*প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিন আমাদের সাথে * বিসিএস পরীক্ষা এর প্রস্তুতি নিন আমাদের সাথে* আনলিমিটেড টেস্ট রয়েছে আপনার জন্য এই ব্লগে * নতুন ও আপডেট তথ্য পেতে পাশের "follow/অনুসরণ" বাটনে ক্লিক করুন * নিজেকে আরো বেশি সমৃদ্ধ করুন * আপনার শিশুকে কাব কার্যক্রমের সাথে সম্পৃক্ত করুন * আপনার বাড়ি, বিদ্যালয়, অফিসের আঙ্গিনায় সবজির বাগান করুন, নিরাপদ ও বিষ মুক্ত খাদ্য গ্রহণ করুন * করোনার কমিউনিটি স্প্রেইডিং রোধে সামাজিক দূরত্ব বজায় রাখুন * অযথা পাড়া বেড়ানো, চায়ের দোকানে আড্ডা পরিহার করুন * পরিবারে অধিক সময় দেয়ার চেষ্টা করুন * ঘরে থাকুন, নিরাপদে থাকুন *

যেভাবে দীক্ষা প্রদান অনুষ্ঠান করা হয়


দীক্ষা প্রদান
মোহাম্মদ আবুল বাশার খান
 
















কাব-স্কাউটের সদস্য হতে কাব প্রতিজ্ঞা গ্রহণ করতে হয়। এই প্রতিজ্ঞা গ্রহণের জন্য একটি অনুষ্ঠান করা হয়। এই অনুষ্ঠানই হল দীক্ষা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে ইউনিট লিডার কাব স্কাউট প্রতিজ্ঞা, কাব স্কাউট আইন, কাব স্কাউট সালাম ও গ্র্যান্ড ইয়েল জানে এমন শিশুকে প্রতিজ্ঞা পাঠ করানোর মাধ্যমে তাকে কাব স্কাউটের সদস্য করে নেন। সাধারণত সাপ্তাহিক প্যাক মিটিং এর দিনেই দীক্ষা প্রদান অনুষ্ঠান করা ভালো। প্যাক মিটিং এ আমরা যেভাবে মহাবৃত্তে দাঁড়াই সেভাবেই দীক্ষা প্রদান অনুষ্ঠানে দাঁড়াতে হয়। 
 













