Pre Primary Assistant Teacher 2013 Padma Question with Solution
title
Pre Primary Assistant Teacher 2013 Padma Question with Solution
নিচে Check Answers বাটনে ক্লিক করলে আপনার Score ও সব প্রশ্নের উত্তর পাবেন। পুনরায় পরীক্ষা দিতে চাইলে clear বাটনে ক্লিক করে পেইজটি reload বা Refresh করে নিন।
1. লীগ অব নেশনস কোন সালে বিলুপ্ত হয়?
১৯৪৬ সালে
১৯৪৫ সালে
১৯৪১ সালে
১৯৩৯ সালে
2. এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রধান কার্যালয় কোথায়?
টোকিও
ব্যাংকক
সিঙ্গাপুর
ম্যানিলা
3. আমেরিকার স্বাধীনতা ঘোষণা করা হয় কোন সালে?
১৭৭৪
১৭৭৫
১৭৭৬
১৭৭৭
4. ‘হামাস’ কোন দেশের সংগঠন?
ফিলিস্তিন
লেবানন
মিসর
ইরাক
5. ইসলামী সম্মেলন সংস্থার সচিবালয় অবস্থিত-
জেদ্দা
রিয়াদ
মক্কা
দামাস্ক
6. ‘আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা’ এর সদর দপ্তর অবস্থিত-
জেনেভা
বন
রোম
ভিয়েনা
7. স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়েছিল ১৯৭১ সালের -
২৫ মার্চ
২ মার্চ
২৩ মার্চ
১০ মার্চ
8. রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন সালে?
১৯৫২
১৯৫৪
১৯৫৩
১৯৫৫
9. ‘বীরশেষ্ঠ’ পদকপ্রাপ্তদের সংখ্যা কত?
সাত
আট
ছয়
পাঁচ
10. জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?
হামিদুর রহমান
তানভির কবির
মইনুল হোসেন
মাযহারুল ইসলাম
11. শূণ্য মাধ্যমে শব্দের বেগ কত?
২৮০মি./সেকেন্ড
৩৩২মি./সেকেন্ড
১১২০ফুট/সেকেন্ড
শূণ্য
12. বর্ণালীর প্রান্তীয় বর্ণ কি কি?
বেগুনী ও হলুদ
বেগুনী ও লাল
লাল ও নীল
নীল ও সবুজ
13. সহসা দরজা খুলতে চাইলে দরজার কোথায় বল প্রয়োগ করা উচিত?
মাঝখানে
কব্জার কাছে
কব্জার বিপরীত প্রান্তে
উপরের প্রান্তে
14. একজন মানুষ কি অবস্থায় পৃথিবীকে সবচেয়ে কম চাপ দেয়?
দাঁড়ানো
দৌড়ানো
বসা
শোয়া
15. কোন বর্ণের আলোর প্রতিসরণ সবচাইতে বেশি?
সবুজ
বেগুনী
লাল
হলুদ
16. বিদ্যুৎ প্রবাহের একক-
ভোল্ট
অ্যাম্পিয়ার
জুল
ওয়াট
17. ক্রোনোমিটার হচ্ছে -
সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্র
ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র
উত্তাপ পরিমাপক যন্ত্র
সময় নির্ণায়ক যন্ত্র
18. যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয়-
সূর্যগ্রহণ
চন্দ্রগ্রহণ
অমাবস্যা
কোনটি নয়
19. মোটর গাড়ীতে ব্যবহৃত দর্পণ-
অবতল দর্পণ
উত্তল দর্পণ
সমতল দর্পণ
সবগুলোই
20. একটি বায়ুশূণ্য স্থানে একটি পালক ও একটি লোহার বল একত্রে ছেড়ে দিলে-
লোহার বলটি আগে পড়বে
পালকটি আগে পড়বে
উভয়টি একসাথে পড়বে
আদৌও পড়বে না
21. সমুদ্রবায়ু প্রবলবেগে প্রবাহিত হয় -
সকালে
রাত্রিতে
মধ্যাহ্নে
অপরাহ্ণে
22. আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে নির্গত গলিত পদার্থকে বলা হয় -
ম্যাগমা
লাভা
শিলা
ভষ্ম
23. পৃথিবীর পরিধি-
৩৬০ ডিগ্রি
২৬০ ডিগ্রি
১৮০ ডিগ্রি
৯০ ডিগ্রি
24. পৃথিবী হতে সূর্যের গড় দূরত্ব
১৭ কোটি কিমি
১০ কোটি কিমি
১৩ কোটি কিমি
১৫ কোটি কিমি
25. সৌরজগতের বৃহত্তম গ্রহ-
শুক্র
শনি
বৃহস্পতি
পৃথিবী
26. পৃথিবীর মূল মধ্যরেখা হতে পূর্ব বা পশ্চিমে কোনো স্থানের কৌণিক দূরত্বকে বলা হয়-
অক্ষাংশ
দ্রাঘিমাংশ
সুমেরু
কুমেরু
27. ভূত্বকের গভীরতা (প্রায়)-
১২ কিমি
১০ কিমি
২০ কিমি
১৬ কিমি
28. বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত?
