*প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিন আমাদের সাথে * বিসিএস পরীক্ষা এর প্রস্তুতি নিন আমাদের সাথে* আনলিমিটেড টেস্ট রয়েছে আপনার জন্য এই ব্লগে * নতুন ও আপডেট তথ্য পেতে পাশের "follow/অনুসরণ" বাটনে ক্লিক করুন * নিজেকে আরো বেশি সমৃদ্ধ করুন * আপনার শিশুকে কাব কার্যক্রমের সাথে সম্পৃক্ত করুন * আপনার বাড়ি, বিদ্যালয়, অফিসের আঙ্গিনায় সবজির বাগান করুন, নিরাপদ ও বিষ মুক্ত খাদ্য গ্রহণ করুন * করোনার কমিউনিটি স্প্রেইডিং রোধে সামাজিক দূরত্ব বজায় রাখুন * অযথা পাড়া বেড়ানো, চায়ের দোকানে আড্ডা পরিহার করুন * পরিবারে অধিক সময় দেয়ার চেষ্টা করুন * ঘরে থাকুন, নিরাপদে থাকুন *

ষষ্ঠ শ্রেণি সাধারণ গণিতঃ অনুশীলনী ৬.১-স্থান, তল, রেখা, বিন্দু, রেখাংশ, রশ্মি, কোণ

 

স্থান, তল, রেখা, বিন্দু, রেখাংশ, রশ্মি, কোণ


. নিচের ছবিটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ

      I                 I                   I    

        A                B                  C

() উপরের তিনটি বিন্দু দিয়ে কয়টি ভিন্ন রেখাংশের নাম করা যায়? নামগুলো উল্লেখ কর।

সমাধানঃ

উপরের তিনটি বিন্দু দিয়ে তিনটি ভিন্ন রেখাংশের নাম করা যায়? নামগুলো উল্লেখ করা হলো:
AB রেখাংশ
BC রেখাংশ
AC রেখাংশ

() উপরের তিনটি বিন্দু দিয়ে কয়টি ভিন্ন রেখার নাম করা যায়? নামগুলো লেখ।

সমাধানঃ

উপরের তিনটি বিন্দু দিয়ে ৩টি ভিন্ন রেখার নাম করা যায়। নামগুলো হলোঃ

         

 AC    BC     AB

() উপরের তিনটি বিন্দু দিয়ে কয়টি রশ্মির নাম করা যায়? নামগুলো লেখ।

সমাধানঃ

উপরের তিনটি বিন্দু দিয়ে ছয়টি রশ্মির নাম করা যায়। নামগুলো হলোঃ
AC রশ্মি
AB রশ্মি
BC রশ্মি
CA রশ্মি
CB রশ্মি
BA রশ্মি

() AB, BC, AC রেখাংশগুলোর মধ্যে একটি সম্পর্ক উল্লেখ কর।

সমাধানঃ

AB, BC, AC রেখাংশগুলোর মধ্যে সম্পর্কটি হলোঃ
AC=AB+BC


. নিচের চিত্রটি লক্ষ করঃ




চিত্রের আলোকে নিচের কোনটি সঠিক একান্তর কোণ নির্দেশ করে?
() AMP, CNP  () CNP, BMQ
() BMP, BMQ () BMP, DNQ
উত্তরঃ


. চিত্রে, a=?, b=?, c=?,d=?



সমাধানঃ
প্রদত্ত চিত্রে,
b এর বিপ্রতীপ কোণ ৩০
b=৩০;
আবার,
c এর বিপ্রতীপ কোণ ৩০
c=৩০;
এখন, b+a+৩০=সরল কোণ
বা, ৩০+a+৩০=১৮০
বা, a+৬০=১৮০
বা, a=১৮০-৬০
বা, a=১২০
আবার,
d এর বিপ্রতীপ কোণ a
d=১২০


. প্রমান কর যে, বিপ্রতীপ কোণদ্বয়ের সমদ্বিখন্ডকদ্বয় একই সরল্রেখায় অবস্থিত।

সমাধানঃ

সাধারণ নির্বাচনঃ প্রমান করতে হবে যে, বিপ্রতীপ কোণদ্বয়ের সমদ্বিখন্ডকদ্বয় একই সরলরেখায় অবস্থিত।



বিশেষ নির্বাচনঃ মনে করি, AB এবং CD সরলরেখা পরস্পর O বিন্দুতে ছেদ করেছে। তাহলে, AOB এর বিপ্রতীপ COB AODএর সমদ্বিখন্ডক EO এবং BOC এর সমদ্বিখন্ড FO প্রমান করতে হবে যে, EO এবং FO একই সরলরেখায় অবস্থিত অর্থাৎ EF একটি সরলরেখা।

প্রমানঃ

DO রেখা AB রেখার সাথে O বিন্দুতে মিলিত হয়েছে।
AOD+BOD= সমকোণ
আবার, BO রেখা CD রেখার সাথে O বিন্দুতে মিলিত হয়েছে।
BOD+BOC= সমকোণ
AOD+BOD=BOD+BOC
AOD = BOC [উভয় পক্ষ হতে BOD বাদ দিয়ে]
বা, / AOD =/ BOC [উভয় পক্ষকে / দ্বারা গুণ করে]
AOE=BOF [ OE OF  যথাক্রমে AOD BOC এর সমদ্বিখন্ডক]
এখন,
AOE+EOD+BOD= সমকোণ [AOD=AOE+EOD]
বা, BOF+EOD+BOD= সমকোণ [AOE=BOF]
বা, EOD+BOD+BOF= সমকোণ
EOF= সমকোণ = এক সরল কোণ
EO এবং FO সরলরেখাদ্বয় একই সরলরেখায় অবস্থিত। অর্থাৎ EF একটি সরলরেখা।
অতএব, বিপ্রতীপ কোণদ্বয়ের সমদ্বিখন্ডকদ্বয় একি সরলরেখায় অবস্থিত। (প্রমাণিত)


. নিচের চিত্র থেকে প্রমান যে, x+y=900




সমাধানঃ
প্রদত্ত চিত্রে,
x+x+y+y= 1 সরল কোণ
বা, x+x+y+y=1800 [ 1 সরল কোণ= 1800]
বা, 2x+2y=1800
বা, 2(x+y)=1800
বা, x+y=1800/2
বা, x+y=900 (প্রমাণিত)

No comments:

Post a Comment