*প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিন আমাদের সাথে * বিসিএস পরীক্ষা এর প্রস্তুতি নিন আমাদের সাথে* আনলিমিটেড টেস্ট রয়েছে আপনার জন্য এই ব্লগে * নতুন ও আপডেট তথ্য পেতে পাশের "follow/অনুসরণ" বাটনে ক্লিক করুন * নিজেকে আরো বেশি সমৃদ্ধ করুন * আপনার শিশুকে কাব কার্যক্রমের সাথে সম্পৃক্ত করুন * আপনার বাড়ি, বিদ্যালয়, অফিসের আঙ্গিনায় সবজির বাগান করুন, নিরাপদ ও বিষ মুক্ত খাদ্য গ্রহণ করুন * করোনার কমিউনিটি স্প্রেইডিং রোধে সামাজিক দূরত্ব বজায় রাখুন * অযথা পাড়া বেড়ানো, চায়ের দোকানে আড্ডা পরিহার করুন * পরিবারে অধিক সময় দেয়ার চেষ্টা করুন * ঘরে থাকুন, নিরাপদে থাকুন *

ষষ্ঠ শ্রেণি সাধারণ গণিতঃ অনুশীলনী ৪.৩ সদৃশ ও বিসদৃশ পদ ও বীজগণিতীয় রাশির যোগ বিয়োগ

সদৃশ ও বিসদৃশ পদ ও বীজগণিতীয় রাশির যোগ বিয়োগ


১. 5x+3y রাশিটিতে x এর সহগ নিচের কোনটি?

(ক) 8    (খ) 5x
(গ) 3y   (ঘ) 5
উত্তরঃ ঘ


২. x এর তিনগুণ এবং y এর দ্বিগুণের সমষ্টি নিচের কোনটি?

(ক) y+3x  (খ) 3x+2y
(গ) x+2y  (ঘ) 2x+3y
উত্তরঃ খ


৩. 7x3x2 এ এর সূচক নিচের কোনটি?

(ক) 7     (খ) 5
(গ)  x5   (ঘ) x6
উত্তরঃ খ


৪. নিচের কোন জোড়া সদৃষ প্পদ নির্দেশ করে?

(ক) 2x, -7xy     (খ) -3xy, 7x2y
(গ) 3x2, -7x2    (ঘ) -7x2y, 8xy2
উত্তরঃ গ


৫. M2-7 রাশিটিতে m=-6 হলে, রাশিটির মান কত?

(ক) 36   (খ) 13
(গ) -29  (ঘ) 29
উত্তরঃ ঘ


৬. a-b থেকে b-a বিয়োগ করলে, বিয়োগফল কত হবে?

(ক) a+b    (খ) 0
(গ) 2a-2b  (ঘ) a
উত্তরঃ গ


৭. x2+3, x2-2, -2x2+1 রাশি তিনটির যোগফল কত?

(ক) 1        (খ) 2
(গ)  x2-1   (ঘ) 1-x2
উত্তরঃ খ


৮. 5x4 রাশিটিতে—

i.  x এর ঘাত 4
ii.  দুইটি পদ আছে
iii.  x4 এর সহগ 5

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii     (খ) i ও iii
(গ) ii ও iii    (ঘ) i, ii ও iii
উত্তরঃ খ


৯. x ও y চলকদ্বয়ের—

i.  যোগফল x+y
ii.  গুণফল xy
iii.  বর্গের সমষ্টি x2-y2

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii       (খ) i ও iii
(গ) ii ও iii      (ঘ) i, ii ও iii
উত্তরঃ ক

x2-y2, y2-z2 এবং z2-x2  তিনটি বীজগণিতীয় রাশির আলোকে (১০-১১) নং প্রশ্নের উত্তর দাওঃ


১০. x=2 এবং y=-3 হলে ১ম রাশির মান কত?

(ক) -13     (খ) -5
(গ) 5         (ঘ) 13
উত্তরঃ খ


১১. রাশি তিনটির যোগফল কত?

(ক) 0                     (খ) 2x2
(গ) 2x2+2y2+2z2  (ঘ) -2x2-2y2-2z2
উত্তরঃ ক


১২. 

