*প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিন আমাদের সাথে * বিসিএস পরীক্ষা এর প্রস্তুতি নিন আমাদের সাথে* আনলিমিটেড টেস্ট রয়েছে আপনার জন্য এই ব্লগে * নতুন ও আপডেট তথ্য পেতে পাশের "follow/অনুসরণ" বাটনে ক্লিক করুন * নিজেকে আরো বেশি সমৃদ্ধ করুন * আপনার শিশুকে কাব কার্যক্রমের সাথে সম্পৃক্ত করুন * আপনার বাড়ি, বিদ্যালয়, অফিসের আঙ্গিনায় সবজির বাগান করুন, নিরাপদ ও বিষ মুক্ত খাদ্য গ্রহণ করুন * করোনার কমিউনিটি স্প্রেইডিং রোধে সামাজিক দূরত্ব বজায় রাখুন * অযথা পাড়া বেড়ানো, চায়ের দোকানে আড্ডা পরিহার করুন * পরিবারে অধিক সময় দেয়ার চেষ্টা করুন * ঘরে থাকুন, নিরাপদে থাকুন *

নবম-দশম শ্রেণি সাধারণ গণিত - অনুশীলনী-৫.১ - সমীকরণ গঠন করে সমাধান

 

 সমীকরণ গঠন করে সমাধান



.

ay

--

 b



-

by

--

 a



=



a2-b2

সমাধানঃ

 

 

 

 

 

ay

--

 b



-

by

--

 a



=



a2-b2



বা,

a2y-b2y

-------

   ab



=



a2-b2



বা,

y(a2-b2)

-------

    ab



=



a2-b2



বা,

y

--

ab



=



1

 

 

বা,

y

=

ab

 

 

 

. (z+1)(z-2)=(z-4)(z+2)

সমাধানঃ

(z+1)(z-2)=(z-4)(z+2)

বা,  z2-2z+z-2=z2+2z-4z-8

বা,  z2-z-2=z2-2z-8

বা,  z2-z-z2+2z=-8+2

বা,  z=-6

বা,  z=-6



.

4

-----

2x+1



+

9

-----

3x+2



=

25

-----

5x+4

সমাধানঃ

 

 

 

 

 

4

-----

2x+1



+

9

-----

3x+2



=

25

-----

5x+4



বা,

4(3x+2)+9(2x+1)

---------------------

  (2x+1)(3x+2)



=

25

-----

5x+4



বা,

12x+8+18x+9

-----------------

6x2+4x+3x+2



=

25

-----

5x+4



বা,

  30x+17

------------

6x2+7x+2



=

25

------

5x+4

বা,

(5x+4)(30x+17)=25(6x2+7x+2)

বা,

150x2+85x+120x+68

                       =150x2+175x+50

বা,

150x2+205x+68=150x2+175x+50

বা,

150x2+205x-150x2-175x=50-68

বা,

30x=-18



বা,



x



=

-18

---

30

 

 



বা,



x



=

-3

---

5

 

 



.

1

----

x+1



+

1

----

x+4



=

1

----

x+2



+

1

----

x+3

সমাধানঃ

 

 

 

 

 

 

 

1

----

x+1



+

1

----

x+4



=

1

----

x+2



+

1

----

x+3



বা,

1

----

x+1



-

1

----

x+3



=

1

----

x+2



-

1

----

x+4



বা,

1(x+3)-1(x+1)

----------------

(x+1)(x+3)



=

1(x+4)-1(x+2)

----------------

(x+2)(x+4)



বা,

x+3-x-1

----------------

(x+1)(x+3)



=

x+4-x-2

----------------

(x+2)(x+4)



বা,

2

----------------

(x+1)(x+3)



=

2

----------------

(x+2)(x+4)



বা,

1

----------------

(x+1)(x+3)



=

1

----------------

(x+2)(x+4)

বা,

(x+1)(x+3)=(x+2)(x+4)

বা,

x2+4x+2x+8=x2+3x+x+3

বা,

x2+6x+8=x2+4x+3

বা,

x2+6x-x2-4x=3-8

বা,

2x=-5



বা,



x



=

-5

---

2

 

 

 

 



.

a

----

x-a



+

b

----

x-b



=

a+b

------

x-a-b

 

 

সমাধানঃ

 

 

 

 

 

 

 

a

----

x-a



+

b

----

x-b



=

a+b

------

x-a-b

 

 



