*প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিন আমাদের সাথে * বিসিএস পরীক্ষা এর প্রস্তুতি নিন আমাদের সাথে* আনলিমিটেড টেস্ট রয়েছে আপনার জন্য এই ব্লগে * নতুন ও আপডেট তথ্য পেতে পাশের "follow/অনুসরণ" বাটনে ক্লিক করুন * নিজেকে আরো বেশি সমৃদ্ধ করুন * আপনার শিশুকে কাব কার্যক্রমের সাথে সম্পৃক্ত করুন * আপনার বাড়ি, বিদ্যালয়, অফিসের আঙ্গিনায় সবজির বাগান করুন, নিরাপদ ও বিষ মুক্ত খাদ্য গ্রহণ করুন * করোনার কমিউনিটি স্প্রেইডিং রোধে সামাজিক দূরত্ব বজায় রাখুন * অযথা পাড়া বেড়ানো, চায়ের দোকানে আড্ডা পরিহার করুন * পরিবারে অধিক সময় দেয়ার চেষ্টা করুন * ঘরে থাকুন, নিরাপদে থাকুন *

15th NTRCA Preliminary Question with Solution (School)

title

15th NTRCA Preliminary Question with Solution (School)

নিচে Check Answers বাটনে ক্লিক করলে আপনার Score ও সব প্রশ্নের উত্তর পাবেন। পুনরায় পরীক্ষা দিতে চাইলে clear বাটনে ক্লিক করে পেইজটি reload বা Refresh করে নিন।

1. 1/|2x-5| < 1/3 এর সমাধান



72. এক গ্লাস গুড়ের শরবতে গুড় ও পানির অনুপাত 4:6 হলে গুড়ের পরিমান কত?



3. ‘আমন্ত্রণ' শব্দের সমার্থক শব্দ নিচের কোনটি নয়?



4. ‘মন না মতি’ বাগধারার অর্থ কী?



5. বীর সন্তান প্রসব করে যে নারী—এক কথায় তাকে কী বলে?



6. অম্বু শব্দের সমার্থক শব্দ কোনটি?



7. ‘দীপ্যমান’ শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?



8. নিচের কোনটি ঘোষ অল্পপ্রাণ বর্ণ?



9. শুদ্ধ বানান কোনটি?



10. মহকুমা শব্দটি কোন ভাষা থেকে এসেছে?



11. পাহাড়ের ঢাল বেয়ে জল নামছে—বাক্যে ‘জল’ কোন কারকে কোন বিভক্তি?



12. কোনটি নিপাতনে সিদ্ধ প্রত্যয়যুক্ত শব্দ?



13. অর্থ অনুসারে হরিণ কোন ধরনের শব্দ?



14. বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে-



15. নিচের কোন শব্দটি সাধু ভাষায় ব্যবহারের উপযোগী?



16. উদ্ধরণ চিহ্নের পূর্বে (খণ্ডবাক্যের শেষে) বসাতে হবে-



17. ‘খাতক’ এর বিপরীত শব্দ



18. Phoneme শব্দের অর্থ



19. ‘অরুণরাঙা’ কোন সমাস নিষ্পন্ন সমস্ত পদ?



20. ‘হ্ম’ এর সঠিক বিশ্লেষণ কোনটি?



21. Apenthesis – এর অর্থ



22. ‘ভাস্বর’ এর প্রকৃতি প্রত্যয় কোনটি-



23. আদেশ অর্থে অনুজ্ঞার উদাহরণ কোনটি?



24. চক্ষুদান করা – বাগধারাটির অর্থ কী?



25. গুণ ও বৃদ্ধি বলা হয়-



26. His behaviour surprised me. (Passive)



27. While living in poverty, the poet had to _____ a great deal of sufferings.



28. The word ‘Camouflage’ means--



29. It burns the prettiest of any wood. (Positive)



30. Anybody can apply for the post. Here ‘anybody’ is-



31. ‘Once in a blue moon’ means



32. Opened the door as soon as I _____ the bell.



33. He talks as if _______.



34. He parted _____his friends in tears.



35. Choose he correct sentence –



36. Get rid of means-



37. The teacher made the children ____the book.



38. The word “homogeneous” means



39. আমরা বিষয়টি আলোচনা করব।


We should discuss on the matter
40. এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি ।



41. Who is calling me? (Passive)



42. The roads of Rajshahi are wider _____.



43. A speech full of too many word is-



44. Credit Tk. 5.000_____ my account.



45. All love flower. (Interrogative)



46. The adjective form of the word ‘Study’ is –



47. He said, “I went to Tangail.” (Indirect)



48. The verb of the word economy is –



49. A person whose head is in the clouds is –



50. শব্দটি কেটে দাও-



51. ৩৯ সংখ্যাটি নিচের কোন সংখ্যাটির ৬৫%?



52. ৬% বার্ষিক মুনাফায় কত টাকার বার্ষিক মুনাফা ১২০ টাকা?



