*প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিন আমাদের সাথে * বিসিএস পরীক্ষা এর প্রস্তুতি নিন আমাদের সাথে* আনলিমিটেড টেস্ট রয়েছে আপনার জন্য এই ব্লগে * নতুন ও আপডেট তথ্য পেতে পাশের "follow/অনুসরণ" বাটনে ক্লিক করুন * নিজেকে আরো বেশি সমৃদ্ধ করুন * আপনার শিশুকে কাব কার্যক্রমের সাথে সম্পৃক্ত করুন * আপনার বাড়ি, বিদ্যালয়, অফিসের আঙ্গিনায় সবজির বাগান করুন, নিরাপদ ও বিষ মুক্ত খাদ্য গ্রহণ করুন * করোনার কমিউনিটি স্প্রেইডিং রোধে সামাজিক দূরত্ব বজায় রাখুন * অযথা পাড়া বেড়ানো, চায়ের দোকানে আড্ডা পরিহার করুন * পরিবারে অধিক সময় দেয়ার চেষ্টা করুন * ঘরে থাকুন, নিরাপদে থাকুন *

Primary Assistant Teacher 2012 Jamuna Question with Solution

title

Primary Assistant Teacher 2012 Jamuna Question with Solution

নিচে Check Answers বাটনে ক্লিক করলে আপনার Score ও সব প্রশ্নের উত্তর পাবেন। পুনরায় পরীক্ষা দিতে চাইলে clear বাটনে ক্লিক করে পেইজটি reload বা Refresh করে নিন।

1. ক ও খ এর বেতনের অনুপাত ৭:৫ । ক, খ অপেক্ষা ৪০০ টাকা বেশি বেতন পেলে খ এর বেতন কত ?



2. সমানুপাতের দ্বিতীয় ও তৃতীয় রাশিকে বলে ----



3. চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমাল যে, চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ঐ পরিবার চিনি খাওয়ার খরচ শতকরা কত কমিয়েছিল?



4. কোনো বই ৪০ টাকায় বিক্রি করলে ২০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রি করলে ৪০% লাভ হবে?



5. এক ব্যক্তি চাল বিক্রয় করে দেখল যে, ২৫ কেজি চালের বিক্রয়মূল্য ২০ কেজি চালের ক্রয়মূল্যের সমান। তার শতকরা কত ক্ষতি হল?



6. দুই ব্যক্তি একটি কাজ একত্রে ৮ দিনে করতে পারে। প্রথম ব্যক্তি একাকী কাজটি ১২ দিনে করতে পারে। দ্বিতীয় ব্যক্তি একাকী কাজটি কত দিনে করতে পারবে?



7. যদি ৫টি বেড়াল ৫টি ইদুর ধরে ৫ দিনে, তাহলে ১০০টি বিড়াল ১০০ টি ইঁদুর ধরবে কয় দিনে -



8. ২ থেকে শুরু করে পর পর পাঁচটি জোড় সংখ্যার গড় কী হবে?



9. কোনো শ্রেণীতে ২০ জন ছাত্রের বয়সের গড় ১০ বছর। শিক্ষকসহ তাদের বয়সের গড় ১২ বছর হলে শিক্ষকের বয়স কত?



10. 4x2–13x-12 এর উৎপাদক কত?



11. a+1/a = 4 হলে a3 + 1/a3 =কত?



12. ত্রিভুজের যে কোনো বাহুকে উভয়দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণদ্বয়ের সমষ্টি



13. স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ



14. Which one is the correct past tense form of ring?



15. Which one is conjunction?



16. কোনটি শুদ্ধ বানান?



17. কোনটি শুদ্ধ বানান?



18. "Fortune favours the brave' এর পরিবর্তিত voice form হচ্ছে



19. "Let me do the sum" এর পরিবর্তিত voice form হচ্ছে



20. The poorman said, "Let me have some food." বাক্যের indirect speech হচ্ছে



21. He said, "How charming the sight is!" বাক্যের indirect form হচ্ছে



22. If you help me, I ----grateful. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ



23. Do not brood so much — your misfortune বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে,



24. 'Fall into line' idiom-টির অর্থ হচ্ছে



25. 'Ins and outs' idiom-টির অর্থ হচ্ছে



26. কোনটি শুদ্ধ বাক্য?



