*প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিন আমাদের সাথে * বিসিএস পরীক্ষা এর প্রস্তুতি নিন আমাদের সাথে* আনলিমিটেড টেস্ট রয়েছে আপনার জন্য এই ব্লগে * নতুন ও আপডেট তথ্য পেতে পাশের "follow/অনুসরণ" বাটনে ক্লিক করুন * নিজেকে আরো বেশি সমৃদ্ধ করুন * আপনার শিশুকে কাব কার্যক্রমের সাথে সম্পৃক্ত করুন * আপনার বাড়ি, বিদ্যালয়, অফিসের আঙ্গিনায় সবজির বাগান করুন, নিরাপদ ও বিষ মুক্ত খাদ্য গ্রহণ করুন * করোনার কমিউনিটি স্প্রেইডিং রোধে সামাজিক দূরত্ব বজায় রাখুন * অযথা পাড়া বেড়ানো, চায়ের দোকানে আড্ডা পরিহার করুন * পরিবারে অধিক সময় দেয়ার চেষ্টা করুন * ঘরে থাকুন, নিরাপদে থাকুন *

নবম-দশম শ্রেণি সাধারণ গণিত - অনুশীলনী-৭.১ - ত্রিভুজ অঙ্কন

 

ত্রিভুজ অঙ্কন:

১. নিন্মে প্রদত্ত উপাত্ত নিয়ে ত্রিভুজ অঙ্কন করঃ

ক) তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 3 সেমি, 3.5 সেমি, 2.8 সেমি।

সমাধানঃ

মনে করি, কোনো ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a=3 সেমি, b=3.8 সেমি, c=2.8 সেমি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে।

অঙ্কনের বিবরণঃ
(১) যেকোনো রশ্মি BD থেকে BC=a কেটে নিই।
(২) B, C কে কেন্দ্র করে যথাক্রমে c ও b এর সমান ব্যাসার্ধ নিয়ে BC এর একই দিকে দুইটি বৃত্তচাপ আঁকি।
(৩) মনে করি, বৃত্তচাপদ্বয় পরস্পরকে A বিন্দুতে ছেদ করে।
(৪) A, C ও B, C যোগ করি; তাহলে, ABC-ই নির্ণেয় ত্রিভুজ।
প্রমাণঃ
অঙ্কনানুসারে, AB=c, BC=a, AC=b. ABC-ই নির্ণেয় ত্রিভুজ।

খ) দুইটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি, 3 সেমি এবং অন্তর্ভুক্ত কোণ 600

সমাধানঃ

মনে করি, কোনো ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য a=4 সেমি, b=3 সেমি এবং অন্তর্ভুক্ত কোণ x=600 দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে।


অঙ্কনের বিবরণঃ
১) যেকোনো রশ্মি BD থেকে a এর সমান করে BC অংশ কেটে নিই।
২) BC এর B বিন্দুতে ∠x এর সমান করে ∠CBE আঁকি।
৩) BE থেকে b=BA কেটে নিই।
৪) A, C যোগ করি; তাহলে, ABC-ই নির্ণেয় ত্রিভুজ।
প্রমাণঃ
অঙ্কনানুসারে, BC=a; BA=b; ∠CBA=∠x; ABC-ই নির্ণেয় ত্রিভুজ।

গ) দুইটি কোন 600 ও 450 এবং এদের সংলগ্ন বাহুর দৈর্ঘ্য 5 সেমি।

সমাধানঃ

মনে করি, একটি ত্রিভুজের দুইটি কোণ x=600 ও y=450 এবং এদের সংলগ্ন বাহু a=5 সেমি দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে।



অঙ্কনের বিবরণঃ
১) BD রেখাংশ থেকে a=BC অংশ কেটে নিই।
২) BC এর  B বিন্দুতে x=∠CBE  C বিইন্দুতে y=∠BCF আঁকি।
৩) BE ও CF পরস্পরকে A বিন্দুতে ছেদ করে; তাহলে, ABC-ই নির্ণেয় ত্রিভুজ।
প্রমাণঃ
অঙ্কনানুসারে, x=∠CBA ; y=∠BCA; BC=a; ABC-ই নির্ণেয় ত্রিভুজ।

