Special NTRCA Preliminary Question with Solution (School)
title
Special NTRCA Preliminary Question with Solution (School)
নিচে Check Answers বাটনে ক্লিক করলে আপনার Score ও সব প্রশ্নের উত্তর পাবেন। পুনরায় পরীক্ষা দিতে চাইলে clear বাটনে ক্লিক করে পেইজটি reload বা Refresh করে নিন।
1. সাধু ও চলিত রীতির পার্থক্য কোন কোন পদে বেশি?
সর্বনাম ও ক্রিয়া পদে
ক্রিয়া ও বিশেষণ পদে
বিশেষ্য ও বিশেষণ পদে
বিশেষ্য অব্যয় পদে
2. বাড়ি বা রাস্তার নম্বরের পরে কোন চিহ্ন বসে?
দাঁড়ি
লোপ
হাইফেন
কমা
3. “ইদুর কপালে।”- এর বিপরীত বাগধারা কোনটি?
নিরেট বোকা
সোনায় সোহাগা
একাদশে বৃহস্পতি
অহংকারী
4. কোন বানানটি শুদ্ধ?
শুশ্ৰষা
শুশ্রুষা
শ্বশ্ৰদ্যু
গুণ্ডাষা
5. বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে?
প্রমথ চৌধুরী
ঈশ্বরচন্দ্ৰ বিদ্যাসাগর
প্যারীচাঁদ মিত্র
রবীন্দ্রনাথ ঠাকুর
6. সারাংশ বা সারমর্ম সাধারণত কয়টি অনুচ্ছেদে লিখতে হয়?
চারটি
তিনটি
দুটি
একটি
7. সুলিখিত পত্র অনেক সময় কিসের মর্যাদা লাভ করে?
ঐতিহাসিক
সাহিত্যিক
সামাজিক
সাংস্কৃতিক
8. “যৌবন সূৰ্য” কোন সমাস?
মধ্যপদলোপী কর্মধারয় সমাস
দ্বন্দ্ব সমাস
রূপক কর্মধারয় সমাস
ষষ্ঠী তৎপুরুষ সমাস
9. দেশি ও তৎসম শব্দের মিশ্রণকে কি বলে?
গুরুচণ্ডালী দোষ
বাহুল্য দোষ
দুর্বোধ্যতা
উপমার ভুল প্রয়োগ
10. চাকরির জন্য যে পত্র লিখতে হয় তার নাম কি?
ব্যক্তিগতপত্র
নিমন্ত্রণপত্র
আবেদনপত্র
অভিযোগ সংক্রান্ত পত্র
11. "সারাংশ লিখন” শিক্ষার উদ্দেশ্য কী?
বক্তব্য বিশ্লেষণ
বক্তব্য সংযোজন
বক্তব্য সংমিশ্রণ
বক্তব্য সংক্ষেপণ
12. ভাষার কোন রীতি নাটকের সংলাপে ও বক্তৃতার উপযোগী?
আঞ্চলিক রীতি
চলিত রীতি
সাধু রীতি
লেখ্য রীতি
13. কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ?
কথাসর্বস্ব
হতশ্রী
আপাদমস্তক
অল্পবয়সী
14. শুদ্ধ বানান কোনটি?
দরিদ্রতা
দারিদ্র
দরিদ্র
দারিদ্র্যতা
15. ইঙ্গিতময়, অর্থপূর্ণভাব ঘন বাক্যকে সম্প্রসারিত করার নাম কী?
সারাংশ
ভাব-সম্প্রসারণ
সারমর্ম
রচনা
16. ব্যাসবাক্যের অন্তর্গত প্রত্যেকটি পদকে কি বলে?
পূর্বাপদ
সমস্যমান পদ
সমস্তপদ
পরপদ
17. “যার কোনো মূল্য নেই” –একে বাগধারায় বলে
তামার বিষ
অরণ্যে রোদান
কাঠের পুতুল
ঢাকের বায়া
18. ভাব-সম্প্রসারণের ক্ষেত্রে দোষের বিষয় কোনটি?
একই কথার পুনরাবৃত্তি
প্রাসঙ্গিক আলোচনা
যুক্তিতর্কপূর্ণ বিষয়
বৈজ্ঞানিক ব্যাখ্যা
19. কোন ছেদ চিহ্নে থামার প্রয়োজন আছে?
ইলেক
কমা চিহ্ন
বিস্ময় চিহ্ন
উদ্ধারণ চিহ্ন
20. “সারাংশ লিখনে” ভাষার বাহুল্য, উপমা, অলংকার এসকল
গ্রহণীয়
প্রাসঙ্গিক
বৰ্জনীয়
যৌক্তিক
21. কুল কাঠের আগুন”- বাগধারাটির প্রকৃত অর্থ কি?
