ক্ষেত্রফল সম্পর্কিত সমস্যা:
১. ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে; নিচের কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়?
ক) 3 সেমি, 4 সেমি, 5 সেমি খ) 6 সেমি, 8 সেমি, 10 সেমি
গ) 5 সেমি, 7 সেমি, 9 সেমি ঘ) 5 সেমি, 12 সেমি, 13 সেমি
উত্তরঃ গ
২. সমতলীয় জ্যামিতিতে
(i) প্রত্যেক সীমাবদ্ধ সমতলক্ষেত্রের নির্দিষ্ট ক্ষেত্রফল রয়েছে
(ii) দুইটি ত্রিভুজক্ষেত্রের ক্ষেত্রফল সমান হলেই ত্রিভুজ দুইটি সর্বসম
(iii) দুইটি ত্রিভুজ সর্বসম হলে এদের ক্ষেত্রফল সমান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তরঃ ঘ
নিচের চিত্রে, △ABC সমবাহু, AD ⊥ BC এবং AB=2
৩. BD=কত?
ক) 1 খ) √2 গ) 2 ঘ) 4
উত্তরঃ ক
৪. ত্রিভুজটির উচ্চতা কত?
ক) 4/√3 খ) √3 গ) 2/√3 ঘ) 2√3
উত্তরঃ খ
৫. প্রমাণ কর যে, সামন্তরিকের কর্ণদ্বয় সামন্তরিকক্ষেত্রটিকে চারটি সমান ত্রিভুজক্ষেত্রে বিভক্ত করে।
সমাধানঃ
মনে করি, ABCD একটি সামন্তরিক যার AC ও BD কর্ণদ্বয় পরস্পর O বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে, △AOB=△BOC=△COD=△AOD
প্রমাণঃ
ABCD একটি সামন্তরিক যার AC ও BD কর্ণদ্বয় পরস্পর O বিন্দুতে ছেদ করেছে।
∴ AO=OC; OD=OB [সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখন্ডিত করে]
আমরা জানি, ত্রিভুজের মধ্যমা ত্রিভুজটিকে দুইটি সমান ক্ষেত্রফলবিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে]
এখন, △ABC এর মধ্যমা BO [AO=OC]
∴ △AOB=△BOC…………(i)
এখন, △ADB এর মধ্যমা AO [OD=OB]
∴ △AOB=△AOD…………(ii)
এখন, △ADC এর মধ্যমা OD [AO=OC]
∴ △AOD=△ODC…………(iii)
(i), (ii) ও (iii) হতে পাই,
△AOB=△BOC=△COD=△AOD (প্রমরমাণ
৬. প্রমাণ কর যে, কোনো বর্গক্ষেত্র তাঁর কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের অর্ধেক।
সমাধানঃ
মনে করি, ABCD একটি বর্গ যার AC একটি কর্ণ। ABCD বর্গের ক্ষেত্রফল AB2 বা BC2 বা, CD2 বা AD2 এবং AC কর্ণের উপর অঙ্কিত যেকোনো বর্গের ক্ষেত্রলফল AC2। প্রমাণ করতে হবে যে, AB2= ½.AC2।
প্রমাণঃ
△ABC এ
∠B=900 [বর্গের প্রত্যেকটি কোণ সমকোণ]
∴ AC2=AB2+BC2 [পীথাগোরাসের উপপাদ্য অনুসারে]
বা, AC2=AB2+AB2 [বর্গের প্রত্যেক বাহু সয়াম]
বা, AC2=2AB2
বা, AB2= ½.AC2 (প্রমাণিত)
৭. প্রমাণ কর যে, ত্রিভুজের যে কোনো মধ্যমা ত্রিভুজক্ষেত্রটিকে সমান ক্ষেত্রফল বিশীষ্ট দুইটি ত্রিভুজক্ষেত্রে বিভক্ত করে।
সমাধানঃ
মনে করি, ABC ত্রিভুজের AD মধ্যমা BC কে D বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে, △ABD=△ADC.
অঙ্কনঃ
A থেকে BC এর উপর AE লম্ব আঁকি।
প্রমাণঃ
ABC ত্রিভুজের AD মধ্যমা BC কে D বিন্দুতে ছেদ করেছে।
∴ BD=DC……(i) [D, BC এর মধ্য বিন্দু; AD মধ্যমা বলে]
A থেকে BC এর উপর AE লম্ব
∴ △ABD ও △ADC উভয় এর উচ্চতা AE.
