*প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিন আমাদের সাথে * বিসিএস পরীক্ষা এর প্রস্তুতি নিন আমাদের সাথে* আনলিমিটেড টেস্ট রয়েছে আপনার জন্য এই ব্লগে * নতুন ও আপডেট তথ্য পেতে পাশের "follow/অনুসরণ" বাটনে ক্লিক করুন * নিজেকে আরো বেশি সমৃদ্ধ করুন * আপনার শিশুকে কাব কার্যক্রমের সাথে সম্পৃক্ত করুন * আপনার বাড়ি, বিদ্যালয়, অফিসের আঙ্গিনায় সবজির বাগান করুন, নিরাপদ ও বিষ মুক্ত খাদ্য গ্রহণ করুন * করোনার কমিউনিটি স্প্রেইডিং রোধে সামাজিক দূরত্ব বজায় রাখুন * অযথা পাড়া বেড়ানো, চায়ের দোকানে আড্ডা পরিহার করুন * পরিবারে অধিক সময় দেয়ার চেষ্টা করুন * ঘরে থাকুন, নিরাপদে থাকুন *

7th NTRCA Preliminary Question with Solution (College)

title

7th NTRCA Preliminary Question with Solution (College)

নিচে Check Answers বাটনে ক্লিক করলে আপনার Score ও সব প্রশ্নের উত্তর পাবেন। পুনরায় পরীক্ষা দিতে চাইলে clear বাটনে ক্লিক করে পেইজটি reload বা Refresh করে নিন।

1. Which word is both a noun and a verb?



2. Which one is the correct passive form of the sentence' Buy me a shirt'?



3. ছেলেটি দেখতে তার বাবার মত Which is the connect English translation?



4. He – home last Monday.



5. Which one is a collective noun?



6. Choose the correct sentence



7. Choose the correct sentence:



8. Choose the correct translation of: There is a little milk in the cup



9. It is high time he (change) his bad habits.



10. What is the synonym of the word Redemption?



11. In which form of writing is it needed to mention the date and place of writing?



12. How many paragraphs are the are in a paragraph?



13. Choose The Right Bangla Translation of “ He Come off with flying colours”



14. What is the antonym of the word 'Punishment'?



15. Choose the correct passive form of the sentence. 'His conduct annoyed me.'



16. কখনো অপরের নিন্দা করো না Choose the correct English translation:



17. I am looking forward to (receive) your letter.



18. The Arabian Nights (be) my favourite book.



19. The adjective of the word authority is:



20. 'hardly go out after dusk' The correct Bangla translation is:



21. Identify the correct sentence from the options



22. Which of the following is the correct indirect form of the given direct speech : Who are you and what do you want? He said to me.



23. He kept on (sing) as he passed.



24. Man has been used as a verb in :



25. The flight will take off_that the weather is good.



26. “তেপান্তর’ কোন সমাসের উদাহরণ?



27. উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে কোন সমাস বলে?



28. কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ



29. হাতি শব্দের সমর্থক নয় কোনটি ?



30. ‘কোরক' শব্দের সমাৰ্থক শব্দ কোনটি?



31. বিরাম চিহ্ন ব্যবহৃত হয় না--



32. ‘গৌরচন্দ্ৰকা” বাগধারাটি কোন অৰ্থেব্যবহৃত হয়?



33. 'মেঘ' শব্দের সমার্থক শব্দ কোনটি?



34. ‘সোম’ শব্দের অর্থ কী?



35. নিচের কোন বাক্যটি শুদ্ধ?



36. প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোন বস্তুর তুলনা করলে বস্তুটিকে বলা হয়—



37. ‘কাচামিঠা” এর সঠিক ব্যাসবাক্য কোনটি?



38. সমাস নিষ্পন্ন পদকে কি বলে ?



39. একটি পত্রের প্রধান অংশ কয়টি?


পাঁচটি
40. বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত?



41. শুদ্ধ বানান গুচ্ছ নির্ণয় করুন-



42. শুদ্ধ বানান কোনটি?



43. ‘বিদ্যান মুর্থ অপেক্ষা শ্ৰেষ্ঠতর’ বাক্যটির শুদ্ধরূপ কোনটি?



44. স্বেচ্ছাচারী ব্যক্তি” কোন বাগধারা দিয়ে বোঝানো হয়েছে?



45. কোনটি সাধুরীতির শব্দ?



46. একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে মাঝখানে কোন চিন্হ ?



47. দ্বিগু সমাসে কোন পদ প্রধান?



48. 'নবপৃথিবী’-এর সঠিক ব্যাসবাক্য কোনটি?



49. শুদ্ধ বানান কোনটি?



50. সাধু ও চলিত রীতিতে অভিন্নরূপে ব্যবহৃত হয়—



51. বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি কার্বন নির্গমনকারী দেশ কোনটি



52. কঙ্গোর রাজধানী কোনটি?



53. বাংলাদেশের গ্যাস ফিল্ড আবিষ্কৃত হয় নোয়াখালীর কোম্পানীগঞ্জের—



54. মহিলা বিশ্বকাপ ফুটবল-২০১১ বিজয়ী কোন দেশ?



