছে,

ত্রিভুজ ABC , AB>AC B  C এর সমদ্বিখন্ডকদ্বয় BP CP পরস্পরকে P বিন্দুতে ছেদ করেছে।

প্রমাণ করতে হবে যে, PB>PC.


প্রমানঃ

. যেহেতু BP, এর সমদ্বিখন্ডক

∵∠PBC=1/2ABC

এবং PC, এর সমদ্বিখন্ডক

∵∠PCB=1/2ACB

ABC-, AB>AC

∵∠ACB>ABC  [বৃহত্তম বাহুর বিপরীত কোণ বৃহত্তম]

বা, 1/2ACB>1/2ABC

বাPCB>PBC

বা, PB>PC [যেহেতু বৃহত্তম বাহুর বিপরীত কোণ বৃহত্তম]

PB>PC [প্রমাণিত]


. ABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ এবং এর AB=AC (ABC is an isosceles triangle and AB= AC) BC কে যেকোনো দুরত্বে D পর্যন্ত বাড়ানো হলো (The side BC is extended up to D) প্রমান কর যে, AD>AB (Prove that AD > AB)

সমাধানঃ

বিশেষ নির্বাচনঃ

মনে করি,

ABC একটা সমদ্বিবাহু ত্রিভুজ AB=AC.

BC-কে যেকোনো দূরত্ব D পর্যন্ত বাড়ানো হলো।

A, D যোগ করা হলো।

প্রমান করতে হবে যে, AD>AB.


প্রমানঃ

ABC  AB=AC

 ABC=ACB  [সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয় সমান সূক্ষ্মকোণ]

ABC এর বহিঃস্থ কোণ

ACD=ABC+BAC. [ ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন কোণ বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান]

. সুতরাংACD>ABC

 ACD>ACB  [ নং মতে, ABC=ACB বলে]

ACD+ACB=এক সরলকোণ বা দুই সমকোণ

ACD  ACD স্থুলকোণ [কারন ACB সূক্ষ্মকোণ - নং এর শর্ত হতে]

তাহলেADC সূক্ষ্মকোণ।

 ACD>ADC

তাহলে, AD>AC [বৃহত্তর কোণের বিপরীত বাহু বৃহত্তর]

সুতরাং, AD>AB [AC = AB বলে]

AD>AB [প্রমাণিত]


. ABCD চতুর্ভুজে AB=AD, BC=CD এবং CD>AD (In the quadrilateral ABCD, AB = AD, BC = CD and CD > AD) প্রমান কর যেDAB > BCD (Prove that LDAB > LBCD)

সমাধানঃ

দেওয়া আছে,

ABCD চতুর্ভুজ এর AB = AD, BC = CD CD > AD

প্রমান করতে হবে যেDAB>BCD.


প্রমাণঃ

. দেওয়া আছে, CD>AD

∵∠CAD>ACD  [ত্রিভুজের বৃহত্তম বাহুর বিপরীত কোণ বৃহত্তম]

. আবার, BC=CD

এবং AB=AD

BC>AB

∵∠BAC>BCA  [ত্রিভুজের বৃহত্তম বাহুর বিপরীত কোণ বৃহত্তম]

CAD+BAC>ACD+BCA [() () থেকে]

∵∠ DAB>BCD (প্রমাণিত)


১০ABC   ABC>ACB. D, BC বাহুর মধ্যবিন্দু।

() তথ্যের আলোকে চিত্রটি অঙ্কন কর (Draw the fiqure on the basis of the information)

() দেখাও যে, AC>AB (Show that, AC>AB)

() প্রমান কর যে, AB+AC>2AD (Prove that, AB+AC>2AD)

সমাধানঃ

()

প্রদত্তের আলোকে নিচের চিত্রটি আঁকা হলোঃ-


()

ABC   ABC>ACB. D, BC বাহুর মধ্যবিন্দু।

দেখাতে হবে যে, AC>AB

প্রামানঃ

যদি AC>AB না হয় তবে AC=AB বা AC<AB হবে।

AC=AB হলেABC=ACB  হবে [কারন সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয় সমান হয়]

কিন্তুABC>ACB বিধায় AC=AB হবে না।

আবার,

AC<AB হলেABC<ACB হবে [কারন ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর হয়]

কিন্তুABC>ACB বিধায় AC<AB হবে না।

তাহলে, AC>AB হবে (দেখানো হলো)

()

বিশেষ নির্বাচনঃ

ABC   ABC>ACB. D, BC বাহুর মধ্যবিন্দু।

প্রমান করতে হবে যে, AB+AC>2AD.


অঙ্কনঃ

AD কে E পর্যন্ত এমন ভাবে বর্ধিত করি যেন AD=DE হয়। এবং E, C যোগ করি।

প্রমাণঃ

ABD  DEC-এর ক্ষেত্রে,

AD=DE [অঙ্কনানুসারে]

BD=DC [প্রশ্নানুসারে]

ADB=EDC [বিপ্রতীপ কোন]

ABD  DEC

AB=EC

এখন,

AEC-এর ক্ষেত্রে,

AC+EC>AE

বা, AC+AB>AD+DE [AB=EC]

বা, AC+AB>2AD (প্রমাণিত

১১ABC  AB=AC এবং D, BC এর উপর একটি বিন্দু (In the ABC, AB = AC and D is a point on AC) প্রমান কর যে, AB>AD (Prove that AB>AD)

সমাধানঃ

দেওয়া আছেABC  AB=AC এবং D, BC এর উপর একটি বিন্দু। প্রমান কর যে, AB>AD.


