*প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিন আমাদের সাথে * বিসিএস পরীক্ষা এর প্রস্তুতি নিন আমাদের সাথে* আনলিমিটেড টেস্ট রয়েছে আপনার জন্য এই ব্লগে * নতুন ও আপডেট তথ্য পেতে পাশের "follow/অনুসরণ" বাটনে ক্লিক করুন * নিজেকে আরো বেশি সমৃদ্ধ করুন * আপনার শিশুকে কাব কার্যক্রমের সাথে সম্পৃক্ত করুন * আপনার বাড়ি, বিদ্যালয়, অফিসের আঙ্গিনায় সবজির বাগান করুন, নিরাপদ ও বিষ মুক্ত খাদ্য গ্রহণ করুন * করোনার কমিউনিটি স্প্রেইডিং রোধে সামাজিক দূরত্ব বজায় রাখুন * অযথা পাড়া বেড়ানো, চায়ের দোকানে আড্ডা পরিহার করুন * পরিবারে অধিক সময় দেয়ার চেষ্টা করুন * ঘরে থাকুন, নিরাপদে থাকুন *

10th NTRCA Preliminary Question with Solution (School)

title

10th NTRCA Preliminary Question with Solution (School)

নিচে Check Answers বাটনে ক্লিক করলে আপনার Score ও সব প্রশ্নের উত্তর পাবেন। পুনরায় পরীক্ষা দিতে চাইলে clear বাটনে ক্লিক করে পেইজটি reload বা Refresh করে নিন।

1. ব্যাকরণ ও ভাষার মধ্যে কোনটি আগে সৃষ্টি হয়েছে?



2. ফুলে ফুলে ঘর ভরেছে। কোন কারকে কোন বিভক্তি?



3. নিচের কোন বানানটি শুদ্ধ?



4. কোনটি তদ্ভব শব্দের উদাহরন?



5. নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ?



6. কোন সমাসে সাধারন ধর্মের উল্লেখ থাকে না?



7. অলুক দ্বন্দ্ব সমাস সাধিত শব্দ কোনটি?



8. ‘পঙ্কজ’ এর সমার্থক শব্দ কোনটি?



9. ‘বিধি’ শব্দের বিপরীত শব্দ কোনটি?



10. ‘উজানের কৈ’ এই বাগধারাটির অর্থ কী?



11. ‘নূপুরের ধ্বনি’ এক কথায় কি বলে?



12. কোনটি শুদ্ধ বানান?



13. তারিখ লিখিতে কোন যতি চিহ্নের ব্যবহার হয়?



14. উক্তি এর সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?



15. অনুবাদের অর্থ কি?



16. ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ গ্রন্থের রচয়িতা কে?



17. ইতর এর বিপরীত শব্দ কোনটি?



18. নিচের কোনটি অভিনন্দন বা সংবর্ধনা পত্র?



19. অর্নব এর প্রতিশব্দ-



20. কোনটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ?



21. অর্বাচীন শব্দের বিপরীত শব্দ কোনটি?



22. কোনটি পারিভাষিক শব্দ?



23. ‘পাখি’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?



24. ‘ঢাকের কাঠি’ এই বাগধারাটি সাথে কোন বাগধারাটির মিল আছে?



25. ব্যাকরণ শব্দটির কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?



26. Prevention is better than ----



27. Knowledge is ---



28. What is lotted cannot be----



29. সে ইংরেজিতে ভাল।



30. জীবন পুষ্পশয্যা নয়।



31. ইংরেজি শেখা সহজ।



32. The journey was pleasant. Here ‘pleasant’ is-



33. Lovely comes here regularly. Here ‘lovely’ is-



34. The noun form of ‘lose’ is—



35. Honey is (taste)_______sweet.



36. It is our duty to (obey) _____ our parents.



37. Charity (to begin)---- at home.



38. Something is better than ____.



39. Many men, many----


thoughts
40. Out of sight, out of ____.



