*প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিন আমাদের সাথে * বিসিএস পরীক্ষা এর প্রস্তুতি নিন আমাদের সাথে* আনলিমিটেড টেস্ট রয়েছে আপনার জন্য এই ব্লগে * নতুন ও আপডেট তথ্য পেতে পাশের "follow/অনুসরণ" বাটনে ক্লিক করুন * নিজেকে আরো বেশি সমৃদ্ধ করুন * আপনার শিশুকে কাব কার্যক্রমের সাথে সম্পৃক্ত করুন * আপনার বাড়ি, বিদ্যালয়, অফিসের আঙ্গিনায় সবজির বাগান করুন, নিরাপদ ও বিষ মুক্ত খাদ্য গ্রহণ করুন * করোনার কমিউনিটি স্প্রেইডিং রোধে সামাজিক দূরত্ব বজায় রাখুন * অযথা পাড়া বেড়ানো, চায়ের দোকানে আড্ডা পরিহার করুন * পরিবারে অধিক সময় দেয়ার চেষ্টা করুন * ঘরে থাকুন, নিরাপদে থাকুন *

প্রাথমিক শিক্ষা

 আপনার প্রয়োজনীয় টপিকে ক্লিক করে বিস্তারিত দেখুন:

১।  বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির জন্য প্রাথমিক বিজ্ঞান বিষয়ের বাংলাদেশে প্রকাশিত একমাত্র পাঠ্যবই এটি। উল্লেখ্য যে, বাংলাদেশ সরকার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের জন্য এ বিষয়ের কোন পাঠ্যবই প্রকাশ করেন না। তবে জাতীয় শিক্ষাক্রম অনুযায়ী শিক্ষার্থীদের এ বিষয়ে পরীক্ষায় অবর্তীণ হতে হয়। এ বিয়য়ে কোন পাঠ পুস্তক সরকার বিনামূ্ল্যে শিক্ষার্থীদের দেয় না বলে এ বিষয়ে শ্রেণিপাঠদানও তেমন হয় না বললেই চলে। অথচ শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ করতেই হয়। আর এসব কিছু সমস্যার সমাধানেই এ বইটি রচিত হয়েছে। বিস্তারিত ... প্রাথমিক বিজ্ঞান (দ্বিতীয় শ্রেণি) বই 

২। আমরা প্রতিদিন স্কুলে সমাবেশে অংশগ্রহণ করি। এক শিফটের স্কুলে সকাল ৯:১৫ টায় সমাবেশ শুরু হয়। আর দুই শিফটের স্কুলে দুপুর বারোটায় সমাবেশ শুরু হয়। বিস্তারিত... যেভাবে সমাবেশে দাঁড়াতে হয় 

৩। প্রাথমিক বিদ্যালয়গুলোতে নতুন ম্যানেজিং কমিটি গঠন করার জন্য কয়েকটি সভা আহবান করা হয় এবং সভায় গৃহীত সিদ্ধান্ত মোতাবেক ম্যানেজিং কমিটি গঠন করা হয়। পূর্বের ম্যানেজিং কমিটির সভা ডেকে সভার মেয়াদ শেষ হয়েছে এবং নতুন করে কমিটি গঠন করতে হবে বলে জানানো হয় । বিস্তারিত ... যেভাবে ম্যানেজিং কমিটি গঠন ও রেজুলেশন লেখা হয় 

৪। সমা‌বে‌শে আমরা সাধারণত জাতীয় পতাকা‌কে সাম‌নে রে‌খে দাঁড়াই। শিক্ষকসহ শিক্ষার্থী‌দের মধ্য থে‌কে নির্বা‌চিত যারা সমা‌বেশ প‌রিচালনা ক‌রে তারা পতাকার পেছ‌নে নির্ধা‌রিত স্থা‌নে পতাকার দি‌কে মুখ ক‌রে... (বিস্তারিত) যেভাবে পতাকা উত্তোলন ও পতাকাকে সালাম প্রদর্শনের সময় দাঁড়াতে হয় 

