*প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিন আমাদের সাথে * বিসিএস পরীক্ষা এর প্রস্তুতি নিন আমাদের সাথে* আনলিমিটেড টেস্ট রয়েছে আপনার জন্য এই ব্লগে * নতুন ও আপডেট তথ্য পেতে পাশের "follow/অনুসরণ" বাটনে ক্লিক করুন * নিজেকে আরো বেশি সমৃদ্ধ করুন * আপনার শিশুকে কাব কার্যক্রমের সাথে সম্পৃক্ত করুন * আপনার বাড়ি, বিদ্যালয়, অফিসের আঙ্গিনায় সবজির বাগান করুন, নিরাপদ ও বিষ মুক্ত খাদ্য গ্রহণ করুন * করোনার কমিউনিটি স্প্রেইডিং রোধে সামাজিক দূরত্ব বজায় রাখুন * অযথা পাড়া বেড়ানো, চায়ের দোকানে আড্ডা পরিহার করুন * পরিবারে অধিক সময় দেয়ার চেষ্টা করুন * ঘরে থাকুন, নিরাপদে থাকুন *

8th NTRCA Preliminary Question with Solution (College)

title

8th NTRCA Preliminary Question with Solution (College)

নিচে Check Answers বাটনে ক্লিক করলে আপনার Score ও সব প্রশ্নের উত্তর পাবেন। পুনরায় পরীক্ষা দিতে চাইলে clear বাটনে ক্লিক করে পেইজটি reload বা Refresh করে নিন।

1. 'অংশু” শব্দের সমার্থক শব্দ কোনটি?



2. সমার্থক শব্দ ব্যবহার করলে বাক্যের-



3. 'পৃথিবী’ শব্দের সমার্থক নয়-



4. বাগধারা বা বান্ধিধি কোনো শব্দ বা শব্দগুচ্ছের-



5. তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান?



6. প্রান্তিক বিরাম চিন্হ কি?



7. সাধুভাষা’ পরিভাষাটি প্রথম ব্যবহার করেন-



8. ‘ভাবনা চিন্তাহীন’ কোন বাগধারাটির অর্থপ্রকাশ করে?



9. ভাবের সার্থক ও সুসঙ্গত প্রসারণই -



10. নিচের কোন বাক্যটি শুদ্ধ?



11. লঙ্কা বাটা” এর সঠিক ব্যাস বাক্য কোনটি?



12. ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, বাংলা ভাষার উৎপত্তি কোন প্রাকৃত স্তর থেকে?



13. কোনটি মধ্যপদলোপী কর্মধারয় সমাস?



14. সংখ্যাবাচক শব্দ পূর্বে বসে সমষ্টি বা সমাহার বা মিলন বোঝালে কোন সমাস হয়?



15. “উদ্ধত্য' শব্দের বিপরীত শব্দ কী?



16. সাধুরীতিতে কোন পদটি দীর্র্ঘরূপ হয় না?



17. যে সকল পদের সমন্বয়ে সমাস হয় তাকে কি বলে?



18. "যতই পরিশ্রম করবে ততই ফল পাবে”



19. 'হরতাল' কি ধরণের শব্দ ?



20. সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমানের যে সমাস হয় তাকে বলা হয়-



21. ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি- এক কথায় কী হবে?



22. বাক্যে এক পদের পর অন্যপদ শোনার ইচ্ছাকে কী বলে?



23. একটি পত্রের বাইরের অংশের উপর যেটা থাকে তাকে বলা হয়



24. ভাষার মূল উপকরণ কী?



25. বাংলা ভাষার শব্দ সম্ভারকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে?



26. Which one is the correct passive form of the sentence "Let Rahim tell the truth"



27. Choose the right Bangla translation "It is now fifteen minutes past four"



28. Your conduct admits - no excuse.



29. Choose the correct English translation of "ফেন দিয়ে ভাত খায়, গল্প করে দই”।



30. Mukta knows-sing.



31. Synonym of "Candid" is –



32. The main idea of a paragraph lies in its-



33. Hardly had he entered the room when electricity--



34. A report is usually written in-



35. What is the antonym of Zeal?



36. Linkers are used in--



37. Which one is the correct sentence?



38. Which one of the following options is needed to complete the sentence: I don't mind _ a cup of tea.



39. Choose the right form of verb in the bracket: If you wanted, I (help) you.


would have helped
40. What is the noun form of the word 'save'?



