*প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিন আমাদের সাথে * বিসিএস পরীক্ষা এর প্রস্তুতি নিন আমাদের সাথে* আনলিমিটেড টেস্ট রয়েছে আপনার জন্য এই ব্লগে * নতুন ও আপডেট তথ্য পেতে পাশের "follow/অনুসরণ" বাটনে ক্লিক করুন * নিজেকে আরো বেশি সমৃদ্ধ করুন * আপনার শিশুকে কাব কার্যক্রমের সাথে সম্পৃক্ত করুন * আপনার বাড়ি, বিদ্যালয়, অফিসের আঙ্গিনায় সবজির বাগান করুন, নিরাপদ ও বিষ মুক্ত খাদ্য গ্রহণ করুন * করোনার কমিউনিটি স্প্রেইডিং রোধে সামাজিক দূরত্ব বজায় রাখুন * অযথা পাড়া বেড়ানো, চায়ের দোকানে আড্ডা পরিহার করুন * পরিবারে অধিক সময় দেয়ার চেষ্টা করুন * ঘরে থাকুন, নিরাপদে থাকুন *

14th NTRCA Preliminary Question with Solution (School)

title

14th NTRCA Preliminary Question with Solution (School)

নিচে Check Answers বাটনে ক্লিক করলে আপনার Score ও সব প্রশ্নের উত্তর পাবেন। পুনরায় পরীক্ষা দিতে চাইলে clear বাটনে ক্লিক করে পেইজটি reload বা Refresh করে নিন।

1. সাধুরীতিতে কোন পদটি দীর্ঘরূপ হয় না?



2. নিচের কোন বানানটি শুদ্ধ?



3. 'শকুনি মামা’-এর অর্থ কোনটি?



4. 'সংশয়'-এর বিপরীত শব্দ কোনটি?



5. 'বক্তব্য’ এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?



6. ‘উপকারীর অপকার করে যে’ নিচের কোনটি শুদ্ধ?



7. ব্যাকরণের কোন অংশে কারক সম্বন্ধে আলােচনা করা



8. বাড়ি বা রাস্তার নম্বরের পর নিচের কোন চিহ্নটি বসে?



9. 'সূর্য' এর প্রতিশব্দ কোনটি?



10. “ভিক্ষুকটা যে পেছনে লেগেই রয়েছে, কী বিপদ!'—এ বাক্যের ‘কী’ এর অর্থ কোনটি?



11. 'The fire is out'—বাক্যটির অনুবাদ কী?



12. 'বিদ্যান মুখ অপেক্ষা শ্রেষ্ঠতর’– বাক্যটির শুদ্ধরূপ কোনটি



13. নিচের কোনটিতে সাধুভাষা সাধারণত অনুপযােগী?



14. 'অন্তরঙ্গ’-এর বিপরীত শব্দ কী?



15. কোনটি শুদ্ধ বানান?



16. কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না?



17. 'হাতে দুর্বা গজানাে’ বাগধারার অর্থ কী?



18. শুভক্ষণে জন্ম যার'—এক কথায় কী হবে?



19. নিচের কোন শব্দটির পুরুষবাচক শব্দ নেই?



20. নিচের কোনটি সৃষ্টি’ এর প্রকৃতি ও প্রত্যয়?



21. নীলাম্বর কোন সমাস?



22. ‘তিলে তৈল হয়’- ‘তিলে’ কোন কারকে কোন বিভক্তি?



23. নিচের কোনটি শুদ্ধ?



24. মৌলিক শব্দ কোনটি?



25. পেয়ারা কোন ভাষা থেকে আগত?



26. How did you come by your lost watch? Here come by means----



27. 'The children who play near the garden water the saplings. Here water is a --



28. The word 'ambiguous is the synonym of



29. The antonym of the word "dishearten" is --



30. What is the synonymous word of "augment"?



31. I saw him going to market. (Compound)



32. I helped her solve the problem. (Passive)



33. Jerry was only four years old. (Negative)



34. Where There is a will, there is ----.



35. To carry coal to ----.



36. Orthita as well as Obhnibesh (to be)--- attending the party.



37. Alice went to market with a view to (to purchase) -- a dress.



38. Rome was not built in a day. (Active)



39. Money is sweeter than honey. (Negative)


Honey is not sweeter than money.
40. Upoma came here late. Here "late" is --



41. He gave me a dress which was expensive. (Simple)



42. A wearer knows where ---.



43. তুমি কি জানো সে কোথায় থাকে?



