Pre Primary Assistant Teacher 2013 Surma Question with Solution
title
Pre Primary Assistant Teacher 2013 Surma Question with Solution
নিচে Check Answers বাটনে ক্লিক করলে আপনার Score ও সব প্রশ্নের উত্তর পাবেন। পুনরায় পরীক্ষা দিতে চাইলে clear বাটনে ক্লিক করে পেইজটি reload বা Refresh করে নিন।
1. বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলে বেলার গান- বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদেয় এল বান ।। পঙ্কক্তিটির রচয়িতা কে?
রবীন্দ্রনাথ ঠাকুর
সত্যেন্দ্রনাথ ঠাকুর
কবি সুফিয়া কামাল
গোলাম মোস্তফা
2. ‘পথের দাবী’ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি-
নাটক
গল্প
প্রবন্ধ
উপন্যাস
3. গ্রিক ট্রাজেডি ‘ইডিপাস’ বাংলায় কে অনুবাদ করেন?
মুনীর চৌধুরী
কবীর চৌধুরী
সৈয়দ আলী আহসান
লিলি চৌধুরী
4. কোন বানানটি শুদ্ধ?
উন্মীলিত
উম্মীলীত
উন্মিলীত
উম্মিলিত
5. কোন বানানটি শুদ্ধ?
ক্ষীণজীবী
ক্ষীনজীবী
ক্ষীনজিবী
ক্ষীণজিবী
6. ‘নদীর মাছ সুস্বাদু’- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্তায় ৬ষ্ঠী
কর্মে ৬ ষ্ঠী
অপাদানে ৬ ষ্ঠী
অধিকরণে ৬ ষ্ঠী
7. ‘ভাইয়ে ভাইয়ে বেশ মিল’- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্তায় ১মা
কর্তায় ৭ মী
কর্তায় ২য়া
কর্মে ২য়া
8. ‘বইপড়া’ (বইকে পড়া’ কোন সমাস?
কর্মধারয়
বহুব্রীহি
তৎপুরুষ
অব্যয়ীভাব
9. ‘দিগম্বর’ (দিক অম্বর যার) কোন সমাস?
বহুব্রীহি
তৎপুরুষ
কর্মধারয়
অব্যয়ীভাব
10. ‘যে ভূমিতে ফসল জন্মায় না’ – এক কথায় কী হবে?
পতিত
বন্ধ্যা
ঊষর
অনুর্বর
11. ‘যার কোন উপায় নেই’- এক কথায় কী হবে?
নাচার
অনুপায়
অনন্যোপায়
নিরুপায়
12. ‘বৃষ্টি’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
বৃষ + টি
বৃষ্ + তি
বিষ + তি
বৃ + ষ্টি
13. ‘কিরণ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
তনয়া
অক্ষমা
অংশু
পরভূত
14. ‘চিরন্তন’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
ক্ষণকালীন
পুরাতন
তিরোভাব
পরলোক
15. ‘হঠাৎ ধনী হওয়া’- কোন বাগধারা দিয়ে বুঝানো হয়েছে?
পোয়া বারো
আঙুল ফুলে কলাগাছ
ছেলের হাতে মোয়া
অমাবশ্যার চাঁদ
16. কোন বানানটি শুদ্ধ?
Accesibole
Accessible
Acsesible
Accissable
17. কোনটি শুদ্ধ বানান?
Exilaration
Exilaretion
Exhilaretion
Exhilaration
18. ‘You must adhere __ your principle’ বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে?
to
with
at
in
19. ‘I always confide ___ you’ বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে?
to
in
on
of
20. নিচের কোন বাক্যটি শুদ্ধ?
Mr. Aref is not at the committee.
Mr. Aref is not in the committee
Mr. Aref is not on the committee
Mr. Aref is not with the committee
21. নিচের কোন বাক্যটি শুদ্ধ?
The Lake Chilka is in Orissa
The Lake Chilka is in the Orissa
Lake Chilka is in the Orissa
Lake Chilka is in Orissa
22. কোনটি ‘Panic’ শব্দের সমার্থক শব্দ?
Calmness
Horror
Serenity
Tranquillity
23. কোনটি ‘Gain’ শব্দের সমার্থক শব্দ?
Advantage
Fulfil
Promote
Loss
24. ‘He made me drive his car’ বাক্যটির Passive form হবে?
I am made to drive his car by him
I was made driven his car to him
I was made drive his car by him
I was made to drive his car by him
25. ‘My uncle looks after me’ বাক্যটির Passive form’ হবে?
I am look after by my uncle
I was looked after by my uncle
I am looked after by my uncle
I am being looked after by my uncle
26. কোনটি Common Noun?
February
Mouth
Jute
Class
27. ‘Accept’ শব্দটির Noun হবে-
Acception
Accepted
Acceptable
Acceptance
28. I said to you, “He has done his duty.” বাক্যটির Indirect speech হবে-
I said to you that you have done your duty
I told you that you had done your duty
I said to you that he had done his duty
I told you that he has done his duty
29. ‘The Captain ordered the soldiers to march on’- বাক্যটির direct speech হবে-
The Captain said to the soldiers, “March on.”
