*প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিন আমাদের সাথে * বিসিএস পরীক্ষা এর প্রস্তুতি নিন আমাদের সাথে* আনলিমিটেড টেস্ট রয়েছে আপনার জন্য এই ব্লগে * নতুন ও আপডেট তথ্য পেতে পাশের "follow/অনুসরণ" বাটনে ক্লিক করুন * নিজেকে আরো বেশি সমৃদ্ধ করুন * আপনার শিশুকে কাব কার্যক্রমের সাথে সম্পৃক্ত করুন * আপনার বাড়ি, বিদ্যালয়, অফিসের আঙ্গিনায় সবজির বাগান করুন, নিরাপদ ও বিষ মুক্ত খাদ্য গ্রহণ করুন * করোনার কমিউনিটি স্প্রেইডিং রোধে সামাজিক দূরত্ব বজায় রাখুন * অযথা পাড়া বেড়ানো, চায়ের দোকানে আড্ডা পরিহার করুন * পরিবারে অধিক সময় দেয়ার চেষ্টা করুন * ঘরে থাকুন, নিরাপদে থাকুন *

যেভাবে বিভিন্ন ওয়েভসাইট থেকে টেক্সট কনটেন্ট পিডিএফ ফাইল হিসেবে ডাউনলোড করতে হয় !

এসো কুরআন শিখি
(سورۃ الکوثر)

بسم الله الرحمن الرحيم

বিসমিল্লাহির রহমানির রহিম
 
إِنَّآ أَعْطَيْنَٰكَ ٱلْكَوْثَرَ
فَصَلِّ لِرَبِّكَ وَٱنْحَرْ
إِنَّ شَانِئَكَ هُوَ ٱلْأَبْتَرُ
ইন্না আ’ত্বইনাকাল কাওসার
ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার
ইন্না শা-নিয়াকা হুয়াল আবতার

বাংলা অর্থ :ইন্না – নিশ্চয়ই ; আ’তইনাকা – আমি তোমাকে দান করেছি ; আল কাওসার – কাওসার; ফাসল্লি – অতএব নামাজ পড় ; লিরব্বিকা – তোমার পালনকর্তার উদ্দেশ্যে ; ওয়ানহার – এবং কুরবানী কর ; ইন্না – নিশ্চয়ই ; শা-নিয়াকা – আপনার শত্রু ; হুয়া – সে; আল আবতার - নির্বংশ

নিশ্চয়ই আমি আপনাকে কাওসার দান করেছি। অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কুরবানী করুন। নিশ্চয়ই আপনার শত্রু নির্বংশ ।

যেভাবে বিভিন্ন ওয়েভসাইট থেকে টেক্সট কনটেন্ট পিডিএফ ফাইল হিসেবে ডাউনলোড করতে হয় !

