*প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিন আমাদের সাথে * বিসিএস পরীক্ষা এর প্রস্তুতি নিন আমাদের সাথে* আনলিমিটেড টেস্ট রয়েছে আপনার জন্য এই ব্লগে * নতুন ও আপডেট তথ্য পেতে পাশের "follow/অনুসরণ" বাটনে ক্লিক করুন * নিজেকে আরো বেশি সমৃদ্ধ করুন * আপনার শিশুকে কাব কার্যক্রমের সাথে সম্পৃক্ত করুন * আপনার বাড়ি, বিদ্যালয়, অফিসের আঙ্গিনায় সবজির বাগান করুন, নিরাপদ ও বিষ মুক্ত খাদ্য গ্রহণ করুন * করোনার কমিউনিটি স্প্রেইডিং রোধে সামাজিক দূরত্ব বজায় রাখুন * অযথা পাড়া বেড়ানো, চায়ের দোকানে আড্ডা পরিহার করুন * পরিবারে অধিক সময় দেয়ার চেষ্টা করুন * ঘরে থাকুন, নিরাপদে থাকুন *

Class 7 Math BD Chapter: 10.2 Solution Bangla version

 

কোণ বাহু কোণ, বাহু বাহু বাহু সমতা

৭ম শ্রেণি গণিত অনুশীলনী ১০.২ এর প্রশ্ন সমাধান


ABC  AB = AC এবং O, ABC এর অভ্যন্তরে এমন একটি বিন্দু যেন OB = OC হয় (In the ABC, AB = AC and O is an interior point of the ABC such that OB = OC) প্রমাণ কর যেAOB = AOC (Prove that AOB = AOC)

সমাধানঃ

বিশেষ নির্বচনঃ

দেওয়া আছে, ABC এর AB = AC এবং O, ABC এর অভ্যন্তরে এমন একটা বিন্দু যেন OB = OC। প্রমাণ করতে হবে যে, AOB = AOC.

প্রমাণঃ

AOB  AOC 

AB=AC

OB=OC

এবং AO সাধারণ বাহু।

AOB  AOC [ বাহু কোণ বাহু উপপাদ্য]

∵∠AOB=AOC

 

ABC এর AB AC বাহুতে যথাক্রমে D E এমন দুইটি বিন্দু যেন BD = CE এবং BE = CD (In the ABC, D and E are points on AB and AC respectively such that BD = CE and BE = CD) প্রমাণ কর যেABC = ACB (Prove that ABC = ACB)

সমাধানঃ

বিশেষ নির্বচনঃ

দেওয়া আছে, ABC এর AB এবং AC বাহুতে যথাক্রমে D এবং E এমন দুটি বিন্দু যেন BD = CE BE = CD. প্রমাণ করতে হবে যে, ABC = ACB.

প্রমাণঃ

BDC  BCE 

BD=CE [কল্পনা]

BE=CD [কল্পনা]

এবং BC সাধারণ বাহু,

BDC  BCE [বাহু-বাহু-বাহু উপপাদ্য]

∵∠BCD=CBE

বাACB=ABC (প্রমাণিত)


. চিত্রে, AB = AC, BD = DC এবং BE = CF (In the figure AB = AC, BD = DC and BE = CF) প্রমাণ কর যেEDB = FDC (Prove that EDB = FDC)

সমাধানঃ

বিশেষ নির্বচনঃ

মনে করিABC  AB=AC, BD=DC এবং BE=CF. প্রমাণ করতে হবে যেEDB=FDC.

প্রমাণঃ

ABC  AB = AC

ফলে, B= [কেননা ত্রিভুজের সমান বাহুদ্বয়ের বিপরীত কোণ পরস্পর সমান হয়]

আবার, BD = CD

ফলে, BED=CFD. [কেননা ত্রিভুজের সমান কোণদ্বয়ের বিপরীত বাহু পরস্পর সমান হয়]

এখনBED এবং CDF এর ক্ষেত্রে,

B = C.

 BED = CFD 

এবং BE = CF [ অনুরুপ বাহু]

BED  CDF

∵∠EDB=FDC (প্রমাণিত)

 

. চিত্রে, AB = AC এবং BAD = CAE (In the figure, AB = AC and BAD = CAE) প্রমাণ কর যে, AD = AE (Prove that AD = AE)

সমাধানঃ

বিশেষ নির্বচনঃ

দেওয়া আছে, ABD  ACE এর মধ্যে,

AB = AC

এবং BAD = CAE. 

প্রমাণ করতে হবে যে, AD = AE.

