*প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিন আমাদের সাথে * বিসিএস পরীক্ষা এর প্রস্তুতি নিন আমাদের সাথে* আনলিমিটেড টেস্ট রয়েছে আপনার জন্য এই ব্লগে * নতুন ও আপডেট তথ্য পেতে পাশের "follow/অনুসরণ" বাটনে ক্লিক করুন * নিজেকে আরো বেশি সমৃদ্ধ করুন * আপনার শিশুকে কাব কার্যক্রমের সাথে সম্পৃক্ত করুন * আপনার বাড়ি, বিদ্যালয়, অফিসের আঙ্গিনায় সবজির বাগান করুন, নিরাপদ ও বিষ মুক্ত খাদ্য গ্রহণ করুন * করোনার কমিউনিটি স্প্রেইডিং রোধে সামাজিক দূরত্ব বজায় রাখুন * অযথা পাড়া বেড়ানো, চায়ের দোকানে আড্ডা পরিহার করুন * পরিবারে অধিক সময় দেয়ার চেষ্টা করুন * ঘরে থাকুন, নিরাপদে থাকুন *

অষ্টম শ্রেণি সাধারণ গণিত - অনুশীলনী-৭ - সেট

 

সেটঃ

. সেট প্রকাশের পদ্ধতি কতটি?

) 1    ) 2    ) 3    ) 4

উত্তরঃ

. নিচের কোনটি যে কোন সেটের উপসেট?

) {0}    ) {}     )     ) ()

উত্তরঃ

. {0} সেটের উপাদান সংখ্যা কয়টি?  

) 0    ) 1    ) 2    ) 3

উত্তরঃ

. S={x:x জোড় সংখ্যা এবং 1≤x≤7} সেটটি তালিকা পদ্ধতিতে নিচের কোনটি সঠিক?

