*প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিন আমাদের সাথে * বিসিএস পরীক্ষা এর প্রস্তুতি নিন আমাদের সাথে* আনলিমিটেড টেস্ট রয়েছে আপনার জন্য এই ব্লগে * নতুন ও আপডেট তথ্য পেতে পাশের "follow/অনুসরণ" বাটনে ক্লিক করুন * নিজেকে আরো বেশি সমৃদ্ধ করুন * আপনার শিশুকে কাব কার্যক্রমের সাথে সম্পৃক্ত করুন * আপনার বাড়ি, বিদ্যালয়, অফিসের আঙ্গিনায় সবজির বাগান করুন, নিরাপদ ও বিষ মুক্ত খাদ্য গ্রহণ করুন * করোনার কমিউনিটি স্প্রেইডিং রোধে সামাজিক দূরত্ব বজায় রাখুন * অযথা পাড়া বেড়ানো, চায়ের দোকানে আড্ডা পরিহার করুন * পরিবারে অধিক সময় দেয়ার চেষ্টা করুন * ঘরে থাকুন, নিরাপদে থাকুন *

Scouts' own স্কাউটস ওন

Scouts' own (স্কাউট ওন)
Muhammad Abul Bashar Khan

স্কাউটদের একটি সম্মেলন হল স্কাউটস ওন। স্কাউটদের বিশেষ করে কাব-স্কাউটদের নৈতিক ও আধ্যাত্মিক বিকাশের লক্ষ্যে এ অনুষ্ঠান করা হয়।
স্কাউট ওন হ‌লো স্কাউট অা‌ন্দোল‌নের এক‌টি একান্ত নিজস্ব অনুষ্ঠান। এ‌টি যথা‌যোগ্য ধর্মীয় ভাব গাম্ভীর্য নি‌য়ে করা হয়। ত‌বে এ‌টি কো‌নো ধর্মীয় অনুষ্ঠা‌নের বিকল্প নয়। কো‌নো ধর্মীয় উ‌দ্দে‌শ্যেও এ অনুষ্ঠান করা হয় না।
এ অনুষ্ঠা‌নে উপ‌স্থিত সক‌লেই  তার নিজ নিজ ধ‌র্মের পোশাক প‌রিধান ক‌রে সম‌বেত হয়। দুই‌টি অং‌শে বিভক্ত হ‌য়ে তারা ব‌সে। 













কা‌বেরা তা‌দের ষষ্ঠকের সদস্য‌দের নি‌য়ে একপা‌শে ব‌সে। তা‌দের মু‌খোমু‌খি ব‌সেন ইউ‌নিট লিডার, শিক্ষকসহ অাম‌ন্ত্রিত সকল অ‌তি‌থিবৃন্দ। ইউ‌নিট লিডার নি‌জে অথবা তার ম‌নোনীত কেউ একজন উপস্থাপনা ক‌রেন অনুষ্ঠান‌টি। এক‌টি অাদর্শ স্কাউট ওন অনুষ্ঠা‌ন এরূপ হ‌তে পা‌রে__
উপস্থাপকঃ প‌বিত্র কোরঅা‌নের বানী দি‌য়ে শুরু কর‌ছি অাজ‌কের এ অনুষ্ঠান। কোরঅান তেলাওয়াত কর‌বে লাল ষষ্ঠ‌কের সদস্য অাব্দুর রহমান।
অাব্দুর রহমান তার স্থান থে‌কে দাঁ‌ড়ি‌য়ে কোরঅান তেলাওয়াত শুরু ক‌রে।











উপস্থাপকঃ এবার নীল ষষ্ঠক থে‌কে গীতা পাঠ কর‌বে অংকুর রানী দাস।
অংকুর দাঁ‌ড়ি‌য়ে গীতা পাঠ করল। এভা‌বে যে যে ধ‌র্মের লোক এখা‌নে উপ‌স্থিত থাক‌বেন সব ধ‌র্মের গ্রন্থ থে‌কে পাঠ করার পর অনুষ্ঠা‌নের প্রধান অাকর্ষন মহামানব‌দের জীবনী থে‌কে উপাখ্যান পাঠ। উপাখ্যান পাঠ শে‌ষে বর্ণনাকারী সক‌লের উ‌দ্দে‌শ্যে প্রশ্ন কর‌বেন এই  উপাখ্যান কোন মহামান‌বের জীবনী থে‌কে নেওয়া হ‌য়ে‌ছে? কেহ উত্তর দি‌তে পার‌লে তা‌কে বাহবা দি‌বে এবং কেহ উত্তর না দি‌লে নি‌জেই  ব‌লে দে‌বে। এই উপাখ্যা‌নের সা‌থে কা‌ব অাই‌নের কোন‌টির মিল অা‌ছে তাও বল‌বে।
উপস্থাপকঃ এখন এক‌টি উপাখ্যান নি‌য়ে অাস‌ছে সবুজ ষষ্ঠ‌কের সদস্য অ‌নিক পাল।
অ‌নিক পালঃ এই  অাস‌রের সক‌লের প্র‌তি শত কো‌টি ভ‌ক্তি নি‌বেদন ক‌রে শুরু কর‌ছি।