প্রমাণঃ

ABD এবং ACE এর মধ্যে

AB=AC

এবং BAD=CAE

সুতরাং, BD=CE [কারনঃ সমান সমান কোণের বিপরীত বাহু পরস্পর সমান হয়]

ABD  ACE [বাহু-কোণ-বাহু উপপাদ্য]

অতএব, AD=AE (প্রমাণিত)


. ABCD চতুর্ভুজে AC, BAD এবং BCD এর সমদ্বিখন্ডক (In the quadrilateral ABCD, AC is the bisector of the BAD and BCD) প্রমাণ কর যেB=D (Prove that B = D)

সমাধানঃ

বিশেষ নির্বচনঃ

দেওয়া আছে, চতুর্ভুজ ABCD AC, BAD  BCD এর সমদ্বিখন্ডক। প্রমাণ করতে হবে যেB = D.

প্রমাণঃ

ABC এবং ADC এর মধ্যে, 

BAC = CAD [AC, BAD এর সমদ্বিখন্ডক]

BCA = ACD [AC, BCD এর সমদ্বিখন্ডক]

এবং AC সাধারন বাহু।

ABC  ADC [কোণ বাহু কোণ উপপাদ্য]

∵∠B = D (প্রমাণিত)


. চিত্রে, AB এবং CD পরস্পর সমান সমান্তরাল এবং AC BD কর্ণ দুইটি O বিন্দুতে ছেদ করেছে (In the figure, the sides AB and CD of a quadrilateral ABCD are equal and parallel and the diagonals AC and BD intersect at the point O) প্রমাণ কর যে, AD = BC (Prove that AD = BC)

সমাধানঃ

বিশেষ নির্বচনঃ

দেওয়া আছে, চতুর্ভুজ ABCD এর AB CD পরস্পর সমান সমান্তরাল এবং AC BD কর্ণ দুটি O বিন্দুতে ছেদ করেছে।

প্রমাণ করতে হবে যে, AD = BC.

প্রমাণঃ

ADC এবং ABC এর মধ্যে

CD=AB

AC সাধারণ বাহু।

এবং অন্তর্ভুক্ত ACD=অন্তর্ভুক্ত BAC [একান্তর কোণ]

ADC  ABC [বাহু-কোণ-বাহু উপপাদ্য]

AD=BC (প্রমাণিত)


. প্রমাণ কর যে, সমদ্বিবাহু ত্রিভুজের ভুমির প্রান্তবিন্দুদ্বয় থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বদ্বয় পরস্পর সমান (Prove that, the perpendiculars from the end points of the base of an isosceles triangle to the opposite sides are equal)

সমাধানঃ

বিশেষ নির্বচনঃ

মনে করি, ABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ। BC ভূমির B এবং C হতে BE CF বিপরীত বাহুর উপর দুটি লম্ব।

প্রমাণ করতে হবে যে, BE=CF.

প্রমাণঃ

ABC  AB=AC হওয়ায় B=C.

এখনBCE  BCF  BCE=CBF.

BEC=BFC [মনকোণ বলে]

এবং BC সাধারণ বাহু।

BCE  BCF [কোণ-বাহু-কোণ উপপাদ্য]

BE=CF (প্রমাণিত)


. প্রমাণ কর যে, কোনো ত্রিভুজের ভুমির প্রান্ত বিন্দুদ্বয় থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বদ্বয় যদি পরস্পর সমান হয়, তবে ত্রিভুজটি সমদ্বিবাহু (Prove that, if the perpendiculars from the end point-s of the base of a triangle to the opposite side-s are equal, then the triangle is an isosceles triangle)

সমাধানঃ

বিশেষ নির্বচনঃ

মনে করি, ABC এর BC ভূমির B C বিন্দুদ্বয় থেকে বিপরীত বাহুর উপর দুটি লম্ব হলো BE CF BE CF সমান হলে, প্রমাণ করতে হবে যে, ABC ত্রিভুজটা সমদ্বিবাহু।

প্রমাণঃ

BE CF লম্ব হওয়ায় BEC BCF দুটি সমকোণী ত্রিভুজ।

এখন, BEC BCF দুইটি সমকোণী ত্রিভুজ এর মধ্যে,

BE = CF

এবং BC অতিভুজ ও সাধারণ বাহু।

BEC  BCF [অতিভুজ বাহু উপপাদ্য]

∵∠BCE = CBF

বাC=B

এখনABC  

B=

AB = AC

ABC ত্রিভুজটি সমদ্বিবাহু (প্রমাণিত)

 

. ABCD চতুর্ভুজের AB = AD এবং B = D = এক সমকোণ (In the quadrilateral ABCD, AB = AD and B = D = 1 right angle) প্রমাণ কর যেABCADC (Prove that ABC ADC).

সমাধানঃ

বিশেষ নির্বচনঃ

দেওয়া আছে, চতুর্ভুজ ABCD এর AB = AD এবং B = D = এক সমকোণ।

প্রমাণ করতে হবে যেABCADC.

প্রমাণঃ

ABC ADC সমকোণী ত্রিভুজ দুটির মধ্যে,

AB = AD

এবং AC অতিভুজ ও সাধারণ বাহু।

ABC ADC [অতিভুজ বাহু উপপাদ্য] (প্রমাণিত)

No comments:

Post a Comment