27. কোনটি শুদ্ধ বাক্য?



28. 'মসনদের মোহে’ নাটকটির রচয়িতা কে?



29. ‘ছায়া হরিণ’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?



30. 'সীমানা ছাড়িয়ে' উপন্যাসটির রচয়িতা কে?



31. কোনটি শুদ্ধ বানান ?



32. কোনটি শুদ্ধ বানান ?



33. 'গুনহীনে ত্যাগ কর' - বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি ?



34. 'আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে ?- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি ?



35. বিশেষণের সাথে বিশেষ্যের যে সমাস হয় তার নাম কি?



36. পূর্বপদের বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে বলে-



37. 'তিমির' এর বিপরীতার্থক শব্দ-



38. 'পৃথিবী' এর সমার্থক শব্দ নয়-



39. কোন বাগধারা দ্বারা সুসময়ের বন্ধু বোঝানো হয়?


কোনটিই নয়
40. 'গবেষণা' এর সন্ধি বিচ্ছেদ-



41. প্রত্যয় কত প্রকার?



42. ইনসুলিন কি?



43. দুধে কোন ধরনের এসিড থাকে?



44. উদ্ভিদ কোষ হতে বাষ্পাকারে পানি বের হয়ে যাবার প্রক্রিয়াকে বলে-



45. শরীর হতে বর্জ্য পদার্থ বের করে দেয়-



46. ক্রমশ ব্যারোমিটারে পারদের উচ্চতা বৃদ্ধি কিসের ইঙ্গিত দেয়?



47. কোন মাটিতে সমান পরিমাণে বালি, পলি ও কাদা থাকে?



48. বরেন্দ্রভূমি বলা হয়-



49. মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?



50. আইফেল টাওয়ার কোথায় অবস্থিত ?



51. পৃথিবীকে উত্তর দক্ষিণে বিভক্ত করেছে -



52. জলভাগের পরিমাণ বেশি -



53. দ্বিতীয় বৃহত্তম মহাসাগর-



54. ধ্রুবতারা দেখা যায়-



55. অস্ট্রেলিয়া মহাদেশের উষ্ণতম মাস-



56. দক্ষিণ এশিয়ার একটি দেশ-



57. লালবাগের কেল্লা স্থাপন করেন কে?



58. নিম্নের কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন?



59. বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন-



60. দক্ষিণ তালপট্টি দ্বীপ বাংলাদেশের কোন নদীর মোহনায় অবস্থিত ?



61. মহাস্থানগড় একসময় বাংলাদেশের রাজধানী ছিল । তখন তার নাম ছিল-



62. 'Unstable' শব্দের synonym হচ্ছে-



63. ১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১, ৩৪, ....... ধারাটির পরবর্তী সংখ্যা কত?



64. (০.০০৪)২ = কত?



65. 'যার অনেক বুদ্ধি আছে' তাকে এক কথায় কি বলে?



66. তিন লিটার পানির ওজন-



67. কম্পিউটারের হার্ডওয়্যারের মধ্যে থাকে -



68. বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার কতটি?



69. সপ্তম শতাব্দীতে নির্মিত পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি কি নামে পরিচিত?



70. ইংলিশ চ্যানেলকে উত্তর সাগরের সাথে সংযুক্ত করেছে ?



71. বদরের যুদ্ধ সংঘটিত হয়-



72. বুকার পুরস্কার হচ্ছে-



73. অস্ট্রেলিয়ার রাজধানী-



74. কোন প্রতিষ্ঠান ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে?



75. সতীদাহ প্রথা রহিতকরণ আইন পাস করেন কে?



76. মালয়েশিয়া কোন দেশের উপনিবেশ ছিল?



77. ভারতে ক্যাবিনেট মিশন কখন এসেছিল?



78. জাতীয় সংসদে কোরাম হয় কত জনে?



79. বাঁশের কেল্লা খ্যাত স্বাধীনতা সংগ্রামী কে?



80. শীতকালে শরীরের চামড়া ফাটে কেন?




No comments:

Post a Comment