সিলেটের বনভূমি
পার্বত্য চট্টগ্রামের বনভূমি
ভাওয়াল ও মধুপুরের বনভূমি
খুলনা, বরিশাল ও পটুয়াখালীর বনভূমি
29. বাংলাদেশের উন্নতমানের কয়লার সন্ধান পাওয়া গেছে-
জামালগঞ্জে
রাণীগঞ্জে
বিজয়পুরে
জকিগঞ্জে
30. কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে?
মিজোরাম
ত্রিপুরা
মনিপুর
মেঘালয়
31. সিএফসি কি ক্ষতি করে?
বায়ুর তাপ বৃদ্ধি করে
ওজোন স্তর ধ্বংস করে
এসিড বৃষ্টি ঘটায়
রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা হ্রাস করে
32. ক্লোরোফিল ছাড়া সম্পন্ন হয় না-
শ্বসন
রেচন
সালোকসংশ্লেষণ
অভিস্রবণ
33. শৈবালের বৈশিষ্ট্য কি?
এরা স্ব-ভোজী
এরা পরজীবী
এরা এককোষী
এদের দেহে ক্লোরোফিল থাকে না
34. কত তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি?
০° সেন্টিগ্রেড
১০° সেন্টিগ্রেড
১০০° সেন্টিগ্রেড
৪° সেন্টিগ্রেড
35. পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না কেন?
পৃথিবীর সাথে আমাদের ঘূর্ণনের জন্য
আমরা স্থির থাকার জন্য
মধ্যাকর্ষণ বলের জন্য
বাতাসের উপস্থিতির জন্য
36. রক্তে হিমোগ্লোবিনের কাজ কি?
রোগ প্রতিরোধ করা
অক্সিজেন পরিবহন করা
রক্ত জমাট বাঁধতে সাহায্য করা
উল্লেখিত সবকটিই
37. নাড়ীর স্পন্দন প্রবাহিত হয়-
ধমনীর ভিতর দিয়ে
শিরার ভিতর দিয়ে
স্নায়ুর ভিতর দিয়ে
ল্যাকটিয়ালের ভিতর দিয়ে
38. ০.২৫ কে সামান্য ভগ্নাংশে পরিণত করলে হবে-
২/৩
১/৪
১/৫
৩/৪
39. এক ডজন আম ৬০ টাকায় ক্রয় করে হালি কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে?
২৫ টাকা
১২ টাকা
২২ টাকা
১৫ টাকা
40. ১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১, ৩৪, ....... ধারাটির পরবর্তী সংখ্যা কত?
৫৫
৪০
৬৮
৯০
41. একটি তেলপূর্ণ পাত্রের ওজন ৩২ কেজি এবং অর্ধেক তেলসহ পাত্রের ওজন ২০ কেজি । পাত্রটির ওজন কত?
১০ কেজি
১২ কেজি
৬ কেজি
৮ কেজি
42. একটি রাস্তায় ১২৫ মিটার অন্তর বৈদ্যুতিক খুঁটি পোঁতা হচ্ছে । ৮ কিমি দীর্ঘ রাস্তায় কতগুলো খুঁটির প্রয়োজন হবে?
৫০ টি
৪৩ টি
৫১ টি
৬৫ টি
43. চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার চিনি খাওয়ার পরিমাণ এমনভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না । ঐ পরিবার চিনি খাওয়া বাবদ শতকরা কত কমালো ?
৩০%
২৫%
২০%
২২%
44. ক, খ ও গ এর মাসিক গড় বেতন ৫০০ টাকা । খ, গ ও ঘ এর মাসিক গড় বেতন ৪৫০ টাকা । ক এর বেতন ৫৪০ টাকা হলে ঘ এর বেতন কত?
৩৭৫ টাকা
৩৮০ টাকা
৩৯০ টাকা
৪০০ টাকা
45. ৬ জন পুরুষ, ৮ জন স্ত্রীলোক এবং ১ জন বালকের বয়সের গড় ৩৫ বছর । পুরুষদের বয়সের গড় ৪৮ এবং স্ত্রীলোকদের বয়সের গড় ৩৪ বছর । বালকের বয়স কত?
১৪ বছর
৩৫ বছর
১৫ বছর
১৬ বছর
46. ১০ বছর আগে করিমের বয়স ছিল রহিমের বয়সের অর্ধেক । যদি তাদের বর্তমান বয়সের অনুপাত ৩:৪ হয়, তবে বর্তমানে তাদের মোট বয়স কত?
২৩ বছর
৩৫ বছর
২৮ বছর
৪৫ বছর
47. একটি নৌকা স্রোতের প্রতিকূলে ৯ কিমি ও স্রোতের অনুকূলে ১৮ কিমি যায় ৩ ঘন্টায় । নৌকার গতিবেগ ঘন্টায় কত কিমি?