বা,

a

----

x-a



+

b

----

x-b



=

a

------

x-a-b



+

b

------

x-a-b



বা,

a

----

x-a



-

a

------

x-a-b



=

b

------

x-a-b



-

b

----

x-b



বা,

a(x-a-b)-a(x-a)

-----------------

(x-a)(x-a-b)



=

b(x-b)-b(x-a-b)

-----------------

(x-b)(x-a-b)



বা,

a(x-a-b-x+a)

--------------

(x-a)(x-a-b)



=

b(x-b-x+a+b)

----------------

(x-b)(x-a-b)



বা,

a(x-a-b-x+a)

--------------

(x-a)(x-a-b)



=

b(x-b-x+a+b)

----------------

(x-b)(x-a-b)



বা,

-ab

--------------

(x-a)

=

ab

----------------

(x-b)



বা,

-1

--------------

(x-a)



=

1

----------------

(x-b)

বা,

-1(x-b)=1(x-a)

 

 

বা,

-x+b = x-a

 

 

 

 

বা,

-x-x = -a-b

 

 

 

 

বা,

-2x = -(a+b)

 

 

 

 

বা,

2x = a+b

 

 

 

 



বা,



x



=

a+b

-----

2

 

 

 

 



.

x-a

----

b



+

x-b

----

a



+

x-3a-3b

---------

a+b



=



0

সমাধানঃ

 

 

 

 

 

 

 

x-a

----

b



+

x-b

----

a



+

x-3a-3b

--------

a+b



=



0



বা,

x-a

-----

b



+

x-b   

---

a   



+

x-3a-3b

--------

a+b



+



2-2=0



বা,

x-a   

-----  -1

b   



+

x-b     

---  -1

a       



+

x-3a-3b   

-----------  +2

a+b     



=



0



বা,

x-a-b

--------

a



+

x-b-a  

------

a    



+

x-3a-3b+2a+2b

-----------------

a+b



=



0



বা,

x-a-b

--------

a



+

x-b-a  

-----

a   



+

x-a-b

-------

a+b



=



0



বা,



(x-a-b)



(

1

--

a



+

      1        1

     --   +  ---    )

a        a+b



=



0



বা,



x-a-b=0

   1    1      1

{-- + -- + ----≠0, যা x বর্জিত রাশি}

   a     a    a+b

বা,

x-=a+b

 

 

 

 

 

 



.

x-a

-----

a2-b2



=

x-b

----

b2-a2

সমাধানঃ

 

 

 

x-a

-----

a2-b2



=

x-b

----

b2-a2



বা,

x-a

-----

a2-b2



=

-(x-b)

----

a2-b2

বা,

x-a

=

-(x-b)

বা,

x-a

=

-x+b

বা,

x+x

=

b+a

বা,

2x

=

a+b



বা,



x



=

a+b

-----

2

.

(3+√3)z+2=5+3√3

সমাধানঃ

 

 

 

 

 

 

 

(3+√3)z+2=5+3√3

বা,

(3+√3)z=5+3√3-2

বা,

(3+√3)z=3√3+3



বা,



z =

3√3+3

--------

 3+√3

 

 

 



বা,



z =

3√3+√3. √3

--------------

   3+√3

 



বা,



z =

(3+√3) √3

-------------

  (3+√3)

 

বা,

z =

√3

 

 

 

 

 

 

. 2x+√2=3x-4-3√2

সমাধানঃ

2x+√2=3x-4-3√2
বা,  3x-3x=-4-3√2-√2
বা,  -x=-4-4√2
বা,  -x=-(4+4√2)
বা,  x=4(1+√2)
প্রদত্ত সমীকরণে বর্গমূলের চিহ্ন থাকায় শুদ্ধি পরীক্ষা দরকার।
প্রদত্ত সমীকরণটিতে x=4(1+√2) বসিয়ে পাই,
2{4(1+√2)}+ √2=3{4(1+√2)-4-3√2
বা,  8(1+√2)+ √2=12(1+√2)-4-3√2
বা,  8+8√2+√2=12+12√2-4-3√2
বা,  8+9√2=8+9√2 যা সত্য
নির্ণেয় সমাধান সেট, S={4(1+√2)}



১০.

z-2

---

z-1



=



2



-

1

--

z-1

সমাধানঃ

 

 

 

 

 

z-2

---

z-1



=



2



-

1

--

z-1



বা,

z-2

---

z-1



+

1

--

z-1



=



2



বা,

z-2+1

------

z-1



=



2

বা,

z-1=2z-2

বা,

-z=-1

বা,

z=1

কিন্তু z=1 প্রদত্ত সমীকরণকে

সিদ্ধ করে না। সমীকরণটির

কোনো সমাধান নেই। অতএব

নির্ণেয় সমাধান সেট S-{?}



১১.