কাঠের পুতুল
কুপমণ্ডুক
কেতাদুরন্ত
তীব্র জ্বালা
22. বাক্যে “কমা” অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কী বসে?
কোলন
সেমিকোলন
ড্যাশ
হাইফেন
23. কোনটি শুদ্ধ?
নীরস
নিঃশোষিত
মাধুরিয়া
অধীনী
24. কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশক?
আদায় কাঁচকলায়
সাপে-নেউলে
দা -কুমড়া
সাতও না পাচও না
25. সংখ্যাবাচক শব্দ পূর্বপদে বসে কোন সমাস হয়?
বহুবীহি সমাস
তৎপুরুষ সমাস
দ্বিগু সমাস
কর্মধারয় সমাস
26. The man is in great trouble.
লোকটা বিপদে পড়েছে
লোকটা মহাসংকটে পড়েছে
লোকটা সমস্যায় পড়েছে
লোকটা খুব অসহায়
27. The rains have set in……
বৃষ্টি শুরু
বৃষ্টিপাত হয়েছিল
গ্রেট বর্ষাকাল এসেছে
বর্ষাকাল শুরু হয়েছে
28. Suddenly he began to weeping.
হঠাৎ সে কাঁদছে
হঠাৎ সে কাঁদতে শুরু করেছে
হঠাৎ সে কাঁদতে শুরু করল
হঠাৎ সে কাঁদতে শুরু করে
29. Were the birds chirping?
পাখিরা কি কিচিরমিচির করছিল?
পাখিরা কি গান করছিল?
পাখিরা কি গান করেছে?
পাখিরা কি কিচিরমিচির করছে?
30. He used to come here every week.
তিনি প্রত্যেক সপ্তাহে এখানে আসতেন
তিনি প্রত্যেক সপ্তাহে এখানে আসেন
তিনি প্রত্যেক সপ্তাহে এখানে এসেছিলেন
তিনি প্রত্যেক সপ্তাহে এখানে এসে থাকবেন
31. He starts for London tonight.
সে আজ রাতে লন্ডন যায়
সে আজ রাতে লন্ডন রওয়ানা হয়
সে আজ রাতে লন্ডন শুরু করে
সে আজ রাতে লন্ডন যাত্রা করে
32. He is an honest man. (Interrogative)
Does he an honest man?
she is an honest man?
Isn't he an honest man?
Doesn't he a dishonest man too.
33. He has only a few books. (Negative)
He has nothing but a few books
He does not but a few books
He is nothing though a few books
He does not possess a few books
34. I had done the work and went home. (Simple)
AS I had done the work, I went home.
Because of being done the work, I went home
Being done the work, I went home
Having done the work, I went home
35. He confessed his guilt. (Complex)
He confessed when he became guilty
He confessed because he was guilty
He confessed that he was guilty
He confessed though he was not guilty too.
36. Javed is a boy who is good. (Simple)
Javed is being a good boy
Javed is a good boy
Javed is not an ugly boy
Javed has been a good boy
37. I wish I were a king (Exclamatory)
Would that I were a king!
Would that I was a king!
Would that I am a king!
If I could be a king!
38. The accident took place long ago. Here 'ago' is a/an …
Adjective
Adverb
Noun
Pronoun
39. Who is the man that came to you? Here 'that' is an…
Indefinite pronoun
Demonstrative pronoun
Relative pronoun
interrogative pronoun
40. Which is the adjective form of the word 'Heaven'?
Heavenly
Heavenness
Heavinity
Heavened
41. Which is the noun form of the word 'Pious'?
Piousness
Piousity
Pity
Piety
42. Fire burns. Here 'burns' is a/an – verb
Causative
Copulative
Transitive
Intransitive
43. Though he is rich, he is unhappy. Here 'Though' is a/an
Proposition
Noun
Conjunction
Adverb
44. A paragraph deals with ____ theme/themes.
four
three
one
two
45. এটা কি ধরনের ফুল?
What kind of flower this is?
What kind of flower is it?
What kind of flower that is?
This is what kind of flower?
46. ইহা একটি অপূর্ব সুযোগ।
This is a nice opportunity
This is a unique opportunity
This is an unique opportunity
This is a real opportunity
47. বাংলাদেশ দিনে দিনে উন্নতি করুক..
May Bangladesh prosper day by day
May Bangladesh succeed day by day
Bangladeshis developing day by day
Bangladeshis prospering day by day
48. চরিত্র জীবনের মুকুট ।
Character is the goal of life
Character is the result of life
Character is the crown of life
Behaviour is the motto of life
49. দয়া একটি মহৎ গুণ ।
Kindness is an unique virtue
Kindness is a brave virtue
Kindness is a real virtue
Kindness is a great virtue
50. বিপদ কখনো একা আসে না ।
Sorrow does not come alone
Misfortune never comes alone
Misfortune does not come alone
Misfortune do not come alone
51. ৩০ এবং ৫০ এর মধ্যবতী মৌলিক সংখ্যাগুলোর গড় কত?