) {2,3,4}    ) {2,4,6}    ) {1,3,5}   ) {3,5,7}

উত্তরঃ 

. নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করঃ

) {x:x বিজোড় সংখ্যা এবং 3<x<15}

) {x:x, 48-এর মৌলিক গুণনীয়কসমূহ}

) {x:x, 3-এর গুণিতক এবং x<36}

) {x:x, পূর্ণসংখ্যা এবং x2<10}

----------------------------------------------------

) {x:x বিজোড় সংখ্যা এবং 3<x<15}

সমাধানঃ

ধরি, A={x:x বিজোড় সংখ্যা এবং 3<x<15}

A সেটটির উপাদান বিজোড় সংখ্যাসমূহ যা 3 এর চেয়ে বড় এবং 15 এর ছোট।

3 এর চেয়ে বড় এবং 15 এর ছোট বিজোড় সংখ্যাসমূহ 5,7,9,11,13

নির্ণেয় সেট A={5,7,9,11,13}

) {x:x, 48-এর মৌলিক গুণনীয়কসমূহ}

সমাধানঃ

ধরি, A={x:x, 48-এর মৌলিক গুণনীয়কসমূহ}

A সেটটি 48 এর মৌলিক গুণনীয়কসমূহ।

এখানে,

48

=148

=224

=316

=412

=68

48 এর গুণনীয়ক হল 1,2,3,4,6,8,12,24,48

এবং 48 এর মৌলিক গুণনীয়কসমূহ 2,3

নির্ণেয় সেট A={2,3}

) {x:x, 3-এর গুণিতক এবং x<36}

সমাধানঃ

ধরি, A={x:x, 3-এর গুণিতক এবং x<36}

∴ A সেটটি 3 এর গুনীতকসমূহ যাদের মান 36 এর চেয়ে ছোট।

এখন, 3 এর গুণীতক এবং 36 এরর চেয়ে ছোট সংখ্যা সমূহ 3,6,9,12,15,18,21,24,27,30,33

নির্ণেয় সেট A={3,6,9,12,15,18,21,24,27,30,33}

) {x:x, পূর্ণসংখ্যা এবং x2<10}

সমাধানঃ

ধরি, A={x:x, পূর্ণসংখ্যা এবং x2<10}

∴ A সেটটি পূর্ণসংখ্যার যাদের বর্গের মান 10 এর চেয়ে ছোট।

পূর্ণসংখ্যা যাদের বর্গের মান 10 এর চেয়ে ছোট তা হলোঃ -3,-2,-1,0,1,2,3

নির্ণেয় সেট A={-3,-2,-1,0,1,2,3}

.নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করঃ

) {3,4,5,6,7,8}

) {4,8,12,16,20,24}

) {7,11,13,17}

-------------------------------------------

) {3,4,5,6,7,8}

সমাধানঃ

প্রদত্ত সেটের উপাদানসমুহ 2 থেকে বড় এবং 9 থেকে ছোট স্বাভাবিক সংখ্যা।

ধরি, যেকোন চলক x

নির্ণেয় সেট {x:x স্বাভাবিক সংখ্যা এবং 2<x<9}

) {4,8,12,16,20,24}

সমাধানঃ

প্রদত্ত সেটের উপাদান সমূহ 4 এর গুণিতকসমূহ এবং এদের মান 24 থেকে বড় নয়।

ধরি যেকোনো চলক x

নির্ণেয় সেট {x:x, 4 এর গুণিতক এবং x24}

) {7,11,13,17}

সমাধানঃ

প্রদত্ত সেটের উপাদানসমূহ মৌলিক সংখ্যা যাদের মান 5 এর চেয়ে বড় এবং 19 এর চেয়ে ছোট।

ধরি, যেকোন চলক x

নির্ণেয় সেট {x:x মৌলিক সংখ্যা এবং 5<x<19}

. নিচের সেট দুইটির উপসেট উপসেটের সংখ্যা নির্ণয় করঃ

) C={m,n}

) D={5,10,15}

------------------------------------

) C={m,n}

সমাধানঃ

C সেটের উপসেট হবে এর উপাদানগুলো থেকে নিয়ে গঠিত সেট।

C সেটের উপসেটগুলো হলঃ ∅, {m}, {n}, {m,n}

নির্ণেয় উপ্পসেটগুলো=∅, {m}, {n}, {m,n} এবং উপসেটের সংখ্যা=4টি।

) D={5,10,15}

সমাধানঃ

D সেটের উপসেট হবে এর উপাদানগুলো থেকে নিয়ে গঠিত সেট।

D সেটের উপসেটগুলো হলঃ ∅, {5}, {10}, {15}, {5,10}, {5,15}, {10,15}, {5,10,15}

নির্ণেয় উপসেটগুলো ∅, {5}, {10}, {15}, {5,10}, {5,15}, {10,15}, {5,10,15} এবং উপসেটের সংখ্যা=8টি।

. A={2,3,4} এবং B={5,7} হলে AB নিচের কোনটি?

)     ) {0}   ) {5,7}    ) {2,3,4,5,7}

উত্তরঃ

. A={x:x, জোড় সংখ্যা এবং 4<x<16} এর তালিকা পদ্ধতি কোনটি?

) {5}  ) {4,6}   ) {4,5,6}  )

উত্তরঃ

১০. P={x,y,z} হলে, নিচের কোনটি P-এর উপসেট নয়? 

) {x,y}    ) {x,w,z}   ) {x,y,z}   )

উত্তরঃ

১১. 10 এর গুণনীয়কসমূহের সেট কোনটি?