এখন,
△ABD এর ক্ষেত্রফল= ½.BD.AE= ½.DC.AE…….(ii) [(i) থেকে মান বসিয়ে]
△ADC এর ক্ষেত্রফল =½.DC.AE………(iii)
∴△ABD=△ADC (প্রমাণিত)।
৮. একটি সামন্তরিকক্ষেত্র এবং সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র একই ভূমির উপর এবং এর একই পাশে অবস্থিত। দেখাও যে, সামন্তরিকক্ষেত্রটির পরিসীমা আয়তক্ষেত্রটির পরিসীমা অপেক্ষা বৃহত্তর।
সমাধানঃ
মনে করি, ABEF আয়তক্ষেত্রের ক্ষেত্রফল=ABCD সামন্তরিকক্ষেত্রের ক্ষেত্রফল এবং একই ভূমি AB এর উপর ও একই পাশে অবস্থিত। প্রমাণ করতে হবে যে, সামন্তরিকের পরিসীমা > আয়তক্ষেত্রটির পরিসীমা।
প্রমাণঃ
সামন্তরিকের পরীসীমা
=AB+BC+CD+AD
=AB+AB+AD+AD [সামন্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান]
=2AB+2AD…………………………..(i)
আয়তক্ষেত্রের পরিসীমা
=AB+BF+EF+AF
=AB+AB+AF+AF [আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান]
=2AB+2AF…………………………..(ii)
এখন, ADF সমকোণী ত্রিভুজে,
AD অতিভুজ > AF
বা, 2AD > 2AF
বা, 2AB+2AD > 2AB+2AF
বা, সামন্তরিকের পরীসীমা > আয়তক্ষেত্রের পরিসীমা (প্রমাণিত)।
৯. △ABC এর AB ও AC বাহুদ্বয়ের মধ্যবিন্দু যথাক্রমে X ও Y। প্রমাণ কর যে, △AXY এর ক্ষেত্রফল=¼.△ABC এর ক্ষেত্রফল।
সমাধানঃ
মনে করি, △ABC এর AB ও AC বাহুদ্বয়ের মধ্যবিন্দু যথাক্রমে X ও Y। প্রমাণ কর যে, △AXY এর ক্ষেত্রফল=¼.△ABC এর ক্ষেত্রফল।
প্রমাণঃ
△ABC এর AC বাহুর মধ্যবিন্দু Y
তাহলে, BY এর একটি মধ্যমা।
আমরা জানি ত্রিভুজের মধ্যমা ত্রিভুজটিকে সমান দুইটি ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে।
∴△YBC=△ABY
অর্থাৎ, △ABY= ½.△ABC……….(i)
আবার, . △ABC এর AB বাহুর মধ্যবিন্দু X
তাহলে, YX, △ABY এর মধ্যমা
∴△AXY=△BXY
অর্থাৎ, △AXY= ½.△ABY……….(i)
বা, △AXY= ½.(½.△ABC) [(i) নং থেকে মান বসিয়ে]
বা, △AXY= ¼.△ABC (প্রমাণিত)
১০. ABCD একটি ট্রাপিজিয়াম। এর AB ও CD বাহু দুইটি সমান্তরাল। ট্রাপিজিয়ামক্ষেত্র ABCD এর ক্ষেত্রফল নির্ণয় কর।
সমাধানঃ
মনে করি, ABCD একটি ট্রাপিজিয়াম। এর AB ও CD বাহু দুইটি সমান্তরাল। ট্রাপিজিয়ামক্ষেত্র ABCD এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে।
অঙ্কনঃ
A থেকে বর্ধিত CD এর উপর AL লম্ব এবং C হতে AB এর উপর CM লম্ব আঁকি। A ও C যোগ করি।
ক্ষেত্রফল নির্ণয়ঃ
ট্রাপিজিয়াম ABCD, AC দ্বারা দুইটি ত্রিভুজ ক্ষেত্র ABC ও ACD এ বিভক্ত হয়েছে।
∴ট্রাপিজিয়াম ABCD এর ক্ষেত্রফল
= △ABC এর ক্ষেত্রফল+△ACD এর ক্ষেত্রফল
=½.AB.CM+½.CD.AL [ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রানুসারে]
=½.AB.CM+½.CD.CM [AB ।। CD বলে CM=AL]
=½.CM(AB+CD)
=½✕সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব✕সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল
১১. সামন্তরিক ABCD এর অভ্যন্তরে P যেকোনো বিন্দু। প্রমাণ কর যে, △PAB এর ক্ষেত্রফল + △PCD এর ক্ষেত্রফল = ½(সামন্তরিকক্ষেত্র ABCD এর ক্ষেত্রফল)।
সমাধানঃ
মনে করি, সামন্তরিক ABCD এর অভ্যন্তরে P যেকোনো বিন্দু। প্রমাণ করতে হবে যে, △PAB এর ক্ষেত্রফল + △PCD এর ক্ষেত্রফল = ½(সামন্তরিকক্ষেত্র ABCD এর ক্ষেত্রফল)।
অঙ্কনঃ
P বিন্দু হতে AB ও CD এর উপর PF ও PE লম্ব আঁকি।
প্রমাণঃ
ABCD সামন্তরিকের ভূমি AB ও উচ্চতা EF হওয়ায় এর ক্ষেত্রফল=AB✕BF………..(i)
△PAB এর ভূমি ও উচ্চতা যথাক্রমে AB ও PF
∴△PAB এর ক্ষেত্রফল= ½.AB.PF……………….(ii)
আবার, △PCD এর ভূমি ও উচ্চতা যথাক্রমে CD ও PE
∴△PCD এর ক্ষেত্রফল =½.CD.PE
বা, △PCD এর ক্ষেত্রফল =½.AB.PE………(iii) [CD=AB, সামন্তরিকের বিপরীত বাহু সয়াম]
(ii)+(iii) করে পাই,
△PAB এর ক্ষেত্রফল+△PCD এর ক্ষেত্রফল
= ½.AB.PF+½.AB.PE
=½.AB(PF+PE)
=½.AB.EF
=½.ABCD সামন্তরিকের ক্ষেত্রফল [(i)নং এর সাহায্যে]
∴△PAB এর ক্ষেত্রফল+△PCD এর ক্ষেত্রফল =½.ABCD সামন্তরিকের ক্ষেত্রফল (প্রমাণিত)
১২. △ABC এ BC ভূমির সমান্তরাল যেকোনো সরলরেখা AB ও AC বাহুকে D ও E বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে, △DBC =△EBC এবং △DBE=△CDE।
সমাধানঃ
দেওয়া আছে, △ABC এ BC ভূমির সমান্তরাল যেকোনো সরলরেখা AB ও AC বাহুকে D ও E বিন্দুতে ছেদ করে। প্রমাণ কর যে, △DBC =△EBC এবং △DBE=△CDE।
প্রমাণঃ
যেহেতু DE ।। BC, সেহেতু △DBC △EBC এর উচ্চতা একই (ধরি উচ্চতা a)
আবার, এদের উভয়ের ভূমি BC.
∴△DBC এর ক্ষেত্রফল=½.BC.a
△EBC এর ক্ষেত্রফল=½.BC.a
অর্থাৎ, △DBC =△EBC
এখন,
△DBE ও △CDE এর একই ভূমি DE
এবং যেহেতু DE ।। BC, সেহেতু △DBE ও △CDE এর উচ্চতা একই
তাহলে এদের ক্ষেত্রফুল ও একই।
অর্থাৎ, △DBE=△CDE
∴△DBC =△EBC এবং △DBE=△CDE (প্রমাণিত)
১৩. ABC ত্রিভুজের ∠A=এক সমকোণ। D, AC এর উপরস্থ একটি বিন্দু। প্রমাণ কর যে, BC2+AD2=BD2+AC2.
সমাধানঃ
মনে করি, ABC ত্রিভুজের ∠A=এক সমকোণ। D, AC এর উপরস্থ একটি বিন্দু। প্রমাণ করতে হবে যে, BC2+AD2=BD2+AC2.
প্রমাণঃ
△ABC এর ∠A=এক সমকোণ।।
∴ BC অতিভুজ।
তাহলে, AC2+AB2=BC2……………..(i)
আবার, সমকোণী △ADC এর অতিভুজ BD
তাহলে, AB2+AD2=BD2
বা, AB2=BD2-AD2
AB2 এর মান (i) নং এ বসিয়ে পাই,
AC2+BD2-AD2=BC2
বা, AC2+BD2=BC2+AD2
বা, BC2+AD2=BD2+AC2 (প্রমাণিত)
১৪. ABC একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। BC এর অতিভুজ এবং P, BC এর উপর যেকোনো বিন্দু। প্রমাণ কর যে, PB2+PC2=2PA2.
সমাধানঃ
দেওয়া আছে, ABC একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। এর AB-AC. BC এর অতিভুজ এবং P, BC এর উপর যেকোনো বিন্দু। প্রমাণ করতে হবে যে, PB2+PC2=2PA2.
