*প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিন আমাদের সাথে * বিসিএস পরীক্ষা এর প্রস্তুতি নিন আমাদের সাথে* আনলিমিটেড টেস্ট রয়েছে আপনার জন্য এই ব্লগে * নতুন ও আপডেট তথ্য পেতে পাশের "follow/অনুসরণ" বাটনে ক্লিক করুন * নিজেকে আরো বেশি সমৃদ্ধ করুন * আপনার শিশুকে কাব কার্যক্রমের সাথে সম্পৃক্ত করুন * আপনার বাড়ি, বিদ্যালয়, অফিসের আঙ্গিনায় সবজির বাগান করুন, নিরাপদ ও বিষ মুক্ত খাদ্য গ্রহণ করুন * করোনার কমিউনিটি স্প্রেইডিং রোধে সামাজিক দূরত্ব বজায় রাখুন * অযথা পাড়া বেড়ানো, চায়ের দোকানে আড্ডা পরিহার করুন * পরিবারে অধিক সময় দেয়ার চেষ্টা করুন * ঘরে থাকুন, নিরাপদে থাকুন *

9th NTRCA Preliminary Question with Solution (School)

title

9th NTRCA Preliminary Question with Solution (School)

নিচে Check Answers বাটনে ক্লিক করলে আপনার Score ও সব প্রশ্নের উত্তর পাবেন। পুনরায় পরীক্ষা দিতে চাইলে clear বাটনে ক্লিক করে পেইজটি reload বা Refresh করে নিন।

1. কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়?



2. ২১ ফেব্রুয়ারীকে আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস হিসেবে প্রথম স্বীকৃতি প্রদানকারী সংস্থা কোনটি?



3. মানুষের মধ্যে ক্রোমোজমের সংখ্যা কত?



4. বাংলাদেশের সাথে মিয়ানমার সীমানায় নদীর নাম কি?



5. টেলিফোনের জনক কে?



6. কচুশাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য তা কোনটি?



7. নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানবদেহের কোন অঙ্গ?



8. সুষম খাদ্যের উপাদান কয়টি?



9. কোন ডালের সাথে ল্যাথারিজম রোগের সম্পর্ক আছে?



10. কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয়?



11. ভূমিকম্পের দেশ কোনটি?



12. কোন উপাদানের ঘাটতি থেকে ডায়াবেটিস রোগ হয়?



13. কোনো দেশের পরিবেশ রক্ষার জন্য মোট ভূমির শতকরা কত ভাগ বনভূমি থাকা প্রয়োজন?



14. পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী কোনোটি?



15. মৌমাছি পালন সম্পর্কিত বিদ্যা কোনটি?



16. একজন সাধারণ মানুষের দেহে কত টুকরা হাড় থাকে?



17. ভূমিকম্প মাপার যন্ত্রের নাম-



18. বাংলাদেশের জাতীয় পতাকার রুপকার কে?



19. জাতিসংঘের উদ্যোগে কবে থেকে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়?



20. “লেডি উইথ দ্যা ল্যাম্প” কার উপাধি?



21. মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?



22. বাংলাদেশের অস্থায়ী সরকারের শপথ বাক্য কে পাঠ করান?



23. তামাবিল কোথায় অবস্থিত?



24. বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ কোনটি?



25. বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা কোনটি?



26. শতকরা বার্ষিক কত হার সুদে ১ বছরের সুদ আসলের ১/৫ অংশ হবে?



27. ১৪৪ কোন সংখ্যার ৪০%?



28. একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ১২ বার ঘোরে। চাকাটি পাঁচ সেকেন্ডে কত ডিগ্রি ঘোরে?



29. a ≠ 0 হলে (a-1)-1 এর সঠিক মান-



30. am/n = কত?



31. নিচের কোনটি রাশির গড় নির্দেশ করে?



32. নিচের কোনটি সঠিক?



33. x : y এর ব্যস্তানুপাত হবে-



34. 2x+7 = 4x+2 হলে x এর মান কত?



35. 1+2+3+………….+n = ?



36. কোন ত্রিভুজের দুটি কোন ১০° এবং ৮০° হলে ত্রিভুজটি হবে-



37. a+(1/a) = 3 হলে a3+(1/a3) এর মান কত?