৫। বাংলাদেশের প্রতিটি বিদ্যালয়ে সমাবেশের শেষ পর্বে পিটি ও ছন্দময় ব্যায়াম করানো হয়। এক্ষেত্রে কমান্ডার পিটির নাম্বার উল্লেখ করে কমান্ড দেয়। বিস্তারিত  ...  যে দশটি পিটি ও ছন্দময় ব্যায়াম সমাবেশের শেষ অংশে করানো হয় 

৬। পতাকা হচ্ছে প্রতিক হিসেবে ব্যবহৃত নির্দিষ্ট ডিজাইনের সাধারণত আয়তাকার কাপড়ের টুকরো বিশেষ পতাকা বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহৃত হয়, যেমন- জাতীয়তাবাদ, সংকেত প্রেরণ, বিজ্ঞাপন সাজ-সজ্জা ইত্যাদি প্রাচিনকালে যুদ্ধক্ষেত্রে সৈনিকেরা ব্যবহার করতো এবং সামুদ্রিক জাহাজে পতাকা ব্যবহার করা হতো ইরানের শাহদাদে পাওয়া ব্রোঞ্জের পতাকাকে (খ্রীষ্টপূর্ব তিন সহস্রাব্দে ব্যবহৃত) প্রথম পতাকা বলে ধারনা করা হয়। বিস্তারিত ... জাতীয় পতাকা ও পতাকাদন্ড এবং তাদের বিভিন্ন অংশ ও পরিমাপ 

৭। প্রথমে আপনার মোবাইল ফোনের ডাটা কানেকশন ওপেন করুন। এবার (চিত্র: 01) গুগলক্রোম অ্যাপ ওপেন করুন।
সার্সবার/অ্যাড্রেসবারে লিখুন https://www.dpe.gov.bd এবং “Go” বাটনে চাপুন (চিত্র: 02)।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হোমপেজ ওপেন হবে (চিত্র: 03)। এবার পেইজটি নিচের দিকে স্ক্রল করুন। “আভ্যন্তরিন ই-সেবা” শিরোনামে বিভাগে কয়েকটি লিংকের তালিকা পাবেন (চিত্র: 04)। এবার তালিকা থেকে “প্রাথমিক বিদ্যালয় ই-ব্যাবস্থাপনা” লিংকে ক্লিক করুন। বিস্তারিত... আপনার বিদ্যালয়ের পাঠ্যবইয়ের চাহিদা দিন নিজে নিজেই মোবাইল ফোনে 

৮। প্রথমে আপনার উপজেলা শিক্ষা অফিস থেকে “DR 2020” ডেটাবেজ ব্ল্যাংক ফাইলটি পেনড্রাইভের মাধ্যমে সংগ্রহ করুন ডেটাবেজটি ওপেন করার আগে নিশ্চিত হয়ে নিন আপনার কম্পিউটারের ডেট এন্ড টাইম ফরম্যাট ইংলিশ (ইউনাইটেড কিংডম)” আছে কিনা না থাকলে ডেট ফরম্যাটইংলিশ (ইউনাইটেড কিংডম)” করে নিন। বিস্তারিত... যেভাবে প্রাথমিক সমাপনী পরীক্ষা 2020 এর ডিআর এন্ট্রি ও অ্যাপেন্ড করবেন ! 

৯। প্রথমে আপনার উপজেলা শিক্ষা অফিস থেকে আপনার বিদ্যালয়ের শিক্ষার্থীর তথ্য সম্বলিত এক্সেল ফাইলটি পেনড্রাইভ অথবা মোবাইলের মেমোরিতে কপি করে নিয়ে আসুন। এবার আপনার এন্ড্রয়েড মোবাইল ফোনটিতে “WPS Ofiice” নামক অ্যাপটির ইন্সটল থাকলে তা ওপেন করুন। বিস্তারিত... যেভাবে আপনার মোবাইলেই উপবৃত্তির চাহিদা হালফিল করে জমা দেবেন !

 

No comments:

Post a Comment