*প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিন আমাদের সাথে * বিসিএস পরীক্ষা এর প্রস্তুতি নিন আমাদের সাথে* আনলিমিটেড টেস্ট রয়েছে আপনার জন্য এই ব্লগে * নতুন ও আপডেট তথ্য পেতে পাশের "follow/অনুসরণ" বাটনে ক্লিক করুন * নিজেকে আরো বেশি সমৃদ্ধ করুন * আপনার শিশুকে কাব কার্যক্রমের সাথে সম্পৃক্ত করুন * আপনার বাড়ি, বিদ্যালয়, অফিসের আঙ্গিনায় সবজির বাগান করুন, নিরাপদ ও বিষ মুক্ত খাদ্য গ্রহণ করুন * করোনার কমিউনিটি স্প্রেইডিং রোধে সামাজিক দূরত্ব বজায় রাখুন * অযথা পাড়া বেড়ানো, চায়ের দোকানে আড্ডা পরিহার করুন * পরিবারে অধিক সময় দেয়ার চেষ্টা করুন * ঘরে থাকুন, নিরাপদে থাকুন *

Class 5 Elementary Mathematics Chapter 2 - ভাগ

 

ভাগ


অনুশীলনী ২


. ভাগ করঃ

(১)৫৭২৪৯÷২২৮

(২)৪৩৯৩২÷৫২৩

(৩)৩২৬৩৭÷৩০৩

(৪)২০৩৮৭÷৪০৬

(৫)৫৩৩৫২÷৭০২

(৬)৪৯৮০০÷২৩০

(৭)৫৪০০১÷৯০৭

(৮)৩০০০০÷৪২০

(৯)১২৩০০÷৩০০

(১০)৩৫০০০÷৭০০

(১১)৪৮০০০÷৮০০

(১২)৭৩৩০০÷৬০০

সমাধানঃ

()৫৭২৪৯÷২২৮

         ২৫১
    ----------
২২৮)৫৭২৪৯
         ৪৫৬
---------------
        ১১৬৪
        ১১৪০
--------------
          ২৪৯
          ২২৮
      -----------
             ২১

ভাগফলঃ ২৫১ ভাগশেষঃ ২১

()৪৩৯৩২÷৫২৩

        ৮৪
       ---------
৫২৩)৪৩৯৩২
         ৪১৮৪
     -----------
       ২০৯২
        ২০৯২
  --------------
           

ভাগফলঃ ৮৪

()৩২৬৩৭÷৩০৩

          ১০৭
   --------------
৩০৩)৩২৬৩৭
          ৩০৩
 ---------------
           ২৩৩
           
        --------------
            ২৩৩৭
           ২১২১
         -----------
              ২১৬

ভাগফলঃ ১০৭ ভাগশেষঃ ২১৬

()২০৩৮৭÷৪০৬

         ৫০
-------------
৪০৬)২০৩৮৭
         ২০৩০
--------------
         ৮৭
          
-------------
          ৮৭

ভাগফলঃ ৫০ ভাগশেষ ৮৭

()৫৩৩৫২÷৭০২

         ৭৬
      ----------
৭০২)৫৩৩৫২
        ৪৯১৪
-----------------
        ৪২১২
        ৪২১২
-------------
          

ভাগফলঃ ৭৬

()৪৯৮০০÷২৩০

       ২১৬
   -----------
২৩০)৪৯৮০০
         ৪৬০
--------------
            ৩৮০
            ২৩০
    ---------------
            ১৫০০
            ১৩৮০
        ------------
               ১২০

ভাগফলঃ ২১৬ ভাগশেষঃ ১২০

()৫৪০০১÷৯০৭

        ৫৯
      ----------
৯০৭)৫৪০০১
        ৪৫৩৫
 --------------
        ৮৬৫১
        ৮১৬৩
  --------------
        ৪৮৮

ভাগফলঃ ৫৯ ভাগশেষঃ ৪৮৮

()৩০০০০÷৪২০

          ৭১
     -----------
৪২০)৩০০০০
        ২৯৪০
        ------------
             ৬০০
             ৪২০
      --------------
             ১৮০

ভাগফলঃ ৭১ ভাগশেষঃ ১৮০

()১২৩০০÷৩০০

          ৪১
---------------
৩০০)১২৩০০
         ১২০০
-----------------
             ৩০০
             ৩০০
     -------------
             

ভাগফলঃ ৪১

(১০)৩৫০০০÷৭০০

          ৫০
-------------
৭০০)৩৫০০০
       ৩৫০০
 ----------------
               
               
 ---------------
               

ভাগফলঃ ৫০

(১১)৪৮০০০÷৮০০

           ৬০০
-------------
৮০০)৪৮০০০
        ৪৮০০
---------------
               
               
-----------------
               

ভাগফলঃ ৬০০

(১২)৭৩৩০০÷৬০০

        ১২২১
-----------------
৬০০)৭৩৩০০
        ৬০০
-------------------
         ১৩৩০
         ১২০০
----------------
          ১৩০০
          ১২০০
 -----------------
          ১০০০
           ৬০০
   -------------
           ৪০০