৩৯.৮
৩৯
৩৭
৩৭.৮
52. ৯ এবং ১৬ এর মধ্যসামানুপাতী কত?
১৬
৬
৯
১২
53. ৪, ৩১ /৫ , ৩২/৩৫ উক্ত ভগ্নাংশ তিনটির গ.সা.গু নিচের কোনটি?
৪/৫
৩২/১৭৫
৪/৩৫
৩২/৫
54. একটি ভেড়া ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হলো ৫% লাভ হতো। ভেড়াটির ক্রয়মূল্য কত?
৩০০ টাকা
২০০ টাকা
৯০০ টাকা
৪০০টাকা
55. কিছু টাকা ৩০ বছরে সরল সুদে তিনগুণ হলো, সুদের হার কত?
৬২ /৩ %
৬১ /২ %
১০%
৯%
56. a + b = 9p, ab = 18p2 হলে, (a-b) = কত?
4p
6р
5ρ
3p
57. f(x) = x3 + 2x2 -3 হলে, f(-3) = এর মান কত?
– 48
-12
-42
12
58. x3 -x এর উৎপাদকে বিশ্লেষণ কোনটি?
(x-1) (x2 + x + 1)
(x + 1)(x2 — x + 1)
x(x+1)(xー1)
x(x — 1)(x—1)
59. x + y = 3 এবং xy = 1 হলে, x3 + y3 + 3xy এর মান কত?
21
27
39
33
60. loga 1 -এর মান কত?
1
a
0
loga 1
61. 120° কোণের সম্পূরক কোণ কত?
30°
40°
0°
60°
62. বহিঃস্থ কোনো বিন্দু হতে একটি বৃত্তে-
একটি স্পর্শক আঁকা যায়
দুইটি স্পর্শক আঁকা যায়
চারটি স্পর্শক আঁকা যায়
কোনো স্পর্শক আঁকা যায় না
63. BP ও COA ABC-এর দুটি মধ্যমা, BC=12 সে.মি. হলে OP এর মান কত?
24 সে.মি.
৪ সে.মি.
6 সে.মি.
12 সে.মি.
64. ABCD রম্বসের AC ও BD দুটি কর্ণ o বিন্দুতে ছেদ করেছে। <ACD = 60° হলে,<ODC = কত?
30°
60°
90°
45°
65. একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় 4 সে. মি. ও 3 সে. মি.৷ অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
2.5 সে.মি.
25বর্গ সে.মি.
49 বর্গ সে.মি.
(2+√3 ) বর্গ সে.মি.
66. (sin=θ + cosθ) / (sinθ - cosθ) = 7 হলে, tanθ এর মান কত?
3/4
4/3
7/8
8/7
67. যদিও θ সূক্ষ্মকোণ এবং sin(θ + 18°) = 1/2 হয়, তবে θএর মান কত?
18°
3°
24°
12°
68. নিচের কোন বাক্যটি সত্য?
tan 45° = cos 45°
sin30° =cos 30°
sec60° = cosec60°
tan 30° = √3
69. 1/(1+tan2 A) + 1/(1+cot2 A) = কত?
1/sinA
1
1/cosA
1/tanA
70. ত্রিকোণমিতিক অনুপাত কয়টি?
৪টি
৫টি
৬টি
2টি
71. বর্গের এক বাহুর দৈর্ঘ্য √3 সে.মি. হলে, বর্গটির কর্ণের দৈর্ঘ্য কত?
2√2সে.মি.
4√3 সে.মি.
2√3সে.মি.
√6 সে.মি.
72. একটি রম্বসের কর্ণদ্বয় 40 সেমি এবং 60 সেমি। রম্বসের ক্ষেত্রফল কত?
4800 বর্গ সে.মি.
1200 বর্গ সে.মি.
2400 বর্গ সে.মি.
600 বর্গ সে.মি.
73. কোনো ঘনকের ধার 10 সে.মি. হলে, তার সমগ্রতলের ক্ষেত্রফল কত?
600 বর্গ সে.মি.
300 বর্গ সে.মি.
100 বর্গ সে.মি.
76 বর্গ সে.মি.
74. 10 সে. মি. উচ্চতাবিশিষ্ট একটি বেলনের ভূমির ব্যাস ৪ সে.মি., বেলনের আয়তন কত?
640 π ঘন সে.মি.
80 π ঘন সে.মি.
320 π ঘন সে.মি.
160 π ঘন সে.মি.
75. কোণকের ভূমির ব্যাসার্ধ r, উচ্চতা h ও হেলান উন্নতি l হলে, নিজের কোন সম্পর্কটি সঠিক?
l2 = √(h2 + r2 )
l = (+-)√(h2 + r2 )
l = √(h2 + r2 )
l = (h2 + r2 )/2πr
76. বাংলা সনের প্রবর্তক কে?