অঙ্কনঃ

A, D যোগ করি।

প্রমানঃ

ABC   AB=AC

∵∠ABC=ACB

বাABD=ACD [ত্রিভুজের দুটি বাহু সমান হলে এর বিপরীত কোণ দুটিও সমান হবে]

আবার,

ADC   ADB>ACD [বহিঃস্থ কোণ বৃহত্তর]

বাADB>ABD

AB>AD (প্রমাণিত)


১২ABC  ABAC এবং D, AC এর উপর একটি বিন্দু (In the ABC, ABAC and D is a point on AC) প্রমান কর যে, BC>BD (Prove that, BC > BD)

সমাধানঃ

দেওয়া আছে,

ABC  ABAC এবং D, AC এর উপর একটি বিন্দু। প্রমান কর যে, BC>BD.


অঙ্কনঃ

B,D যোগ করি।

প্রমাণঃ

ABD    BAD=এক সমকোণ। [ABAC]

∵∠CAB>ABC   [BDA+ABD=এক সমকোণ]

BDA একটি সূক্ষ্মকোণ

কাজেই BDC একটি স্থুলকোণ।

এখনBDC এর বহিঃস্থ

BDC>BCD   [BDC  BCD পূরক কোণ]       

BC>BD. [ত্রিভুজের বৃহত্তম কোণের বিপরীত বাহু বৃহত্তম]


১৩. প্রমান কর যে, সমকোণী ত্রিভুজের অতিভুজই বৃহত্তম বাহু (Prove that the hypotenuse of a right angled triangle is the greatest side)

সমাধানঃ

বিশেষ নির্বাচনঃ

মনে করিABC একটা সমকোণী ত্রিভুজ। ত্রিভুজটির ভূমি BC অতিভুজ AC প্রমান করতে হবে যে, অতিভুজ AC- ABC এর বৃহত্তর বাহু।


প্রমাণঃ

ABC  ABC=এক সমকোণ।

সুতরাংBAC+ACB=90°

বা, BAC<90°

বা, ACB<90°

ত্রিভুজের বৃহত্তম কোণের বিপরীত বাহু বৃহত্তম হয়,

এখানে বৃহত্তম কোণ 90°=ABC যার বিপরীত বাহু অতিভুজ AC.

সমকোণী ত্রিভুজের অতিভুজই বৃহত্তম বাহু (প্রমাণিত)

 

১৪. প্রমান কর যে, ত্রিভুজের বৃহত্তম বাহুর বিপরীত কোণ বৃহত্তম (Prove that to the angle opposite to the greatest side of a triangle is also the greatest angle of that triangle)

সমাধানঃ

বিশেষ নির্বাচনঃ

মনে করিABC এর AC বৃহত্তম বাহু। প্রমাণ করতে হবে যেABC বৃহত্তম কোণ।


প্রমাণঃ

AC>BC

∵∠ABC>BAC

আবার,

AC>AB

∵∠ABC>BCA

সুতরাংABC- বৃহত্তম কোণ যার বিপরীত বাহু হলো AB.

ত্রিভুজের বৃহত্তম বাহুর বিপরীত কোণ বৃহত্তম (প্রমাণিত)


১৫. চিত্রেQPM=RPM এবং QPR=90° (In the figure, If, ∠QPM=RPM and ∠QPR=90°)  PQ=6 সে.মি. (PQ = 6 cm)


QPM এর মান নির্ণয় কর (Find the value of QPM )

PQM  PRM এর মান কত (What are the values of PQM and PRM)?

. PR এর মান নির্ণয় কর (Find the value of PR)

সমাধানঃ

.

দেওয়া আছে,

QPR=90°

বাQPM+RPM=90°

বাQPM+QPM=90°  [QPM=RPM]

বা, 2QPM=90°

বাQPM=90°/2

বাQPM=45°

.

চিত্র হতে দেখি যে, PMRQ.

তাহলে,

QPM=90°, RMP=90°

আবারQPM=45° ( হতে)

এবংRPM=QPR-QPM=90°-45°=45°

QPM এর ক্ষেত্রে,

QPM+PQM+QMP=180°

বা, 900+PQM+45°=180°

বা, PQM=180°-90°-45°=45°

আবার,

PRM এর ক্ষেত্রে,

RMP+PRM+RPM=180°

বা, 90°+PRM+45°=180°

বা, PRM=180°-90°-45°=45°

.

দেওয়া আছে, PQ=6 সে.মি.

থেকে পাই,

PQM=PRM=45°

বাPQR=PRQ=45°

তাহলে,

PQ=PR [সমান কোণের বিপরীত বাহু সমান]

বা, 6=PR

বা, PR=6 সে.মি.



No comments:

Post a Comment