*প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিন আমাদের সাথে * বিসিএস পরীক্ষা এর প্রস্তুতি নিন আমাদের সাথে* আনলিমিটেড টেস্ট রয়েছে আপনার জন্য এই ব্লগে * নতুন ও আপডেট তথ্য পেতে পাশের "follow/অনুসরণ" বাটনে ক্লিক করুন * নিজেকে আরো বেশি সমৃদ্ধ করুন * আপনার শিশুকে কাব কার্যক্রমের সাথে সম্পৃক্ত করুন * আপনার বাড়ি, বিদ্যালয়, অফিসের আঙ্গিনায় সবজির বাগান করুন, নিরাপদ ও বিষ মুক্ত খাদ্য গ্রহণ করুন * করোনার কমিউনিটি স্প্রেইডিং রোধে সামাজিক দূরত্ব বজায় রাখুন * অযথা পাড়া বেড়ানো, চায়ের দোকানে আড্ডা পরিহার করুন * পরিবারে অধিক সময় দেয়ার চেষ্টা করুন * ঘরে থাকুন, নিরাপদে থাকুন *

সপ্তম শ্রেণি সাধারণ গণিত - অনুশীলনী-১০.১ - সর্বসমতা

 

সর্বসমতা/সর্বসম/


১. চিত্রে, CD, AB এর লম্ব সমদ্বিখণ্ডক, প্রমাণ কর যে, △ADC△BDC

সমাধানঃ

বিশেষ নির্বাচনঃ মনে করি, △ABC এর  CD, AB এর লম্ব সমদ্বিখণ্ডক। প্রমাণ কর যে, △ADC△BDC.

প্রমাণঃ

CD, AB এর লম্ব সমদ্বিখন্ডক হওয়ায় AD=BD এবং ∠ADC=এক সমকোণ=∠BDC
এখন, △ADC ও △BDC-
AD=BD
CD বাহুর সাধারণ এবং অন্তর্ভুক্ত ∠ADC=অন্তর্ভুক্ত ∠BDC [প্রত্যেকেই সমকোণ]
△ADC△BDC


২. চিত্রে, CD=CB এবং, ∠DCA=∠BCA. প্রমাণ কর যে, AB=AD

সমাধানঃ

বিশেষ নির্বাচনঃ মনে করি, CD=CB এবং, ∠DCA=∠BCA. প্রমাণ করতে হবে যে, AB=AD.


প্রমাণঃ

△ACD ও △ACB 
CDE=CB [দেওয়া আছে]
AC সাধারণ বাহু এবং অন্তর্ভুক্ত ∠DCA=অন্তর্ভুক্ত ∠BCA
△ACD△ACB
AB=AD(প্রমাণিত)


৩. চিত্রে,  ∠BAC=∠ACD এবং AB=DC.  প্রমাণ কর যে,  AD=BC, ∠CAD=∠ACB এবং ∠ADC=∠ABC.

সমাধানঃ

বিশেষ নির্বাচনঃ মনে করি, ∠BAC=∠ACD এবং AB=DC.  প্রমাণ করতে হবে যে,  AD=BC, ∠CAD=∠ACB এবং ∠ADC=∠ABC.


প্রমাণঃ

△ABC ও △ADC 
AB=DC [দেওয়া আছে]
AC উভয় ত্রিভুজের সাধারণ বাহু এবং অন্তর্ভুক্ত∠BAC=অন্তর্ভুক্ত∠ACD
△ABC△ADC
AD=BC, ∠CAD=∠ACB এবং ∠ADC=∠ABC (প্রমাণিত)


৪. প্রমাণ কর যে, সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু বাদে অপর বাহু উভয়দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ দুইটি পরস্পর সমান।

সমাধানঃ

বিশেষ নির্বাচন; মনে করি, একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এর ।ত্রিভুজের ভুমিকে একদিকে এবং অপরদিকে পর্যন্ত বর্ধিত করা হলো।


প্রমাণঃ

ABF+∠ABC=এক সরল কোণ=দুই সমকোণ।
আবার, ∠ACE+∠ACB=এক সরল কোণ=দুই সমকোণ।
অতএব,  ABF+∠ABC=∠ACE+∠ACB
কিন্তু △ABC এ AB=AC হওয়ায় ∠ABC=∠ACB
এখন, ABF+∠ABC=∠ACE+∠ABC
উভয় পক্ষ থেকে সমান সমান কোণ বাদ দিলে, ABF=∠ACE (প্রমাণিত)


৫. চিত্রে, AD=AE, BD=CE এবং ∠AEC=∠ADB.  প্রমাণ কর যে, AB=AC

সমাধানঃ

বিশেষ নির্বাচনঃ দেওয়া আছে, AD=AE, BD=CE এবং ∠AEC=∠ADB.  প্রমাণ করতে হবে যে, AB=AC.


প্রমাণঃ

△ADB ও △AEC 
AD=AE এবং BD=CE দেওয়া আছে এবং অন্তর্ভুক্ত ∠AEC=অন্তর্ভুক্ত ∠ADB
△ADB  △AEC
AB=AC (প্রমাণিত)


৬. চিত্রে, △ABC এবং △DBC দুইটি সমদ্বিবাহু ত্রিভুজ। প্রমান কর যে, △ABD△ACD

সমাধানঃ

বিশেষ নির্বাচনঃ মনে করি, △ABC এবং △DBC দুইটি সমদ্বিবাহু ত্রিভুজ। প্রমান করতে হবে যে, △ABD△ACD.


প্রমাণঃ

△ABC সমদ্বিবাহু হওয়ায় AB=AC
আবার, △DBC সমদ্বিবাহু হওয়ায় BD=DC.
এখন, △ABC এবং △DBC এর মধ্যে,
AB=AC
BD=DC এবং AD সাধারণ বাহু।
 △ABD△ACD (প্রমাণিত)


৭. প্রমাণ কর যে, সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির প্রান্তবিন্দু থেকে বিপরীত বাহুদ্বয়ের উপর অঙ্কিত মধ্যমাদ্বয় সমান।

সমাধানঃ

বিশেষ নির্বাচনঃ মনে করি, △ABC এ AB=AC এবং BE ও CD বিপরীত বাহুদ্বয়ের উপর অঙ্কিত দুইটি মধ্যমা। প্রমাণ করতে হবে যে, BE=CD.


প্রমাণঃ

CD ও BE মধ্যমা হওয়ায় D, AB এর এবং E, AC এর মধ্যবিন্দু।
যেহেতু, AB=AC
সুতরাং 1/2AB=1/2AC
বা, BD=CE.
আবার, AB=AC হওয়ায়  ∠ABC=∠ACB
এখন △BDC ও △BCE এর মধ্যে BD=CE
BC সাধারণ বাহু এবং অন্তর্ভুক্ত∠DBC= অন্তর্ভুক্ত∠BCE.
△BDC  △BCE
CD=BE (প্রমাণিত)


৮. প্রমাণ কর যে, সমবাহু ত্রিভুজের কোণদ্বয় পরস্পর সমান।

সমাধানঃ

বিশেষ নির্বাচনঃ মনে করি, ABC একটি সমবাহু ত্রিভুজ। প্রমাণ করতে হবে যে, ∠A=∠B=∠C.


প্রমাণঃ

সমান সমান বাহুর বিপরীত কোণগুলো পরস্পপর সমান।
এখন, AB=AC হওয়ায় ∠B=∠C---------------(i)
আবার, BC=AC হওয়ায় ∠B=∠A--------------(ii)
(i) ও (ii) থেকে পাই,
A=∠B=∠C [প্রমাণিত]

No comments:

Post a Comment