1

-

x



+

 1

---

x+1

    2

= ---

   x-1

সমাধানঃ

 

 

 

 

 

1

-

x



+

 1

---

x+1

    2

= ---

   x-1



বা,

x+1+x

-------

x(x+1)

    2

= ---

   x-1

 

 



বা,

2x+1

-------

x(x+1)

    2

= ---

   x-1

 

 

বা,

(2x+1)(x-1)=2(x2+x)

বা,

2x2+x-2x-1=2x2+2x

বা,

2x2-x-1=2x2+2x

বা,

2x2-x-2x2-2x=1

বা,

-3x=1



বা,



x



=

-1

--

 3

 

 

 

নির্ণেয় সমাধান সেট S

  -1

{ -- }

   3

 

১২.

m         n        m+n

----  + ----  =  --------

m-x    n-x    m+n-x

সমাধানঃ

 m         n        m+n

----  + ---- =   --------

m-x     n-x     m+n-x

       m         n        m             n

বা, ----  + ----  = ---------  + ----------

     m-x     n-x     m+n-x     m+n-x

       m         m             n            n

বা, ----  -  -------- = ---------  -  ------

     m-x     m+n-x     m+n-x     n-x

       m(m+n-x)-m(m-x)    n(n-x)-n(m+n-x)

বা, ---------------------- = --------------------

       (m-x)(m+n-x)           (m+n-x)(n-x)

       m2+mn-mx-m2+mx    n2-nx-nm-n2+nx

বা, ---------------------- = --------------------

       (m-x)(m+n-x)           (m+n-x)(n-x)

             mn                                   -mn

বা, ---------------- = ----------------------

    (m-x)(m+n-x)            (m+n-x)(n-x)

        1          -1                            

বা, ------- = ------

    (m-x)      (n-x)

বা, -m+x=n-x

বা, x+x=m+n

বা, 2x=m+n

          m+n

বা, x= ------

            2

অতএব, নির্ণেয় সমাধান সেট

       m+n

S={-------}

          2



১৩.

  1         1

----- + ----

x+2     x+5



=

  1         1

----- + ----

x+4     x+3

সমাধানঃ

 

 

 

  1         1

-----  - ----

x+2     x+4



=

  1         1

-----  - ----

x+3     x+5



বা,

  1         1

----- + ----

x+2     x+5



=

  1         1

----- + ----

x+2     x+5



বা,

(x+4)-(x+2)

--------------

(x+2)(x+4)



=

(x+5)-(x+3)

--------------

(x+3)(x+5)



বা,

  x+4-x-2

------------

(x+2)(x+4)



=

  x+5-x-3

------------

(x+3)(x+5)



বা,

        2

------------

(x+2)(x+4)



=

       2

------------

(x+3)(x+5)



বা,

        1

------------

(x+2)(x+4)



=

       1

------------

(x+3)(x+5)

বা,

   (x+2)(x+4)

=

   (x+3)(x+5)

বা,

x2+2x+4x+8

=

x2+3x+5x+15

বা,

x2+6x+8

=

x2+8x+15

বা,

x2+6x-x2-8x = 15-8

বা,

-2x = 7

বা,

x= -7/2

 

 

অতএব, নির্ণেয় সমাধান সেট S={-7/2}



১৪.

2t-6

-----

  9



+

15-2t

------

12-5t



=

4t-15

------

  18

সমাধানঃ

 

 

 

 

 

2t-6

-----

  9



+

15-2t

------

12-5t



=

4t-15

------

  18

 

বা,

2t-6

-----

  9



-

4t-15

------

  18



= -

15-2t

------

12-5t

 

বা,

4t-12-4t+15

--------------

       18



= -

15-2t

------

12-5t



 বা,

3

--

18



= -

15-2t

------

12-5t

 

 

 

বা,

1

--

6



= -

15-2t

------

12-5t

 

 

 বা,

12-5t=-90+12t

 বা,

12+90=12t+5t

 বা,

102=17t

 বা,

t

=

102/17

 

 বা,

t=

6

 

 

 

