*প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিন আমাদের সাথে * বিসিএস পরীক্ষা এর প্রস্তুতি নিন আমাদের সাথে* আনলিমিটেড টেস্ট রয়েছে আপনার জন্য এই ব্লগে * নতুন ও আপডেট তথ্য পেতে পাশের "follow/অনুসরণ" বাটনে ক্লিক করুন * নিজেকে আরো বেশি সমৃদ্ধ করুন * আপনার শিশুকে কাব কার্যক্রমের সাথে সম্পৃক্ত করুন * আপনার বাড়ি, বিদ্যালয়, অফিসের আঙ্গিনায় সবজির বাগান করুন, নিরাপদ ও বিষ মুক্ত খাদ্য গ্রহণ করুন * করোনার কমিউনিটি স্প্রেইডিং রোধে সামাজিক দূরত্ব বজায় রাখুন * অযথা পাড়া বেড়ানো, চায়ের দোকানে আড্ডা পরিহার করুন * পরিবারে অধিক সময় দেয়ার চেষ্টা করুন * ঘরে থাকুন, নিরাপদে থাকুন *

Class 5 Elementary Mathematics Chapter 7 (ka) – দশমিক ভগ্নাংশের গুণ ভাগ

 

দশমিক ভগ্নাংশের গুণ ভাগ


অনুশীলনী ৭ (ক)


. নিচের প্রশ্নগুলোর উত্তর দাওঃ

(১) কতগুলো ০.১ দ্বারা ৩.৫ হয়?
(২) কতগুলো ০.০১ দ্বারা ১.০৪ হয়?
(৩) কতগুলো ০.০০১ দ্বারা ২৩.৪৫৬ হয়?

সমাধানঃ

()
৩.৫ হলো ০.১ এর ৩৫ একক
৩৫টি ০.০১ দ্বারা ৩.৫ হয়।

()

১.০৪ হলো ০.০১ এর ১০৪ একক
১০৪ টি ০.০১ দ্বারা ১.০৪ হয়।

()

২৩.৪৫৬ হলো ০.০০১ এর ২৩৪৫৬ একক
২৩৪৫৬ টি ০.০০১ দ্বারা ২৩.৪৫৬ হয়।

. গুণ করঃ

(১) ০.৪
(২) ০.৩
(৩) ০.৫
(৪) ০.০৩
(৫) ০.০৯
(৬) ০.০৬
(৭) ০.০০৭৮  
(৮) ০.০০৪

সমাধানঃ

(১) ০.৪২=০.৮
(২) ০.৩৫=১.৫
(৩) ০.৫৮=৪
(৪) ০.০৩৩=০.০৯
(৫) ০.০৯৪=০.৩৬
(৬) ০.০৬৫=০.৩
(৭) ০.০০৭৮=০.০৫৬
 (৮) ০.০০৪৫=০.০২

. গুণ করঃ

(১) ২.৩
(২) ৬.৪
(৩) ৫.৬
(৪) ৭.৫
(৫) ৩.১২
(৬) ৪.৫৩
(৭) ৬.০৭
(৮) ৪.০৮
(৯) ০.৩১৩
(১০) ০.৮৪৫
(১১) ০.৫০৭
(১২)২.৯৫৪

সমাধানঃ

(১) ২.৩৩=৬.৯
(২) ৬.৪৮=৫১.২
(৩) ৫.৬৪=২২.৪
(৪) ৭.৫৬=৪৫.০
(৫) ৩.১২২=৬.২৪
(৬) ৪.৫৩৪=১৮.১২
(৭) ৬.০৭৯ =৫৪.৬৩
(৮) ৪.০৮৫=২০.৪
(৯) ০.৩১৩৩=০.৯৩৯
(১০) ০.৮৪৫৭=৫.৯১৫
(১১) ০.৫০৭৮=৪.০৫৬
(১২) ২.৯৫৪৫=১৪.৭৭০

. গুণ করঃ

(১) ৩.৬১৪
(২) ৬.৭৫৮
(৩) ৪.২২৫
(৪) ৩.৮৪৫
(৫) ২.১২৬৯
(৬) ৩.৬৪২৫
(৭) ৯.০৮৪৮
(৮) ৮.০৬১৫
(৯) ০.২৬২৩
(১০) ২.৮৫৩৬
(১১) ৪.০৭৫৮
(১২) ২.০৮৭৫

সমাধানঃ

() .৬৪১৪
.
১৪
--------
১৪৪
৩৬০
--------
৫০.

