*প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিন আমাদের সাথে * বিসিএস পরীক্ষা এর প্রস্তুতি নিন আমাদের সাথে* আনলিমিটেড টেস্ট রয়েছে আপনার জন্য এই ব্লগে * নতুন ও আপডেট তথ্য পেতে পাশের "follow/অনুসরণ" বাটনে ক্লিক করুন * নিজেকে আরো বেশি সমৃদ্ধ করুন * আপনার শিশুকে কাব কার্যক্রমের সাথে সম্পৃক্ত করুন * আপনার বাড়ি, বিদ্যালয়, অফিসের আঙ্গিনায় সবজির বাগান করুন, নিরাপদ ও বিষ মুক্ত খাদ্য গ্রহণ করুন * করোনার কমিউনিটি স্প্রেইডিং রোধে সামাজিক দূরত্ব বজায় রাখুন * অযথা পাড়া বেড়ানো, চায়ের দোকানে আড্ডা পরিহার করুন * পরিবারে অধিক সময় দেয়ার চেষ্টা করুন * ঘরে থাকুন, নিরাপদে থাকুন *

Class 7 English For Today Unit 1: Attention, Please Lesson 7 : At a railway station

 At A Railway Station – একটি রেল স্টেশনে


A. Listen to the teacher / CD for the announcement at a railway station and answer the following questions (শিক্ষকের কাছে বা সিডিতে একটি রেলওয়ে স্টেশনের ঘোষনা শোন এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও).

Listening text: 3 – শ্রবণ পাঠঃ

Announcement - ঘোষণা

Good afternoon, passengers (শুভ অপরাহ্ন, যাত্রী মহোদয়). Here is an announcement for the ‘Subarna Express’ to Chittagong (চট্রগ্রামগামী ‘সূবর্ণ এক্সপ্রেস’ এর জন্য একটি ঘোষণা)!

The train will arrive at the Airport Railway Station in ten minutes on platform 1 (১০ মিনিটের মধ্যে ট্রেনটি এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্লাটফর্মে এসে পৌঁছাবে).

The passengers who have not collected their tickets are requested to do so at Counter Number 5 of the booking office (যেসব যাত্রীগণ টিকেট সংগ্রহ করেননি তাদেরকে ৫ নম্বর বুকিং অফিস থেকে টিকেট সংগ্রহ করতে অনুরোধ করা হচ্ছে). Please keep in mind that travelling by train without a ticket is punishable offence by law (মনে রাখবেন টিকেট ছাড়া ট্রেনে ভ্রমণ করা শাস্তিযোগ্য অপরাধ).

After collecting tickets wait on platform 1 to get on the train (টিকেট সংগ্রহ করার পর ট্রেনের জন্য ১ নম্বর প্রাটফর্মে অপেক্ষা করুন). Don’t leave your baggage unattended (আপনাদের মালামাল অরক্ষিত অবস্থায় রাখবেন না). Please use the foot over-bridge to go to the platform (দয়া করে প্লাটফর্মে যাওয়ার জন্য ফুট-ওভার-ব্রিজ ব্যবহার করুন).

Thank you (আপনাদেরকে ধন্যবাদ).

Questions

1. What is the announcement for (কীসের জন্য ঘোষণা)?

2. Where is the train going (ট্রেনটি কোথায় যাচ্ছে)?

3. What platform will the Subarna Express stand at (সূবর্ণা এক্সপ্রেস ট্রনটি কোন প্লাটফর্মে দাঁড়াবে)?

4. Where can the passengers buy their tickets (কোথা থেকে যাত্রীরা টিকেট কিনতে পারে)?

5. Why should a passenger not travel by train without a ticket (কেন একজন যাত্রীর টিকেট ছাড়া ভ্রমন করা উচিৎ নয়)?

6. Where are the passengers asked to wait to get on the train (ট্রেনে ওঠার জন্য যাত্রীদের কোথায় অপেক্ষা করতে বলা হয়)?

7. What are the passengers asked to do get to the platform (প্লাটফর্মে ঢোকার সময় যাত্রীদের কী করতে বলা হয়)?

Answer:

1. The announcement is for the passengers wishing to go to Chattagram (ঘোষণাটি চট্রগ্রাম যেতে ইচ্ছুক যাত্রীদের জন্য).

2. The train is going to Chattagram (ট্রেনটি চট্রগ্রামে যাচ্ছে).

3. The ‘Subarna Express’ will stand at platform no 1 (সূবর্ণা এক্সপ্রেসটি ১নং প্লাটফর্মে থামবে).

4. The passengers can buy tickets from the counter number 5 (যাত্রীরা ৫নং কাউন্টার হতে টিকেট কিনতে পারবে).

5. A passenger should not travel by train without ticket because it is a punishable offence (একজন যাত্রীর বিনা টিকেটে ট্রেন ভ্রমন করা উচিৎ নয় কারন এটি একটি শাস্তিযোগ্য অপরাধ).

6. Passengers are asked to wait on platform 1 to get on the train (ট্রেনে ওঠার জন্য যাত্রীদের ১ নং প্লাটফর্মে অপেক্ষা করতে বলা হচ্ছে).

7. Passengers are asked to use the foot over-bridge to get to the platform (যাত্রীদের পদচারী সেতু ব্যবহার করে প্লাটফর্মে যেতে বলা হয়েছে).


B. Write a similar announcement for the passengers of a luxury bus at a bus station (কোনো বাস স্টেশনে একটি বিলাসবহুল বাসের যাত্রীদের জন্য একই রকম একটি ঘোষণা লেখ). Give the passengers necessary instructions, including departure and arrival times, place and time for lunch break, etc in the announcement (ঘোষণাতে যাত্রীদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা, বাস ভাড়া এবং পৌঁছানোর সময়, স্থান এবং দুপুরের খাবার বিরিতির সময় ইত্যাদি সম্পর্কে বল).

Answer:

Announcement

Good morning, passengers (শুভ সকাল, যাত্রীগণ). Here is an announcement for ‘Green Line Express’ to Cox’s Bazar (কক্সবাজারগামী ‘গ্রীণ লাইন এক্সপ্রেস’ এর জন্য একটি ঘোষনা)! The bus will arrive at the Gabtoli Bus stand in ten minutes (দশ মিনিটের মধ্যে বাসটি গাবতলী বাসস্ট্যান্ডে এসে পৌঁছাবে). It will leave the stand just at 11 am (এটি ঠিক সকাল ১১টায় স্ট্যান্ড ছেড়ে যাবে). You will get 30 minutes break from 1 pm to 1.30 pm for taking your lunch (দুপুর ১টা থেকে ১.৩০ মিনিট আপনারা দুপুরের খাবার খাওয়ার জন্য বিরিতি পাবেন). I request the passengers who have already collected their ticket to get ready for the bus (যেসব যাত্রীরা টিকেট সংগ্রহ করেছেন তাদেরকে আমি ওঠার জন্য প্রস্তুত থাকতে অনুরোধ জানাচ্ছি). And those who have not collected the ticket are requested to collect it from the ticket counter (আর যারা টিকেট কাউন্টার থেকে টিকেট সংগ্রহ করেননি, তাদের টিকেট কাউন্টার থেকে টিকেট সংগ্রহ করার অনুরোধ করছি).

Wish you a happy journey (আপনাদের ভ্রমন শুভ হোক).

Thank you (আপনাদেরকে ধন্যবাদ).

No comments:

Post a Comment