অতএব, নির্ণেয় সমাধান সেট S={6}

সমীকরণ গঠন করে সমাধান কর (১৫-২৫):

১৫. একটি সংখ্যা অপর একটি সংখ্যার 2/5 গুণ। সংখ্যা দুইটির সমষ্টি 98 হলে, সংখ্যা দুইটি নির্ণয় কর।

সমাধানঃ

মনে করি, একটি সংখ্যা x
অপর সংখ্যা x এর 2/5=2x/5
প্রশ্নমতে,
x+2x/5=98
বা,  (5x+2x)/5=98
বা,  7x/2=98
বা,  7x=982
বা,  7x=490
বা,  x=490/7
বা,  x=70
একটি সংখ্যা=70
এবং অপর সংখ্যা=(270)/5=140/5=28

১৬. একটি প্রকৃত ভগ্নাংশের লব হরের অন্তর 1; লব থেকে 2 বিয়োগ হরের সাথে 2 যোগ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তা 1/6 এর সমান। ভগ্নাংশটি নির্ণয় কর।

সমাধানঃ

ভগ্নাংশটি প্রকৃত বলে তাঁর লব হর অপেক্ষা ছোট হবে।
ধরি, এর লব=x
তাহলে, হর=x+1

প্রশ্নমতে,

 

 

 

 x-2

-------

x+1+2



=

1

--

6

বা,

6(x-2)=x+3

বা,

6x-12=x+3

বা,

6x-x=3+12

বা,

5x=15

বা,

x=15/5

বা,

x=3

লব=3

ও হর=3+1=4

ভগ্নাংশটি=3/4





১৭. দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 9; অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যা হতে 45 কম হবে। সংখ্যাটি কত?

সমাধানঃ

মনে করি , সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক=x
তাহলে, এর দশক স্থানীয় অঙ্ক=9-x
সংখ্যাটি=10দশক স্থানীয় অঙ্ক+একক স্থানীয় অঙ্ক
            =10(9-x)+x=90-10x+x=90-9x
এখন,
অংক দুইটি স্থান বিনিময় করলে সংখ্যাটি=10x+(9-x)=10x+9-x=9x+9
এবার,
প্রশ্নমতে,
9x+9=90-9x-45
বা,  9x+9x=90-45-9
বা,  18x=36
বা,  x=36/18
বা,  x=2
সংখ্যাটি=90-92=90-18=72

১৮. দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ। দেখাও যে, সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির সাতগুণ।

সমাধানঃ

মনে করি, একক স্থানীয় অঙ্ক=x
তাহলে, দশক স্থানীয় অঙ্ক=2x
সংখ্যাটি=102x+x=20x+x=21x--------(i)
আবার, অঙ্কদ্বয়ের সমষ্টি=x+2x=3x
অঙ্কদ্বয়ের সমষ্টির 7 গুণ=3x7=21x-------(ii)
(i) (ii) হতে স্পষ্ট,
সংখ্যাটি=অঙ্কদ্বয়ের সমষ্টির 7 গুণ (দেখানো হলো)


১৯. একজন ক্ষুদ্র ব্যবসায়ী 5600 টাকা বিনিয়োগ করে এক বছর পর কিছু টাকার উপর 5% এবং অবশিষ্ট টাকার উপর 4% লাভ করলেন। মোট 256 টাকা লাভ করলে, তিনি কত টাকার উপর 5% লাভ করলেন?

সমাধানঃ

দেওয়া আছে, মোট টাকা=5600 টাকা
প্রাপ্ত লাভ=256 টাকা
ধরি, 5% হারে বিনিয়োগকৃত টাকার পরিমাণ=x টাকা
তাহলে, 4% হারে বিনিয়োগকৃত টাকার পরিমাণ=(5600-x) টাকা।
আমরা জানি, সুদ=আসলসুদের হারবছর
5% হারে x টাকার 1 বছরের সুদ=x(5/100)1=x/20 টাকা।
এবং, 4% হারে, (5600-x) টাকার 1 বছরের সুদ=(5600-x)(4/100)1=(5600-x)/25 টাকা।
মোট সুদ=x/20+(5600-x)/25=256
            বা,  x/20+5600/25-x/25=256
            বা,  x/20+224-x/25=256
            বা,  x/20-x/25=256-224
            বা,  (5x-4x)/100=32
            বা,  x/100=32
            বা,  x=3200
অতএব, 5% হারে বিনিয়োগের পরিমাণ 3200 টাকা।     


২০. একটি বালিকা বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে প্রতিবেঞ্চে 6 জন করে ছাত্রী বসালে 2 টি বেঞ্চ খালি থাকে। কিন্তু প্রতি বেঞ্চে 5 জন করে ছাত্রী বসলে 6 জন ছাত্রীকে দাঁড়িয়ে থাকতে হয়। শ্রেণির বেঞ্চের সংখ্যা কয়টি?