The Captain asked, “Soldiers, I ask you to march.”
The Captain said to the soldiers, “Please march on.”
The Captain said, “Soldiers, I ask you to march on.”
30. ‘To push somebody to the wall’ এর অর্থ-
To knock him
To defeat him
To heckle him
To humilite him
31. ক:খ = ৫:৬ এবং খ:গ = ৩:১০ হলে ক:গ = ?
৬:১২
৫:২০
১০:২০
৫:১২
32. একটি জিনিস ১২০ টাকায় ক্রয় করে ১৪৪ টাকায় বিক্রি করলে, ক্রয়মূল্য ও লাভের অনুপাত কত হবে?
১২:৫
১৩:৭
৫:১
১৫:৮
33. পিতা ও দুই পুত্রের গড় বয়স ২০ বছর । দুই বছর পূর্বে দুই পুত্রের গড় বয়স ছিল ১২ বছর । পিতার বর্তমান বয়স কত?
৩২ বছর
২৬ বছর
২৮ বছর
৩০ বছর
34. লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় ১৬ কি.মি ও ৪ কি.মি. । নদীপথে ৩০ কি.মি. অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে-
৫ ঘন্টা
৩১ /২ ঘন্টা
৪১ /২ ঘন্টা
৪ ঘন্টা
35. ক ও খ একত্রে একটি কাজ ৮ দিনে শেষ করতে পারে । ক একা ১২ দিনে কাজটি শেষ করতে পারলে খ একা কতদিনে কাজটি কাজটি শেষ করতে পারবে?
১২ দিনে
২২ দিনে
২৪ দিনে
২৬ দিনে
36. ৫৬ জন শ্রমিক একটি কাজ ২১ দিনে শেষ করতে পারে । ১৪ দিনে কাজটি শেষ করতে হলে নতুন কত জন শ্রমিক লাগবে?
২৪ জন
২৮ জন
২৬ জন
৩০ জন
37. একটি কলম ২৭০ টাকায় বিক্রি করতে ১০% ক্ষতি হয়, কলমটির ক্রয়মূল্য কত?
৩০০ টাকা
২৫০ টাকা
৩১৫ টাকা
৩২৫ টাকা
38. ২৫ কেজি চাল যে দরে কেনা যায়, ২০ কেজি চাল সে দরে বিক্রি করলে শতকরা কত লাভ হয়?
২০%
২৫%
২২%
৩০%
39. বার্ষিক শতকরা ৭.৫০ টাকা হার সুদে কত টাকা ৩ বছরে সুদ-আসলে ১২২৫ টাকা হবে
৮০০ টাকা
১০৫০ টাকা
১০০০ টাকা
১১০০ টাকা
40. নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম?
৯/১৩
৩/৪
৫/৬
৭/৯
41. (০.০০২)২ = কত?
০.০০৪
০.০০০৪
০.০০০০৪
০.০০০০০৪
42. x2 + y2 = 8 এবং xy = 7 হলে (x+y) 2 -এর মান কত?
14
16
22
30
43. 4x2 - 12x এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে?
4
16
9
25
44. কোনো ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে বলে-
পরিকেন্দ্র
অন্তঃকেন্দ্র
ভরকেন্দ্র
লম্ববিন্দু
45. ত্রিভুজের দুইটি কোণের সমষ্টি তৃতীয় কোণের সমান হলে ত্রিভুজটি-
সমবাহু
সমকোণী
সমদ্বিবাহু
কোনোটিই নয়
46. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীরউত্তম উপাধিতে ভূষিত করা হয়?
৬০ জন
৬৮ জন
৬২ জন
৬৪ জন
47. জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম কি?
ইউরিয়া
অ্যামোনিয়া
টিএসপি
কোনোটিই নয়
48. বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি?
মহেশখালী
হাতিয়া
সেন্টমার্টিন
সন্দ্বীপ
49. সর্বশেষ বাংলাদেশের এই জেলার সঙ্গে রেল যোগাযোগ স্থাপিত হয়-
সিরাজগঞ্জ
বরিশাল
কুড়িগ্রাম
গোপালগঞ্জ
50. প্রাচীন পুন্ড্রবর্ধন নগর কোথায় অবস্থিত?
ময়নামতি
মহাস্থানগড়
বিক্রমপুর
পাহাড়পুর
51. কোন মোঘল সুবাদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ?
শায়েস্তা খান
ইসলাম খান
মীর জুমলা
ইলিয়াস শাহ্
52. লালবাগ শাহী মসজিদটি কে নির্মাণ করেন?
শায়েস্তা খান
ইসলাম খান
মুর্শিদ কুলি খান
যুবরাজ মোহাম্মদ আযম
53. মূল্য সংযোজন কর কত সালে চালু হয়?
