*প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিন আমাদের সাথে * বিসিএস পরীক্ষা এর প্রস্তুতি নিন আমাদের সাথে* আনলিমিটেড টেস্ট রয়েছে আপনার জন্য এই ব্লগে * নতুন ও আপডেট তথ্য পেতে পাশের "follow/অনুসরণ" বাটনে ক্লিক করুন * নিজেকে আরো বেশি সমৃদ্ধ করুন * আপনার শিশুকে কাব কার্যক্রমের সাথে সম্পৃক্ত করুন * আপনার বাড়ি, বিদ্যালয়, অফিসের আঙ্গিনায় সবজির বাগান করুন, নিরাপদ ও বিষ মুক্ত খাদ্য গ্রহণ করুন * করোনার কমিউনিটি স্প্রেইডিং রোধে সামাজিক দূরত্ব বজায় রাখুন * অযথা পাড়া বেড়ানো, চায়ের দোকানে আড্ডা পরিহার করুন * পরিবারে অধিক সময় দেয়ার চেষ্টা করুন * ঘরে থাকুন, নিরাপদে থাকুন *

11th NTRCA Preliminary Question with Solution (School)

title

11th NTRCA Preliminary Question with Solution (School)

নিচে Check Answers বাটনে ক্লিক করলে আপনার Score ও সব প্রশ্নের উত্তর পাবেন। পুনরায় পরীক্ষা দিতে চাইলে clear বাটনে ক্লিক করে পেইজটি reload বা Refresh করে নিন।

1. ৬০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত?



2. দুইটি সংখ্যার ল.সা.গু ৩৬ ও গ.সা.গু ৬। একটি সংখ্যা ১২ হলে, অপর সংখ্যাটি কত?



3. ঘন্টায় x মেইল বেগে y মাইল দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে?



4. ৭৫ সংখ্যাটি কোন সংখ্যার ২৫%?



5. বার্ষিক ৩(১/৩)% হার সুদে ১,৩৫০ টাকা কত বছরে সুদে-আসলে ১,৬২০ টাকা হবে?



6. টাকায় ১০টি ও টাকায় ১৫টি দরে সমান সংখ্যক লিচু কিনে সবগুলো লিচু টাকায় ১২ টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?



7. ৬০ লিটার পানি ও চিনির মিশ্রণের অনুপাত ৭:৩ । ঐ মিশ্রনে আর কত লিটার চিনি মিশালে অনুপাত ৩:৭ হবে?



8. 2a2 + 6a - 80 এর একটি উৎপাদক কোনটি?



9. দুইটি সংখ্যার বর্গের সমষ্টি ও অন্তরফল যথাক্রমে 61 ও 11 হলে, সংখ্যা দুটি কত?



10. একটি সংখ্যা ও তার গুনাত্মক বিপরীতে সমষ্টি √3, ঐ সংখ্যার ঘন ও ঘন এর গুনাত্মক বিপরীতের সমষ্টি কত?



11. 0, 2, 3 এর ল.সা.গু কত?



12. তিনটি ঘন্টা একত্রে বাজার পর তারা যথাক্রমে ২ ঘন্টা, ৩ ঘন্টা ও ৪ ঘন্টা পরপর বাজতে থাকলো। ১ দিনে তারা কতবার একত্রে বাজবে?



13. logx5 = 2 হলে, x = কত?



14. নিচের কোনটি মূলদ সংখ্যা?



15. 3.2n – 4.2n-2 = কত?



16. (x/2)a+1 = 1 হলে, a এর মান কত?



17. একটি সংখ্যা ও তার গুনাত্মক বিপরীতের সমষ্টি ২ হলে সংখ্যাটি কত?



18. একটি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, যেখানে উহার সমান সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য ৫০ সে মি ও ভূমি ৬০ সে মি?



19. 5 সে মি বাহুবিশিষ্ট বর্গের কর্ণের দৈর্ঘ্য কত?



20. একটি রম্বসের কর্ণদ্বয় 5 সে মি ও 6 সে মি হলে, এর ক্ষেত্রফল কত?



21. 2 সে মি বাহুবিশিষ্ট একটি বর্গের অভ্যন্তরে অন্তঃবৃত্ত অঙ্কিত হলো। বৃত্তদ্বারা বর্গের অনধিকৃত অংশের ক্ষেত্রফল কত বর্গ সে মি?



22. sinθ = 4/5 হলে tanθ = কত?



23. চতুর্ভুজের চার কোণের অনুপাত 1 : 2 : 2 : 3 হলে, বৃহত্তম কোণের পরিমান কত হবে?



24. ১ ইঞ্চি = কত সে মি?



25. ΔABC এর BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হল। <A = 60° এবং <B = 90° হলে, <ACD =



26. বাংলাদেশের প্রাচীনতম নগরকেন্দ্র কোনটি?



27. বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোথায়?



28. বাংলাদেশ জাতিসংঘের কত তম সদস্য?



29. বাংলাদেশের কোন বনাঞ্চলের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষনা করা হয়েছে?



30. http এর সংক্ষিপ্ত রুপ কোনটি?



31. CIRDAP এর সদরদপ্তর কোথায়?



32. সার্ক কোন বছর প্রতিষ্ঠিত হয়?



33. সাবান তৈরীর উপজাত হিসেবে পাওয়া যায়-



34. কীট পতঙ্গ সম্পর্কিত বিদ্যা হলো-



35. নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত?



36. ইউনিসেফের ২০১৪ সালের প্রতিবেদন অনুযায়ী বাল্যবিবাহে শীর্ষ দেশ কোনটি?



37. ‘ইবোলা’ ভাইরাস এর উৎপত্তিস্থল কোথায়?



38. বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত?



39. সতীদাহ প্রথা কত সালে বিলুপ্ত হয়?


১৮২৮ সালে
40. বাংলাদেশের কোন অঞ্চলে বরেন্দ্রভূমি আছে?



41. ‘BIMSTEC’ এর সদরদপ্তর কোথায়?



42. তেঁতুলে কোন ধরনের এসিড থাকে?



43. আন্তর্জাতিক শিক্ষক দিবস কোনটি?



44. আন্তর্জাতিক আদালতের বিচারক সংখ্যা কত?



45. ২০১৭ সালে শান্তিতে নোবেল পেয়েছেন কে?



46. ২০১৪ সালের বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বল লাভ করেন কে?



47. বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি?



48. নিচের কোনটি জীবাশ্ম জালানী নয়?



49. ৮৬ তম অস্কার পুরষ্কার-২১৪ এর সেরা চলচ্চিত্র কোনোটি?



50. ওয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত?



51. বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত?



52. কোনটি শুদ্ধ বানান?



53. ‘আগুন’ এর সমার্থক শব্দ কোনটি?



54. ‘চলচ্চিত্র’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?



55. পাশাপাশি দুটি ধ্বনি বা বর্ণের মিলনকে কি বলে?



56. মুক্ত’ শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?



57. বাংলা ভাষায় যতি বা ছেদ চিহ্ন মোট কয়টি?



58. পাণিনি কে ছিলেন?



59. ক্ষীয়মান এর বিপরীত শব্দ কি?



60. ‘আমি’ শব্দটি কোন লিঙ্গ?



61. বাংলা ব্যাকরণ কোন পদে সংস্কৃতের লিঙ্গের নিয়ম মানে না?



62. ‘পেয়ারা’ কোন ভাষা থেকে আগত শব্দ?



63. নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে-



64. নিচের কোনটিতে বিরাম চিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয়নি?



65. ‘Superstitions’ শব্দের অর্থ-



66. নিচের কোনটি নিত্য সমাস?



67. ‘Blue Print’ পারিভাষিক শব্দ কোনটি?



68. গিন্নী, কেষ্ট শব্দ দুটি কোন ধরনের শব্দ?



69. ‘হাত ধুয়ে বসা’ বাগধারার অর্থ কী?



70. ‘শ্রবণ’ শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কোনটি?



71. শুদ্ধ বানান কোনটি?



72. ‘মনস্তাপ’ এর সন্ধি – বিচ্ছেদ-



73. সমাসের রীতি কোন ভাষা থেকে আগত?



74. নিচের কোনটি অর্ধতৎসম শব্দ?



75. শিরোনামের প্রধান অংশ কোনটি?



76. The antonym of the word ‘liberty’ is:



77. The synonym of the word ‘call’ is:



78. It takes two ___ make a quarrel.



79. Death is _____ to dishonor.



80. Grasp all _____



81. Please look above. Here ‘above’ is:



82. Look before you leap. The word ‘before’ used in the sentence is:



83. Read to learn. (Complex)



84. He is the best player. (Negative)



85. He is so dishonest that he can not speak the truth. (Simple)



86. I (help) you if I could.



87. The synonym of the word ‘scream’ is:



88. The passive form of ‘Don’t do it’ is:



89. Something interesting facts about your past have just come to light. Here come to light means-



90. He came to Dhaka with a view to ___ a new place.



91. জ্ঞানীরা বেশি কথা বলেন না।



92. দাঁড়াও, আমি এখনি আসছি।



93. সে এক সপ্তাহ যাবত অসুস্থ।



94. এটা যেন বিনা মেঘে বজ্রপাত।



95. He and I ___ well.



96. If we practiced speaking English, we ____ speak better.



97. It is health which is ___.



98. I have no money ___ hand.



99. Did he see anyone in the room. (Assertive)



100. The fruit is sweet ____ the taste.




No comments:

Post a Comment