53. একটি ক্রমিক সমানুপাতের ১ম ও ৩য় রাশি যথাক্রমে ৩ ও ১২ হলে মধ্যসমানুপাতিক নির্ণয় কর।



54. জামিল সাহেব ১০% মুনাফায় ব্যাংকে ৩,০০০ টাকা জমা রাখেন। প্রথম বছরান্তে তার চক্রবৃদ্ধি মূলধন



55. একজন কমলা বিক্রেতা প্রতিশত কমলা ১২০০ টাকায় কিনে ১৮০০ টাকায় বিক্রি করলেন। তার শতকরা কত লাভ হল?



56. দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর ১৭ হলে সংখ্যাদ্বয়ের যোগফল-



57. একটি প্লাটফর্মের দৈর্ঘ্য ২০০ মিটার। ২৫০ মিটার লম্বা একটি ট্রেনকে অতিক্রম করতে যে দূরত্ব অতিক্রম করতে হবে তা হলো-



58. একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য 6√2 একক হলে উহার পরিসীমার অর্ধেক-



59. x2 – y2, x2 + xy + y2, x3 – y3 রাশিত্রয়ের ল.সা.গু



60. x2 + y2 + z2 = 4, x + y – z = 8 হলে yz + zx – xy এর মান



61. 1/5 logx(2187√3)=1 হলে x এর মান-



62. একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 একক হলে, উহার ক্ষেত্রফল কত বর্গ একক?



63. 4 একক ধারবিশিষ্ট একটি ঘনকের দুইটি কর্ণের সমষ্টি কত একক?



64. x -2 =√3 হলে x4 + 1/x4 এর মান কত?



65. 6 – x – 9/x = 0 হলে x2 ÷ (x2 - x – 3) এর মান --



66. 4 সে.মি., 5 সে.মি. ও 9 সে.মি. বাহুবিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ একক?



67. tanθ = -5/12, π/2 < θ < π হলে cosecθ এর মান



68. (secθ + tanθ) = 7/5 হলে (secθ – tanθ) এর মান কত?



69. একটি আয়তক্ষেত্রের দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 9 ও 12 সে.মি। অন্তর্ভূক্ত কোণ কত হলে আয়তটি আঁকা সম্ভব?



70. স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কত?



71. নিচের কোন শব্দটি প্রাতিপাদিক-



72. কোনটির আগে স্ত্রীবাচক শব্দযোগে লিঙ্গান্তর করতে হয়?



73. <A ও <B পরস্পর পূরক এবং কোণ দুটির অনুপাত 3:2 হলে ∠A এর মান কত?



74. ১৫ থেকে ৩০ এর মধ্যে মৌলিক সংখ্যাগুলোর যোগফল কত?



75. দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ২৩ হলে সংখ্যাদ্বয় কত?



76. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতিকে শপথ বাক্য কে পাঠ করান?



77. বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ কোন দেশের সহযোগিতায় নির্মিত হয়েছে



78. বাংলাদেশের প্রথম ফিশ ওয়ার্ল্ড একুরিয়াম কোথায় অবস্থিত?



79. শেখ হাসিনা সেনানিবাস কোথায় অবস্থিত?



80. ই-৮ পৃথিবীর কোন ধরনের ৮টি দেশকে নির্দেশ করে?



81. কম্পিউটারের স্থায়ী স্মৃতিকে কি বলা হয়-



82. বৃটিশ উপনিবেশ না হয়েও নিম্নের কোনটি কমনওয়েলথের সদস্য দেশ?



83. টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের সময়কাল নিম্নের কোনটি?



84. দেশের সর্বশেষ সিটি কর্পোরেশন কোনটি-



85. বিশ্ব অটিজম দিবস পালন করা হয়-



86. বিশ্বের পঞ্চম বৃহত্তম সীমান্ত কোনটি?



87. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি সম্বলিত ডাকটিকেট বিশ্বের কোন দেশ প্রকাশ করেছে?



88. ইউরোপীয় ইউনিয়নের চুক্তির আওতায় বিশ্বের কোন দুটি দেশ ‘ইউরো’ চালু করতে বাধ্য নয়?



89. বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল শুরু হয় কোন সালে?



90. ২০১৮ সালে ফিফা বিশ্বকাপে গোল্ডেন বল লাভকারী লুকা মডরিচ কোন দেশের নাগরিক?



91. বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদের নাম কী?



92. আকাশ নীল দেখায় কারণ নীল রঙের



93. ২০১৮ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন কে?



94. কোন সময়কালকে মুজিব বর্ষ হিসেবে ঘোষণা দেয়া হয়েছে?



95. জাপান পার্ল হারবার আক্রমণ করে কবে?



96. বায়ুমণ্ডলে কোন গ্যাস সর্বাধিক পরিমাণে পাওয়া যায়?



97. ইউয়ান কোন দেশের মুদ্রা?



98. ভিসুভিয়াস আগ্নেয়গিরি কোথায় অবস্থিত?



99. কচু খেলে গলা চুলকায় কারণ কচুতে আছে-



100. জনসংখ্যার দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় কোন দেশ?




No comments:

Post a Comment