দশমিক ভগ্নাংশের গুণ ভাগ
অনুশীলনী ৭ (ক)
১. নিচের প্রশ্নগুলোর উত্তর দাওঃ
সমাধানঃ
(১)
৩.৫ হলো ০.১ এর ৩৫ একক
∴৩৫টি ০.০১ দ্বারা ৩.৫ হয়।
(২)
১.০৪ হলো ০.০১ এর ১০৪ একক
∴১০৪ টি ০.০১ দ্বারা ১.০৪ হয়।
(৩)
২৩.৪৫৬ হলো ০.০০১ এর ২৩৪৫৬ একক
∴২৩৪৫৬ টি ০.০০১ দ্বারা ২৩.৪৫৬ হয়।
২. গুণ করঃ
(২) ০.৩✕৫
(৩) ০.৫✕৮
(৪) ০.০৩✕৩
(৫) ০.০৯✕৪
(৬) ০.০৬✕৫
(৭) ০.০০৭✕৮
(৮) ০.০০৪✕৫
সমাধানঃ
(১) ০.৪✕২=০.৮
(২) ০.৩✕৫=১.৫
(৩) ০.৫✕৮=৪
(৪) ০.০৩✕৩=০.০৯
(৫) ০.০৯✕৪=০.৩৬
(৬) ০.০৬✕৫=০.৩
(৭) ০.০০৭✕৮=০.০৫৬
(৮) ০.০০৪✕৫=০.০২
৩. গুণ করঃ
(২) ৬.৪✕৮
(৩) ৫.৬✕৪
(৪) ৭.৫✕৬
(৫) ৩.১২✕২
(৬) ৪.৫৩✕৪
(৭) ৬.০৭✕৯
(৮) ৪.০৮✕৫
(৯) ০.৩১৩✕৩
(১০) ০.৮৪৫✕৭
(১১) ০.৫০৭✕৮
(১২)২.৯৫৪✕৫
সমাধানঃ
(১) ২.৩✕৩=৬.৯
(২) ৬.৪✕৮=৫১.২
(৩) ৫.৬✕৪=২২.৪
(৪) ৭.৫✕৬=৪৫.০
(৫) ৩.১২✕২=৬.২৪
(৬) ৪.৫৩✕৪=১৮.১২
(৭) ৬.০৭✕৯ =৫৪.৬৩
(৮) ৪.০৮✕৫=২০.৪
(৯) ০.৩১৩✕৩=০.৯৩৯
(১০) ০.৮৪৫✕৭=৫.৯১৫
(১১) ০.৫০৭✕৮=৪.০৫৬
(১২) ২.৯৫৪✕৫=১৪.৭৭০
৪. গুণ করঃ
(২) ৬.৭✕৫৮
(৩) ৪.২✕২৫
(৪) ৩.৮✕৪৫
(৫) ২.১২✕৬৯
(৬) ৩.৬৪✕২৫
(৭) ৯.০৮✕৪৮
(৮) ৮.০৬✕১৫
(৯) ০.২৬✕২৩
(১০) ২.৮৫✕৩৬
(১১) ৪.০৭✕৫৮
(১২) ২.০৮✕৭৫
সমাধানঃ
৩.৬
✕১৪
--------
১৪৪
৩৬০
--------
৫০.৪
(২) ৬.৭✕৫৮
৬.৭
✕৫৮
--------
৫৩৬
৩৩৫০
--------
৩৮৮.৬
(৩) ৪.২✕২৫
৪.২
✕২৫
--------
২১০
৮৪০
--------
১০৫.০
(৪) ৩.৮✕৪৫
৩.৮
✕৪৫
--------
১৯০
১৫২০
--------
১৭১.০
(৫) ২.১২✕৬৯
২.১২
✕৬৯
--------
১৯০৮
১২৭২০
--------
১৪৬.২৮
(৬) ৩.৬৪✕২৫
৩.৬৪
✕২৫
--------
১৮২০
৭২৮০
--------
৯১.০০
(৭) ৯.০৮✕৪৮
৯.০৮
✕৪৮
--------
৭২৬৪
৩৬৩২০
---------
৪৩৫.৮৪
(৮) ৮.০৬✕১৫
৮.০৬
✕১৫
---------
১২০৯
৮০৬০
---------
১২০.৯
(৯) ০.২৬✕২৩
০.২৬
✕২৩
---------
৭৮
৫২০
---------
৫.৯৮
(১০) ২.৮৫✕৩৬
২.৮৫
✕৩৬
---------
১৭১০
৮৫৫০
---------
১০২.৬০
(১১) ৪.০৭✕৫৮
৪.০৭
✕৫৮
---------
৩২৫৬
২০৩৫০
---------
২৩৬.০৬
(১২) ২.০৮✕৭৫
২.০৮
✕৭৫
---------
১০৪০
১৪৫৬০
---------
১৫৬.০০
৫. গুণ করঃ
(২) ৬.২✕১০
(৩) ৪.১০৫✕১০০
(৪) ৮.৯✕১০০
সমাধানঃ
(১) ৩.৭৬✕১০=৩৭.৬
(২) ৬.২✕১০=৬২
(৩) ৪.১০৫✕১০০=৪১০.৫
(৪) ৮.৯✕১০০=৮৯০
৬. একজন শিক্ষক ৭৫ জন শিক্ষার্থীর প্রত্যেককে ০.২৪ মিটার করে ফিতা দিলেন। তিনি স্কুল শিক্ষার্থীদেরকে মোট কত মিটার ফিতা দিলেন?
