*প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিন আমাদের সাথে * বিসিএস পরীক্ষা এর প্রস্তুতি নিন আমাদের সাথে* আনলিমিটেড টেস্ট রয়েছে আপনার জন্য এই ব্লগে * নতুন ও আপডেট তথ্য পেতে পাশের "follow/অনুসরণ" বাটনে ক্লিক করুন * নিজেকে আরো বেশি সমৃদ্ধ করুন * আপনার শিশুকে কাব কার্যক্রমের সাথে সম্পৃক্ত করুন * আপনার বাড়ি, বিদ্যালয়, অফিসের আঙ্গিনায় সবজির বাগান করুন, নিরাপদ ও বিষ মুক্ত খাদ্য গ্রহণ করুন * করোনার কমিউনিটি স্প্রেইডিং রোধে সামাজিক দূরত্ব বজায় রাখুন * অযথা পাড়া বেড়ানো, চায়ের দোকানে আড্ডা পরিহার করুন * পরিবারে অধিক সময় দেয়ার চেষ্টা করুন * ঘরে থাকুন, নিরাপদে থাকুন *

Pre Primary Assistant Teacher 2013 Padma Question with Solution

title

Pre Primary Assistant Teacher 2013 Padma Question with Solution

নিচে Check Answers বাটনে ক্লিক করলে আপনার Score ও সব প্রশ্নের উত্তর পাবেন। পুনরায় পরীক্ষা দিতে চাইলে clear বাটনে ক্লিক করে পেইজটি reload বা Refresh করে নিন।

1. লীগ অব নেশনস কোন সালে বিলুপ্ত হয়?



2. এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রধান কার্যালয় কোথায়?



3. আমেরিকার স্বাধীনতা ঘোষণা করা হয় কোন সালে?



4. ‘হামাস’ কোন দেশের সংগঠন?



5. ইসলামী সম্মেলন সংস্থার সচিবালয় অবস্থিত-



6. ‘আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা’ এর সদর দপ্তর অবস্থিত-



7. স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়েছিল ১৯৭১ সালের -



8. রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন সালে?



9. ‘বীরশেষ্ঠ’ পদকপ্রাপ্তদের সংখ্যা কত?



10. জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?



11. শূণ্য মাধ্যমে শব্দের বেগ কত?



12. বর্ণালীর প্রান্তীয় বর্ণ কি কি?



13. সহসা দরজা খুলতে চাইলে দরজার কোথায় বল প্রয়োগ করা উচিত?



14. একজন মানুষ কি অবস্থায় পৃথিবীকে সবচেয়ে কম চাপ দেয়?



15. কোন বর্ণের আলোর প্রতিসরণ সবচাইতে বেশি?



16. বিদ্যুৎ প্রবাহের একক-



17. ক্রোনোমিটার হচ্ছে -



18. যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয়-



19. মোটর গাড়ীতে ব্যবহৃত দর্পণ-



20. একটি বায়ুশূণ্য স্থানে একটি পালক ও একটি লোহার বল একত্রে ছেড়ে দিলে-



21. সমুদ্রবায়ু প্রবলবেগে প্রবাহিত হয় -



22. আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে নির্গত গলিত পদার্থকে বলা হয় -



23. পৃথিবীর পরিধি-



24. পৃথিবী হতে সূর্যের গড় দূরত্ব



25. সৌরজগতের বৃহত্তম গ্রহ-



26. পৃথিবীর মূল মধ্যরেখা হতে পূর্ব বা পশ্চিমে কোনো স্থানের কৌণিক দূরত্বকে বলা হয়-



27. ভূত্বকের গভীরতা (প্রায়)-



28. বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত?



29. বাংলাদেশের উন্নতমানের কয়লার সন্ধান পাওয়া গেছে-



30. কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে?



31. সিএফসি কি ক্ষতি করে?



32. ক্লোরোফিল ছাড়া সম্পন্ন হয় না-



33. শৈবালের বৈশিষ্ট্য কি?



34. কত তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি?



35. পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না কেন?



36. রক্তে হিমোগ্লোবিনের কাজ কি?



37. নাড়ীর স্পন্দন প্রবাহিত হয়-



38. ০.২৫ কে সামান্য ভগ্নাংশে পরিণত করলে হবে-



39. এক ডজন আম ৬০ টাকায় ক্রয় করে হালি কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে?