ঘ) দুইটি কোণ 600 ও 450 এবং 450 কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য 5 সেমি।

সমাধানঃ

মনে করি, একটি ত্রিভুজের দুইটি কোণ x=600, y=450, y কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য a=5 সেমি দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে।



অঙ্কণের বিবরণঃ
১) BD যেকোনো রেখাংশ থেকে a=BC অংশ কেটে নিই।
২) BC এর B ও C বিন্দুতে x এর সমান করে ∠CBE ∠DCF আঁকি।
৩) আবার, C বিন্দুতে y এর সমান করে ∠FCA আঁকি যার CA, BF কে A বিন্দুতে ছেদ করে। তাহলে, ABC-ই নির্ণেয় ত্রিভুজ।
প্রমাণঃ
অঙ্কনানুসারে, BE।।CF (কারণ,DCF=∠CBE) বলে, y=∠FCA=∠BAC=450. 450 এর বিপরীত বাহু BC=5 সেমি।  ∠CBA=600. ABC-ই নির্ণেয় ত্রিভুজ।

ঙ) দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 4.5 সেমি ও 3.5 সেমি এবং দ্বিতীয় বাহুর বিপরীত কোণ 300

সমাধানঃ

মনে করি, একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য a=4.5 সেমি ও b=3.5 সেমি এবং b বাহুর বিপরীত কোণ x=300 দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে।



অঙ্কনের বিবরণঃ
১) যেকোনো রেখাংশ BD নিই।
২) BD এর B বিন্দুতে x=∠DBE আঁকি।
৩) BE থেকে a=BA অংশ কেটে নিই।
৪) A কে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকি যা BD কে C ও C’ বিন্দুতে ছেদ করে।
৫) C ও A এবং C’ ও A যোগ করি। তাহলে, ABC বা ABC’-ই নির্ণেয় ত্রিভুজ।
প্রমাণঃ
অঙ্কন অনুসারে, x=∠CBA বা ∠C’BA; a=AB; b=AC=AC’; ABC বা ABC’-ই নির্ণেয় ত্রিভুজ।

চ) সমকোণী ত্রিভুজের অতিভুজ ও একটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 6 সেমি ও 4 সেমি।

সমাধানঃ

মনে করি, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ a=6 সেমি ও একটি বাহুর দৈর্ঘ্য b=4 সেমি দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে।


অঙ্কণের বিবরণঃ
১) যেকোনো রেখাংশ BD নিই।
২) BD এর B বিন্দুতে BE লম্ব আঁকি।
৩) BE থেকে b=BA অংশ কেটে নিই।
৪) A বিন্দুকে কেন্দ্র করে a এর সমান ব্যসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি যা BD কে C বিন্দুতে ছেদ করে।
৫) A, C যোগ করি; তাহলে ABC-ই নির্ণেয় ত্রিভুজ।
প্রমাণঃ
অঙ্কন অনুসারে, AB⊥BC; a=AC=অতিভুজ; b=BA; ABC-ই নির্ণেয় ত্রিভুজ।

. নিন্মে প্রদত্ত উপাত্ত নিয়ে ত্রিভুজ অঙ্কন করঃ

) ভূমি 3.5 সেমি, ভূমি সংলগ্ন একটি কোণ 600 অপর দুই বাহুর সমষ্টি 8 সেমি।

সমাধানঃ

মনে করি, একটি ত্রিভুজের ভূমি a=3.5 সেমি ভূমি সংলগ্ন একটি কোণ x=600 এবং অপর দুই বাহুর সমষ্টি s=8 সেমি দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে।


অঙ্কণের বিবরণঃ
) যেকোনো রেখাংশ BE থেকে a=BC অংশ কেটে নিই।
) BC এর B বিন্দুকে কেন্দ্র করে x এর সমান করে CBF আঁকি।
) BF থেকে s=BD অংশ কেটে নিই।
) C, D যোগ করি।
) CD এর C বিন্দুতে ADC=DCA আঁকি।
) DCA এর CA বাহু BD কে A বিন্দুতে ছেদ করে; তাহলে, ABC- নির্ণেয় ত্রিভুজ।
প্রমাণঃ
ACD- ADC=DCA, তাহলে, AC=AD
s=BA+AD=BA+AC এবং BC=a; CBA=x. ABC- নির্ণেয় ত্রিভুজ।