সমাধানঃ
১ জন শিক্ষার্থীকে ফিতা দিলেন ০.২৪ মিটার
৭৫ জন শিক্ষার্থীকে ফিতা দিলেন ০.২৪✕৭৫ মিটার=১৮ মিটার।
৭. এক ঝুড়ি ফলের ওজন ২ᐧ৫৬৫ কেজি হলে এরুপ ১২টি ঝুড়ির ফলের ওজন কত?
সমাধানঃ
১ ঝুড়ি ফলের ওজন ২.৫৬৫ কেজি
১২ ঝুড়ি ফলের ওজন ২.৫৬৫✕১২ কেজি=৩০.৭৮ কেজি।
৮. একটি প্যাকেটে ০ᐧ৩৩৪ লিটার দুধ আছে। এরুপ ৫০টি প্যাকেটে কত লিটার দুধ আছে?
সমাধানঃ
১টি প্যাকেটে দুধ আছে ০.৩৩৪ লিটার
৫০টি প্যাকেটে দুধ আছে ০.৩৩৪✕৫০ লিটার=১৬.৭ লিটার।
৯. ভাগ করঃ
(২) ১.৫÷৫
(৩) ৪.৮÷৮
(৪) ০.০৯÷৩
(৫) ০.২৮÷৪
(৬) ০.৪৫÷৫
(৭) ০.০৫৬÷৭
(৮) ০.০৭২÷৯
সমাধানঃ
(১) ০.৮÷২=০.৪
(২) ১.৫÷৫=০.৩
(৩) ৪.৮÷৮=০.৬
(৪) ০.০৯÷৩=০.০৩
(৫) ০.২৮÷৪=০.০৭
(৬) ০.৪৫÷৫=০.০৯
(৭) ০.০৫৬÷৭=০.০০৮
(৮) ০.০৭২÷৯=০.০০৮
১০. ভাগ করঃ
(২) ২÷৪
(৩) ০.২÷৫
(৪) ০.২÷৪
(৫) ০.৩÷৬
(৬) ০.০২÷৪
(৭) ০.০৩÷৫
(৮) ০.০৪÷৮
সমাধানঃ
(১) ৩÷৫=০.৬
(২) ২÷৪=০.৫
(৩)০.২÷৫=০.০৪
(৪)০.২÷৪=০.০৫
(৫) ০.৩÷৬=০.০৫
(৬) ০.০২÷৪=০.০০৫
(৭) ০.০৩÷৫=০.০০৬
(৮) ০.০৪÷৮=০.০০৫
১১. ভাগ করঃ
(২) ৯.৮÷৭
(৩) ২.৩৪÷৩
(৪) ৪.৩৮÷৬
(৫) ২.৩১৬÷৩
(৬) ৪.২১৮÷৬
(৭) ৪০.০৬৫÷৫
(৮) ৫২.১৮৪÷৪
সমাধানঃ
(২) ৯.৮÷৭=১.৪
(৩) ২.৩৪÷৩=০.৭৮
(৪) ৪.৩৮÷৬=০.৭৩
(৫) ২.৩১৬÷৩=০.৭৭২
(৬) ৪.২১৮÷৬=০.৭০৩
(৭) ৪০.০৬৫÷৫=৮.০১৩
(৮) ৫২.১৮৪÷৪=১৩.০৪৬
১২. ভাগ করঃ
(২)৩.২÷৫
(৩) ০.৪÷৮
(৪) ৫১.৫২÷৫
(৫) ৬০.০৩÷৬
(৬) ৩৫.০৪÷৫
(৭) ৮÷৫
(৮) ১÷৮
সমাধানঃ
(১) ২.৬÷৪=০.৬৫
(২)৩.২÷৫=০.৬৪
(৩) ০.৪÷৮=০.০৫
(৪) ৫১.৫২÷৫=১০.৩০৪
(৫) ৬০.০৩÷৬=১০.০০৫
(৬) ৩৫.০৪÷৫=৭.০০৮
(৭) ৮÷৫ (৮) ১÷৮=০.১২৫
১৩. ভাগ করঃ
(২) ৪৬.৪÷১৬
(৩) ১৫৬÷২৩
(৪) ৮৪÷৩৫
(৫) ৩.১২÷১২
(৬) ৫৫.০৮÷১৮
(৭) ১৪৮.৪÷৩৫
(৮) ৫৪÷২৪
সমাধানঃ
(২) ৪৬.৪÷১৬=২.৯
(৩) ১৫৬÷২৩=৬.৮
(৪) ৮৪÷৩৫=২.৪
(৫) ৩.১২÷১২০.২৬
(৬) ৫৫.০৮÷১৮=৩.০৬
(৭) ১৪৮.৪÷৩৫=৪.২৪
(৮) ৫৪÷২৪=২.২৫
১৪. ভাগ করঃ
(২) ৩÷১০
(৩) ৫.১÷১০০
(৪) ৪২÷১০০
সমাধানঃ
(১)২.৪৭÷১০=০.২৪৭
(২) ৩÷১০=০.৩
(৩) ৫.১÷১০০=০.০৫১
(৪) ৪২÷১০০=০.৪২
১৫. ৩৫ᐧ২৮ লিটার তেল ৯টি পরিবারের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেক পরিবার কত লিটার তেল পাবে?
সমাধানঃ
৯ টি পরিবার তেল পাবে ৩৫.২৮ লিটার
১টি পরিবার তেল পাবে ৩৫.২৮÷৯ লিটার=৩.৯২ লিটার।
১৬. ১২-টি কাপের ওজন একত্রে ৪ᐧ১৪ কেজি হলে প্রত্যেকটির ওজন কত?
সমাধানঃ
১২টি কাপের ওজন ৪.১৪ কেজি
১টি কাপের ওজন ৪.১৪÷১২ কেজি=০.৩৪৫ কেজি।
No comments:
Post a Comment