(i) 12x হলো x এবং 12 এর ঘাতের সমষ্টি
(ii) 4a3 রাশিটিতে a এর সূচক 3
(iii) 3x+4 রাশিতে x এর সহগ 3

উপরের তথ্যের ভিত্তিতে নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii        (খ) i ও iii
(গ) ii ও iii       (ঘ) i, ii ও iii
উত্তরঃ গ


১৩. 

(i) 5ax2 এবং -7x2aএ পদ দুইটি সদৃশ।
(ii) 3x2+2x+y-5x বীজগণিতীয় রাশিটিতে ৪টি পদ আছে।
(iii) a=2 এবং b=3 হলে, 4a-b এর মান হবে 5.

উপরের তথ্যের ভিত্তিতে নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii        (খ) i ও iii
(গ) ii ও iii       (ঘ) i, ii ও iii
উত্তরঃ খ


১৪. 9x2, 8x2, 5y2 তিনটি বীজগণিতীয় রাশি। তাহলে—

(১) রাশি তিনটির সাংখ্যিক সহগের যোগফল কত?

(ক) 13     (খ) 14
(গ)  17     (ঘ) 22
উত্তরঃ ঘ

(২) প্রথম দুইটি রাশির গূনফলের ঘাতের সূচক কত?

(ক) 72      (খ) 17
(গ) 4         (ঘ) 0
উত্তরঃ গ


১৫. x2+y2+z2, x2-y2+z2, -x2+y2-z2 তিনটি বীজগণিতীয় রাশি। এই তথ্যের ভিত্তিতে নিচের (১) থেকে (৪) নম্বর প্রশ্নের উত্তর দাওঃ

(১) প্রথম দুইটি রাশির বিয়োগফলের সাথে তৃতীয় রাশি যোগ করলে নিচের কোনটি হবে?

(ক) –x2+3y2-z2    (খ) 3x2-y2+3z2   
(গ) x2-3y2+z2      (ঘ) x2+y2+z2   
উত্তরঃ ক

(২) দ্বিতীয় রাশির y2 এর সহগ কত?

(ক) 0      (খ) -1
(গ) 1       (ঘ) 2
উত্তরঃ খ

(৩) রাশি তিনটির যোগফল কত?

(ক) 3x2+y2+z2        (খ) 2x2+y2+z2     
(গ) x2+y2+z2         (ঘ) x2-y2+z2     
উত্তরঃ গ

(৪) প্রথম দুইটি রাশির যোগফলের থেকে তৃতীয় রাশি বিয়োগ করলে বিয়োগফল নিচের কোনটি হবে?

(ক) 3x2+2y2-z2      (খ) 3x2-y2+3z2     
(গ) x2+2y2-2z2       (ঘ )3x2+3y2+3z2     
উত্তরঃ খ


যোগ কর (১৬-২৫)


১৬. 3a+4b, a+3b

সমাধানঃ

সদৃশ পদগুলো তাদের স্ব-স্ব চিহ্নসহ নিচে নিচে লিখে পাই,
3a+4b
  a+3b
4a+7b
যোগফল=4a+7b


১৭. 2a+3b, 3a+5b, 5a+6b

সমাধানঃ

সদৃশ পদগুলো তাদের স্ব-স্ব চিহ্নসহ নিচে নিচে লিখে পাই,
  2a+3b
  3a+5b
  5a+6b
10a+14b
যোগফল=10a+14b


১৮. 4a-3b, -3a+b, 2a+3b

সমাধানঃ 

সদৃশ পদগুলো তাদের স্ব-স্ব চিহ্নসহ নিচে নিচে লিখে পাই,
4a-3b
-3a+b
2a+3b
3a+b
যোগফল=3a+b


১৯. 7x+5y+2z, 3x-6y+7x, -9x+4y+z

সমাধানঃ 

সদৃশ পদগুলো তাদের স্ব-স্ব চিহ্নসহ নিচে নিচে লিখে পাই,
7z+5y+2z
3x-6y+7z
-9x+4y+z
x+3y+10z
যোগফল=x+3y+10z


২০. x2+xy+z, 3x2-2xy+3z, 2x2+7xy-2z

সমাধানঃ 

সদৃশ পদগুলো তাদের স্ব-স্ব চিহ্নসহ নিচে নিচে লিখে পাই,
x2+xy+z
3x2-2xy+3z
2x2+7xy-2z
6x2+6xy+2z
যোগফল=6x2+6xy+2z