) ভূমি 5 সেমি, ভূমি সংলগ্ন একটি কোণ 450 অপর দুই বাহুর অন্তর 1 সেমি।

সমাধানঃ

মনে করি, একটি ত্রিভুজ যার ভূমি a=5 সেমি, ভূমি সংলগ্ন একটি কোণ x=450 এবং অপর দুই বাহুর অন্তর b=1 সেমি দেওয়া আছে। ত্রিভূজটি আঁকতে হবে।


অঙ্কণের বিবরণঃ
) যেকোনো রেখাংশ BE থেকে a=BC অংশ কেটে নিই।
) BC এর B বিন্দুতে x= CBF আঁকি।
) BF থেকে b=BD লই এবং D, C যোগ করি।
) D বিন্দুতে উৎপন্ন CDF এর সমান করে একটি কোণ  DCA, C বিন্দুতে আঁকি যা BF কে  A বিন্দুতে ছেদ করে। তাহলে,  ABC- নির্ণেয় ত্রিভুজ।
প্রমাণঃ
অঙ্কন অনুসারে, DCA CDA=DCA, তাহলে, AD=AC.
b=BD=AB-AD=AB-AC [AB, AC নির্ণেয় ত্রিভুজের দুই বাহু]
a=BC; x=CBA; ABC- নির্ণেয় ত্রিভুজ।

) ভূমি সংলগ্ন কোণ দুইটি যথাক্রমে 600 450 পরিসীমা 12 সেমি।

সমাধানঃ

মনে করি, একটি ত্রিভুজের দুইটি কোণ x=600, y=450 এবং এর পরিসীমা p=12 সেমি দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে।


অঙ্কনের বিবরণঃ
) যেকোনো রেখাংশ DF থেকে p এর সমান করে DE অংশ কেটে নিই।
) DE এর D বিন্দুতে  x কোণের অর্ধেকের সমান করে EDH আঁকি এবং E বিন্দুতে  y এর অর্ধেকের সমান করে DEG আঁকি।
) DH EG পরস্পর A বিন্দুতে ছেদ করে।
) A বিন্দুতে DAB=EDA  এবং EAC=DEA আঁকি যা DF কে B, C বিন্দুতে ছেদ করে। তাহলে, ABC- নির্ণেয় ত্রিভুজ।
প্রমাণঃ
অঙ্কন অনুসারে, CBA=ADB+DAB=x/2+x/2=x; একইভাবে, ACB=y.
এবং, AB+BC+AC=DB+BC+CE [AB=DB; AC=CE কারন এদের বিপরীত কোণদ্বয় সমান]
                             =DE=p        ; ABC- নির্ণেয় ত্রিভুজ।

.  একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ এবং শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে। ত্রিভুজটি আঁক।

সমাধানঃ

মনে করি, একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ x y এবং শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব d দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে।


অঙ্কণের বিবরণঃ
) যেকোনো রেখাংশ MN এর D বিন্দুতে d এর সমান করে DA লম্ব আঁকি।
) A বিন্দু দিয়ে MN এর সমান্তরাল PQ আঁকি।
) A বিন্দুতে x=PAB এবং y=QAC আঁকি যার বাহু MN কে B C বিন্দুতে ছেদ করে। তাহলে, ABC- নির্ণেয় ত্রিভুজ।
প্রমাণঃ
অঙ্কন অনুসারে, PQ।।MN; AB তাদের ছেদক; তাহলে, PAB=ABC=x
একইভাবে, QAC=BCA=y; AD=d; ABC- নির্ণেয় ত্রিভুজ।

. সমকোণী ত্রিভুজের অতিভূজ অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে। ত্রিভুজটি আঁক।

সমাধানঃ

মনে করি, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ a এবং অপর দুই বাহুর সমষ্টি b দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে।



