*প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিন আমাদের সাথে * বিসিএস পরীক্ষা এর প্রস্তুতি নিন আমাদের সাথে* আনলিমিটেড টেস্ট রয়েছে আপনার জন্য এই ব্লগে * নতুন ও আপডেট তথ্য পেতে পাশের "follow/অনুসরণ" বাটনে ক্লিক করুন * নিজেকে আরো বেশি সমৃদ্ধ করুন * আপনার শিশুকে কাব কার্যক্রমের সাথে সম্পৃক্ত করুন * আপনার বাড়ি, বিদ্যালয়, অফিসের আঙ্গিনায় সবজির বাগান করুন, নিরাপদ ও বিষ মুক্ত খাদ্য গ্রহণ করুন * করোনার কমিউনিটি স্প্রেইডিং রোধে সামাজিক দূরত্ব বজায় রাখুন * অযথা পাড়া বেড়ানো, চায়ের দোকানে আড্ডা পরিহার করুন * পরিবারে অধিক সময় দেয়ার চেষ্টা করুন * ঘরে থাকুন, নিরাপদে থাকুন *

Class 5 Elementary Mathematics Chapter 11 (Kha) - পরিমাপ

 

পরিমাপ

অনুশীলনী ১১()


. খালি ঘরে সঠিক শব্দ বসাওঃ

() সামন্তরিকের ক্ষেত্রফল =

() ত্রিভুজের ক্ষেত্রফল = ÷

সমাধানঃ

() সামন্তরিকের ক্ষেত্রফল = ভূমি উচ্চতা

() ত্রিভুজের ক্ষেত্রফল = ভুমি উচ্চতা ÷


. নিচের আকৃতিগুলোর ক্ষেত্রফল নির্ণয় করঃ

সমাধানঃ

()

ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রানুসারে,

ক্ষেত্রফল

= (ভুমি উচ্চতা )÷

= () ÷

= ২০ ÷

= ১০ বর্গ সেমি

()

ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রানুসারে,

ক্ষেত্রফল

= (ভুমি উচ্চতা) ÷

= () ÷

= ৫৪ ÷

= ১০ বর্গ সেমি

()

সামন্তরিকের ক্ষেত্রফলের সূত্রানুসারে,

ক্ষেত্রফল

= ভুমি উচ্চতা

= বর্গ সেমি

= ৩০ বর্গ সেমি

()

সামন্তরিকের ক্ষেত্রফলের সূত্রানুসারে,

ক্ষেত্রফল

= ভুমি উচ্চতা

= ১০ বর্গ সেমি

= ২০ বর্গ সেমি


. একটি আয়তাকার ধানক্ষেতের প্রস্থ ৭৫০ মিটার এবং দৈর্ঘ্য ১২০০ মিটার। ধানক্ষেতটির ক্ষেত্রফল কত এয়র?

সমাধানঃ

দেওয়া আছে,

আয়তাকার ধানক্ষেতের দৈর্ঘ্য = ১২০০ মিটার প্রস্থ ৭৫০ মিটার।

আয়তক্ষেত্রের সূত্রানুসারে,

ধানক্ষেতের ক্ষেত্রফল

= দৈর্ঘ্য প্রস্থ

= ১২০০ মিটার ৭৫০ মিটার

= ৯০০০০০ বর্গ মিটার

= (৯০০০০০ ÷ ১০০) এয়র

= ৯০০০ এয়র


. একটি আয়তাকার পার্ক রয়েছে যার প্রস্থ ৫০ মিটার ক্ষেত্রফল ৪২৫০ বর্গ মিটার। পার্কটির দৈর্ঘ্য কত মিটার?

সমাধানঃ

দেওয়া আছে,

পার্কটির প্রস্থ ৫০ মিটার

ক্ষেত্রফল = ৪২৫০ বর্গ মিটার।

আয়তক্ষেত্রের সূত্রানুসারে,

পার্কের ক্ষেত্রফল = দৈর্ঘ্য প্রস্থ

বা, ৪২৫০ = দৈর্ঘ্য ৫০

বা, দৈর্ঘ্য = ৪২৫০ ÷ ৫০

বা, দৈর্ঘ্য = ৮৫

অতএব, পার্কটির দৈর্ঘ্য = ৮৫ মিটার।


. একটি ত্রিভুজের উচ্চতা . কিমি এবং এর ক্ষেত্রফল . বর্গ কিমি হলে এর ভূমি কত কিমি?