২১. 4p2+7q2+4r2, p2+3r2, 8q2-7p2-r2

সমাধানঃ 

সদৃশ পদগুলো তাদের স্ব-স্ব চিহ্নসহ নিচে নিচে লিখে পাই,
 4p2 +7q2 +4r2
  p2                +3r2
  8q2 -7p2     -r2
-2p2+15q2+6r2
যোগফল=-2p2+15q2+6r2


২২. 3a+2b-6c, -5b+4a+3c, 8b-6a+4c

সমাধানঃ 

সদৃশ পদগুলো তাদের স্ব-স্ব চিহ্নসহ নিচে নিচে লিখে পাই,
 3a+2b-6c
  4a-5b+3c
-6a+8b+4c
    a+5b+c
যোগফল=a+5b+c


২৩. 2x3-9x2+11x+5, -x3+7x2-8x-3, -x3+2x2-4x+1

সমাধানঃ 

সদৃশ পদগুলো তাদের স্ব-স্ব চিহ্নসহ নিচে নিচে লিখে পাই,
2x3-9x2+11x+5
 -x3+7x2-8x-3
-x3+2x2-4x+1
  0+  0   -x  +3
যোগফল=-x+3


২৪. 5ax+3by-14cz, -11by-7ax-9cz, 3ax+6by-8cz

সমাধানঃ 

সদৃশ পদগুলো তাদের স্ব-স্ব চিহ্নসহ নিচে নিচে লিখে পাই,
 5ax+3by-14cz
-7ax -11by-9cz
  3ax+6by-8cz
   ax-2by-31cz
যোগফল= ax-2by-31cz


২৫. x2-5x+6, x2+3x-2, -x2+x+1, -x2+6x-5

সমাধানঃ 

সদৃশ পদগুলো তাদের স্ব-স্ব চিহ্নসহ নিচে নিচে লিখে পাই,
  x2-5x+6
  x2+3x-2
-x2+x+1
-x2+6x-5
  0+5x+0
যোগফল=5x


২৬. যদি a2=x2+y2-z2, b2=y2+z2-x2, c2=x2+z2-y2 হয়, তবে দেখাও যে, a2+b2+c2=x2+y2+z2

সমাধানঃ

দেওয়া আছে, a2=x2+y2-z2, b2=y2+z2-x2, c2=x2+z2-y2
বামপক্ষ
= a2+b2+c2
= x2+y2-z2+ y2+z2-x2+ x2+z2-y2 [ a2,b2,c2এর মান বসিয়ে]
= x2+y2+z2
=ডানপক্ষ (দেখানো হলো)


২৭. যদি x=5a+7b+9c, y=b-3a-4c, z=c-2b+a হয়, তবে দেখাও যে, x+y+z=3(a+2b+2c)

সমাধানঃ

দেওয়া আছে, x=5a+7b+9c, y=b-3a-4c, z=c-2b+a
বামপক্ষ
= x+y+z
=(5a+7b+9c)+( b-3a-4c)+( c-2b+a) [x,y,zএর মান বসিয়ে]
=5a+7b+9c+b-3a-4c+c-2b+a
=3a+6b+6c
=3(a+2b+2c)
=ডানপক্ষ (দেখানো হলো)


বিয়োগ কর (২৮-৩৫)


২৮. 3a+2b+c  থেকে 5a+4b-23

সমাধানঃ

3a+2b+c
5a+4b-23
(-)   (-)   (+)
-2a-2b+3c
বিয়োগফলঃ -2a-2b+3c


২৯. 3ab+6bc-2ca থেকে 2ab-4bc+8ca

সমাধানঃ

3ab+6bc-2ca
2ab-4bc+8ca
(-)    (+)   (-)
ab+ 10bc-10ca
বিয়োগফলঃ ab+ 10bc-10ca


৩০. a2+b2+c2 থেকে –a2+b2-c2

সমাধানঃ

  a2+b2+c2
–a2+b2-c2
(+)  (-)  (+)
2a2+0+2c2
বিয়োগফলঃ 2a2+2c2


৩১. 4ax+5by+6cz থেকে 6by+3ax+9cz

সমাধানঃ

4ax+5by+6cz
6by+3ax+9cz
(-)    (-)    (-)
ax-by-3cz
বিয়োগফলঃ ax-by-3cz


৩২. 7x2+9x+18 থেকে 5x+9+8x2

সমাধানঃ

7x2+9x+18
8x2+5x+9
(-)  (-)  (-)
-x2+4x+9
বিয়োগফলঃ -x2+4x+9


৩৩. 3x3y2-5x2y2+7xy+2 থেকে –x3y2+x2y2+5xy+2

সমাধানঃ

3x3y2-5x2y2+7xy+2
–x3y2+x2y2+5xy+2
(+)     (-)       (-)     (-)
4x3y2-6x2y2+2xy+0
বিয়োগফলঃ 4x3y2-6x2y2+2xy


