*প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিন আমাদের সাথে * বিসিএস পরীক্ষা এর প্রস্তুতি নিন আমাদের সাথে* আনলিমিটেড টেস্ট রয়েছে আপনার জন্য এই ব্লগে * নতুন ও আপডেট তথ্য পেতে পাশের "follow/অনুসরণ" বাটনে ক্লিক করুন * নিজেকে আরো বেশি সমৃদ্ধ করুন * আপনার শিশুকে কাব কার্যক্রমের সাথে সম্পৃক্ত করুন * আপনার বাড়ি, বিদ্যালয়, অফিসের আঙ্গিনায় সবজির বাগান করুন, নিরাপদ ও বিষ মুক্ত খাদ্য গ্রহণ করুন * করোনার কমিউনিটি স্প্রেইডিং রোধে সামাজিক দূরত্ব বজায় রাখুন * অযথা পাড়া বেড়ানো, চায়ের দোকানে আড্ডা পরিহার করুন * পরিবারে অধিক সময় দেয়ার চেষ্টা করুন * ঘরে থাকুন, নিরাপদে থাকুন *

Class 7 Math BD Chapter: 10.1 Solution Bangla version

 

সর্বসমতা বা সর্বসম বা

৭ম শ্রেণি গণিত অনুশীলনী ১০. এর প্রশ্ন সমাধান


. চিত্রে, CD, AB এর লম্ব সমদ্বিখণ্ডক (In the figure, CD is the perpendicular bisector of AB) প্রমাণ কর যেΔADC ΔBDC (Prove that MDC MDC)

সমাধানঃ

বিশেষ নির্বাচনঃ

মনে করিΔABC এর  CD, AB এর লম্ব সমদ্বিখণ্ডক। প্রমাণ কর যে, ΔADCΔBDC.

প্রমাণঃ

যেহেতু, CD, AB এর লম্ব সমদ্বিখন্ডক সেহেতু, AD=BD  ADC = BDC = এক সমকোণ।

এখনΔADC ও ΔBDC-

AD = BD

CD সাধারন বাহু

এবং অন্তর্ভুক্ত ADC = অন্তর্ভুক্ত BDC = এক সমকোণ।

ΔADCΔBDC


. চিত্রে, CD=CB এবংDCA=BCA (In the figure, CD = CB and DCA= BCA) প্রমাণ কর যে, AB=AD (Prove that AB = AD)

সমাধানঃ

বিশেষ নির্বাচনঃ

মনে করিCD=CB এবংDCA=BCA. প্রমাণ করতে হবে যে, AB=AD.

প্রমাণঃ

ΔACD  ΔACB 

CDE=CB [দেওয়া আছে]

AC সাধারণ বাহু এবং অন্তর্ভুক্ত DCA=অন্তর্ভুক্ত BCA

ΔACDΔACB

AB=AD(প্রমাণিত)


. চিত্রে,  BAC=ACD এবং AB=DC (In the figure BAC= ACD and AB= DC) প্রমাণ কর যে, AD = BC, CAD = ACB এবং ADC = ABC (Prove that AD= BC, CAD = ACB and ADC=ABC)

সমাধানঃ

বিশেষ নির্বাচনঃ

মনে করিBAC=ACD এবং AB=DC.  

প্রমাণ করতে হবে যে,  AD=BC, CAD = ACB  ADC=ABC.

প্রমাণঃ

ΔABC  ΔADC 

AB=DC [দেওয়া আছে]

AC উভয় ত্রিভুজের সাধারণ বাহু এবং অন্তর্ভুক্তBAC=অন্তর্ভুক্তACD

ΔABCΔADC

AD=BC, CAD=ACB এবং ADC=ABC (প্রমাণিত)


. প্রমাণ কর যে, সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু বাদে অপর বাহু উভয়দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ দুইটি পরস্পর সমান (Prove that the two outer angles are equal to each other if the other side is extended on both sides except the equal arm of the isosceles triangle)

সমাধানঃ

বিশেষ নির্বাচন

মনে করি, একটি সমদ্বিবাহু ত্রিভুজ ABC এর AB = AC এবং ত্রিভুজের ভুমি BC কে একদিকে E এবং অপরদিকে F পর্যন্ত বর্ধিত করা হলো।

প্রমাণ করতে হবে যে, ABF = ACE.