অঙ্কনঃ
P থেকে AB এর উপর PE ও AC এর উপর PD লম্ব টানি।
প্রমাণঃ
△BEP এ ∠BEP=900 [PE ⊥ AB]
PB2=BE2+EP2 =
△PDC এ ∠PDC=900 [PD ⊥ AC]
PC2=PD2+DC2
∴PB2+PC2= BE2+EP2+ PD2+DC2
বা, PB2+PC2=(EP2+PD2)+(BE2+DC2)…………….(i)
এখন,
△ABC-এ AB=AC এবং ∠BAC=900
∴∠ABC=∠ACB=450
△PDC-এ ∠DCP=450; ∠PDC=900 [PD ⊥ AC]
∴∠DPC=450
অর্থাৎ, DC=DP
বা, DC2=DP2……………(ii))
আবার,
AB=AC
বা, BE+AE=AD+DC
বা, BE+AE=AD+PD [DC=DP]
বা, BE+AE=AD+AE [যেহেতু, PE ⊥ AB; PD ⊥ AC সেহেতু ADPE আয়তক্ষেত্রে AE=PD]
বা, BE=AD
বা, BE2=AD2……………(iii)
যেহেতু, PE ⊥ AB; PD ⊥ AC
সেহেতু ADPE আয়তক্ষেত্রে AE=PD
বা, PD2=AE2…………….(iv)
(ii), (iii), (iv) থেকে মান নিয়ে (i) নং এ বসিয়ে পাই,
PB2+PC2=(EP2+AE2)+(AD2+DP2)
=AP2+AP2
=2AP2
∴ PB2+PC2=2PA2 (প্রমাণিত)
১৫. △ABC এর ∠C স্থূলকোণ। AD, BC এর উপর লম্ব। দেখাও যে, AB2=AC2+BC2+2BC.CD.
সমাধানঃ
দেওয়া আছে, ABC এর ∠C স্থূলকোণ। AD, BC এর বর্ধিতাংশ এর উপর লম্ব। দেখাতে হবে যে, AB2=AC2+BC2+2BC.CD.
প্রমাণঃ
△ACD-এ ∠ADC=900
∴ AC2=AD2+DC2
বা, AD2=AC2-DC2…………(i)
আবার,
△ABC-এ ∠ADC=900
AB2=AD2+BD2
=AC2-DC2+BD2 [(i) থেকে মান বসিয়ে]
=AC2-(BD-BC)2+BD2
=AC2-{BD2-2.BD.BC+BC2+BD2
=AC2-BD2+2BD.BC-BC2+BD2
=AC2-BC2+2BD.BC
=AC2-BC2+2(CD+BC)BC
=AC2-BC2+2.BC.CD+2.BC2
=AC2+BC2+2.BC.CD
∴AB2=AC2+BC2+2BC.CD (প্রমাণিত)
১৬. △ABC এর ∠C সূক্ষ্মকোণ। AD, BC এর উপর লম্ব। দেখাও যে, AB2=AC2+BC2-2BC.CD।
সমাধানঃ
দেওয়া আছে, △ABC এর ∠C সূক্ষ্মকোণ। AD, BC এর উপর লম্ব। দেখাতে হবে যে, AB2=AC2+BC2-2BC.CD
প্রমাণঃ
AD, BC এর উপর লম্ব।
∴ △ABD এর ক্ষেত্রে পাই,
AB2=AD2+BD2…………(i)
এবং, △ADC এর ক্ষেত্রে পাই,
AC2=AD2+DC2
বা, AD2=AC2-DC2
এই মান (i) নং এ বসিয়ে পাই,
AB2=AC2-DC2+BD2
=AC2-(AC2-AD2)+(BC-CD)2
=AC2-AC2+AD2+BC2-2BC.CD+CD2
=AC2+BC2-2BC.CD+(AD2+CD2)-AC2
= AC2+BC2-2BC.CD+AC2-AC2
= AC2+BC2-2BC.CD
∴AB2=AC2+BC2-2BC.CD (প্রমাণিত)
১৭. △PQR এ QD একটি মধ্যমা।
ক) উদ্দীপকের আলোকে আনুপাতিক চিত্র আঁক।
সমাধানঃ
উদ্দীপকের আলোকে আনুপাতিক চিত্র নিচে আঁকা হলোঃ
সমাধানঃ
দেওয়া আছে, △PQR এ QD মধ্যমা PR কে D বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে, PQ2+QR2=2(PD2+QD2).
