*প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিন আমাদের সাথে * বিসিএস পরীক্ষা এর প্রস্তুতি নিন আমাদের সাথে* আনলিমিটেড টেস্ট রয়েছে আপনার জন্য এই ব্লগে * নতুন ও আপডেট তথ্য পেতে পাশের "follow/অনুসরণ" বাটনে ক্লিক করুন * নিজেকে আরো বেশি সমৃদ্ধ করুন * আপনার শিশুকে কাব কার্যক্রমের সাথে সম্পৃক্ত করুন * আপনার বাড়ি, বিদ্যালয়, অফিসের আঙ্গিনায় সবজির বাগান করুন, নিরাপদ ও বিষ মুক্ত খাদ্য গ্রহণ করুন * করোনার কমিউনিটি স্প্রেইডিং রোধে সামাজিক দূরত্ব বজায় রাখুন * অযথা পাড়া বেড়ানো, চায়ের দোকানে আড্ডা পরিহার করুন * পরিবারে অধিক সময় দেয়ার চেষ্টা করুন * ঘরে থাকুন, নিরাপদে থাকুন *

14th NTRCA Preliminary Question with Solution (School-2)

title

14th NTRCA Preliminary Question with Solution (School-2)

নিচে Check Answers বাটনে ক্লিক করলে আপনার Score ও সব প্রশ্নের উত্তর পাবেন। পুনরায় পরীক্ষা দিতে চাইলে clear বাটনে ক্লিক করে পেইজটি reload বা Refresh করে নিন।

1. বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত?



2. বাংলাদেশের কোন স্থানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়?



3. “অসমাপ্ত আত্মজীবনী” গ্রন্থটি কার রচনা?



4. বাংলাদেশে শিক্ষার স্তর কয়টি ?



5. বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ সাবমেরিনের যুগে পদার্পণ করে?



6. সূর্য কিরণ থেকে কোন ভিটামিন পাওয়া যায়?



7. জাতীয় শিক্ষক দিবস হলো-



8. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় প্রথম কোন জেলা শত্রুমুক্ত হয়?



9. বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি গোষ্ঠী কোনটি?



10. সম্প্রতি (2018) ব্রিটেনের সাধারণ নির্বাচনে কোন দল জয়ী হয়?



11. বৌদ্ধ সভ্যতার তীর্থস্থান “তক্ষশীলা” কোথায় অবস্থিত?



12. “অর্থশাস্ত্র” গ্রন্থটি কার রচনা?



13. “সৎগুণই জ্ঞান” উক্তিটির কার?



14. যুক্তফ্রন্টের ২১ দফার ১ম দফাটি ছিল-



15. এডিস মশা নিচের কোন রোগটির বাহন?



16. কত সালে মার্কিন যুক্তরাষ্ট্রে নারীরা ভোটাধিকার লাভ করে?



17. আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়?



18. জলবায়ু পরিবর্তন রোধে গঠিত গ্রিন ক্লাইমেট ফান্ড (GCF) এর সদর দপ্তর কোথায়?



19. পিঁপড়া ও মৌমাছির কামড়ে থাকে-



20. ২২তম বিশ্বকাপ ফুটবল খেলা অনুষ্ঠিত হবে কোন দেশে?



21. এয়ারফোর্স ওয়ান কি?



22. দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম কি?



23. কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয়?



24. কম্পিউটারের স্থায়ী স্মৃতিকে বলে?



25. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হলো-



26. মানুষের ভাষা কিসের সাহায্যে সৃষ্টি হয়?



27. কথ্যরীতি সমন্বয়ে শিষ্ঠজনের ব্যবহৃত ভাষাকে কী বলে?



28. ‘সাক্ষী গোপাল’ বাগধারাটির অর্থ কী?



29. ‘নেই আঁকড়া’ বাগধারাটির অর্থ কী?



30. বাড়ি বা রাস্তার নম্বরের পরে কোন চিহ্ন বসে?



31. কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে, কোন যতি চিহ্নটি বসবে?



32. কোন বানানটি সঠিক?



33. Man gets as much as he wants- এর সঠিক বাংলা অনুবাদ কোনটি?



34. ‘It is a long story’- এর সঠিক বাংলা অনুবাদ-



35. কোন বাক্যটি শুদ্ধ?



36. শুদ্ধ কোনটি?



37. সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে কী বলে?



38. নিয়ম অনুসারে সন্ধি হয় না কোনটির?