প্রমাণঃ

ABF+ABC = এক সরল কোণ=দুই সমকোণ।

আবারACE+ACB = এক সরল কোণ = দুই সমকোণ।

অতএব,  ABF+ABC = ACE+ACB

কিন্তু ΔABC  AB = AC হওয়ায় ABC = ACB

এখনABF+ABC = ACE+ABC

বা,  ABF = ACE (প্রমাণিত)


. চিত্রে, AD=AE, BD=CE এবং AEC = ADB (In the figure, AD= AE, BD= CE and AEC=ADB) প্রমাণ কর যে, AB = AC (Prove that AB = AC)

সমাধানঃ

বিশেষ নির্বাচনঃ

দেওয়া আছে, AD = AE, BD = CE ও. AEC = ADB.  প্রমাণ করতে হবে যে, AB=AC.

প্রমাণঃ

ΔADB  ΔAEC 

AD = AE BD = CE.

এবং অন্তর্ভুক্ত AEC=অন্তর্ভুক্ত ADB.

ΔADB  ΔAEC

AB=AC (প্রমাণিত)


. চিত্রেΔABC এবং ΔDBC দুইটি সমদ্বিবাহু ত্রিভুজ (In the figure, ΔABC and ΔDBC are both isosceles triangles) প্রমান কর যে, ΔABD ≅ ΔACD (Prove that, ΔABD ≅ ΔACD)।

সমাধানঃ

বিশেষ নির্বাচনঃ

মনে করিΔABC এবং ΔDBC দুইটি সমদ্বিবাহু ত্রিভুজ। প্রমান করতে হবে যেΔABDΔACD.

প্রমাণঃ

ΔABC সমদ্বিবাহু হওয়ায় AB=AC

আবারΔDBC সমদ্বিবাহু হওয়ায় BD=DC.

এখনΔABC এবং ΔDBC এর মধ্যে,

AB=AC

BD=DC এবং AD সাধারণ বাহু।

 ΔABDΔACD (প্রমাণিত)


. প্রমাণ কর যে, সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির প্রান্তবিন্দু থেকে বিপরীত বাহুদ্বয়ের উপর অঙ্কিত মধ্যমাদ্বয় সমান (Prove that isosceles triangles are equal to the median drawn on opposite sides from the vertex of the ground)

সমাধানঃ

বিশেষ নির্বাচনঃ

মনে করিΔABC  AB=AC এবং BE CD বিপরীত বাহুদ্বয়ের উপর অঙ্কিত দুইটি মধ্যমা। প্রমাণ করতে হবে যে, BE=CD.

প্রমাণঃ

যেহেতু, CD BE মধ্যমা সেহেতু, D, AB এর E, AC এর মধ্যবিন্দু।

যেহেতু, AB=AC

সুতরাং 1/2AB=1/2AC

বা, BD=CE.

আবার, AB=AC হওয়ায়  ABC=ACB

এখন ΔBDC  ΔBCE এর মধ্যে BD=CE

BC সাধারণ বাহু এবং অন্তর্ভুক্তDBC= অন্তর্ভুক্তBCE.

ΔBDC  ΔBCE

CD=BE (প্রমাণিত)


. প্রমাণ কর যে, সমবাহু ত্রিভুজের কোণদ্বয় পরস্পর সমান (Prove that the angles of an equilateral triangle are equal to one another)

সমাধানঃ

বিশেষ নির্বাচনঃ

মনে করি, ABC একটা সমবাহু ত্রিভুজ। প্রমাণ করতে হবে যেA = B = C.

প্রমাণঃ

সমান সমান বাহুর বিপরীত কোণগুলো পরস্পপর সমান।

এখন, AB=AC হওয়ায় B=C---------------(i)

আবার, BC=AC হওয়ায় B=A--------------(ii)

(i) (ii) থেকে পাই,

A=B=C [প্রমাণিত]

No comments:

Post a Comment