সমাধানঃ

মনে করি, শ্রেণিটিতে বেঞ্চের সংখ্যা=xটি
6 জন করে প্রতি বেঞ্চে বসলে 2টি বেঞ্চ খালি থাকে, তাহলে পরিপূর্ণ বেঞ্চের সংখ্যা=(x-2)টি
ছাত্রী সংখ্যা=(x-2)6=6x-12 জন।
আবার,
প্রতি বেঞ্চে 5 জন করে ছাত্রী বসলে 6 জন ছাত্রীকে দাঁড়িয়ে থাকতে হয়।
এই শর্তে ছাত্রী সংখ্যা=5x+6=5x+6
তাহলে,
6x-12=5x+6
বা,  6x-5x=6+12
বা,  x=18
শ্রেণিটিতে বেঞ্চের সংখ্যা=18 টি


২১. একটি লঞ্চে যাত্রী সংখ্যা 47 মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ। ডেকের ভাড়া মাথাপিছু 30 টাকা এবং মোট ভাড়া প্রপ্তি 1680 টাকা হলে, কেবিনের যাত্রী সংখ্যা কত?

সমাধানঃ

লঞ্চের মোট যাত্রী সংখ্যা=47 জন
মনে করি, কেবিনের যাত্রী সংখ্যা=x জন
ডেকের যাত্রী সংখ্যা=(47-x) জন।
ডেকের মাথাপিছু ভাড়া=30 টাকা
ডেকের মোট ভাড়া=(30(47-x) টাকা
কেবিনের মাথাপিছু ভাড়া=2ডেকের মাথাপিছু ভাড়া=230 টাকা=60 টাকা
কেবিনের মোট ভাড়া=60x টাকা=60x টাকা
লঞ্চের মোট ভাড়া=কেবিনের মোট ভাড়া+ডেকের মোট ভাড়া
বা,  1680=60x+30(47-x)
বা,  1680=60x+1410-30x
বা,  1680=30x+1410
বা,  30x=1680-1410
বা,  30x=270
বা,  x=270/90
বা,  x=9
কেবিনের যাত্রী সংখ্যা=9 জন.


২২. মোট 120 টি পঁচিশ পয়সার মুদ্রা পঞ্চাশ পয়সার মুদ্রায় মোট 35 টাকা হলে, কোন প্রকারের মুদ্রার সংখ্যা কয়টি?

সমাধানঃ

মনে করি, পঁচিশ পয়সার মুদ্রার সংখ্যা=x টি
তাহলে, পঞ্চাশ পয়সার মুদ্রার সংখ্যা=(120-x) টি
এখন, পঁচিশ পয়সার মুদ্রার মোট মান=25x পয়সা
এবং, পঞ্চাশ পয়সার মুদ্রার মোট মান=50(120-x) পয়সা।
সর্বোমোট মুদ্রার মান=25x+50(120-x) পয়সা =25x+6000-50x পয়সা=6000-25x পয়সা
প্রশ্নমতে,
6000-25x=35100  (35 টাকাকে পয়সায় রুপান্তর করে)
বা,  6000-25x=3500
বা,  -25x=3500-6000
বা,  -25x=-2500
বা,  25x=2500
বা,  x=2500/100
বা,  x=100
পঁচিশ পয়সার মুদ্রার সংখ্যা=100 টি
এবং,পঞ্চাশ পয়সার মুদ্রার সংখ্যা=(120-100)=20 টি


২৩. একটি গাড়ি ঘণ্টায় 60 কিমি বেগে কিছু পথ এবং ঘণ্টায় 40 কিমি বেগে অবশিষ্ট পথ অতিক্রম করলো। গাড়িটি মোট 5 ঘণ্টায় 240 কিমি পথ অতিক্রম করলে, ঘণ্টায় 60 কিমি বেগে কতদূর গিয়েছে?