৩৪. 4x2+3y2+z থেকে -2y2+3x2-z

সমাধানঃ

4x2+3y2+z
3x2-2y2-z
(-)  (+) (+)
 x2+5y2+2z
বিয়োগফলঃ x2+5y2+2z


৩৫. x4+2x3+x2+4 থেকে x3-2x2+2x+3

সমাধানঃ

x4+2x3+x2+4
      x3-2x2+3+2x
    (-)  (+)  (-) (-)
x4+x3+3x2-2x+1
বিয়োগফলঃ x4+x3+3x2-2x+1


৩৬. যদি a=x2+z2, b=y2+z2, c=x2+y2 হয়, তবে দেখাও যে, a+b-c=2z2

সমাধানঃ

দেওয়া আছে, a=x2+z2, b=y2+z2, c=x2+y2
বামপক্ষ
= a+b-c
= (x2+z2)+(y2+z2)-(x2+y2) [a,b,c এর মান বসিয়ে]
=x2+z2+y2+z2-x2-y2
=2z2
=ডানপক্ষ (দেখানো হলো)


৩৭.যদি x=a+b, y=b+c, z=c+a হয়, তবে দেখাও যে, x-y+z=2a

সমাধানঃ

দেওয়া আছে, x=a+b, y=b+c, z=c+a
বামপক্ষ
= x-y+z
=(a+b)-(b+c)+(c+a) [x,y,z এর মান বসিয়ে]
=a+b-b-c+c+a
=a+a
=2a
=ডানপক্ষ (দেখানো হলো)


৩৮. যদি x=a+b+c, y=a-b-c, z=b-c+a  হয়, তবে দেখাও যে, x-y+z=a+3b+c

সমাধানঃ

দেওয়া আছে, x=a+b+c, y=a-b-c, z=b-c+a 
বামপক্ষ
= x-y+z
=(a+b+c)-(a-b-c)+(b-c+a)  [x,y,z এর মান বসিয়ে]
=a+b+c-a+b+c+b-c+a
=a+3b+c
=ডানপক্ষ (দেখানো হলো)


৩৯. a2,b2,c2  তিনটি বীজগণিতীয় রাশি হলে—

(ক) b2 এর সাংখ্যিক সহগ কত?

(খ) a2 এর দ্বিগুণের সাথে c2 এর তিনগুণ যোগ কর।
(গ) a2 এর তিনগুণ থেকে b2 এর দ্বিগুণ বিয়োগ করে বিয়োগফলের সাথে c2 এর চারগুণ যোগ কর।

সমাধানঃ

(ক)
b2 এর সাংখ্যিক সহগ 1

(খ)

a2 এর দ্বিগুণ হলো 2a2
এবং c2 এর তিনগুণ হলো 3c2
যোগফল 2b2+ 3c2

(গ)

a2 এর তিনগুণ হলো 3a2
b2 এর দ্বিগুণ হলো 2b2
3a2 থেকে 2b2 এর বিয়োগফল (3a2-2b2)
c2 এর চারগুণ হলো 4c2
বিয়োগফলের সাথে 4c2 যোগ করলে
যোগফল =(3a2-2b2)+ 4c2=3a2-2b2+ 4c2


৪০. একটি খাতার দাম x টাকা, একটি কলমের দাম y টাকা এবং একটি পেন্সিলের দাম z টাকা হলে—

(ক) 3টি খাতা ও 2টি কলমের মোট দাম কত?

(খ) 5টি খাতা ও 8টি পেন্সিলের মোট দাম থেকে 10টি কলমের দাম বাদ দিলে কত হবে বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ কর।
(গ) 3x-2y+5z দ্বারা কী বোঝায়? Y ও z এর সাংখ্যিক সহগ কত? x, y ও z এর সাংখ্যিক সহগগুলোর গুণফল কত?

