*প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিন আমাদের সাথে * বিসিএস পরীক্ষা এর প্রস্তুতি নিন আমাদের সাথে* আনলিমিটেড টেস্ট রয়েছে আপনার জন্য এই ব্লগে * নতুন ও আপডেট তথ্য পেতে পাশের "follow/অনুসরণ" বাটনে ক্লিক করুন * নিজেকে আরো বেশি সমৃদ্ধ করুন * আপনার শিশুকে কাব কার্যক্রমের সাথে সম্পৃক্ত করুন * আপনার বাড়ি, বিদ্যালয়, অফিসের আঙ্গিনায় সবজির বাগান করুন, নিরাপদ ও বিষ মুক্ত খাদ্য গ্রহণ করুন * করোনার কমিউনিটি স্প্রেইডিং রোধে সামাজিক দূরত্ব বজায় রাখুন * অযথা পাড়া বেড়ানো, চায়ের দোকানে আড্ডা পরিহার করুন * পরিবারে অধিক সময় দেয়ার চেষ্টা করুন * ঘরে থাকুন, নিরাপদে থাকুন *

Class 7 English For Today Unit 3: What are friends for, Lesson 3 : Flora’s First Day At School (2)

 

Flora’s First Day At School (2) – বিদ্যালয়ে ফ্লোরার প্রথম দিন ()


A. Read the text to know more about Flora’s first day at school (বিদ্যালয়ে ফ্লোরার প্রথম দিন সম্পর্কে আরও জানতে মূল পাঠ্যাংশটুকু পড়).

Flora continues her story (ফ্লোরা তার গল্প বলতে লাগল).

It took us half an hour to reach the school (বিদ্যালয়ে পৌঁছাতে আমাদের আধা ঘন্টা সময় লাগল). I saw many students on the school campus (আমি বিদ্যালয় চত্ত্বরে অনেক ছাত্রছাত্রী দেখলাম). Some were playing and some were talking to each other (কেউ কেউ খেলছিল এবং কেউ কেউ একে অপরের সাথে কথা বলছিল). I didn’t know anyone (আমি কেউকেই চিনতাম না). So I was a little afraid (তাই আমি একটু ভীত ছিলাম).

My mother soon took me to the Head Teacher (শীঘ্রই আমার মা আমাকে প্রধান শিক্ষকের কাছে নিয়ে গেলেন). He asked me a few questions and I answered them intelligently (তিনি আমাকে কয়েকটি প্রশ্ন করলেন এবং আমি সেগুলো বুদ্ধিমত্তার সাথে উত্তর দিলাম).

The Head Teacher was very pleased (প্রধান শিক্ষক খুব খুশি হয়্যেছিলেন). He put hand o my shoulder and said, Good (তিনি তার হাত আমার কাধে রাখলেন এবং বললেন ভাল)! You’re highly intelligent child (তুমি খুব বুদ্ধিমান শিশু). You know a lot (তুমি অনেক কিছু জানো). I’ll take you in my school (আমি তোমাকে আমার বিদ্যালয়ে ভর্তি করাব). I hope you’ll be happy here (আমি আশা করি তুমি এখানে খুশি থাকবে).

I was admitted to class 1 (আমাকে প্রথম শ্রেণিতে ভর্তি করানো হলো). The Head Teacher was a very nice person (প্রধান শিক্ষক খুবই চমৎকার লোক ছিলেন). He called a teacher and said to her, Ms Laila, this is Flora (তিনি একজন শিক্ষককে ডাকলেন এবং তাকে বললেন, মিস লায়লা, হচ্ছে ফ্লোরা). She is a new student in class 1 (সে প্রথম শ্রেণির একজন নতুন ছাত্রী). Take her to the class, please (দয়া করে তাকে শ্রেনিতে নিয়ে যান).

Ms Laila took me to the class (মিস লায়লা আমাকে শ্রেনিকক্ষে নিয়ে গেলেন). The class teacher welcomed me and gave me a seat (শ্রেণিশিক্ষক আমাকে স্বাগত জানালেন এবং আমাকে বসতে দিলেন). All the students in the class were staring at me (শ্রেণিকক্ষের সব ছাত্রছাত্রী আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে ছিল). I felt a bit nervous to see all the new faces (আমি এসব নতুন মুখ দেখে কিছুটা ভীত হয়ে পড়েছিলাম). But soon I felt easy (কিন্তু শীঘ্রই আমি স্বাচ্ছন্দ্য বোধ করলাম). I could make friends with two or three students sitting closed to me (আমি আমার পাশে বসা দুই বা তিনজন ছাত্র-ছাত্রীর সাথে বন্ধুত্ব করতে পেরেছিলাম).

A new place is a new experience (একটি নতুন স্থান একটি নতুন অভিজ্ঞতা). So my first day school is a new experience in my life (সুতরাং বিদ্যালয়ে আমার প্রথম দিন আমার জীবনে এক নতুন অভিজ্ঞতা). I will remember the day as long as I live (আমি যতদিন বেঁচে থাকব ততদিন এই দিনটি স্বরণ করব).