১৯৯২-৯৩ সালে
১৯৯৩-৯৪ সালে
১৯৯১-৯২ সালে
১৯৯৪-৯৫ সালে
54. ব্যাবিলনের শূন্য উদ্যান কে গড়ে তুলেছিলেন?
নেবুচাদনেজার
দারিউস
র্যা মজেজ
সাইরাস
55. তাপে কোন ভিটামিন নষ্ট হয়?
ভিটামিন সি
ভিটামিন এ
ভিটামিন বি
ভিটামিন ডি
56. রক্তে হিমোগ্লোবিনের কাজ কি?
রক্ত জমাট বাঁধতে সাহায্য করা
রোগ প্রতিরোধ করা
অক্সিজেন পরিবহন করা
উল্লেখিত সবকয়টিই
57. মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে বায়ুর-
অক্সিজেন
নাইট্রোজেন
হাইড্রোজেন
কার্বন ডাই-অক্সাইড
58. পাতা পীত বর্ণ ধারণ করে কিসের অভাবে?
পটাশিয়াম
ম্যাগনেশিয়াম
নাইট্রোজেন
আয়রন
59. নিচের কোন যৌগটি ভিটামিন ‘সি’?
অ্যাসকরবিক এসিড
সাইট্রিক এসিড
অ্যাসিটিক এসিড
অক্সালিক এসিড
60. সংকর ধাতু ব্রোঞ্জে উপাদান হলো-
তামা ও লোহা
টিন ও দস্তা
তামা ও টিন
লোহা ও দস্তা
61. কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা বেশি?
সাদা
বেগুনি
লাল
কালো
62. একটি সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে নিলে তার দোলনকাল কত হবে?
শূন্য
অসীম
ভূ-পৃষ্ঠের সমান
ভূপৃষ্ঠ থেকে কম
63. হাড় ও দাঁতকে মজবুত করে-
আয়রন
আয়োডিন
ফসফরাস
ম্যাগনেসিয়াম
64. বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) কবে প্রতিষ্ঠিত হয়?
১৪ এপ্রিল ১৯৮৬
১৪ এপ্রিল ১৯৮৭
১৪ এপ্রিল ১৯৮৮
১৪ এপ্রিল ১৯৮৯
65. কোন সালে কেনিয়াকে হারিয়ে বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে জিতে?
১৯৯৭
১৯৯৮
১৯৯৯
২০০০
66. একদিনের ক্রিকেট কবে থেকে শুরু হয়?
১৯৭২ সালে
১৯৭১ সালে
১৯৭৩ সালে
১৯৭৪ সালে
67. মেক্সিকো দেশটি কোন মহাদেশের অন্তর্গত?
ইউরোপ
দক্ষিণ আমেরিকা
আফ্রিকা
উত্তর আমেরিকা
68. বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল কবে?
২৬ মার্চ ১৯৭১
১১ এপ্রিল ১৯৭১
১৭ এপ্রিল ১৯৭১
১০ জানুয়ারি ১৯৭২
69. বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রদূত কে?
জাকিয়া আকতার
তাহমিনা হক ডলি
সুরাইয়া বেগম
মাহমুদা হক চৌধুরী
70. কার কর্তৃত্বের উপর আদালতের কোন এখতিয়ার নেই?
প্রধানমন্ত্রী
প্রধান বিচারপতি
রাষ্ট্রপতি
সেনাপ্রধান
71. ‘জেনেভা কনভেনশন’ কত সালে স্বাক্ষরিত হয়?
১৯৪৫ সালে
১৯৪৭ সালে
১৯৪৮ সালে
১৯৪৯ সালে
72. সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত?
৭.৬ সেমি
৭৬ সেমি
৭২ সেমি
৭৭ সেমি
73. ‘শীতনিদ্রা’ দেখা যায়-
ব্যাঙে
সীল মাছে
তিমি মাছে
কুমীরে
74. মানুষ কোন পর্বের অন্তর্ভুক্ত?
মলাস্কা
পরিফেরা
অ্যামফিবিয়া
কর্ডাটা
75. পৃথিবী তৈরির প্রধান উপাদান হচ্ছে-
হাইড্রোজেন
কার্বন
সিলিকন
অ্যালুমিনিয়াম
76. সালোকসংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয়-
সবুজ আলোকে
লাল আলোতে
নীল আলোতে
বেগুনি আলোতে
77. মালদ্বীপের মুদ্রা কোনটি?
রুপি
টাকা
বাথ
রুপিয়া
78. শিল্প বিপ্লব যে দেশে শুরু হয়েছিল-
ফ্রান্স
মার্কিন যুক্তরাষ্ট্র
ইংল্যান্ড
জার্মানি
79. কিসের সাহায্যে সমুদ্রের ও কুয়ার গভীরতা নির্ণয় করা যায়?
প্রতিধ্বনি
প্রতিফলন
প্রতিসরণ
প্রতিসরাঙ্ক
80. বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি কোনটি?
সাঁওতাল
গারো
হাজং
চাকমা