সমাধানঃ

(ক)
3টি খাতার দাম 3x টাকা
এবং 2টি কলমের দাম 2y টাকা
3টি খাতা ও 2টি কলমের মোট দাম (3x+2y) টাকা

(খ)

5টি খাতার দাম 5x টাকা
এবং 8টি পেন্সিলের দাম 8z টাকা
5টি খাতা ও 8টি পেন্সিলের মোট দাম (5x+8z) টাকা
10টি কলমের দাম 10y টাকা
খাতা ও পেন্সিলের মোট দাম থেকে 10টি কলমের দাম বাদ দিলে হবে=(5x+8z)-10y টাকা।
বীজগণিতীয় রাশি=(5x+8z)-10y

(গ)

3x হলো 3টি খাতার দাম
2y হলো 2টি কলমের দাম এবং 5z হলো 5টি পেন্সিলের দাম।
3x-2y+5z হলো 3টি খাতার দাম থেকে 2টি কলমের দাম বিয়োগ করে বিয়োগফলের সাথে 5টি পেন্সিলের দাম যোগ।
3x-2y+5z এ x এর সাংখ্যিক সহগ 3, y এর সাংখ্যিক সহগ -2
এবং z এর সাংখ্যিক সহগ 5
আবার, 3x-2y+5z রাশিতে x, y ও z এর সাংখ্যিক সহগ যথাক্রমে 3, -2 ও 5
এদের গুণফল=3(-2)5=-30


৪১. 5x2+xy+3y2, x2-8xy, y2-x2+10xy তিনটি বীজগণিতীয় রাশি হলে—

(ক) প্রথম রাশিটির পদসংখ্যা কয়টি এবং কী কী?

(খ) রাশি তিনটি যোগ কর। যোগফলের xyএর সহগ কত?
(গ) (5x2+xy+3y2)- (x2-8xy)- (y2-x2+10xy)  সরল করে এর মান নির্ণয় কর; যখন x=2 এবং y=1

সমাধানঃ

(ক) প্রথম রাশি 5x2+xy+3y2
প্রথম রাশির পদসংখ্যা তিনটি এবং পদগুলো হলো  5x2, xy এবং 3y2

(খ)

5x2+xy+3y2, x2-8xy, y2-x2+10xy  রাশি তিনটির যোগ
5x2+xy+3y2
 x2-8xy
-x2+10xy+ y2
5x2+3xy+4y2
যোগফল 5x2+3xy+4y2
যোগফলের xy এর সহগ 3

(গ)

(5x2+xy+3y2)- (x2-8xy)- (y2-x2+10xy) 
=5x2+xy+3y2- x2+8xy- y2+x2-10xy
= 5x2-xy+2y2
=5(2)2-2*1+2(1)2  [মান বসিয়ে]
=20-2+2
=20


৪২. x=(a+b)2, y=a2+2ab+b2 এবং z=a2+b2-2ab

ক. z পদগুলোর সংখ্যিক সহগ গুলোর যোগফল নির্ণয় কর।

খ. y+z এবং y-z নির্ণয় কর।
গ. a=3 এবং b=-2 হলে প্রমান কর যে, x=y

সমাধানঃ

ক.

z পদগুলোর সাংখ্যিক সহগ যথাক্রমে 1, 1, -2
z এর সাংখ্যিক সহগ গুলোর যোগফল= 1+1+(-2)=1+1-2=2-2=0

খ.

দেওয়া আছে, y=a2+2ab+b2 এবং z=a2+b2-2ab
y+z
=(a2+2ab+b2 )+ (a2+b2-2ab)
=a2+2ab+b2 + a2+b2-2ab
= 2a2+2b2
=2(a2+b2)
y-z
=(a2+2ab+b2 )- (a2+b2-2ab)
=a2+2ab+b2 - a2-b2+2ab
=4ab

গ.

দেওয়া আছে, a=3, b=-2
বামপক্ষ=x=(a+b)2=(3-2)2=12=1
ডানপক্ষ=y= a2+2ab+b2= (3)2+2*3(-2)+(-2)2=9-12+4=13-12=1
x=y (প্রমাণিত)

No comments:

Post a Comment