B. Choose the correct answer (সঠিক উত্তরটি বেছে নাও).

1. How long did it take Flora to reach the school (বিদ্যালয়ে পৌঁছাতে ফ্লোরার কত সময় লেগেছিল)?

a. an hour (এক ঘন্টা)

b. half an hour (আধা ঘন্টা)

c. less than half an hour (আধা ঘন্টার কম)

d. one and a half hours (দেড় ঘন্টা)

Answer: a

2. Flora was a little afraid when she reached the school campus because (ফ্লোরা যখন বিদ্যালয় চত্বরে পৌছেছিল তখন সে কিছুটা ভয় পেয়েছিল, কারন -)

a. the campus was full of students (বিদ্যালয় চত্বর ছাত্রছাত্রী দ্বারা পূর্ণ ছিল).

b. it was the first time she went there (এটি ছিল তার সেখানে প্রথম যাওয়া).

c. all the people there were unknown (সেখানকার সকলেই ছিল অপরিচিত).

d. the school was a long way from home (বিদ্যালয় বাড়ি থেকে বহু দূরে ছিল).

Answer: c

3. The Head Teacher was pleased with Flora because she (Flora) [প্রধান শিক্ষক ফ্লোরার প্রতি সন্তুষ্ট হয়েছিল, কারন সে (ফ্লোরা)]

a. looked very innocent (খুবই নিষ্পাপ লাগছিল).

b. had a sweet voice (একটা মিষ্টি কন্ঠ ছিল).

c. could answer the Head Teacher’s questions (প্রধান শিক্ষকের প্রশ্নের উত্তর দিতে পারল).

d. was very smart (খুব স্মার্ট ছিল).

Answer: c

4. Who took Flora to the class after admission (ভর্তির পর ফ্লোরাকে কে শ্রেণিকক্ষে নিয়ে গেল)?

a. a teacher (একজন শিক্ষক)

b. a peon (একজন পিয়ন)

c. her mother (তার মা)

d. the Head Teacher (প্রধান শিক্ষক)

Answer: a

5. Flora felt nervous in the class because (ফ্লোরা শ্রেণিকক্ষে অস্বস্তি বোধ করেছি কারন)

a. it was a new place (এটি একটি নতুন জায়গা).

b. the class teacher was very strict (শ্রেণি শিক্ষক খুবই কঠোর ছিলেন).

c. she did not know any student in the class (সে শ্রেণিকক্ষের কোন শিক্ষার্থীকে চিনত না).

d. the class did not welcome her (শ্রেণিকক্ষের কেউ তাকে স্বাগত জানায়নি).

Answer: c


C. Make sentences from this table (এই তালিকা হতে বাক্য তৈরি কর).



1. Flora’s mother took her to the Headteacher (ফ্লোরার মা তাকে প্রধান শিক্ষকের কাছে নিয়ে গেল).

2. Ms Laila took her to the class (মিস লায়লা তাকে শ্রেণীকক্ষে নিয়ে গেল).

3. The Headteacher asked Flora some questions (প্রধান শিক্ষক ফ্লোরাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করল).

4. The students in the class stared at Flora (ছাত্রছাত্রীরা ফ্লোরার দিকে এক নজরে তাকিয়ে ছিল).

5. Flora made friends with few students (ফ্লোরা কিছু নতুন ছাত্রছাত্রীকে বন্ধু বানাল).


D. How did you feel about the students and the teachers on your first day at school (বিদ্যালয়ের প্রথম দিন ছাত্রছাত্রী এবং শিক্ষকগন সম্পর্কে তোমার কেমন অনুভূতি হয়েছিল)? If you remember any incident or anything interesting that happened on the first day, tell the class about it and then write about it in short (যদি প্রথম দিনের কোনো ঘটনা অথবা আনন্দের কিছু ঘটে থাকে যা তুমি মনে করতে পার তবে সে সম্পর্কে শ্রেণিকক্ষে বল এবং অল্প কথায় লেখ).

Answer:

When I was six years old, my father took me to school (যখন আমার বয়স ছয় বছর, আমার বাবা আমাকে বিদ্যালয়ে নিয়ে গেলেন). The Headteacher was my father’s friend (প্রধান শিক্ষক ছিলেন আমার বাবার বন্ধু). He asked me some questions and sent me to the class room with a teacher (তিনি আমাকে কিছু প্রশ্ন করলেন এবং একজন শিক্ষকের সাথে করে শ্রেণিকক্ষে পাঠালেন). The class teacher of class one received me cordially (১ম শ্রেণির শিক্ষক আমাকে আন্তরিকতার সাথে গ্রহন করলেন). As all the face in the class were unknown to me, I started crying (যেহেতু শ্রেণিতে সব মুখগুলোই আমার কাছে অপরিচিত ছিল, আমি কান্না শুরু করে দিলাম). But the teacher told us many interesting things and made us laugh (কিন্তু শিক্ষক আমাদেরকে অনেক মজার মজার কথা বললেন আমাদের হাসালেন). I shall never forget the day in my life (দিনটি আমি জীবনে কখনোই ভুলব না).

No comments:

Post a Comment