 অ‌নেক‌দিন অা‌গের কথা। এক মা‌য়ের এক সু‌বোধ ছে‌লে ছিল। সে কখ‌নো মা‌য়ের কথার অবাধ্য হতো না। এক‌দিন ছে‌লে‌টির মা ছে‌লে‌টি‌কে পড়া‌শোনার জন্য শহ‌রে পাঠা‌লো। হাতখরচ বাবদ মা তার ছে‌লের জামার ভেত‌রে চ‌ল্লিশ‌টি সোনার মুদ্রা সেলাই ক‌রে দি‌লেন। বিদায়কা‌লে ছে‌লে‌কে মা বল‌লেন_ কখ‌নো মিথ্যা ব‌লো না। ছে‌লে‌টি মা‌য়ের অাশীর্বাদ নি‌য়ে অা‌রো ক‌য়েকজন যাত্রীর সা‌থে যোগ দি‌য়ে রওনা হ‌লো। প‌থে তা‌দের দ‌লে ডাকাত অাক্রমন কর‌লো। অন্য সক‌লের কা‌ছে যা ছিল সব ছি‌নি‌য়ে নি‌লো ডাকাতরা। ছে‌লে‌টি‌কে ছোট দে‌খে তারা ভাব‌লো_ এই  পুচ‌কে ছে‌লের কা‌ছে কিছু নেই। তবুও তারা ছে‌লে‌টি‌কে জি‌জ্ঞেস কর‌লো ছে‌লে‌টির সা‌থে কিছু অা‌ছে কিনা। ছে‌লে‌টি নির্ভ‌য়ে উত্তর দি‌লো_ চ‌ল্লিশ‌টি সোনার মুদ্রা অা‌ছে। কিন্তু ডাকাতরা কোথাও খু‌জে না পে‌য়ে ছে‌লে‌টি‌কে ধমক দি‌য়ে বল‌লো_ কোথায় চ‌ল্লিশ‌টি সোনার মুদ্রা? ছে‌লে‌টি উত্তর দি‌লো_ অামার জামার ভেত‌রে অামার মা সেলাই ক‌রে দি‌য়ে‌ছেন। ডাকাতরা জামা চেক ক‌রে দেখ‌লো ঠিক তাই। তারা ছে‌লে‌টির সত্য কথা বলার সাহস দে‌খে নি‌জে‌দের ভুল বুঝ‌তে পার‌লো। তারা ডাকাতি ছে‌ড়ে সৎপ‌থে চ‌লে এ‌লো। এখন অামার এক‌টি প্রশ্ন_ তোমরা কি কেউ বল‌তে পার‌বে, এই  বালক‌টির নাম কি?
হলুদ ষষ্ঠক থে‌কে এক সদস্য ও‌ঠে বল‌লো_ তি‌নি হ‌লেন বড়পীর অাব্দুল কা‌দের জিলানী।
অ‌নিক পালঃ হ্যাঁ, তোমার উত্তর একদম স‌ঠিক। এইবার তোমরা কি কেউ বল‌তে  পার‌বে এই  কা‌হি‌ণির সা‌থে কা‌বের কোন অাই‌নের মিল অা‌ছে?
‌কেউ কো‌নো উত্তর না দেওয়ায় অ‌নিক পাল নি‌জেই  উত্তর দি‌লো_ উত্তরটা অা‌মিই  বল‌ছি। অাইন‌টি  হ‌লো বড়‌দের কথা মে‌নে চলা।
উপস্থাপকঃ এবার অা‌রেক‌টি উপাখ্যান নি‌য়ে অাস‌ছে হলুদ ষষ্ঠ‌কের সদস্য না‌ফিজ।
না‌ফিজ উপাখ্যান বর্ণনা ক‌রে একইরূপ প্র‌শ্নোত্তর পর্ব শেষ কর‌লো। এভা‌বে তিন চার‌টি উপাখ্যা‌নের পর উপস্থাপক ঘোষনা দি‌বেনঃ এবার নীল ষষ্ঠক দলীয়ভা‌বে এক‌টি ভ‌ক্তিমূলক গান প‌রি‌বেশন কর‌বে।
ভ‌ক্তিমূলক গান প‌রি‌বেশন শে‌ষে এবার উপস্থাপক সমা‌প্তি ঘোষনা কর‌বেন।
উপস্থাপকঃ অাজ‌কের অনুষ্ঠা‌নের প্রায় শেষ পর্যা‌য়ে এ‌সে প‌ড়ে‌ছি। অনুষ্ঠন‌টি সুষ্ঠুভা‌বে সম্পন্ন কর‌তে পারার জন্য পরম করুনাম‌য়ের নিকট কৃতজ্ঞতা প্রকাশ কর‌ছি। তবার‌কের ব্যবস্থা অা‌ছে। সবাই তবারক নি‌য়ে যা‌বেন। এ সপ্তা‌হের সি‌নিয়র ষষ্ঠক নেতা জালাল, তু‌মি তবারক বিতরণ শুরু কর। সবাই‌কে ধন্যবাদ। বিপি দিবসে  স্কাউটস  ওন করার  রীতি  প্রচলিত রয়েছে।

1 comment:

  1. খুব সুন্দর উদ্যোগ, ভালো লাগলো।

    ReplyDelete