অঙ্কনের বিবরণঃ
) যেকোনো রেখাংশ PQ থেকে b এর সমান করে PC কেটে নিই।
) PC এর P বিন্দুতে 450 =CPR আঁকি।
) C কে কেন্দ্র করে PR এর উপর একটি বৃত্তচাপ আঁকি যা PR কে A’ A বিন্দুতে ছেদ করে।
) C, A এবং C, A’ যোগ করি।
) A’ A থেকে PC এর উপর যথাক্রমে A’B’ AB লম্ব আঁকি; তাহলে, ABC A’B’C নির্ণেয় ত্রিভুজ।
প্রমাণঃ
অঙ্কন অনুসারে, PA’B’
 PB’A’=900; B’PA’=450
তাহলে, PA’B’=450
A’B’=PB”
একইভাবে, AB=PB
এখন, ABC A’B’C
a=AC=A’C; AB+BC=PB+BC=PC=b; A’B’+B’C=PB’+B’C=PC=b; লম্ব=AB A’B’; ABC A’B’C নির্ণেয় ত্রিভুজ।

. ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ, উচ্চতা অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে। ত্রিভুজটি আঁক।

সমাধানঃ

মনে করি, একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ x; উচ্চতা h; এবং অপর দুই বাহুর সমষ্টি a দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে।


অঙ্কণের বিবরণঃ
) যেকোনো রশ্মি BE নিই।
) B বিন্দুতে x কোণের সমান EBG আঁকি।
) BG থেকে a=BF অংশ কেটে নিই।
) B বিন্দুতে লম্ব BQ আঁকি।
) BQ থেকে b=BD অংশ কেটে নিই।
) D বিন্দুতে DH লম্ব আঁকি যা BF কে A বিন্দুতে ছেদ করে।
) A কে কেন্দ্র AF এর সমান করে BE এর উপর একটি বৃত্তচাপ আঁকি যা BE কে C’ C  বিন্দুতে ছেদ করে।
) A, C; A, C’ যোগ করি। তাহলে, ABC’ ABC নির্ণেয় ত্রিভুজ।
প্রমাণঃ
অঙ্কন অনুসারে, ABC=x; BD=h; AB+AC=AB+AF=BF=a; AB+AC’=AB+AF=BF=a. ABC’ ABC নির্ণেয় ত্রিভুজ।

. সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে। ত্রিভুজটি আঁক।

সমাধানঃ

মনে করি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা a দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে।



অঙ্কণের বিবরণঃ
) যেকোনো রশ্মি DF থেকে p=DE কেটে নিই।
) DE কে সমান তিন ভাবে ভাগ করি যেন DP=PQ=QE হয়।
) যেকোনো রশ্মি BH থেকে DP=BC নিই।
) BC এর B C বিন্দুকে কেন্দ্র করে BC এর একই পার্শ্বে DP এর সমান ব্যাসার্ধ নিয়ে দুইটি বৃতচাপ আঁকি। বৃত্তচাপদ্বয় পরস্পরকে A বিন্দুতে ছেদ করে।
) A, B; A, C যোগ করি। তাহলে, ABC নির্ণেয় ত্রিভুজ।
প্রমাণঃ
অঙ্কন অনুসারে, AB=BC=AC=DP
AB+BC+AC=3DP=p; ABC নির্ণেয় ত্রিভুজ।

. ত্রিভুজের ভূমি, ভূমি সংলগ্ন একটি স্থুলকোণ অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে। ত্রিভুজটি আঁক।

সমাধানঃ

মনে করি, একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন স্থুলকোণ x অপর দুই বাহুর অন্তর d দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে।


অঙ্কণের বিবরণঃ
) যেকোনো রশ্মি BE থেকে a এর সমান করে BC অংশ কেটে নিই।
) BC এর C বিন্দুতে x=∠BCF আঁকি।
৩) CF কে CG পর্যন্ত বর্ধিত করি।
৪) CG থেকে d=CD অংশ কেটে নিই।
৫) B, D যোগ করি।
৬) B বিন্দুতে ∠CDB এর সমান করে ∠DBA আঁকি।
৭) BA, DF কে A বিন্দুতে ছেদ করে। তাহলে, ABC নির্ণেয় ত্রিভুজ।
প্রমাণঃ
অঙ্কন অনুসারে, ∠CDB=∠DBA, তাহলে, AB=AD.
AB-AC=AD-AC=CD=d; ∠BCA=x; ABC নির্ণেয় ত্রিভুজ।

No comments:

Post a Comment