*প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিন আমাদের সাথে * বিসিএস পরীক্ষা এর প্রস্তুতি নিন আমাদের সাথে* আনলিমিটেড টেস্ট রয়েছে আপনার জন্য এই ব্লগে * নতুন ও আপডেট তথ্য পেতে পাশের "follow/অনুসরণ" বাটনে ক্লিক করুন * নিজেকে আরো বেশি সমৃদ্ধ করুন * আপনার শিশুকে কাব কার্যক্রমের সাথে সম্পৃক্ত করুন * আপনার বাড়ি, বিদ্যালয়, অফিসের আঙ্গিনায় সবজির বাগান করুন, নিরাপদ ও বিষ মুক্ত খাদ্য গ্রহণ করুন * করোনার কমিউনিটি স্প্রেইডিং রোধে সামাজিক দূরত্ব বজায় রাখুন * অযথা পাড়া বেড়ানো, চায়ের দোকানে আড্ডা পরিহার করুন * পরিবারে অধিক সময় দেয়ার চেষ্টা করুন * ঘরে থাকুন, নিরাপদে থাকুন *

10th NTRCA Preliminary Question with Solution (School-2)

title

10th NTRCA Preliminary Question with Solution (School-2)

নিচে Check Answers বাটনে ক্লিক করলে আপনার Score ও সব প্রশ্নের উত্তর পাবেন। পুনরায় পরীক্ষা দিতে চাইলে clear বাটনে ক্লিক করে পেইজটি reload বা Refresh করে নিন।

1. বাংলার শেষ নবাব সিরাজ-উ-দ্দৌলা কোন যুদ্ধে পরাজিত হন?



2. বাংলাদেশে বাস করেনা এমন উপজাতির নাম-



3. bKash কোন ব্যাংকের জয়েন্ট ভেঞ্চার হিসেবে কাজ করে?



4. সবচেয়ে হালকা গ্যাস কোনটি?



5. সামাজিক যোগাযোগের মাধ্যম ‘ফেসবুক’ এর প্রতিষ্ঠাতা হচ্ছেন-



6. বাংলাদেশের কোন জেলার সাথে ভারত এবং মিয়ানমারের সীমান্ত রয়েছে?



7. কোন রক্ত গ্রুপকে সার্বিক গ্রহীতা বলে?



8. ব্রহ্মপুত্রের প্রধান শাখা কোন নদী?



9. নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয়?



10. বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত?



11. বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ এডভোকেট কততম রাষ্ট্রপতি?



12. দেশে বর্তমানে মোট উপজেলার সংখ্যা কয়টি?



13. ৬ষ্ট টি-২০ বিশ্বকাপ ক্রিকেটে মোট কতটি দেশ অংশ নিয়েছে?



14. চট্রগ্রামের নাম ‘ইসলামাবাদ’ কে রাখেন?



15. কত সালে হিন্দুসমাজে বিধবা বিবাহ প্রথা আইন চালু হয়?



16. জাতীয় স্মৃতিসৌধে কয়টি ফলক আছে?



17. বাংলাদেশের বিজ্ঞান জাদুঘর কোথায় অবস্থিত?



18. সূর্য কিরণ থেকে কোন ভিটামিন পাওয়া যায়?



19. বাংলাদেশের বৃহত্তম তাপ বিদ্যুৎকেন্দ্র অবস্থিত-



20. কিসের সাহায্যে সমুদ্র্যের গভীরতা নির্ণয় করা হয়?



21. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পান কোন সালে?



22. পতেঙ্গা সমুদ্র সৈকত কোন জেলায় অবস্থিত?



23. সূর্য উদয়ের দেশ কোনটি?



24. ১৯৫২ সালে বাংলাদেশের ইতিহাসে যে জন্য বিখ্যাত-



25. বিশ্ব পরিবেশ দিবস কবে?



26. দুইটি সরলরেখা পরস্পর সমাপতিত হলে, সমাধান সংখ্যা কত হবে?



27. ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি?



28. চিত্রে XY এবং WZ দুটো সমান্তরাল সরলরেখা, PQ তাদের ছেদক। সেক্ষেত্রে <a + <b এর মান নিচের কোনটি?



29. চিত্রে ∆ABC এর দুই বাহুর দৈর্ঘ্য a এবং b । বাহু দুইটির অন্তর্ভুক্ত কোণ Ө। সেক্ষেত্রে ∆ABC এর ক্ষেত্রফল নির্ণয়ের সুত্র হবে-



30. ১০ মিটার প্রস্থবিশিষ্ট নদীর তীরে অবস্থিত একটি টাওয়ারের উচ্চতা 10√3 মিটার হলে, অপর তীরে অবনতি কোণ কত ডিগ্রি?



31. বৃত্তের একই চাপের উপর দন্ডায়মান কেন্দ্রস্থ কোণ 60° হলে, বৃত্তস্থ কোণ কত?



32. বৃত্তের ব্যাসার্ধ 5 একক হলে, বৃত্তের ক্ষেত্রফল কত বর্গ একক?



33. 50° এর পূরক কোণ কোনটি?



34. সমকোণী ত্রিভুজের একটি কোণ 60° হলে অপর কোণটি কত?



35. log5(√5 ∛5) এর মান কত?