39. ‘রাজ্ঞী’ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?


রাগ্‌ + জ্ঞী
40. সামীপ্য অর্থে কোন অধিকরণ হয়?



41. “আমি কি ডরাই সখী ভিখারী রাঘবে?”-‘রাঘবে’ কোন কারকে কোন বিভক্তি?



42. কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে কী বলে?



43. অন্তরীপ সমস্তপদটি কোন বহুব্রীহি সমাসের অন্তর্গত?



44. প্রত্যয়ের কোন নিয়মটি সঠিক?



45. প্রাতিপদিক কী?



46. “অম্বর” শব্দের সমার্থক শব্দ কোনটি?



47. “প্রসারণ”- এর বিপরীতার্থক শব্দ কোনটি?



48. “ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি ”- এক কথায় কী হবে?



49. “নী” প্রত্যয়যোগে লিঙ্গান্তর হয়েছে কোন শব্দটি?



50. “শুক” শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি?



51. তিনি সৎ লোক ছিলেন, তাই না?



52. আমি এইমাত্র তোমার চিঠি পেয়েছি।



53. গাছে এখনও ফল ধরেনি।



54. গুজবে কান দেওয়া উচিত নয়।



55. সে হাঁপাতে হাঁপাতে এখানে আসল।



56. কিছু করার আগে ভাল করে ভেবে নাও।



57. The noun form of "broad" is-



58. The verb form of "little" is-



59. What parts of speech is the word "manly



60. The noun form of approve is-



61. Lima along with her friends --- to school everyday.



62. Mr. Ruhin ---- a crime.



63. Your watch has run-



64. What is the verb form of the word "beauty"?



65. The word "docile" refers to-



66. The antonym of "candid" is-



67. The synonym of "decrease" is-



68. "At a loss" means-



69. Now-a-days educative programmes are ----- on different TV channels.



70. Friendship is nothing but a name. (Interrogative)



71. It is beyond doubt that he is a brave man. (Simple)



72. We should love our country. (Imperative)



73. Water-logging is one of the worst problems in our country. (Positive)



74. As soon as the teacher enters the classroom, The students stand up. (Negative)



75. What cannot be cured must be endured. (Active)



76. ৫ : ৭ এবং ৩ : ১৩ অনুপাতগুলোর ধারাবাহিক অনুপাত কত?



77. ১৮ নিচের কোন সংখ্যার ৮% এর সমান?



78. x – 1/x = √2 হলে x3 - 1/x3 এর মান কত?



79. 4x = 2 হলে x এর মান কত?



80. 25√5 এর 5 ভিত্তিক লগ কত?



81. ৭৫ টাকায় ১৫টি কলম কিনে ৯০ টাকায় বিক্রয় করলে শতকরা লাভ কত?



82. 16x2 - 25y2 এবং 12ax -15ay এর গ.সা.গু কত?



83. ৫০০ টাকা বিক্রয় করায় ২৫% লাভ হলো, ক্রয়মূল্য কত?



84. ৬% হারে ৪০০ টাকার মুনাফা কত বছরে ১২০ টাকা?



85. ৪, ৬, ৮ এর ৪র্থ সমানুপাতি কোনটি?



86. ৭০° এর সম্পূরক কোণ কত?



87. বৃত্তের ব্যাস 20 মিটার হলে পরিধি কত?



88. সমবাহু ত্রিভুজের এক বাহু x মিটার হলে তার ক্ষেত্রফল কত বর্গমিটার?



89. বর্গক্ষেত্রের একবাহু 4 মিটার হলে কর্ণ কত মিটার?



90. চিত্রে AB = BC = CD = AD হলে <x এর মান কত?



91. 6x2 - 7x - 5 এর উৎপাদক নিচের কোনটি?



92. a = 31/3 + 3-1/3 হলে 3a3 - 9a + 1 এর মান কত?



93. ax = y হলে নিচের কোন সম্পর্কটি সঠিক?



94. logx324 = 4 হলে, x এর মান কত?



95. দুটি সংখ্যার অনুপাত 3:2 এবং ল সা গু 4 হলে, তাদের গ.সা.গু কত?



96. a2 - b2 = 8 এবং ab = 3 হলে a2 + b2 = ?



97. কোনো ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 6, 8 ও 10 সেমি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?



98. অর্ধবৃত্তস্থ কোণ সমান কত?



99. √(xy). √(yz). √(zx) এর মান কত?



100. বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ-




No comments:

Post a Comment