) {1,2,5,10}    ) {1,10}    ) {10}    ) {10,20,30}

উত্তরঃ

১২. A={1,2,3}, B={2,a}, C={a,b} হলে, নিচের সেটগুলো নির্ণয় করঃ

) AB

সমাধানঃ

দেওয়া আছে, A={1,2,3} এবং B={2,a}

AB={1,2,3}{2,a}

          ={1,2,3,a}

) BC

সমাধানঃ

দেওয়া আছে,

B={2,a}, C={a,b}

BC={2,a}{a,b}

          ={2,a,b}

) A(BC)

সমাধানঃ

দেওয়া আছে,

A={1,2,3}, B={2,a}, C={a,b}

এখন, BC={2,a}{a,b}

              ={2,a,b}

A(BC)={1,2,3}{2,a,b}

                ={2}

) (AB)C

সমাধানঃ

দেওয়া আছে,

A={1,2,3}, B={2,a}, C={a,b}

এখন, AB={1,2,3}{2,a}={1,2,3,a}

(AB)C={1,2,3,a}{a,b}={1,2,3,a,b}

) (AB)(BC)

সমাধানঃ

দেওয়া আছে,

A={1,2,3}, B={2,a}, C={a,b}

এখন,

AB={1,2,3}{2,a}={2}

আবার,

BC={2,a}{a,b}={a}

(AB)(BC)={2}{a}={2,a}

১৩. যদি U={1,2,3,4,5,6,7}, A={1,2,5}, B={2,4,7} এবং C={4,5,6} হয়, তবে নিন্মলিখিত সম্পর্কগুলোর সত্যতা যাচাই করঃ

) AB=BA

সমাধানঃ

দেওয়া আছে,

A={1,2,5}, B={2,4,7}

এখন,

AB={1,2,5}{2,4,7}={2}

আবার,

BA={2,4,7}{1,2,5}={2}

AB=BA সত্য।

) (AB)=AB

সমাধানঃ

দেওয়া আছে,

U={1,2,3,4,5,6,7}, A={1,2,5}, B={2,4,7}

এখন,

AB={1,2,5}{2,4,7}={2}

(AB)=U-(AB)={1,2,3,4,5,6,7}-{2}={1,3,4,5,6,7}

আবার,

A=U-A={1,2,3,4,5,6,7}-{1,2,5}={3,4,6,7}

B=U-B={1,2,3,4,5,6,7}-{2,4,6}={1,3,5,6}

AB={3,4,6,7}{1,3,5,6}={1,3,4,5,6,7}

তাহলে,

(AB)=AB সত্য।

) (AC)=AC

সমাধানঃ

দেওয়া আছে,

U={1,2,3,4,5,6,7}, A={1,2,5}, C={4,5,6}

এখন,

AC={1,2,5}{4,5,6}={1,2,4,5,6}

(AC)=U-(AC)={1,2,3,4,5,6,7}-{1,2,4,5,6}={3,7}

আবার,

A=U-A={1,2,3,4,5,6,7}-{1,2,5}={3,4,6,7}

C=U-A={1,2,3,4,5,6,7}-{4,5,6}={1,2,3,7}

AC={3,4,6,7}{1,2,3,7}={3,7}

তাহলে,

(AC)=AC সত্য।

১৪. P এবং Q যথাক্রমে 21 35 এর সকল গুণনীয়কের সেট হলে, PQ নির্ণয় কর।

সমাধানঃ

21 এর গুণনীয়ক=1,3,7,21

P={1,3,7,21}

35 এর গুণনীয়ক=1,5,7,35

Q={1,5,7,35}

PQ={1,3,7,21}{1,5,7,35}={1,3,5,7,21,35}

১৫.A={2,3,5} হলে-

i. A={xN: 1<x<6 এবং x মৌলিক সংখ্যা}

ii. A={xN: 2x<7 এবং x মৌলিক সংখ্যা}

iii. A={xN: 2x5 এবং x মৌলিক সংখ্যা}

নিচের কোনটি সঠিক?

) i ii    ) i iii   ) ii iii  ) i, ii iii

উত্তরঃ

# নিচের তথ্যের আলোকে ১৬ ১৭ নং প্রশ্নের উত্তর দাওঃ

U={2,3,5,7}, A={2,5}, B={3,5,7}

১৬. Ac কোনটি?

) {2,5}   ) {3,5}   ) {3,7}   ) {2,7}

উত্তরঃ

১৭. ABc কোনটি?

) {2}   ) {5}   ) {2,5}   ) {3,7}

উত্তরঃ

নিচের ভেনচিত্রের আলোকে ১৮ থেকে ২১ নং প্রশ্নের উত্তর দাওঃ



১৮. সার্বিক সেট কোনটি?