অঙ্কনঃ
PR এর উপর QM লম্ব আঁকি।
প্রমাণঃ
অঙ্কন অনুসারে, △PQM হতে পাই,
PQ2=PM2+QM2
বা, PQ2=(PD+DM)2+QD2-DM2
বা, PQ2=PD2+DM2+2.PD.DM+QD2-DM2
বা, PQ2=PD2 +QD2+2.PD.DM…………….(i)
এবং △QRM হতে পাই,
QR2=QM2+MR2
বা, QR2=QD2-DM2+(DR-DM)2
বা, QR2=QD2-DM2+(PD-DM)2 [D, PR এর মধ্যবিন্দু কারন QD মধ্যমা]
বা, QR2=QD2-DM2+(PD-DM)2
বা, QR2=QD2-DM2+PD2+DM2-2.PD.DM
বা, QR2=QD2+PD2-2PD.DM…………(ii)
(i)+(ii) করে পাই,
PQ2+QR2=PD2 +QD2+2.PD.DM+ QD2+PD2-2PD.DM
বা, PQ2+QR2=2PD2+2QD2
বা, PQ2+QR2=2(PD2+QD2) [প্রমাণিত]
গ) যদি PQ=QR=PR হয়, তাহলে প্রমাণ কর, 4PD2=3PQ2.
সমাধানঃ
দেওয়া আছে, △PQR এ PQ=QR=PR এবং QD মধ্যমা PR কে D বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে, 4QD2=3PQ2
প্রমাণঃ
△PQR এ PQ=QR=PR এবং QD মধ্যমা ।
∴ QD ⊥ PR এবং PD=DR
এখন,
△PDQ-এ
PQ2=PD2+QD2
বা, QD2=PQ2-PD2
বা, QD2=PQ2- (½PR)2 [PD=DR]
বা, QD2=PQ2- (½PQ)2 [PQ=QR=PR]
বা, 4QD2=4PQ2-4.¼.PQ2 [4 দ্বারা গুণ করে]
বা, 4QD2=4PQ2-.PQ2
বা, 4QD2=3PQ2 (প্রমাণিত)
১৮. ABCD সামন্তরিকের AB=5 সেমি, AD=4 সেমি এবং ∠BAD=750। অপর একটি সামন্তরিক APML এর ∠LAP=600। △AED এর ক্ষেত্রফল ও APML সামন্তরিকের ক্ষেত্রফল, ABCD সামন্তরিকের ক্ষেত্রফলের সমান।
ক) পেন্সিল, কম্পাস ও স্কেল ব্যবহার করে ∠BAD আঁক।
সমাধানঃ
পেন্সিল, কম্পাস ও স্কেল ব্যবহার করে ∠BAD আঁকা হলোঃ
সমাধানঃ
দেওয়া আছে, ABCD সামন্তরিকের AB=5 সেমি, AD=4 সেমি এবং ∠BAD=750। এমন একটি ত্রিভুজ AED আঁকতে হবে যেন তার ক্ষেত্রফল সামন্তরিক ABCD এর ক্ষেত্রফল এর সমান হয়।
অঙ্কনের বিবরণঃ
1. B, D যোগ করি।
2. C বিন্দু দিয়ে CE ।। BD আঁকি যা AB এর বর্ধিতাংশকে E বিন্দুতে ছেদ করে।
3. D, E যোগ করি।
তাহলে, △AED-ই নির্ণেয় ত্রিভুজ।
গ) APML সামন্তরিকটি অঙ্কন কর [অঙ্কন চিহ্ন ও বিবরণ আবশ্যক]
সমাধানঃ
মনে করি, ABCD সামন্তরিকের AB=5 সেমি, AD=4 সেমি এবং ∠BAD=750। এমন একটি সামন্তরিক APML আঁকতে হবে যার ∠LAP=600 এবং ক্ষেত্রফল ABCD সামন্তরিকের সমান হয়।
অঙ্কনের বিবরণঃ
1. B, D যোগ করি।
2. C বিন্দু দিয়ে CE ।। DB আঁকি যা AB এর বর্ধিতাংশকে E বিন্দুতে ছেদ করে।
3. AE এর মধ্যবিন্দু P নির্ণয় করি যা B বিন্দুর সাথে মিলেযায় অর্থাৎ P বিন্দু B বিন্দুতে সমাপতিত হয়।
4. AB এর A বিন্দুতে ∠LAP=600 আঁকি । AL, CD কে L বিন্দুতে ছেদ করে।
5. AL ।। PM আঁকি যা CD এর বর্ধিতাংশকে M বিন্দুতে ছেদ করে।
তাহলে APML-ই নির্ণেয় সামন্তরিক।
No comments:
Post a Comment