38. কোনো সংখ্যার ½ অংশের সাথে 6 যোগ করলে সংখ্যাটির 2/3 অংশ হবে। সংখ্যাটি কত?



39. log53√5 এর মান কত?


1/5
40. sinθ = 5/13 হলে cosecθ এর মান কত?



41. দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে বড় সংখ্যাটি কত?



42. x2- y2+2y-1 এর একটি উৎপাদক-



43. x + y = 12 এবং x-y=2 হলে xy এর মান কত?



44. রম্বসের ক্ষেত্রফল নিচের কোনোটি?



45. √3 সংখ্যাটি কোন ধরনের সংখ্যা?



46. ১৫ জন লোক একটি কাজ শেষ করে ৩ ঘন্টায়। ৫ জন লোক ঐ কাজ কত সময়ে শেষ করবে?



47. sin(-θ) কত?



48. ΔABC এর <A = 45°, <B = 30° হলে <C এর মান কত?



49. একটি বৃত্তের ব্যাসার্ধ r হলে বৃত্তের ক্ষেত্রফল কত?



50. A={1,2,3}, B={2,3,7} হলে A ∩B= কত?



51. ‘Beauty is truth’ Here ‘Beauty’ is –



52. Noun form of ‘Know’ is-



53. The boy writes well. Here ‘well’ is a/an-



54. Every man is potential. Here ‘Every’ is a/an-



55. Adjective form of ‘Miser’ is-



56. Noun form of ‘Young’ is –



57. The tea is so hot that I cannot drink it. (Simple)



58. Would that I could fly in the sky !(Assertive)



59. He has a cup of tea everyday.(Interrogative)



60. He is the best boy in the class.(Positive)



61. I must do this. (Negative)



62. I know you.(Complex)



63. The sun rises in the east.



64. He is my nephew.



65. It is I who am your teacher.



66. It is a quarter to ten now.



67. Pen through the line.



68. Faults are thick where love is thin.



69. ছেলেটি হাড়ে হাড়ে দুষ্ট-



70. চক চক করলেই সোনা হয়না ।



71. ঢাকা কি জন্য বিখ্যাত?



72. আমি জানি সে কোথায় বাস করে?



73. তেল পানিতে ভাসে।



74. আমার একটি কম্পিউটার আছে।



75. A paragraph must have-



76. নিচের কোনটি মিশ্র শব্দ?



77. মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম নিদর্শন কী?



78. অম্বর শব্দের অর্থ–



79. কোনটি অর্ধ-তৎসম শব্দের উদাহরণ?



80. দর্শক শব্দের সন্ধি বিচ্ছেদ-



81. পাশ্চাত্য শব্দের বিপরীত শব্দ-



82. নিচের কোন বানানটি শুদ্ধ নয়?



83. পত্র শব্দটির আভিধানিক অর্থ কী?



84. বারান্দা কোন ভাষা থেকে আগত?



85. নিচের কোনটি পারিভাষিক শব্দ?



86. কোন ধরেণর শব্দে কখোনই 'ণ' হবে না?



87. সারাংশ লিখনে একাধিক অনুচ্ছেদ থাকা



88. কোনটি শুদ্ধ বানান?



89. সমাসের রীতি কোন ভাষা থেকে আগত?



90. উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?



91. 'পোস্টাল কোড' কী নির্দেশ করে?



92. নদের চাঁদ বাগধারাটির অর্থ কি?



93. বৈষয়িক ব্যাপারে সরকারি পৃষ্ঠপোষকতায় আইনানুসারে লিখিত পত্রকে কী বলে?



94. নিচের কোন বাক্যটি শুদ্ধ?



95. সারাংশের জন্য গুরুত্বপণূ দিক কোনটি?



96. কোনটি ভাবসম্প্রসারেণর বৈশিষ্ট নয়?



97. কোনটি ভাবসম্প্রসারেণ হুবহু ব্যবহৃত হওয়া উচিত নয়?



98. যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা ততোধিক বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয়?



99. বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিচের কোন ভাষা থেকে?



100. কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট?




No comments:

Post a Comment