) A   ) B   ) AB   ) U

উত্তরঃ

১৯. কোনটি Bc সেট?

) {5,6,7,8}   ) {2,3,5,6}   ) {1,4,7,8}   ) {3,6}

উত্তরঃ

২০. কোনটি AB সেট?

) {2,3}   ) {2,3,5,6} ) {3,4,6,7}   ) {2,3,4,5,6,7}

উত্তরঃ

২১. কোনটি AB সেট?

) {1,2,3,4,5,6}   ) {5,6,7}   ) {8} ) {3}

উত্তরঃ ক 


২২. কোনো ছাত্রাবাসের 65% ছাত্র মাছ পছন্দ করে, 55% ছাত্র মাংস পছন্দ করে এবং 40% ছাত্র উভয়টি পছন্দ করে।

() সংক্ষিপ্ত বিবরণসহ উপরের তথ্যগুলো ভেনচিত্রে প্রকাশ কর।

সমাধানঃ



এখানে=মোট ছাত্রের সেট

A=মাছ পছন্দকারী ছাত্রের সেট

B=মাংস পছন্দকারী ছাত্রের সেট

AB=মাছ মাংস উভিয়টি পছন্দকারী ছাত্রের সেট

() উভয় খাদ্য পছন্দ করে না তাদের সংখ্যা নির্ণয় কর।

সমাধানঃ

ধরি, মোট ছাত্র সংখ্যা, U=100

উভয় খাদ্য পছন্দকারী ছাত্রের সংখ্যা, AB=40

তাহলে,

উভয় খাদ্য পছন্দ করে না এমন ছাত্রের সংখ্যা হবে U-(AB)=100-40=60

অর্থাৎ, 60% ছাত্র উভয় খাদ্য পছন্দ করে না।

() যারা শুধু একটি খাদ্য পছন্দ করে তাদের সংখ্যার গুণনীয়ক সেটের ছেদ নির্ণয় কর।

সমাধানঃ

মাছ পছন্দকারী ছাত্র সংখ্যা=65%

মাংস পছন্দকারী ছাত্র সংখ্যা=55%

মাছ মাংস উভয় পছন্দকারী ছাত্র সংখ্যা=40%

তাহলে,

শুধু মাছ পছন্দকারী ছাত্র সংখ্যা =(65-40)%=25%

এবং শুধু মাংস পছন্দকারী ছাত্র সংখ্যা=(55-40)%=15%

এখানে 25 এর গুণনীয়কের সেট P={1,5,25}

এবং 15 এর গুণনীয়কের সেট Q={1,3,5,15}

∴ PQ={1,5,25}{1,3,5,15}={1,5}

২৩.



() A সেটটি সেট গঠন পদ্ধতিতে লিখ।

সমাধানঃ

চিত্রে, A={3,4,5,6}

প্রদত্ত সেটের উপাদানসমূহ 3,4,5,6

এখানে, উপাদান্সমূহ 2 থেকে বড় এবং 7 থেকে ছোট সকল স্বাভাবিক সংখ্যা।

ধরি যেকোনো চলক x

নির্ণেয় সেট {x:x স্বাভাবিক সংখ্যা এবং 2<x<7}

() A, B C কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং AC AB নির্ণয় কর।