41. Only the moon was visible .



42. Dhaka is one of the biggest cities in Bangladesh.(Positive)



43. Never tell a lie.(Negative)



44. I have no pen that I can lend you. (simple)



45. The synonym of the word ‘increase’ is ----



46. The antonym of the word ‘alien’ is-----



47. The word ‘usual’ is the synonym of ---



48. He is proud of his aristocracy. Here ‘aristocracy’ means-



49. The man did the work as my direction. Here ‘as’ indicates the idiom-



50. Smoking tells upon our body. Here ‘tell upon’ means-



51. A = { x : x জোড় মৌলিক সংখ্যা}, তালিকা পদ্ধতিতে কি হবে?



52. একটি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য ১০ সে. মি. হলে, তার ক্ষেত্রফল কত বর্গ সে. মি.?



53. ABCD সামন্তরিকের DC ভূমিকে E পর্যন্ত বর্ধিত করা হলো। <BAD = 100° হলে। <BCE = কত?



54. log42 এর মান কত?



55. (a+1/a)2 = 3 হলে, a3+1/a3 এর মান কত?



56. √289 এর বর্গমূল হলো-



57. 0, 5, 7 এর গড় কত?



58. কোন সংখ্যার ৭৫% = ৩?



59. একটি দ্রব্য ক্রয় করে ২৪% ক্ষতিতে বিক্রয় করা হল। বিক্রয়মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কত?



60. একটি নির্দিষ্ট কাজ শেষ করতে শ্রমিক সংখ্যা দ্বিগুণ করতে হলে, কাজটি করতে পূর্বের কতগুন সময় লাগবে?



61. ১ মাইল = কত কিলোমিটার?



62. a ≠ 0 হলে a°= কত?



63. শতকরা বার্ষিক ৫ টাকা হার সুদে কোন আসল কত বছরে সুদে আসলে দিগুণ হবে?



64. x2 – y2 এর উৎপাদক কত?



65.



66. ax =n হলে, নিচের কোন সম্পর্কটি সঠিক?



67. x+y, x-y, x2 – y2 এর গ সা গু কত?



68. a, b, c ক্রমিক সমানুপাতিক হলে, নিচের কোন সিদ্ধান্তটি সঠিক?



69. ত্রিকোণমিতিক অনুপাতে কোন সম্পর্কটি ব্যবহার করা হয়?



70. বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত?



71. একটি ত্রিভুজের তিন কোণ অপর একটি ত্রিভুজের তিন কোণের সমান হলে, ত্রিভুজদ্বয় কিরুপ হবে?



72. একটি আয়াতাকার ঘরের দৈর্ঘ্য, প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি। ঘরটির পরিসীমা 32 মিটার হলে, এর ক্ষেত্রফল কত?



73. ax = 1 হলে, x এর মান কত?



74. ট্রাপিজিয়ামের দুটি সমান্তরাল বাহু a সেঃ মিঃ ও b সেঃ মিঃ। তাদের মধ্যবর্তী দূরত্ব h সেঃ মিঃ হলে, এর ক্ষেত্রফল কত?



75. 13+23+33+.........+n3= কত?



76. ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?



77. বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কোন সনে?



78. মুজিবনগর কোন জেলায় অবস্থিত?



79. বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত কোনটি?



80. সাগরকন্যা কোন জেলার ভৌগলিক নাম?



81. বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত?



82. জাতীয় সংসদ ভবনের স্থপতি কে?



83. প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি?



84. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ কয়টি সেক্টরে বিভক্ত ছিল?



85. পরিবেশের উপর বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ম্যাগসাসে’ পুরষ্কার ২০১২ প্রাপ্ত হন-



86. বিশ্বের প্রাচীনতম সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?



87. ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত?



88. জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়?



89. ‘ওভাল’ কোন খেলার জন্য বিখ্যত?



90. NATO এর সদস্য সংখ্যা কত?



91. বিশ্ব ধরিত্রী সম্মেলন কত তারিখে অনুষ্ঠিত হয়?



92. বাংলাদেশ কত সালে ইসলামি সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে?



93. নিশীথ সূর্যের দেশ কোনোটি?



94. বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন কে?



95. শব্দের তীক্ষ্ণতা মাপা হয় কি দিয়ে?



96. ROM এর পূর্ণ রুপ কি?



97. ইনসুলিনের অভাবে কি রোগ হয়?



98. পেনিসিলিন আবিষ্কার করেন-



99. কোন গ্যাস ওজনস্তর ক্ষয়ের জন্য দায়ী?



100. সহজে সর্দি কাশি হয় কোন ভিটামিনের অভাবে?




No comments:

Post a Comment