*প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিন আমাদের সাথে * বিসিএস পরীক্ষা এর প্রস্তুতি নিন আমাদের সাথে* আনলিমিটেড টেস্ট রয়েছে আপনার জন্য এই ব্লগে * নতুন ও আপডেট তথ্য পেতে পাশের "follow/অনুসরণ" বাটনে ক্লিক করুন * নিজেকে আরো বেশি সমৃদ্ধ করুন * আপনার শিশুকে কাব কার্যক্রমের সাথে সম্পৃক্ত করুন * আপনার বাড়ি, বিদ্যালয়, অফিসের আঙ্গিনায় সবজির বাগান করুন, নিরাপদ ও বিষ মুক্ত খাদ্য গ্রহণ করুন * করোনার কমিউনিটি স্প্রেইডিং রোধে সামাজিক দূরত্ব বজায় রাখুন * অযথা পাড়া বেড়ানো, চায়ের দোকানে আড্ডা পরিহার করুন * পরিবারে অধিক সময় দেয়ার চেষ্টা করুন * ঘরে থাকুন, নিরাপদে থাকুন *

Class 7 Mathematics Chapter: 9.1 Solution Bangla version

ত্রিভুজের কোণের মান নির্ণয়

৭ম শ্রেণি গণিত অনুশীলনী ৯.১ এর প্রশ্ন ১ ৫ পর্যন্ত সমাধান



ABD, CBD এবং ADB এর মান নির্ণয় কর (Determine the value of ABO, CBD and BCD)

 

সমাধানঃ 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEidbw07mI5wfZAB6dZuZ-R_rARWFRe2kdqlMAI30qwPTgS9gzwzSOYmgy9aydB6fVUUuJIbjaSNS5jTH7I0HvrDhhqIoNBOqGIyqurHUx-UdT4M_K9_VbjC7BMmC_7n1kjele1pnwTsnlyhVLiizw6oiGKvQlOxm7P_Y0Sd0ZZR7DU3QITNMyFnjD3NFA/s235/1.webp

চিত্রেABC এর ABC = 90°BAC = 48°

BDAC.

∴∠ADB = 90° এবং ABD = 90°-48° = 42°

আবারCBD = ABC-ADB = 90°-42° = 48°

 

একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দুতে অবস্থিত কোণটির মান 500 (The vertical angle of an isosceles triangle is 50°) অবশিষ্ট  কোণ দুইটির মান নির্ণয় কর (Find value of the other two angles)

 

সমাধানঃ

 


ABC সমদ্বিবাহু ত্রিভুজের A শীর্ষ বিন্দু। A = 50°

আমরা জানি

ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি = 180°

এখানেA+B+C = 180°

বা, 50°+B+C = 180°

বাB+C = 180°-50° = 130°

আবারABC এর  AB = AC

সুতরাংB = C

এখনB+C = 130°

বাB+B = 130°

বা, 2B = 130°

বা,  B = 130°/2 = 65°

ABC B = C = 65°

 

প্রমান কর যেচতুর্ভুজের চারটি কোণের সমষ্টি চার সমকোণের সমান (Prove that the sum of the angles of a quadrilateral is equal to 4 right angles)

সমাধানঃ

বিশেষ নির্বাচণঃ

মনে করি, ABCD একটি চতুর্ভুজ। প্রমান করতে হবে যে, এর চারটি কোণের সমষ্টি চার সমকোন অর্থাৎ A+B+C+D = চার সমকোণ।

অঙ্কনঃ A, C যোগ করি।


 

 

প্রমাণঃ

ABC  B+BAC+BCA =  2 সমকোণ…………….()

ACD  D+DAC+DCA =  2 সমকোণ…………...()

()+(করে পাই,

B+BAC+BCA +D+DAC+DCA  =  4 সমকোণ

বাDAC+BAC+B+BCA+DCA+D =  4 সমকোণ

বাA+B+C+D =  4 সমকোণ (প্রমাণিত)

 

দুইটি রেখা PQ এবং RS পরস্পর O বিন্দুতে ছেদ করে (The two line segments PQ and RS intersect at O) PQ এবং RS এর উপর যথাক্রমে L M এবং E  F চারটি বিন্দুযেন, LMRS, EFPQ (L, M, E, Fare four points on them such that LMRS, EFPQ) প্রমান কর যে, MLO = FEO (Prove that MLO = FEO)

সমাধানঃ 


 

বিশেষ নির্বাচনঃ

মনে করি, PQ RS রেখাংশ দুটি পরস্পরকে O বিন্দুতে ছেদ করেছে। LMRS EFPQ. প্রমাণ করতে হবে যে, MLO = FEO

 

প্রমাণঃ

LM এবং EF লম্ব হওয়ায় LMO এবং EFO দুটি সমকোণী ত্রিভুজ।

LMO = EFO =  1 সমকোণ।

সুতরাংMOL+MLO = 1 সমকোণ।

এবং FEO+EOF  =  1 সমকোণ।

∴∠MLO+MOL = FEO+EOF

কিন্তুMLO = FEO [বিপ্রতীপ কোণ]

∴∠MLO =  FEO (প্রমাণিত)



৫. ABC এর ACBC: E,AC এর বর্ধিতাংশের উপর যেকোনো বিন্দু এবং EDAB (BC ACBC of ABC: E, any point on the extension of AC and EDAB)ED এবং BC পরস্পরকে O বিন্দুতে ছেদ করে (ED and BC intersect at point O)প্রমান কর যে, CEO = DBO (Prove that CEO = DBO)

সমাধানঃ 


 

বিশেষ নির্বাচনঃ

মনে করি, ACBC এবং E, AC এর বর্ধিতাংশের উপর যেকোনো বিন্দু এবং EDAB. ED এবং BC পরস্পরকে O বিন্দুতে ছেদ করে।

প্রমান করতে হবে যেCEO = DBO

 

প্রমাণঃ

AC  DE লম্ব হওয়ায়

CEO  BDO দুইটি সমকোণী ত্রিভুজ।

সুতরাং CEO+COE =  1 সমকোণ।

এবংDBO+DOB =  1 সমকোণ।

∴∠CEO+COE = DBO+DOB

কিন্তু COE = DOB [বিপ্রতীপ কোণ]

∴∠CEO = DBO (প্রমাণিত)



 

No comments:

Post a Comment