() .৫৮
.
৫৮
--------
  ৫৩৬
৩৩৫০
--------
৩৮৮.

() .২৫
.
২৫
--------
২১০
৮৪০
--------
১০৫.

() .৪৫
.
৪৫
--------
 ১৯০
১৫২০
--------
১৭১.

()  .১২৬৯
.১২
৬৯
--------
১৯০৮
১২৭২০
--------
১৪৬.২৮

()  .৬৪২৫
.৬৪
২৫
--------
১৮২০
৭২৮০
--------
৯১.০০

()  .০৮৪৮
.০৮
৪৮
--------
৭২৬৪
৩৬৩২০
---------
৪৩৫.৮৪

()  .০৬১৫
.০৬
১৫
---------
১২০৯
৮০৬০
---------
১২০.

()  .২৬২৩
.২৬
২৩
---------
৭৮
৫২০
---------
.৯৮

(১০)  .৮৫৩৬
.৮৫
৩৬
---------
১৭১০
৮৫৫০
---------
১০২.৬০

(১১)  .০৭৫৮
.০৭
৫৮
---------
৩২৫৬
২০৩৫০
---------
২৩৬.০৬

(১২)  .০৮৭৫
.০৮
৭৫
---------
১০৪০
১৪৫৬০
---------
১৫৬.০০

. গুণ করঃ

(১) ৩.৭৬১০
(২) ৬.২১০
(৩) ৪.১০৫১০০
(৪) ৮.৯১০০

সমাধানঃ

(১) ৩.৭৬১০=৩৭.৬
(২) ৬.২১০=৬২
(৩) ৪.১০৫১০০=৪১০.৫
(৪) ৮.৯১০০=৮৯০


. একজন শিক্ষক ৭৫ জন শিক্ষার্থীর প্রত্যেককে .২৪ মিটার করে ফিতা দিলেন। তিনি স্কুল শিক্ষার্থীদেরকে মোট কত মিটার ফিতা দিলেন?

সমাধানঃ

১ জন শিক্ষার্থীকে ফিতা দিলেন ০.২৪ মিটার
৭৫ জন শিক্ষার্থীকে ফিতা দিলেন ০.২৪৭৫ মিটার=১৮ মিটার।


. এক ঝুড়ি ফলের ওজন ৫৬৫ কেজি হলে এরুপ ১২টি ঝুড়ির ফলের ওজন কত?

সমাধানঃ

১ ঝুড়ি ফলের ওজন ২.৫৬৫ কেজি
১২ ঝুড়ি ফলের ওজন ২.৫৬৫১২ কেজি=৩০.৭৮ কেজি।


. একটি প্যাকেটে ৩৩৪ লিটার দুধ আছে। এরুপ ৫০টি প্যাকেটে কত লিটার দুধ আছে?

সমাধানঃ

১টি প্যাকেটে দুধ আছে ০.৩৩৪ লিটার
৫০টি প্যাকেটে দুধ আছে ০.৩৩৪৫০ লিটার=১৬.৭ লিটার।


. ভাগ করঃ

(১) ০.৮÷২
(২) ১.৫÷৫
(৩) ৪.৮÷৮
(৪) ০.০৯÷৩
(৫) ০.২৮÷৪
(৬) ০.৪৫÷৫
(৭) ০.০৫৬÷৭
(৮) ০.০৭২÷৯

সমাধানঃ

(১) ০.৮÷২=০.৪
(২) ১.৫÷৫=০.৩
(৩) ৪.৮÷৮=০.৬
(৪) ০.০৯÷৩=০.০৩
(৫) ০.২৮÷৪=০.০৭
(৬) ০.৪৫÷৫=০.০৯
(৭) ০.০৫৬÷৭=০.০০৮
(৮) ০.০৭২÷৯=০.০০৮