ভাগগলঃ ১২২১ ভাগশেষঃ ৪০০


. সঠিক কি না যাচাই করঃ

(১)২৯৮৪৫÷২৯৩ এর ভাগফল ১০১ ভাগশেষ ২৫২

(২)৩৯৪৯৩÷৩২১ এর ভাগফল ১২৩ ভাগশেষ ১০

(৩)৯৭৫০০÷১৮৬ এর ভাগফল ৫২৩ ভাগশেষ ২২২

সমাধানঃ

আমরা জানি,

ভাজকXভাগফল+ভাগশেষ=ভাজ্য

অতএব,

() এর ক্ষেত্রে,  

ভাজকXভাগফল+ভাগশেষ

=২৯৩X১০১+২৫২

=২৯৮৪৫

=প্রদত্ত ভাজ্য

অতএব, বাক্যটি সঠিক|

() এর ক্ষেত্রে

ভাজকXভাগফল+ভাগশেষ

=৩২১X১২৩+১০

=৩৯৪৯৩

=প্রদত্ত ভাজ্য

অতএব, বাক্যটি সঠিক|

() এর ক্ষেত্রে,

ভাজকXভাগফল+ভাগশেষ

=১৮৬X৫২৩+২২২

=৯৭৫০০ যা প্রদত্ত ভাজ্য|

অতএব বাক্যটি সঠিক|


. ভাগ করঃ

(১)৬৯৫÷১০

(২)২৮২০÷১০

(৩)৩২৩৫÷১০০

(৪)৯৪০০÷১০০

(৫)৫৪৮২৬÷১০০

(৬)৮৫২০০÷১০০

সমাধানঃ

ভাজক ১০,১০০,১০০……হলে,

১ এর পরে যতগুলো শুণ্য থাকবে, ভাজ্যের ডানদিকের ঠিক ততগুলো অঙ্ক ভাগশেষ হবে এবং বামে বাকী অঙ্কগুলো হবে ভাগফল| অতএব  প্রদত্ত ভাগগুলোর সমাধান:

(১)৬৯৫÷১০ এর ভাগফল ৬৯, ভাগশেষ ৫

(২)২৮২০÷১০ এর ভাগফল ২৮২, ভাগশেষ ০

(৩)৩২৩৫÷১০০ এর ভাগফল ৩২, ভাগশেষ ৩৫

(৪)৯৪০০÷১০০ এর ভাগফল ৯৪

(৫)৫৪৮২৬÷১০০ এর ভাগফল ৫৪৮, ভাগশেষ ২৬

(৬)৮৫২০০÷১০০ এর ভাগফল ৮৫২


. কোনো বাড়িতে ৯৮০০০ গ্রাম চাল আছে| তাদের যদি প্রতিদিন ৬৫০ গ্রাম চাল লাগে, তবে কততম দিনে চাল শেষ হবে? (উত্তর ক্রমবাচক সংখ্যায়)

সমাধানঃ

৬৫০ গ্রাম চাল লাগে ১ দিনে
৯৮০০০ গ্রাম চাল চলবে (৯৮০০০÷৬৫০) দিন
এখন, ৯৮০০০÷৬৫০=১৫০, ভাগশেষ ৫০০
যেহেতু ১৫০তম দিন চলার পরও ৫০০ গ্রাম চাল অবশিষ্ট থাকে; সুতরাং চাল শেষ হবে (১৫০+১)তম দিনে=১৫১ দিনে|


. একটি বই তৈরি করতে ১২৮ তা কাগজর প্রয়োজন| ৬০০০০০ তা কাগজ দিয়ে কতটি বই তৈরি করা যাবে?

সমাধানঃ

১২৮ তায় তৈরি হয় ১টি বই
৬০০০০ তায় তৈরি হয় (৬০০০০÷১২৮)টি বই
এখন, ৬০০০০÷১২৮=৪৬৮, ভাগশেষ ৯৬
অতএব, ৪৬৮টি বই তৈরি করা যাবে|


. একটি কোম্পানির ব্যবসায় ৯৫২০৪ টাকা লাভ হলো এবং তা কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত হলো| যদি প্রত্যেক কর্মচারী ৮০০ টাকা করে পান, তাহলে কর্মচারীর সংখ্যা কত?

সমাধানঃ

৮০০ টাকা করে পান ১ জন কর্মচারী
৯৫২০০ টাকা পান (৯৫২০০÷৮০০) জন কর্মচারী
এখন, ৯৫২০০÷৮০০=১১৯
অতএব, কর্মচারীর সংখ্যা ১১৯ জন|


. একজন লোক প্রত্যেক মাসে ৮৫০ টাকা করে সঞ্চয় করেন| কততম মাসে তার সঞ্চিত টাকার পরিমাণ ৫০০০০ অতিক্রম করবে?

সমাধানঃ

৮৫০ টাকা সঞ্চয় করেন ১ মাসে
৫০০০০০ টাকা সঞ্চয় করেন (৫০০০০÷৮৫০) মাসে|
এখন, ৫০০০০÷৮৫০=৫৮, ভাগশেষ ৭০০
অর্থাৎ, ৫৮ মাস সঞ্চয় করার পরেও ৫০০০০ টাকা হতে ৭০০ টাকা বাকী থাকে| অতএব (৫৮+১)=৫৯ তম মাসে ৫০০০০ টাকা অতিক্রম করবে|


. একটি বক্সে ২৫০টা বস্তু প্যাকেট করা যায়| এরকম ৪৩৫৪৮টি বস্তু প্যাকেট করতে কতটি বাক্স প্রয়োজন?

সমাধানঃ

২৫০টি বস্তু প্যাকেট করা যায় ১টি বাক্সে
৪৩৫৪৮টি বস্তু প্যাকেট করা যায় (৮৩৫৪৮÷২৫০)টি বাক্সে
এখন, ৮৩৫৪৮÷২৫০=১৭৪, ভাগশেষ ৪৮
অর্থাৎ ১৭৪টি বাক্সে প্যাকেট করার পরও ৪৮টি বস্তু অবশিষ্ট থেকে যায়|
সুতরাং মোট বাক্সের প্রয়োজন ১৭৪+১=১৭৫টি|

No comments:

Post a Comment