১৫ টাকা
40. ১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১, ৩৪, ....... ধারাটির পরবর্তী সংখ্যা কত?



41. একটি তেলপূর্ণ পাত্রের ওজন ৩২ কেজি এবং অর্ধেক তেলসহ পাত্রের ওজন ২০ কেজি । পাত্রটির ওজন কত?



42. একটি রাস্তায় ১২৫ মিটার অন্তর বৈদ্যুতিক খুঁটি পোঁতা হচ্ছে । ৮ কিমি দীর্ঘ রাস্তায় কতগুলো খুঁটির প্রয়োজন হবে?



43. চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার চিনি খাওয়ার পরিমাণ এমনভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না । ঐ পরিবার চিনি খাওয়া বাবদ শতকরা কত কমালো ?



44. ক, খ ও গ এর মাসিক গড় বেতন ৫০০ টাকা । খ, গ ও ঘ এর মাসিক গড় বেতন ৪৫০ টাকা । ক এর বেতন ৫৪০ টাকা হলে ঘ এর বেতন কত?



45. ৬ জন পুরুষ, ৮ জন স্ত্রীলোক এবং ১ জন বালকের বয়সের গড় ৩৫ বছর । পুরুষদের বয়সের গড় ৪৮ এবং স্ত্রীলোকদের বয়সের গড় ৩৪ বছর । বালকের বয়স কত?



46. ১০ বছর আগে করিমের বয়স ছিল রহিমের বয়সের অর্ধেক । যদি তাদের বর্তমান বয়সের অনুপাত ৩:৪ হয়, তবে বর্তমানে তাদের মোট বয়স কত?



47. একটি নৌকা স্রোতের প্রতিকূলে ৯ কিমি ও স্রোতের অনুকূলে ১৮ কিমি যায় ৩ ঘন্টায় । নৌকার গতিবেগ ঘন্টায় কত কিমি?



48. বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত -



49. কোনো ত্রিভুজের একটি কোণ অপর দুটি কোণের সমান হলে ত্রিভুজটি-



50. x – 1/x =4 হলে, x2 + 1/x2 = কত?



51. m এর মান কত হলে 4x2 - mx + 9 একটি পূর্ণ বর্গ হবে?



52. He said to me, “Which book do you want?” বাক্যের indirect speech হচ্ছে -



53. ‘Bitter’ শব্দটির verb হচ্ছে-



54. ‘Destroy’ শব্দটির noun হচ্ছে-



55. ‘I shall adhere __ my plan’ বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে -



56. ‘Your conduct admits __ no excuse’ বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-



57. ‘Beggar description’ phrase টির অর্থ হচ্ছে-



58. ‘Viva- voce’ শব্দটির অর্থ হচ্ছে -



59. ‘Natural’ শব্দটির Antonym হচ্ছে -



60. ‘Encounter’ শব্দটির Synonym হচ্ছে -



61. নিচের কোনটি শুদ্ধ বানান ?



62. নিচের কোনটি শুদ্ধ বানান ?



63. ‘Do away with it’ বাক্যের passive form হচ্ছে -



64. ‘All his pupils like him’ বাক্যের passive form হচ্ছে -



65. নিচের কোন বাক্যটি শুদ্ধ?



66. নিচের কোনটি শুদ্ধ বাক্য?



67. ‘আকাশ কুসুম’ শব্দের অর্থ কোনটি?



68. ‘ক্ষমার যোগ্য’ –এর বাক্য সংকোচন-



69. ‘গায়ক’ এর সন্ধি বিচ্ছেদ -



70. যে সমাসে পূর্ব পদের বিভক্তির লোপ হয় না তাকে বলে -



71. কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ?



72. ‘ঔদ্ধত্য’ এর বিপরীতার্থক শব্দ -



73. ‘পর্বত’ এর সমার্থক শব্দ নয় -



74. নিচের বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
তোমার গায়ে নখের আঁচড়ও লাগবে না ।




75. নিচের বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি ?
কপোল ভাসিয়া গেল নয়নের জলে ।




76. কোনটি শুদ্ধ বানান ?



77. কোনটি শুদ্ধ বানান?



78. ‘ন্যায়দন্ড’ উপন্যাসটি কে রচনা করেন ?



79. ‘মায়াবী প্রহর’ নাটকটি কার রচনা ?



80. ‘বিচ্ছিন্ন প্রতিলিপি’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?




No comments:

Post a Comment