লক্ষ্মণ সেন
সম্রাট আকবর
আবুল ফজল
বখতিয়ার খলজি
77. সম্প্রতি এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশী মুসা ইব্রাহিম কোন জেলার অধিবাসী?
রংপুর
নীলফামারী
কুড়িগ্রাম
লালমনিরহাট
78. ঢাকা বিভাগে কয়টি জেলা আছে?
১৫টি
১৪টি
১৩টি
১২টি
79. গ্রীনহাউস প্রভাব সৃষ্টির জন্য বিভিন্ন গ্রীনহাউজ গ্যাসগুলোর মধ্যে কোনটি অন্যতম?
কার্বন ডাইঅক্সাইড
মিথেন
সি. এফ. সি
নাইট্রাস অক্সাইড
80. “হিমছড়ি” কোন শহরের উপকণ্ঠে অবস্থিত?
কক্সবাজার
খাগড়াছড়ি
রাঙ্গামাটি
কাপ্তাই
81. মেরাসমাস রোগের ফলে কী হয়?
দেহের ওজন বৃদ্ধি পায়
পেশী ও মেদ ক্ষয় হয়
দেহের অস্বাভাবিক বৃদ্ধি ঘটে
রক্তনালী সরু হয়ে পড়ে
82. বাংলাদেশ কোন সনে ইসলামী সহযোগিতা সংস্থা (OIC)-এর সদস্যপদ লাভ করে?
১৯৭২ সালে
১৯৭৩ সালে
১৯৭৪ সালে
১৯৭৫ সালে
83. বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থান কোনটি?
বাংলাবান্ধা
টেকনাফ
পঞ্চগড়
তেঁতুলিয়া
84. কোন দেশের পার্লামেন্টের নাম কংগ্রেস?
ভারত
সুইডেন
দক্ষিণ আফ্রিকা
ইউ.এস.এ
85. মিয়ানমার এর মুদ্রার নাম কি?
কিপ
রুপিয়া
কিয়াট
রিংগিট
86. কোন দেশের জাতীয় পতাকা কখনোই অৰ্ধনমিত হয় না?
কুয়েত
সৌদি আরব
ইরাক
বাহরাইন
87. জনসংখ্যায় বিশ্বের সবচেয়ে বৃহত্তম মুসলিম দেশ কোনটি?
ইন্দোনেশিয়া
মিশর
কাজাখস্তান
বাংলাদেশ
88. ই-কমার্স কি?
পরিবহন ব্যবস্থা
নতুন বাজারজাতকরণ পদ্ধতি
প্রেষণাদানের নতুন পদ্ধতি
বাণিজ্যিক ব্যাংকিং
89. বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ
কম হয়
বেশি হয়
একই হয়
খুব কম হয়
90. কম্পিউটারে কাজের গতি কী দ্বারা প্রকাশ করা হয়?
ন্যানো সেকেন্ড
মিনিট
সেকেন্ড
ঘণ্টা
91. কারবালা (বর্তমানে) কোন দেশে অবস্থিত?
জর্দান
সিরিয়া
বাহরাইন
ইরাক
92. সার্কের বর্তমান সদস্যসংখ্যা কত?
৫
৬
৭
৮
93. চীনের দুঃখ নামে পরিচিত কোনটি?
মেকং নদী
মেনাম নদী
হোয়াংহো নদী
ইয়াং নদী
94. সবচেয়ে বড় ঘাস কোনটি?
শিম গাছ
লাউ গাছ
বাঁশ
বটগাছ
95. স্মরণশক্তি হ্রাস পায় কোন খনিজের অভাবে?
ম্যাগনেসিয়াম, সালফার
আয়রন, জিংক
কপার, অ্যালুমিনিয়াম
কার্বনেট, ম্যাঙ্গানিজ
96. উদ্ভিদের পাতা হলদে হয়ে যায় কিসের অভাবে?
ফসফরাসের
নাইট্রোজেন
অক্সিজেনের
পটাশিয়ামের
97. হেপাটাইটিস ‘বি’ ভাইরাস শরীরের কোথায় আক্রমণ করে?
যকৃত
ফুসফুস
হৃদপিণ্ড
অগ্ন্যাশয়
98. কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সর্বাধিক হয়?
০°
১০°
৪°
১০০°
99. পেনিসিলিয়াম আবিষ্কার করেন কে?
রবার্ট হুক
টমাস এডিসন
জেমস ওয়াট
আলেকজান্ডার ফ্লেমিং
100. মহাশূন্য থেকে পৃথিবীতে আগত রশ্মির কণাকে কী বলে?
আলফা রশ্মি
কসমিক রশ্মি
বিটা রশ্মি
গামা রশ্মি