*প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিন আমাদের সাথে * বিসিএস পরীক্ষা এর প্রস্তুতি নিন আমাদের সাথে* আনলিমিটেড টেস্ট রয়েছে আপনার জন্য এই ব্লগে * নতুন ও আপডেট তথ্য পেতে পাশের "follow/অনুসরণ" বাটনে ক্লিক করুন * নিজেকে আরো বেশি সমৃদ্ধ করুন * আপনার শিশুকে কাব কার্যক্রমের সাথে সম্পৃক্ত করুন * আপনার বাড়ি, বিদ্যালয়, অফিসের আঙ্গিনায় সবজির বাগান করুন, নিরাপদ ও বিষ মুক্ত খাদ্য গ্রহণ করুন * করোনার কমিউনিটি স্প্রেইডিং রোধে সামাজিক দূরত্ব বজায় রাখুন * অযথা পাড়া বেড়ানো, চায়ের দোকানে আড্ডা পরিহার করুন * পরিবারে অধিক সময় দেয়ার চেষ্টা করুন * ঘরে থাকুন, নিরাপদে থাকুন *

সপ্তম শ্রেণি সাধারণ গণিত - অনুশীলনী-৯.৩ - ত্রিভুজ অঙ্কন

 

ত্রিভুজ অঙ্কন:


কোনো ত্রিভুজের দুইটি বাহু এবং এদের বিপরীত কোণ দেওয়া থাকলেসর্বাধিক কয়টি ত্রিভুজ আঁকা যাবে?

. 1    . 2    . 3     . 4 
উত্তরঃ 

কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব যখন তিনিটি বাহুর দৈর্ঘ্য-

. 1 সেমি, 2 সেমি, 3 সেমি     . 3 সেমি, 4 সেমি, 5 সেমি 
. 2 সেমি, 4 সেমি, 6 সেমি      . 3 সেমি, 4 সেমি, 7 সেমি 
উত্তরঃ 

নিচের তথ্যগুলো পড়ঃ

(i). একটি ত্রিভুজের দুইটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলেত্রিভুজটি আঁকা যায়।
(ii). দুইটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হলেত্রিভুজটি আঁকা যায়।
(iii). কোনো ত্রিভুজের একাধিক স্থুলকোণ থাকতে পারে।

উপরের তথ্য অনুসারে নিচের কোনটি সঠিক?

. i  ii     . ii  iii 
. i  iii     .  i, ii  iii
উত্তরঃ 

ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্যের সমষ্টিকে কি বলে?

ক্ষেত্রফল     আয়তন 
দৈর্ঘ্য             পরিসীমা 
উত্তরঃ 

ত্রিভুজের অন্তঃস্থ কোণ কয়টি?

. 1টি     . 2টি     . 3টি      4টি 
উত্তরঃ 

সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ কত ডিগ্রি?

. 300     . 450     . 600     . 900
উত্তরঃ গ

একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ হলে অপর কোণটি কত ডিগ্রী?

. 300     . 600     . 900     . 1800
উত্তরঃ 

নিচের চিত্র অনুসারে - নম্বর প্রশ্নের উত্তর দাওঃ



. C বিন্দুতে BA রেখার সমান্তরাল রেখা আঁকতে হলেকোন কোণের সমান কোণ আঁকতে হবে?
ABC     ACB   BAC     . CAD   
উত্তরঃ 

CAD এর সমান নিচের কোনটি?

BAC+ACB      ABC+ACB    
ABC+ACB+BAC    ABC+BAC 
উত্তরঃ 

১০একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। ত্রিভুজটি আঁক।

() 3 সেমি, 4 সেমি, 6 সেমি  

সমাধানঃ

মনে করিএকটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য a=3 সেমি, b=4 সেমি  c=6 সেমি দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে।


অঙ্কনের বিবরণঃ
(যেকোনো রশ্মি BD থেকে a এর সমান করে BC কেটে নেই।
() B  C বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে c  b এর সমান ব্যাসার্ধ নিয়ে BC এর একই পার্শ্বে দুইটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুইটি পরস্পর A বিন্দুতে ছেদ করে।
() A, B এবং A, C যোগ করি।
তাহলে ABC  নির্ণেয় ত্রিভুজ।
প্রমানঃ অঙ্কনানুসারেABC- AB=c, BC=a এবং AC=b.

() 3.5 সেমি,  4.7 সেমি,  5.6 সেমি

সমাধানঃ

মনে করিএকটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য z=3.5 সেমি, y=4.7 সেমি  x=5.6 সেমি দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে।



অঙ্কনের বিবরণঃ
(যেকোনো রশ্মি BD থেকে z এর সমান করে BC কেটে নেই।
() B  C বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে x  y এর সমান ব্যাসার্ধ নিয়ে BC এর একই পার্শ্বে দুইটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুইটি পরস্পর A বিন্দুতে ছেদ করে।
() A, B এবং A, C যোগ করি।
তাহলে ABC  নির্ণেয় ত্রিভুজ।
প্রমানঃ অঙ্কনানুসারেABC- AB=y, BC=z এবং AC=x.