44. সে সাঁতরাতে জানে না।



45. তোমার বাবা কী করেন?



46. How Karim has solved the problems---?



47. What is the noun form of include?



48. The synonym of "abandon" is--



49. A --- in time saves nine.



50. A man is known by the ---- he keeps.



51. মৌলিক সংখ্যার সেট কিরূপ হবে?



52. নিচের কোনটি অমুলদ সংখ্যা:



53. Log28 এর মান নিচের কোনটি?



54. 5√5 এর 5 ভিত্তিক লগ কত?



55. (8x)0 + 8x0 এর মান নিচের কোনটি?



56. 4x +1 = 32 হলে x এর মান কত?



57. দুইটি সংখ্যার গ.সা.গু 7 এবং ল.সা.গু 84। সংখ্যা দুইটির একটি 42 হলে অপরটি কত



58. 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে পাসের হার কত?



59. ৬/% হার সুদে কত সময়ে ৯৬ টাকার সুদ ১৮ টাকা হবে?



60. কোন সমকোণী ত্রিভুজের ভূমি x এবং উচ্চতা y হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে?



61. চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি নিচের কোনটি?



62. ঘনকের ধার a একক হলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত?



63. বৃত্তের সমান সমান জ্যা কেন্দ্র হতে সর্বদা নিচের কোনটি?



64. একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য, প্রস্থের দেড়গুণ। এর ক্ষেত্রফল 294 বর্গ মিটার হলে, পরিসীমা কত?



65. দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 3:2। বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত নিচের কোনটি



66. a : b = 4 : 7 এবং b : c = 5 হলে a : b : c এর মান কোনটি?



67. 250 এর 10% এর মান কত?



68. ঘন্টায় x মাইল বেগে y মাইল দূরত্ব অতিক্রম করতে কত ঘন্টা লাগবে?



69. a+b, a2 – b2 এবং a3-b3 এর গ.সা.গু কত?



70. a, b, c, d ক্রমিক সমানুপাতী হলে নিচের কোনটি সঠিক?



71. n সংখ্যক বিজোড় সংখ্যার যোেগফল কত?



72. (a-1)-1 এর মান নিচের কোনটি?



73. বৃত্তের কেন্দ্রের কোণ কত ডিগ্রির সমান?



74. Sinϴ=4/5 হলে, Sec ϴ এর মান কোনটি ?



75. x > 0 এবং x 2 = 4x হলে x এর মান কোনটি?



76. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে জাতিসংঘের মহাসচিব কে ছিলেন?



77. চিকনগুনিয়ার বাহক কোনটি?



78. বাংলাদেশের রাষ্ট্রীয় মনােগ্রামের ডিজাইনার কে?



79. দেশের প্রথম ইলেকট্রনিক বই কোনটি?



80. WIPO এর সদর দপ্তর কোথায়?



81. ‘মংডু' কোন দুটি দেশের সীমান্ত এলাকা?



82. ২০১৮ সালে এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে?



83. বাংলাদেশ স্কোয়ার কোন দেশে অবস্থিত?



84. দেশে প্রথম ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা চালু হয় কোথায়?



85. বর্ণালী' এবং 'শুভ্র' কী?



86. ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস হলাে



87. ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্টের নাম কি?



88. জ্যাঙ্ক ফুডে নিচের কোন দ্রব্যের আধিক্য থাকে?



89. চলতি মূল্যে বাংলাদেশের মাথাপিছু আয় - (অর্থনৈতিক সমীক্ষা-২০১৮ অনুযায়ী)



90. ক্রিকেট খেলার মাঠের পিচের দৈর্ঘ্য



91. বাংলার “ছিয়াত্তরের মন্বন্তর' এর সময়কাল :



92. স্ক্যানার কি ধরনের ডিভাইস?



93. ভারত বাংলাদেশের মধ্যে অভিন্ন নদী কতটি?



94. সমতট জনপদ কোথায় অবস্থিত?



95. বিখ্যাত চিত্রকর্ম ‘তিন কন্যা’ এর চিত্রকর কে?



96. যশাের জেলায় অবস্থিত বিল?



97. কোন উপজাতির ধর্ম ইসলাম



98. সংসদ অধিবেশন কে আহবান করেন?



99. পানামা খাল কোন মহাসাগরকে যুক্ত করে?



100. লাফিং গ্যাসের সংকেত কোনটি?




No comments:

Post a Comment