সমাধানঃ

দেওয়া আছে,

ত্রিভুজের উচ্চতা . কিমি

এবং ক্ষেত্রফল . বর্গ কিমি।

ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রানুসারে,

ত্রিভুজের ভূমি  = (ক্ষেত্রফল)÷ উচ্চতা

বা, ত্রিভুজের ভূমি  = (.) ÷ . কিমি

বা, ত্রিভুজের ভূমি   = . ÷ . কিমি

বা, ত্রিভুজের ভূমি = কিমি।


. চিত্রে একটি চতুর্ভুজাকার মাঠের একটি কর্ণ ৩০ মি এবং অপর দুইটি কোণ থেকে কর্ণের দুরত্ব ১৫ এবং ২২. মি। চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় কর।

সমাধানঃ

চিত্রানুসারে,

ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল

= / ভূমি উচ্চতা

= / ৩০ মি ২২. মি

= ৩৩৭. বর্গ মি

এবং

ত্রিভুজ BDC এর ক্ষেত্রফল

= / ভূমি উচ্চতা

= / ৩০ মি ১৫ মি

= ২২৫ বর্গ মি

তাহলে,

ABCD এর ক্ষেত্রফল

= ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল + ত্রিভুজ BDC এর ক্ষেত্রফল

= ৩৩৭. বর্গ মি + ২২৫ বর্গ মি

=৫৬২. বর্গ মি

অতএব, চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ৪৫৩ বর্গ মি।


. নিচের আকৃতিগুলোর রঙিন অংশের ক্ষেত্রফল নির্ণয় করঃ

সমাধানঃ

()

নং আকৃতিটি একটি আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য সেমি প্রস্থ সেমি।

অতএব, সম্পূর্ণ আকৃতির ক্ষেত্রফল

= দৈর্ঘ্য প্রস্থ

= বর্গ সেমি

= ৪৫ বর্গ সেমি

আবার, রঙিন অংশ বাদে বাকী অংশ একটি ত্রিভুজ ক্ষেত্র যার ভূমি সেমি উচ্চতা সেমি।

অতএব, ত্রিভুজক্ষেত্রটির ক্ষেত্রফল

= / ভূমি উচ্চতা

= / বর্গ সেমি

= ২২. বর্গ সেমি

তাহলে, রঙিন অংশের ক্ষেত্রফল

= সম্পূর্ণ আকৃতির ক্ষেত্রফল - ত্রিভুজক্ষেত্রটির ক্ষেত্রফল

= ৪৫২২. বর্গ সেমি

= ২২. বর্গ সেমি

()

নং আকৃতিটি একটি সামন্তরিক যার ভূমি সেমি এবং উচ্চতা সেমি।

অতএব, সম্পূর্ণ আকৃতিটির ক্ষেত্রফল

= ভূমি উচ্চতা

= বর্গ সেমি

= ৬৪ বর্গ সেমি

আবার, রঙিন অংশ বাদে বাকী অংশ একটি ত্রিভুজ ক্ষেত্র যার ভূমি সেমি উচ্চতা সেমি।

অতএব, ত্রিভুজক্ষেত্রটির ক্ষেত্রফল

= / ভূমি উচ্চতা

= / বর্গ সেমি

= ৩২ বর্গ সেমি

তাহলে, রঙিন অংশের ক্ষেত্রফল

= সম্পূর্ণ আকৃতির ক্ষেত্রফল - ত্রিভুজক্ষেত্রটির ক্ষেত্রফল

= ৬৪৩২ বর্গ সেমি

= ৩২ বর্গ সেমি

()

নং আকৃতিটি একটি ত্রিভুজক্ষেত্র যার ভূমি ১০ সেমি উচ্চতা ১২ সেমি।

অতএব, সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল

= / ভূমি উচ্চতা

= / ১০ ১২ বর্গ সেমি

= ৬০ বর্গ সেমি

আবার, রঙিন অংশ বাদে বাকী অংশও একটি ত্রিভুজ ক্ষেত্র যার ভূমি ১০ সেমি উচ্চতা সেমি।

অতএব, রঙিন অংশ বাদে ত্রিভুজক্ষেত্রটির ক্ষেত্রফল

= / ভূমি উচ্চতা

= / ১০ বর্গ সেমি

= ২৫ বর্গ সেমি

তাহলে, রঙিন অংশের ক্ষেত্রফল

= সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল - রঙিন অংশ বাদে ত্রিভূজের ক্ষেত্রফল

= ৬০২৫ বর্গ সেমি

= ৩৫ বর্গ সেমি

()

নং আকৃতিটি একটি ত্রিভুজক্ষেত্র যার ভুমি = + = ১০ সেমি উচ্চতা + = সেমি।

অতএব, সম্পূর্ণ আকৃতিটির ক্ষেত্রফল

= / ভূমি উচ্চতা

= / ১০ বর্গ সেমি

= ৩৫ বর্গ সেমি

আবার, রঙিন অংশ বাদে বাকী অংশও একটি ত্রিভুজ ক্ষেত্র যার ভূমি + = ১০ সেমি উচ্চতা সেমি।

অতএব, রঙিন অংশ বাদে ত্রিভুজক্ষেত্রটির ক্ষেত্রফল

= / ভূমি উচ্চতা

= / ১০ বর্গ সেমি

= ১০ বর্গ সেমি

তাহলে, রঙিন অংশের ক্ষেত্রফল

= সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল - রঙিন অংশ বাদে ত্রিভূজের ক্ষেত্রফল

= ৩৫১০ বর্গ সেমি

= ২৫ বর্গ সেমি


. ছক কগজে নিচের আকৃতিগুলো আকঃ

() একটি ত্রিভুজ যার ক্ষেত্রফল বর্গ সেমি

() একটি আয়ত যার ক্ষেত্রফল বর্গ সেমি

() একটি সামন্তরিক যার ক্ষেত্রফল বর্গ সেমি

সমাধানঃ


No comments:

Post a Comment