55. ইন্টারনেটের জনক কে?



56. ফেয়ার ফ্যাক্স কি?



57. বিশ্ব সাক্ষরতা দিবস পালিত হয় কোন দিন?



58. নোবেল বিজয়ী প্রথম মুসলিম নারী কে?



59. দুই মহাদেশে অবস্থিত নগরী কোনটি?



60. সুনামীর কারণ হলো-



61. রঙিন টেলিভিশন থেকে যে ক্ষতিকর রশ্নি বের হয় তা-



62. তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে দেশের প্রথম হাইটেক পার্ক (Hi-Tech Park) কোথায় অবস্থিত?



63. কে প্রমাণ করেণ যে অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া জ্বরের জন্য দায়ী?



64. ম্যালেরিয়ার ঔষধ কুইনিন কোন গাছ থেকে পাওয়া যায়?



65. বাংলাদেশের দ্বিতীয় এভারেস্ট বিজয়ী কে?



66. NASA (নাসা) কী?



67. ২০১০ বিশ্বকাপ ফুটবলে 'গোল্ডেনবুট’ পাওয়া খেলোয়াড় কে?



68. আদিম মানুষের সবচেয়ে বড় আবিষ্কার কোনটি?



69. ‘স্বোপার্জিত স্বাধীনতা’ স্থাপত্যটির স্থপতি কে?



70. সোমপুর বিহার কোথায় অবস্থিত?



71. বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রটি কোথায়?



72. মুক্তিযুদ্ধের উপর রচিত কবিতা 'সেপ্টেম্বর অন যশোর রোড' এর রচয়িতা কে?



73. বাকল্যান্ড বাধা কোন নদীর তীরে অবস্থিত?



74. প্রয়াত চিত্র পরিচালক তারেক মাসুদের জঙ্গিবাদ ও তার প্রভাব সম্পর্কিত চলচ্চিত্রের নাম



75. বাংলা বর্ণমালা এসেছে কোন লিপি থেকে ?



76. 3x + 4y = 14, 4x-3y = 2 এর সমাধান সেট কত হবে?



77. x + 3y = 0 সমীকরণের লেখচিত্র কি হবে?



78. ৬০ ও ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর



79. একটি গোলকের ব্যাসার্ধ ৫ সে.মি. হলে এর পৃষ্টের কত ?



80. একটি রম্বসের কর্ণদ্বয় 40 সেমি ও 60 সেমি। রম্বসের ক্ষেত্রফল কত?



81. 5 + ৪ + 11 + 14 + ... ধারাটির কোন পদ 302?



82. দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৯৯হলে, বৃহত্তম সংখ্যাটি কত?



83. দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গ.সা.গু. 4 হলে, ছোট সংখ্যাটি কত?



84. বার্ষিক শতকরা ৫.৫০ টাকা হার সুদে ৮০০ টাকার ৩ বছরের সুদআসল কত হবে?



85. বুশরা, এষা ও প্রিতুই ৫ মিনিট, ১০ মিনিট, ১৫ মিনিট অন্তর অন্তর একটি করে চকলেট খায় । কতক্ষণ পর তারা একত্রে চকলেট খায়?



86. একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ যথাক্রমে x, x/2, 3x/2 বৃহত্তম কোণটির মান কত?



87. ACB বৃত্তে AB জ্যা-এর মধ্যবিন্দু D, <ADC = ৯০°, DC = ২ সেমি. এবং বৃত্তটির ব্যাস ১০ সেমি হলে AB = কত?



88. x=3+2√2 হলে x-1¬ এর সঠিক মান হবে?



89. f(x) = (x-3) / (2x + 1) হলে, f(0) = কত?



90. দুটি সংখ্যার বর্গের সমষ্টি 41. সংখ্যা দুটির গুণফল 2011 সংখ্যা দুটি বর্গের বিয়োগফল কত?



91. একটি ভগ্নাংশের লব ও হরের পার্থক্য 1 এবং সমষ্টি 7 ভগ্নাংশটি কত?



92. tanϴ =5/12 হলে, sece ϴ= কত?



93. x - 1/x = 3 হলে, x3 - 1/x3 এর মান কত?



94. 1+2+3+………….+100=?



95. একটি চৌবাচ্চার দৈর্ঘ্য ৫ মিটার,প্রস্থ ৪ মিটার,উচ্চতা ৩ মিটার। চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরবে?



96. পিতা ও তার দুই সন্তানের বয়সের গড় ২৫ বছর। দুই সন্তানের বয়সের গড় ২২ বছর হলে, পিতার বয়স?



97. দুটি সংখ্যার গ.সা.গু যথাক্রমে ১৫ ও ২২৫। একটি সংখ্যা ৪৫ হলে অপরটি কত?



98. x2+x-(a+1)(a+2)-এর উৎপাদক -



99. একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য ৬ মিটার ,৪ মিটার ও ২০ মিটার হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?



100. একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য ১২ সে.মি ,১৮ সে.মি এবং এদের মধ্যবর্তী দুরুত্ব ১০ সে.মি. হলে, ক্ষেত্রফল ?




No comments:

Post a Comment