এক্ষেত্রে প্যাক মিটিং এর পর দীক্ষা প্রদান অনুষ্ঠান করা যায়। ইউনিটের কোনো সদস্যই যদি দীক্ষা প্রাপ্ত কাব না হয়ে থাকে, তবে একজনকে আলাদাভাবে আগে দীক্ষা দিয়ে নিতে হয়। এক্ষেত্রে কোনো আনুষ্ঠানিকতা না করে শুধুমাত্র কাব স্কাউট প্রতিজ্ঞা পাঠ করিয়ে ইউনিট লিডার স্কার্ফ ও ব্যাজ পড়িয়ে দেবেন। নতুন দীক্ষাপ্রাপ্ত কাবকে কাব সালাম দিয়ে দীক্ষা কার্যক্রম শেষ করবেন। সর্বক্ষেত্রে কাব সালাম দেয় আর ইউনিট লিডার গ্রহণ করেন। কিন্তু এই একমাত্র অনুষ্ঠান যেখানে ইউনিট লিডার আগে কাবকে সালাম দেন এবং কাব তা গ্রহণ করে। এখন ইউনিটে যেহেতু দীক্ষাপ্রাপ্ত কাব রয়েছে, সেহেতু ইউনিট লিডার যথানিয়মে আনুষ্ঠনিকভাবে দীক্ষা দিতে পারেন। আসুন এবার দীক্ষা প্রদান অনুষ্ঠানের ধারাবাহিক কাজগুলো আলোচনা করি। প্যাক মিটিং এর মতোই ইউনিট লিডার পতাকা উত্তোলিত অবস্থায় পতাকাকে হাতের বাম পাশে রেখে দাঁড়াবেন। সিনিয়র ষষ্ঠকনেতা প্যাক মিটিং এর মতো ইউনিট লিডারের মুখোমুখি বৃত্তে দাঁড়ানো অবস্থা থেকে বাম পা বাড়িয়ে দিয়ে এক পা সামনে বা বৃত্তের ভিতরে এসে দাঁড়াবে। সকলকে সোজা হওয়ার কমান্ড দিবে। এক্ষেত্রে মৌখিক কমান্ড না দিয়ে ডান হাত দিয়ে উরুতে চাপর দিয়ে শব্দ করার মাধ্যমে সকলকে কমান্ড দিবে। এবার গ্র্যান্ড ইয়েল। সিনিয়র ষষ্ঠকনেতা উক্ত জায়গায় থেকে ডান হাত ডানদিকে কাঁধ পর্যন্ত উঠিয়ে আবার নামিয়ে ফেলে শুরু করবে- “আ-কে-লা আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করবো।” কথাগুলো সকল কাব একসাথে বলবে। সিনিয়র ষষ্ঠকনেতা গ্র্যান্ড ইয়েল দেওয়ার সময় হাত উঠাবে হাতের আঙ্গুলগুলো সোজা রেখে। আর হাত নামাবে মুষ্ঠিবদ্ধ করে। মুষ্ঠিবদ্ধ করে বৃদ্ধাঙ্গুল অবশ্যই সোজা নিচের দিকে থাকবে। ইউনিট লিডার বলবে-“তোমরা তোমাদের যথাসাধ্য চেষ্টা কর কর কর কর।” “কর” বলার সময় ইউনিট লিডার পর্যায়ক্রমে ডানে, সামনে, বামে ও সামনে ঘাড় ঘুরিয়ে সকলের দিকে দৃষ্টি নিক্ষেপ করবেন। এবার সকলেই কাব সালাম প্রদর্শন করবে। কাবেরা বলবে-“আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করবো করবো করবো করবো।” শেষে “করবো” বলার সাথে সাথে সকলে হাত নামিয়ে ফেলবে। এবার সিনিয়র ষষ্ঠকনেতা ডানহাত সামনে থেকে ঘুরিয়ে ডানপাশে সামান্য ফাঁকা করে কিছুটা তুলে ধরে রাখবে। এসময় হাতের আঙ্গুলগুলো সোজা থাকবে। হাতের তালু সামনের দিকে আর হাতের পিঠ পেছনের দিকে থাকবে। হাত এ অবস্থায় রাখার দ্বারা আরামে দাঁড়ানোর কমান্ড দেয়া হয়। সকলে আরামে দাঁড়াবে। আরামে দাঁড়ানোর সময় ডান পা স্থির রেখে বাম পা সামান্য ফাঁকা করে দাঁড়াতে হয়। হাত দু’টো পেছনের দিকে নিয়ে ডান হাত দিয়ে বাম হাতের বৃদ্ধাঙ্গুল ব্যতিত বাকি চার আঙ্গুল চেপে ধরে রাখতে হয়। এবার সিনিয়র ষষ্ঠকনেতা এক পা পিছিয়ে বৃত্তে এসে দাঁড়াবে। এক্ষেত্রে ডান পা আগে পিছনে নিয়ে আসবে। এবার আগে দীক্ষা পাওয়া কাব নতুন যাকে দীক্ষা দিতে হবে তাকে হাতে ধরে ষষ্ঠক থেকে দৌড়ে ইউনিট লিডারের সামনে গিয়ে দাঁড়াবে। 

















 দীক্ষাপ্রাপ্ত কাব ইউনিট লিডারকে সালাম দেবে। তারপর বলবে-“জনাব, আমাদের ষষ্ঠকের সদস্য ............ (শুন্যস্থানে শিশুটির নাম বলবে)দীক্ষা গ্রহণের জন্য সকল পাঠ সম্পন্ন করেছে। সে এখন দীক্ষা গ্রহণের জন্য প্রস্তুত।”
ইউনিট লিডার বলবেন,“আচ্ছা, তুমি আসতে পারো।” দীক্ষাপ্রাপ্ত কাব ইউনিট লিডারকে সালাম করে, এক পা পিছিয়ে পেছন দিকে ঘুরে দৌড়ে বৃত্তে নিজ ষষ্ঠকে চলে যাবে।
এবার ইউনিট লিডার প্রশ্ন করবেন-“তুমি কি কাব স্কাউট প্রতিজ্ঞা, কাব স্কাউট আইন, কাব স্কাউট সালাম ও গ্র্যান্ড ইয়েল জান?”
কাব উত্তর দেবে-“জ্বী হ্যাঁ জনাব, আমি জানি।”
ইউনিট লিডার-“কাব স্কাউট আইন কি?”
কাব-“বড়দের কথা মেনে চলা, নিজেদের খেয়ালে কিছু না করা।”
ইউনিট লিডার-“তুমি কাব স্কাউটের পবিত্র প্রতিজ্ঞা গ্রহণ করতে প্রস্তুত আছ?”
কাব-“জ্বী হ্যাঁ জনাব। আমি প্রস্তুত।”
ইউনিট লিডার-“তাহলে কাব সালাম দেখাও।”
এবার দীক্ষাপ্রার্থী কাব তিন আঙ্গুলে কাব সালাম প্রদর্শন করবে।
ইউনিট লিডার-“তাহলে আমার সাথে কাব স্কাউট প্রতিজ্ঞা পাঠ কর।”
ইউনিট লিডার প্রতিজ্ঞা ভেঙ্গে ভেঙ্গে পাঠ করবেন এবং পর পর দীক্ষাপ্রার্থী সালাম প্রদর্শনরত অবস্থায় প্রতিজ্ঞা পাঠ করবে। প্রতিজ্ঞা পাঠ শেষে হাত নামিয়ে ফেলবে। প্রতিজ্ঞা হলো-
আমি প্রতিজ্ঞা করছি যে,
আল্লাহ ও আমার দেশের প্রতি কর্তব্য পালন করতে
প্রতিদিন কারো না কারো উপকার করতে
কাব স্কাউট আইন মেনে চলতে
আমি আমার যথাসাধ্য চেষ্টা করবো।
লক্ষ্যনীয় যে, প্রতিজ্ঞা পাঠের সময় দীক্ষাপ্রার্থী সালামরত অবস্থায় থাকবে কিন্তু ইউনিট লিডার থাকবেন না। প্রতিজ্ঞা শেষে ইউনিট লিডার নব দীক্ষাপ্রাপ্ত কাবকে লাল রং এর স্কার্ফ, সদস্য ব্যাজ ও ভ্রাতৃত্ব ব্যাজ পড়িয়ে দেবেন। 

