41. Select the correct preposition to complete the sentence: went-great sufferings.



42. Choose the correct sentence "We should inform the police of the theft.



43. Which of the following is the correct indirect form of the given direct speech:



44. Choose the adjective of the word 'Contribution'



45. Choose the correct tag question of the following sentence. Let me see, the bus goes as ten past,___?



46. He has come here with a view to (negotiate) with me.



47. Choose the correct linking word to fill in the gap. You may accept the job on offer __ you may wait for a better job.



48. The client lodged a complaint-the cashier.



49. Select the correct English translation of 'তিনি পদত্যাগ করেছেন'



50. How many parts are there in a paragraph?



51. শতকরা বার্ষিক কত হারে সুদে কোন আসল ১০ বছরে সুদে মুলে তিনগুন হবে?



52. যদি A এবং B দুইটি সেট হয় তবে A ∩ B (A U B) = কত?



53. x+2y=4 এবং x/y=2 হলে , x এর মান কত?



54. ত্রিভুজ ABC-এ BC বাহূকে D পর্যন্ত বাড়ানো হলো। <A=60°, <B= 90° হলে, <CAD =?



55. . ত্রিভুজ ABC এর BC = CA = AB = 5 সেন্টিমিটার । ত্রিভুজটির ক্ষেত্রফল কত?



56. sinx2 21° + sin269 =কত?



57. 2 n – 4.2n-2 = কত?



58. (√3×√5)4-এর মান কত?



59. 4a2+ 9b 2রাশিটির সাথে কত জোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে ?



60. ¾ , 4/5 এবং 5/6 এর গ. সা . গু কত হবে?



61. দুইটি সংখ্যার অনুপাত ৩ : ৪ এবং তাদের ল.সা.গু ১৮০ হলে , বড় সংখ্যাটি কত?



62. log16√2 = কত



63. x3 -x- 6 এর উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটি ?



64. x=√3+√2 হলে , x2 +1/x2 এর মান কত?



65. যদি 3x+2 =81 হয় তবে 3x-2 = কত?



66. একটি আয়তক্ষেত্র এর প্রস্থ অপেক্ষা দৈর্ঘ ৪ মিটার বেশি। পরিসীমা ৫৬ মিটার হলে ক্ষেত্রফল কত ?



67. সবচেয়ে বড় সংখ্যা কোনটি ?



68. ১ হতে ২০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি হবে ?



69. 3x-4y=10 এবং 6x-8y=18 এর সমাধান সেট কত হবে ?



70. y-4ax=0 সমীকরণ দ্বারা কি বুঝায় ?



71. tanθ =3/4 হলে cosecθ এর মান কত ?



72. log2√5 400 = x হলে x এর মান কত ?



73. x-y=1 , xy = 56 হলে x+y=কত ?



74. p এবং q বিজোড় সংখ্যা হলে নিম্নে কোন রাশিটি জোড় সংখ্যা হবে ?



75. ABCD সামন্তরিকের DC ভূমিকে E প্রর্যন্ত বর্ধিত করা হল, <BAD=100° হলে <BCE কত ?



76. মুক্তিযুদ্ধের সংরক্ষিত স্থান 'শহীদ সাগর' কোথায় অবস্থিত ?



77. বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট বিজয়ী কে?



78. মুক্তির গান চলচিত্র কে পরিচালনা করেছেন ?



79. ২০১২ সালের জি-৮ সম্মেলন কততম ?



80. কোন সালে বাংলা একাডেমী প্রতিষ্টিত হয়?



81. ব্রাদারহুড কোন দেশের রাজনৈতিক দল



82. নিম্নের কোন দেশের সাথে ইসরাইলের কুটনেতিক সম্পর্ক রয়েছে?



83. যুক্তরাষ্ট্র তে কত সালে দাস প্রথা বিলুপ্ত হয়



84. “বিশ্ব পরিবেশ দিবস’ পালিত হয়



85. সার্কের সচিবালয় কোথায় অবস্থিত?



86. সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা কে?



87. কোন বিভাগে জেলার সংখ্যা সর্বোচ্চ?



88. বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কততম?



89. নিম্নের কোন দেশের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক নেই? –



90. নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয়?



91. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন সালে?



92. চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক কে?



93. জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশ্বের সর্বোচ্চ সংস্থা—



94. শ্বেত বামন বা (white Dwarf ) হচ্ছে-



95. মানুষের রক্তে শ্বেত কণিকা ও লোহিত কণিকার অনুপাত কত?



96. গাছের পাতা বেগুনি রং ধারণ করে কোন কারণে?



97. প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে?



98. ‘ওয়াল স্ট্রীট” কোথায় অবস্থিত?



99. থাইল্যান্ডের নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নাম কি?



100. জাপানের পার্লামেন্টের নাম কি?




No comments:

Post a Comment