১০. ভাগ করঃ

(১) ৩÷৫
(২) ২÷৪
(৩) ০.২÷৫
(৪) ০.২÷৪
(৫) ০.৩÷৬
(৬) ০.০২÷৪
(৭) ০.০৩÷৫
(৮) ০.০৪÷৮

সমাধানঃ

(১) ৩÷৫=০.৬
(২) ২÷৪=০.৫
(৩)০.২÷৫=০.০৪
(৪)০.২÷৪=০.০৫
(৫) ০.৩÷৬=০.০৫
(৬) ০.০২÷৪=০.০০৫
(৭) ০.০৩÷৫=০.০০৬
(৮) ০.০৪÷৮=০.০০৫


১১. ভাগ করঃ

(১) ৮.৫÷৫
(২) ৯.৮÷৭
(৩) ২.৩৪÷৩
(৪) ৪.৩৮÷৬
(৫) ২.৩১৬÷৩
(৬) ৪.২১৮÷৬
(৭) ৪০.০৬৫÷৫
(৮) ৫২.১৮৪÷৪

সমাধানঃ

(১) ৮.৫÷৫=১.৭
(২) ৯.৮÷৭=১.৪
(৩) ২.৩৪÷৩=০.৭৮
(৪) ৪.৩৮÷৬=০.৭৩
(৫) ২.৩১৬÷৩=০.৭৭২
(৬) ৪.২১৮÷৬=০.৭০৩
(৭) ৪০.০৬৫÷৫=৮.০১৩
(৮) ৫২.১৮৪÷৪=১৩.০৪৬

১২. ভাগ করঃ

(১) ২.৬÷৪
(২)৩.২÷৫
(৩) ০.৪÷৮
(৪) ৫১.৫২÷৫
(৫) ৬০.০৩÷৬
(৬) ৩৫.০৪÷৫
(৭) ৮÷৫
(৮) ১÷৮

সমাধানঃ

(১) ২.৬÷৪=০.৬৫
(২)৩.২÷৫=০.৬৪
(৩) ০.৪÷৮=০.০৫
(৪) ৫১.৫২÷৫=১০.৩০৪
(৫) ৬০.০৩÷৬=১০.০০৫
(৬) ৩৫.০৪÷৫=৭.০০৮
(৭) ৮÷৫ (৮) ১÷৮=০.১২৫


১৩. ভাগ করঃ

(১)৩২.২÷১৪
(২) ৪৬.৪÷১৬
(৩) ১৫৬÷২৩
(৪) ৮৪÷৩৫
(৫) ৩.১২÷১২
(৬) ৫৫.০৮÷১৮
(৭) ১৪৮.৪÷৩৫
(৮) ৫৪÷২৪

সমাধানঃ

(১)৩২.২÷১৪=২.৩
(২) ৪৬.৪÷১৬=২.৯
(৩) ১৫৬÷২৩=৬.৮
(৪) ৮৪÷৩৫=২.৪
(৫) ৩.১২÷১২০.২৬
(৬) ৫৫.০৮÷১৮=৩.০৬
(৭) ১৪৮.৪÷৩৫=৪.২৪
(৮) ৫৪÷২৪=২.২৫

১৪. ভাগ করঃ

(১) ২.৪৭÷১০
(২) ৩÷১০
(৩) ৫.১÷১০০
(৪) ৪২÷১০০

সমাধানঃ

(১)২.৪৭÷১০=০.২৪৭
(২) ৩÷১০=০.৩
(৩) ৫.১÷১০০=০.০৫১
(৪) ৪২÷১০০=০.৪২


১৫. ৩৫২৮ লিটার তেল ৯টি পরিবারের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেক পরিবার কত লিটার তেল পাবে?

সমাধানঃ

৯ টি পরিবার তেল পাবে ৩৫.২৮ লিটার
১টি পরিবার তেল পাবে ৩৫.২৮÷৯ লিটার=৩.৯২ লিটার।


১৬. ১২-টি কাপের ওজন একত্রে ১৪ কেজি হলে প্রত্যেকটির ওজন কত?

সমাধানঃ

১২টি কাপের ওজন ৪.১৪ কেজি
১টি কাপের ওজন ৪.১৪÷১২ কেজি=০.৩৪৫ কেজি।



No comments:

Post a Comment