১১একটি ত্রিভুজের দুইটি বাহু  এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে। ত্রিভুজটি আঁক।

() 3 সেমি, 4 সেমি, 600

সমাধানঃ  

মনে করিএকটি ত্রিভুজের দুইটি বাহু a  b এবং এদের অন্তর্ভুক্ত কোণ x=600 দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে।


অঙ্কনের বিবরণঃ
(যেকোনো রশ্মি BD থেকে a এর সমান করে BC নিই।
() BC রেখাংশের C বিন্দুতে প্রদত্ত এর সমান  BCE আঁকি।
(এখন CE রেখাংশ থেকে b এর সমান করে CA অংশ কেটে নিই।
(A, B যোগ করি।
তাহলেABC - নির্ণেয় ত্রিভুজ।
প্রমানঃ অঙ্কনানুসারেABC- BC=a=3 সেমি, AC=b=4 সেমি এবং  ACB=x=600

() 3.8 সেমি, 4.7 সেমি, 450

সমাধানঃ

মনে করিএকটি ত্রিভুজের দুইটি বাহু a=3.8 সেমি  b=4.7 সেমি এবং এদের অন্তর্ভুক্ত কোণ x=450 দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে।


অঙ্কনের বিবরণঃ
(যেকোনো রশ্মি BD থেকে a এর সমান করে BC নিই।
() BC রেখাংশের C বিন্দুতে প্রদত্ত এর সমান  BCE আঁকি।
(এখন CE রেখাংশ থেকে b এর সমান করে CA অংশ কেটে নিই।
(A, B যোগ করি।
তাহলেABC - নির্ণেয় ত্রিভুজ।
প্রমানঃ অঙ্কনানুসারেABC- BC=a=3.8 সেমি, AC=b=4.7 সেমি এবং ACB=x=450

১২একটি ত্রিভুজের একটি বাহু  এর সংলগ্ন দুইটি কোণ দেওয়া আছে। ত্রিভুজটি আঁক।

() 5 সেমি, 300, 450 

সমাধানঃ

মনে করি একটি ত্রিভুজের একটি বাহু a=5 সেমি  এর সংলগ্ন দুইটি কোণ x=300  y=450 দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে।


অঙ্কনের বিবরণঃ
(যেকোনো রশ্মি BD থেকে a এর সমান BC কেটে নিই।
() BC রেখার B  C বিন্দুতে যথাক্রমে CBE=এবং BCF=y আঁকি। এরা পরস্পর A বিন্দুতে ছেদ করে।

তাহলে ABC  নির্ণেয় অঙ্কিত ত্রিভুজ।

প্রমানঃ অঙ্কনানুসারেABC  ABC=x =450 BCA=y=300  এবং a=5 সেমি।

() 4.5 সেমি, 450, 600

সমাধানঃ

মনে করি একটি ত্রিভুজের একটি বাহু a=4.5 সেমি  এর সংলগ্ন দুইটি কোণ x=600  y=450 দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে।


অঙ্কনের বিবরণঃ
(যেকোনো রশ্মি BD থেকে a এর সমান BC কেটে নিই।
() BC রেখার B  C বিন্দুতে যথাক্রমে CBE=এবং BCF=y আঁকি। এরা পরস্পর A বিন্দুতে ছেদ করে।
তাহলে ABC  নির্ণেয় অঙ্কিত ত্রিভুজ।
প্রমানঃ অঙ্কনানুসারেABC  ABC=x =600 BCA=y=450  এবং a=4.5 সেমি।

১৩একটি ত্রিভুজের দুইটি কোণ  প্রথম কোণের বিপরীত বাহু দেওয়া আছে। ত্রিভুজটি আঁক।

() 1200, 300, 5 সেমি 

সমাধানঃ

মনে করিএকটি ত্রিভুজের দুইটি কোণ যথাক্রমে x=1200  y=300 এবং 1200 কোণের বিপরীত বাহু a=5 সেমি দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে।


অঙ্কনের বিবরণঃ
(যেকোনো রশ্মি BD থেকে a এর সমান করে BC অংশ নিই।
() BC রেখাংশের B  C বিন্দুতে প্রদত্ত y এর সমান করে যথাক্রমে CBF  DCE আঁকি।
(আবার CE রেখার C বিন্দুতে উহার যে পাশে অবস্থিত তাঁর বিপরীত পাশে এর সমান করে ECG আঁকি।
() CG রেখা BF রেখাকে A বিন্দুতে ছেদ করে।
তাহলে ABC  নির্ণেয় ত্রিভুজ।
প্রমানঃ অঙ্কনানুসারেABC=ECD. কিন্তু কোণ দুইটি অনুরুপ হওয়ায় AB।। CE. এখন, AB।।CE এবং AC তাদের ছেদক।
BAC=একান্তরACE=1200
এখনABC  BAC=1200BAC=30এবং BAC এর বিপরীত বাহু BC=5 সেমি।

() 600, 300, 4 সেমি

সমাধানঃ

মনে করিএকটি ত্রিভুজের দুইটি কোণ যথাক্রমে x=600  y=300 এবং 600 কোণের বিপরীত বাহু a=4 সেমি দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে।


অঙ্কনের বিবরণঃ
(যেকোনো রশ্মি BD থেকে a এর সমান করে BC অংশ নিই।
() BC রেখাংশের B  C বিন্দুতে প্রদত্ত y এর সমান করে যথাক্রমে CBF  DCE আঁকি।
(আবার CE রেখার C বিন্দুতে উহার যে পাশে অবস্থিত তাঁর বিপরীত পাশে এর সমান করে ECG আঁকি।
() CG রেখা BF রেখাকে A বিন্দুতে ছেদ করে।
তাহলে ABC  নির্ণেয় ত্রিভুজ।
প্রমানঃ অঙ্কনানুসারেABC=ECD. কিন্তু কোণ দুইটি অনুরুপ হওয়ায় AB।। CE. এখন, AB।।CE এবং AC তাদের ছেদক।
BAC=একান্তরACE=600
অতএবABC  BAC=300BAC=60এবং BAC এর বিপরীত বাহু BC=4 সেমি।
 
 

No comments:

Post a Comment