৪.৫ কিমি
১.৫ কিমি
৩ কিমি
৬ কিমি
48. বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত -
২৫/৯
৩
২২/৭
প্রায় ৫
49. কোনো ত্রিভুজের একটি কোণ অপর দুটি কোণের সমান হলে ত্রিভুজটি-
সমবাহু
সূক্ষ্মকোণী
স্থুলকোণী
সমকোণী
50. x – 1/x =4 হলে, x2 + 1/x2 = কত?
16
18
14
22
51. m এর মান কত হলে 4x2 - mx + 9 একটি পূর্ণ বর্গ হবে?
12
10
9
16
52. He said to me, “Which book do you want?” বাক্যের indirect speech হচ্ছে -
He said to me which book I wanted
He asked to me which book I wanted
He said to me which book I have wanted
He asked me which book I wanted.
53. ‘Bitter’ শব্দটির verb হচ্ছে-
Bitterness
Bitter
Embitter
Bitterify
54. ‘Destroy’ শব্দটির noun হচ্ছে-
Destruction
Damage
Harm
Affect
55. ‘I shall adhere __ my plan’ বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে -
to
in
for
with
56. ‘Your conduct admits __ no excuse’ বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-
for
at
from
of
57. ‘Beggar description’ phrase টির অর্থ হচ্ছে-
Miser
Undescribable
Very poor
Inefficient
58. ‘Viva- voce’ শব্দটির অর্থ হচ্ছে -
Face to face
Interview
Orally
Written
59. ‘Natural’ শব্দটির Antonym হচ্ছে -
Abnormal
Original
Inherent
Kingdom
60. ‘Encounter’ শব্দটির Synonym হচ্ছে -
Concord
Harmony
Battle
Part
61. নিচের কোনটি শুদ্ধ বানান ?
Embarrasment
Embarassment
Embarasment
Embarrassment
62. নিচের কোনটি শুদ্ধ বানান ?
Addultration
Adulteration
Addulteration
Adultration
63. ‘Do away with it’ বাক্যের passive form হচ্ছে -
Let it has done daway with it
Let it is to be done away with
Let it be done away with
Let it has to do away with
64. ‘All his pupils like him’ বাক্যের passive form হচ্ছে -
He is liked by all his pupils
He was liked by all his pupils
He is like by all his pupils
He is being liked by all his pupils
65. নিচের কোন বাক্যটি শুদ্ধ?
Hasan has choosed the right path
Hasan has chosen the right path
Hasan has chose the rigth path
Hasan has choseing the right path
66. নিচের কোনটি শুদ্ধ বাক্য?
I saw the bird sit down on the roof
I saw the bird sitting on the roof
I saw the bird sat on the roof
I saw the bird sits on the roof
67. ‘আকাশ কুসুম’ শব্দের অর্থ কোনটি?
অদ্ভুদ জিনিস
সুন্দর কল্পনা
স্বপ্ন
অলীক ভাবনা
68. ‘ক্ষমার যোগ্য’ –এর বাক্য সংকোচন-
ক্ষমার্হ
ক্ষমা
ক্ষমাপ্রার্থী
ক্ষমাপ্রদ
69. ‘গায়ক’ এর সন্ধি বিচ্ছেদ -
গৈ + য়ক
গৈ + অক
গা + অক
গঃ + অক
70. যে সমাসে পূর্ব পদের বিভক্তির লোপ হয় না তাকে বলে -
নিত্য সমাস
প্রাদি সমাস
অলুক সমাস
দ্বন্দ্ব
71. কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ?
মাথায় ছাতা
গায়ে হলুদ
হাতে কলমে
কলে ছাঁটা
72. ‘ঔদ্ধত্য’ এর বিপরীতার্থক শব্দ -
স্তব্ধ
বিনয়
গম্ভীর
মাথা নত করা
73. ‘পর্বত’ এর সমার্থক শব্দ নয় -
শিলা
পাহাড়
গিরি
শৈল
74. নিচের বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
তোমার গায়ে নখের আঁচড়ও লাগবে না ।
কর্মে শূন্য
অপাদানে ৬ষ্ঠী
করণে ৫মী
করণে ৬ষ্ঠী
75. নিচের বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি ?
কপোল ভাসিয়া গেল নয়নের জলে ।
করণে শূণ্য
কর্মে ২য়া
কর্মে শূণ্য
অধিকরণে শূণ্য
76. কোনটি শুদ্ধ বানান ?
দধিচী
দধীচি
দধিচি
দধীচী
77. কোনটি শুদ্ধ বানান?
ষান্মাষিক
ষান্মাশিক
ষান্মাসিক
ষাণ্মাসিক
78. ‘ন্যায়দন্ড’ উপন্যাসটি কে রচনা করেন ?
স্বর্ণকুমারী দেবী
রশীদ করিম
জরাসন্ধ
সৈয়দ ওয়ালী উল্লাহ
79. ‘মায়াবী প্রহর’ নাটকটি কার রচনা ?
আলাউদ্দিন আল আজাদ
সেলিম আল দীন
দীনবন্ধু মিত্র
আবদুল্লাহ আল মামুন
80. ‘বিচ্ছিন্ন প্রতিলিপি’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
মযহারুল ইসলাম
রফিকুল আজাদ
হুমায়ূন কবির
জাহানারা ইমাম