সমাধানঃ

মনে করি,
ঘণ্টায় 60 কিমি বেগে যায় x কিমি
তাহলে, 40 কিমি বেগে যায় (240-x) কিমি।
প্রথম অংশে,
60 কিমি যায়  1 ঘণ্টায়
1 কিমি যায়  1/60 ঘণ্টায়
x কিমি যায়  x/60 ঘণ্টায়
আবার, ২য় অংশে,
40 কিমি যায় 1 ঘণ্টায়
1 কিমি যায় 1/40 ঘণ্টায়
(240-x) কিমি যায় (240-x)/40 ঘণ্টায়

প্রশ্নমতে,

x        240-x
-- + --------- = 5
60        40

     2x+3(240-x)
বা, -------------- = 5
           120

      2x+720-3x
বা, -------------- = 5
           120

বা, -x+720=5*120

বা, -x+720=600

বা, -x=600-720

বা, -x=-120

বা, x=120

অতএব, ঘন্টায় 60 কিমি বেগে 120 কিমি গিয়েছিল।

২৪. ঢাকার নিউমার্কেট থেকে গাবতলীর দূরত্ব 12 কিমি। সজল নিউমার্কেট থেকে রিক্সায় ঘণ্টায় 6 কিমি বেগে কাজল একই স্থান থেকে পায়ে হেঁটে ঘণ্টায় 4 কিমি বেগে গাবতলির দিকে রওনা হলো। সজন গাবতলি পৌঁছে সেখানে 30 মিনিট বিশ্রাম নিয়ে আবার নিউমার্কেটর দিকে একই বেগে রওনা হলো। তারা নিউমার্কেট থেকে কতদূরে মিলিত হবে?

সমাধানঃ

মনে করি, তারা নিউমার্কেট থেকে x কিমি দূরে মিলিত হবে।
তাহলে, কাজন নিউমার্কেট থেকে গাবতলী বরাবর x কিমি অতিক্রম করে x/4 ঘণ্টায়।
কিন্তু, সজন নিউওমার্কেট থেকে গাবতলী (12 কিমি) গিয়ে 30 মিনিট বা 0.5 ঘণ্টা বিশ্রাম নিয়ে আবার গাবতলী থেকে নিউওমার্কেটের দিকে (12-x) কিমি যেয়ে কাজলের সাথে মিলিত হয়।
সজলের সময় লাগে
=12/6+0.5+(12-x)/6
=2+0.5+12/6-x/6
=2+0.5+2-x/6
=4.5-x/6 ঘণ্টা
এখন,
কাজলের অতিক্রান্ত সময়=সজলের অতিক্রান্ত সময়
বা, x/4=4.5-x/6
বা, x/4+x/6=4.5
বা, (3x+2x)/12=4.5
বা, 5x=4.512
বা, 5x= 54
বা, x=54/5
বা, x=10.8 কিমি
তারা নিউমার্কেট থেকে 10.8 কিমি দূরে মিলিত হবে।


২৫. একটি স্টিমারে যাত্রী সংখ্যা 376 জন। ডেকের যাত্রীর সংখ্যা কেবিনের যাত্রীর সংখ্যার তিনগুন। ডেকের যাত্রীর মাথাপিছু ভাড়া 60 টাকা এবং মোট ভাড়া প্রাপ্তি 33840 টাকা।


) ডেকের যাত্রী সংখ্যাকে ধরে সমীকরণ তৈরি কর।

সমাধানঃ

মনে করি, ডেকের যাত্রী সংখ্যা x জন
কেবিনের যাত্রী সংখ্যা=376-x জন।
নির্ণেয় সমীকরণ=3(376-x)=x


) ডেকের যাত্রী কেবিনের যাত্রীর সংখ্যা কত?

সমাধানঃ

ক হতে পাই,
3(376-x)=x
বা, 1123-3x=x
বা, -3x-x=-1123
বা, -4x=-1123
বা, 4x=1123
বা, x=1123/4
বা, x=282
ডেকের যাত্রী সংখ্যা 282 জন
এবং, কেবিনের যাত্রী সংখ্যা=376-282 বা 94 জন।


) কেবিনের মাথাপিছু ভাড়া কত?

সমাধানঃ

ডেকের যাত্রীর মাথাপিছু ভাড়া=60 টাকা
ডেকের যাত্রীর মোট ভাড়া=28260=16920 টাকা।
কেবিনের যাত্রীর মোট ভাড়া=33840-16920=16920 টাকা।
কেবিনের যাত্রীর মাথাপিছু ভাড়া=16920/94=180 টাকা।

 

No comments:

Post a Comment