36. 9x+3 = 27x+1 হলে x এর মান কত?



37. (2-1+ 5-1)-1 এর মান কত?



38. x2 - y2, (x + y) 2, x3 + y3 এর গ.সা.গু কত?



39. দুইটি সংখ্যার যোগফল 56। যদি সংখ্যা দুইটির অনুপাত 3:1 হয়, তবে সংখ্যা দুইটির গুনফল নিচের কোনটি হবে?


168
40. ১ + ১/৩ + ১/৯ + ..................ধারাটির ১ম ৫টি পদের সমষ্টি কত?



41. a= √3 + √2 হলে, a3 + 3a + 3a-1 + a-3 এর মান কত?



42. ax = b, by = C, cz = a হলে, নিচের কোন সম্পর্কটি সঠিক?



43. √m + 1/√m = 2 হলে, √m - 1/√m = কত?



44. মুনাফার হার ৮% হলে, ৫০০ টাকার ৪ বছরের মুনাফা কত?



45. ক্রয়মূল্য ৩৫০ টাকা হলে, ১২% লাভে বিক্রয়মূল্য কত?



46. লাভ হিসাবে-
i. লাভ ক্ষতি শতকরায় প্রকাশ করা যায়
ii. ২০০ টাকায় ১০% ক্ষতি হলে, ক্ষতির পরিমাণ ১০ টাকা
iii. ১০% লাভে ৫০০ টাকার পন্যের বিক্রয়মূল্য ৫১০ টাকা ওপরের তথ্যের আলোকে নিচের কোনটি সঠিক?




47. ৭ জন লোক একদিনে একটী কাজের ১/৭ অংশ করে। ৭ দিনে একজন লোক ঐ কাজের কত অংশ করতে পারবে?



48. 25 : 81 দ্বিভাজিত অনুপাত কোনটি?



49. ১/৪, ৩/১৬, ৯/২০এর সাধারণ গুনিতক নিচের কোনটি?



50. ১৫০ এর ১০% কত?



51. The correct spelling is:



52. What is the adjective of ‘child’?



53. The man is so weak that he cannot walk.(simple)



54. What have you bought? (Passive)



55. Only Rina can do this sum.(Negative)



56. What a nice scenery it is !(Assertive)



57. All love flower. (Interrogative)



58. ‘Cock and bull story’ means-



59. ‘Apple of one’s eye’ means-



60. What is the meaning of ‘white elephant’?



61. Everybody should _____ their old parents.



62. The parent will ____ soon.



63. None of the students _____ a car.



64. Would you mind ____ the window?



65. Choose the correct verb to complete the sentence. You had better ____ a doctor.



66. No sooner had the thief seen the police ____.



67. He is working hard_______.



68. রাণী ছবি আঁকে-



69. লোকটি হাসতে হাসতে আমার কাছে এল-



70. সে কি গতকাল এসেছে?



71. অপমানের চেয়ে মৃত্যু ভাল-



72. বাংলাদেশ একটি নদীবহুল দেশ-



73. আমার যদি পাখির মত ডানা থাকত।



74. মুষলধারে বৃষ্টি হচ্ছে।



75. সে সাঁতার কাটতে জানেনা।



76. ‘ষড়ঋতু’ শব্দের সন্ধিবিচ্ছেদ-



77. বাক্য কোন যতি চিহ্নের প্রয়োগে থামার প্রয়োজন নেই?



78. This collar is too limp এর অর্থ-



79. ‘বক্তব্য’ এর প্রকৃতি প্রত্যয় কোনটি?



80. ‘উপভাষা’ কোন সমাসের উদাহরণ?



81. বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তক কে?



82. ‘পৃথিবী’ এর সমার্থক শব্দ নয় কোনটি?



83. কোন বাক্যটি শুদ্ধ?



84. শকুনি মামা এর অর্থ-



85. To err is human-



86. তার বয়স বেড়েছে, কিন্তু বুদ্ধি বাড়েনি-



87. জল পড়ে, পাতা নড়ে – নিন্ম রেখা শব্দটি কোন কারকে কোন বিভক্তি?



88. ‘যা বলা হয়নি’ এক কথায় প্রকাশ কী হবে?



89. ‘অন্ধজনে দেহ আলো’ বাক্যে ‘অন্ধজনে’ কোন কারকে কোন বিভক্তি?



90. ‘A to Z’ কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?



91. অনুবাদ কোন প্রকারের হবে তা কিসের উপর নির্ভর করে?



92. সাধারন অর্থের বাইরে যা বিশিষ্ট অর্থ প্রকাশ করে থাকে তাকে কি বলে?



93. ‘উৎকর্ষ’ শব্দের বিপরীত শব্দ কোনটি?



94. কোন শব্দটি ‘সাগর’ শব্দটির সমার্থক শব্দ নয়?



95. কোন বানানটি সঠিক?



96. বাংলায় যতি বা ছেদ চিহ্ন কয়টি?



97. কোন শব্দটির কোনো স্ত্রীবাচক শব্দ হয় না?



98. ‘মতৈক্য’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?



99. ‘রাজপথ’ এর ব্যাসবাক্য কোনটি হবে?



100. চলতি রীতির শব্দ কোনটি?




No comments:

Post a Comment