আমাদের মনে কোনো প্রশ্নের উদয় হলে আমরা আমাদের কাছাকাছি থাকা কোনো ব্যক্তির নিকট সে প্রশ্নের সমাধান প্রত্যাশা করি। তার কাছে সমাধান না পেলে আমরা আরেকটু দুরে খোজ করি। যতক্ষণ প্রশ্নের উত্তর না পাই ততক্ষণ একের পর একের দ্বারস্থ হই। এতে যেমন সময় ব্যয় হয় তেমনি শ্রমও ব্যয় হয়। অন্যের নিকট নিজের এবং নিজের নিকট অন্যের অজ্ঞতা প্রকাশ পায়। হীনমন্যতা আস্তে আস্তে ঘিরে ধরতে থাকতে। হতাশা বাড়তে থাকে।
কিন্তু আজকের এই ডিজিটাল যুগের ডিজিটাল প্রযুক্তি আমাদের এই সকল কিছু থেকে মুক্তি দিয়েছে। এখন আর কোনো প্রশ্নের উত্তর খুজতে কারো দ্বারস্থ হতে হয় না। দেশের মোট জনসংখ্যার আশি শতাংশই এখন স্মার্ট মোবাইলফোন ও ইন্টারনেট ব্যবহার করতে জানেন এবং করেন।ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে আমরা যে কোনো প্রশ্নের উত্তর সহজেই পেয়ে থাকি। তবে বিভিন্ন ওয়েবসাইট থেকে পাওয়া তথ্যগুলো নিজেদের মোবাইলে সংরক্ষণ করে পরবর্তীতে ব্যবহারের জন্য রাখতে চাইলে একটু সমস্যায় পরতে হয়। বিভিন্ন তথ্য সংরক্ষণ করার জন্য বিভিন্ন ওয়েবসাইটে ডাউনলোড লিংক বা বাটন থাকে। কিন্তু অনেক তথ্যই আছে যা ডাউনলোড করার কোনো লিংক দেওয়া থাকে না। যেমন- বিভিন্ন ধরনের প্রতিবেদন, গল্প, উপন্যাস ইত্যাদি ওয়েবসাইট থেকে পড়া যায় কিন্ত তা সেইভ করে রাখা যায় না। অর্থাৎ কপির অপশনও বন্ধ করে রাখা হয়। কম্পিউটারের মাউসের রাইট বাটন টেক্সট সিলেকশনের ক্ষেত্রে কোনো কাজ করে না তখন। কিন্তু এই সমস্যা থেকে উত্তরণের সহজ উপায় রয়েছে স্মার্ট মোবাইল ফোনে। আমরা আজকে জানবো যেকোনো ওয়েবসাইটের টেক্সট ও ছবি কিভাবে মোবাইলের মাধ্যমে পিডিএফ ফাইল হিসেবে সেইভ করে রাখা যায়। তাহলে আসুন শুরু করা যাক-
প্রথমে আপনার মোবাইলের ব্রাউজারটি ওপেন করুন। এবার যে ওয়েবসাইটের টেক্সটগুলো ডাউনলোড করতে চান সেই ওয়েভসাইটে গিয়ে আপনার প্রয়োজনীয় কনটেন্ট ওপেন করুন। দেখুন আপনার ওপেন করা পেইজটির টপ রাইট কর্ণারে তিনটি বিন্দু রয়েছে। এখানে ক্লিক করুন। (চিত্র: লালবৃত্ত চিহ্নিত স্থানে)

একটি মেন্যু ভেসে উঠবে। এবার মেন্যু থেকে Share অপশনটি বেছে নিয়ে তাতে ক্লিক করুন। (চিত্র২: লালবৃত্ত চিহ্নিত স্থান) 

আরেকটি মেন্যু ভেসে উঠবে। এবার মেন্যু থেকে Print অপশনটি বেছে নিয়ে তাতে ক্লিক করুন। (চিত্র ৩: লালবৃত্ত চিহ্নিত স্থান)

এবার কোন ধরনের ফাইল হিসেবে সেইভ করতে চান সেই অপশন সম্বলিত মেন্যু আসবে। চিত্র ৪ এর ন্যায় লালবৃত্ত চিহ্নিত স্থানে pdf লেখা ও ডাউনলোড অ্যারো সহ মনোগ্রামটিতে ক্লিক করুন।

চূড়ান্তভাবে আরেকটি উইন্ডো আসবে। এর টপ মিডলে কোথায় সেইভ করতে চান সেই ফোল্ডার সিলেকশনের অপশন আসবে। (চিত্র ৫ এর লালবৃত্ত চিহ্নিত স্থানে) ফোল্ডার সিলেক্ট করে এবার নিচের দিকে ডান কোণায় Save নামক বাটনে ক্লিক করুন (লালবৃত্ত চিহ্নিত)। আপনার ওপেন করা ওয়েভসাইটের পেইজটিতে যা ছিল তার সবই পিডিএফ ফাইল হিসেবে সেইভ হয়ে যাবে।

এবার আপনি আপনার ঠিক করা লোকেশন ফোল্ডার থেকে ফাইলটি বের করে পড়তে পারবেন। ডিজিটাল বই হিবেসে এটি আপনার ডিভাইসে সংরক্ষিত থাকবে। নিচে Sample ফাইল এর লিংক দেওয়া হল।  Sample File

No comments:

Post a Comment