সমাধানঃ

চিত্র হতে, A, B C কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে পাই,

A={3,4,5,6}

B={4,5,8,9}

C={5,6,7,8}

AC={3,4,5,6}{5,6,7,8}={5,6}

এবং AB={3,4,5,6}{4,5,8,9}={3,4,5,6,8,9}

() প্রমাণ কর যে, (AB)=AB

সমাধানঃ

চিত্রে,

U={3,4,5,6,7,8,9,10}

A={3,4,5,6}

B={4,5,8,9}

C={5,6,7,8}

এখন,

AB={3,4,5,6}{4,5,8,9}={3,4,5,6,8,9}

(AB)=U-(AB)={3,4,5,6,7,8,9,10}-{3,4,5,6,8,9}={7,10}

আবার,

A=U-A={3,4,5,6,7,8,9,10}-{3,4,5,6}={7,8,9,10}

B=U-B={3,4,5,6,7,8,9,10}-{4,5,8,9}={3,6,7,10}

AB={7,8,9,10}{3,6,7,10}={7,10}

অতএব,

(AB)=AB [প্রমাণিত]

২৪. সার্বিক সেট U={1,2,3,4,5,6,7} এর তিনটি উপসেট

A={x∈N:x<7 এবং x বিজোড় সংখ্যা}

B={x∈N:x<7 এবং x জোড় সংখ্যা}

C={x∈N:x3 এবং x মৌলিক সংখ্যা}

(ক) A ও B সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ কর।

সমাধানঃ

A={x∈N:x<7 এবং x বিজোড় সংখ্যা}

এখানে,

U={1,2,3,4,5,6,7}

7 থেকে ছোট সংখ্যা 1,2,3,4,5,6 যার মধ্য বিজোড় সংখ্যা হলোঃ 1,3,5

∴ A={1,3,5}

আবার,

7 থেকে ছোট সংখ্যা 1,2,3,4,5,6 যার মধ্য জোড় সংখ্যা হলোঃ 2,4,6

B={2,4,6}

অর্থাৎ, A ও B সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে পাই,

A={1,3,5} এবং B={2,4,6}

(খ) (AB) (AC) নির্ণয় কর।

সমাধানঃ

ক হতে পাই,

A={1,3,5} এবং B={2,4,6}

এখন, U={1,2,3,4,5,6,7} যেখানে 3 এর সমান ও ছোট মৌলিক সংখ্যা হলোঃ 1,2,3

∴ C={1,2,3}

এখন,

AB={1,3,5}∪{2,4,6}={1,2,3,4,5,6}

AC={1,3,5}∪{1,2,3}={1,2,3,5}

(AB)(AC={1,2,3,4,5,6}{1,2,3,5}={4,6}

(গ) (BC)’ এর উপসেটগুলো লিখ।

সমাধানঃ

এখানে,

U={1,2,3,4,5,6,7}

B={2,4,6}

C={1,2,3}

এখন,

BC={2,4,6}∪{1,2,3}={1,2,3,4,6}

(BC)’=U-(BC)={1,2,3,4,5,6,7}-{1,2,3,4,6}={5,7}

তাহলে, (BC)’ এর উপসেটগুলো ∅, {5}, {7}, {5,7}

২৫. যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 ও 556 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে তাদের সেট যথাক্রমে A ও B

(ক) A সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ কর।

সমাধানঃ

যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে সে সকল সংখ্যা 31 অপেক্ষা বড় এবং (346-31)=315 এর সাধারণ গুণনীয়ক যার সেট A.

এখন,

315

=1315

=3105

=563

=745

=935

=1521

A={35,45,63,105,315}

(খ) AB নির্ণয় কর।

সমাধানঃ

ক হতে পাই, A={35,45,63,105,315}

এখন,

যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 556 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে সে সকল সংখ্যা 31 অপেক্ষা বড় এবং (556-31)=525 এর সাধারণ গুণনীয়ক যার সেট B.

525

=1525

=3175

=5105

=775

=1535

=2125

B={35,75,105,175,525}

তাহলে,

AB={35,45,63,105,315}{35,75,105,175,525}={35,105}

(গ) AB ভেনচিত্রে দেখাও এবং AB এর উপসেটগুলো লিখ।

সমাধানঃ

নিচে ভেনচিত্রে AB দেখানো হলোঃ




ক হতে পাই, AB={35,105}
AB এর উপসেটগুলো হলোঃ ∅, {35}, {105}, {35,105}


No comments:

Post a Comment