 সদস্য ব্যাজ শার্টের বাম পকেটের মাঝখানে এবং ভ্রাতৃত্ব ব্যাজ ডান পকেটের মাঝখানে লাগাতে হয়। 

















এবার ইউনিট লিডার আগে দীক্ষাপ্রাপ্ত কাবকে সালাম দেবেন এবং দীক্ষাপ্রাপ্ত কাব সালাম গ্রহণ করবে। 

















এবার ইউনিট লিডার নব দীক্ষাপ্রাপ্ত কাবের সাথে করমর্দন করে বলবেন-“তুমি প্রতিজ্ঞা রক্ষা করে চলবে বলে আমি বিশ্বাস করি। তুমি এখন থেকে বিশ্বব্যাপী মহান স্কাউট আন্দোলনের সদস্য হয়েছো।”
আবার ইউনিট লিডার নব দীক্ষাপ্রাপ্ত কাবকে সালাম করবেন এবং কাবও তার উত্তরে সালাম দেবে। 
















এবার ইউনিট লিডার কমান্ড দেবেন-“উল্টোদিকে ঘুরো।” নব দীক্ষাপ্রাপ্ত কাব বৃত্তের দিকে ঘুরবে।
ইউনিট লিডার কমান্ড দেবেন-“দলকে সালাম করো।”
নব দীক্ষাপ্রাপ্ত কাব দলকে সালাম করবে এবং দলের সকলে সালাম গ্রহণ করবে।
ইউনিট লিডার কমান্ড দেবেন-“দলে ফিরে যাও।” নব দীক্ষাপ্রাপ্ত কাব দৌড়ে নিজের ষষ্ঠকে চলে যাবে। এরপর পর্যায়ক্রমে ষষ্ঠকনেতা ও সিনিয়র ষষ্ঠকনেতা নব দীক্ষাপ্রাপ্ত কাবের সামনে এসে নিজ ষষ্ঠকের পরিচিতি ব্যাজ ও কাঁধের ব্যাজ পরিয়ে দেবে ও করমর্দন করবে। এবার সিনিয়র ষষ্ঠকনেতা স্বস্থানে চলে যাবে। ষষ্ঠকনেতা স্বাগত ইয়েল দেবে। ষষ্ঠকের অন্য সদস্যরাও সাথে সাথে ইয়েল দেবে। ষষ্ঠকনেতা প্রথমে আস্তে, তারপর জোরে, তারপর আবার আস্তে ইয়েল দেবে-“........ কে (শুন্যস্থানে কাবের নাম বলবে).......... ষষ্ঠকে (ষষ্ঠকের নাম) স্বাগতম। সকলে বলবে-“সুস্বাগতম।” এভাবে তিনবার ইয়েল দিয়ে বরণ করে নেবে।













যদি আরো কোনো দীক্ষাপ্রার্থী থাকে তাহলে তাদেরও একইভাবে দীক্ষা প্রদান করতে হবে। শেষে আবার গ্র্যান্ড ইয়েলের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়ে যাবে।

দীক্ষা প্রদান ও ব্যাজ প্রদান করার পর এসকল তথ্য সংরক্ষণ করে রাখা প্রয়োজন। তা না হলে আপনি আপনার কাজের মূল্যায়ণের ক্ষেত্রে পিছিয়ে পড়বেন। এজন্য চাই একটি ভালো সংরক্ষণ বই। নিচে দেওয়া ছবিটি ডাউনলোড করে অথবা অনুরূপ ফরম্যাট তৈরি করে প্রিন্ট করে একটি রেজিস্টার খাতা তৈরি করে নিতে পারেন। রেজিস্টার খাতাটির নাম হতে পারে “দীক্ষা প্রদান ও ব্যাজ প্রদান তথ্য রেজিস্টার।” 













মালিহা প্রকাশনীর সকল পোস্ট 

No comments:

Post a Comment