*প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিন আমাদের সাথে * বিসিএস পরীক্ষা এর প্রস্তুতি নিন আমাদের সাথে* আনলিমিটেড টেস্ট রয়েছে আপনার জন্য এই ব্লগে * নতুন ও আপডেট তথ্য পেতে পাশের "follow/অনুসরণ" বাটনে ক্লিক করুন * নিজেকে আরো বেশি সমৃদ্ধ করুন * আপনার শিশুকে কাব কার্যক্রমের সাথে সম্পৃক্ত করুন * আপনার বাড়ি, বিদ্যালয়, অফিসের আঙ্গিনায় সবজির বাগান করুন, নিরাপদ ও বিষ মুক্ত খাদ্য গ্রহণ করুন * করোনার কমিউনিটি স্প্রেইডিং রোধে সামাজিক দূরত্ব বজায় রাখুন * অযথা পাড়া বেড়ানো, চায়ের দোকানে আড্ডা পরিহার করুন * পরিবারে অধিক সময় দেয়ার চেষ্টা করুন * ঘরে থাকুন, নিরাপদে থাকুন *

সপ্তম শ্রেণি সাধারণ গণিত - অনুশীলনী-৮ - সমান্তরাল সরলরেখা হতে জ্যামিতিক যুক্তি পদ্ধতি

 

সমান্তরাল সরলরেখা হতে জ্যামিতিক যুক্তি পদ্ধতি:


. চিত্র দেখে উত্তর নির্বাচন করঃ


চিত্রে, PQR=550, LRN=900,  এবং PQ ।। MR হলে, MRN এর মান নিচের কোনটি?
() 350     () 450     () 550      () 900
উত্তরঃ


চিত্র দেখে উত্তর নির্বাচন করঃ



চিত্রে, PQ ।। SR, PQ=PR এবং PRQ=500  হলে, LRS  এর মান নিচের কোনটি?

() 800     () 750     () 550     () 500
উত্তরঃ


চিত্র দেখে উত্তর নির্বাচন করঃ



AB II CD II EF

    () x এর মান নিচের কোনটি?

    () 280   () 320   () 450   () 580
    উত্তরঃ

    () z এর মান নিচের কোনটি?

    () 580   () 1030   () 1220   () 1480
    উত্তরঃ

    () নিচের কোনটি y-z এর মান?

    () 580   () 770   () 1030   () 1220
    উত্তরঃ


চিত্রের আলোকে এবং নম্বর প্রশ্নের উত্তর দাও।


. PEA=কত ডিগ্রী?

() 400  () 500   () 1300   () 1400
উত্তরঃ


. EFD এর মান কত?

() 300   () 400   () 500   () 900
উত্তরঃ


. ABC ত্রিভুজে B+C=900 হলে A=কত ডিগ্রী?

() 900   () 1100   () 1200   () 1600
উত্তরঃ


.  চিহ্ন দ্বারা কী বুঝায়?

() সমান    () সর্বসম    () সমান্তরাল    () লম্ব
উত্তরঃ


নিচের তথ্যের আলোকে নং প্রশ্নের উত্তর দাওঃ




. x=কত?
() 750   () 550   () 500   () 450
উত্তরঃ


. x+y=কত?

() 1600   () 1250   () 1000   () 850
উত্তরঃ


১০চিত্র দেখে উত্তর দাওঃ



চিত্রে, AB ।। CD, BPE=600  এবং PQ=PR.

. দেখাও যে 1/2APE=600

. CQE এর মান বের কর।
. প্রমান কর যে, PQR একটি সমবাহু ত্রিভুজ।

সমাধানঃ

.
চিত্রানুসারে,
APE+BPE=1800
বা,  APE+600=1800  [BPE=600]
বা, APE=1800 -600
বা, APE=1200 
বা, APE/2=1200/2 [2 দ্বরা ভাগ করে]
বা, 1/2 APE=600 (দেখানো হলো)

.

চিত্রে, AB II CD এবং EF তাদের ছেদক।
তাহলে, APE CQE পরস্পর অনুরুপ কোণ।
অর্থাৎ, APE=CQE
হতে পাই, APE=1200
CQE=1200

.

আমরা জানি,
ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান হলে এদের বিপরীত কোনগুলো পরস্পর সমান হয়।
PQ=PR
PQR=PRQ
এখন, BPE=PQR [এরা পরস্পর একান্তর কোন]
PQR=600
এবং, PRQ=600
একটি ত্রিভুজের তিন কোনের সমষ্টি 1800
তাহলে, QPR=1800-600-600=600
অর্থাৎ PQR এর প্রত্যেক কোণের মান 600
এখন, আমরা জানি, সমবাহু ত্রিভুজের প্রত্যেক কোণের মান 600 হয়।
PQR সমবাহু ত্রিভুজ (প্রমাণিত)

No comments:

Post a Comment