আপনার গুগল মেইলের ইনবক্স খোলা অবস্থায় পেইজের উপরের দিকে ডান কোণে অথবা নিচের দিকে ডান কোণে বর্গাকৃতির লাল ব্যাকগ্রাউন্ডে সাদা পেনসিলের একটি আইকন দেখতে পাবেন।
উক্ত আইকনে প্রেস করুন।
একটি পেইজ আসবে। এতে “To” লেখার ডানপাশের টেক্সটবক্সে আপনার বন্ধু বা যাকে মেইল করতে চান তার ই-মেইল আইডি লিখুন। “Subject” লেখা টেক্সবক্সে চিঠির বিষয় বা শিরোনাম লিখুন।
কোনো ফাইল পাঠাতে চাইলে ক্লিপের মতো দেখতে আইকনে প্রেস করুন। আইকনটি বড় করে দেখাবে এবং নিচে লেখা থাকবে “Attach a file”।
উক্ত আইকনে প্রেস করুন। “Choose an action” নামে একটি মেনু আসবে। মেনুর একেবারে নিচে “Documents” নামে একটি অপশন থাকবে। উক্ত অপশনে প্রেস করুন।
এবার আপনার মোবাইলের বিভিন্ন ফোল্ডার দেখাবে।
আপনি ফাইলটি যে ফোল্ডারে রেখেছেন সেই ফোল্ডারে গিয়ে আপনার প্রয়োজনীয় ফাইল সিলেক্ট করুন। ফাইলটি সংযুক্ত হওয়ার পর নিচে কিছু লেখার জন্য টেক্সটবক্স পাবেন।
এবার এখানে প্রেস করলেই আপনার কিবোর্ডটি আসবে। এবার আপনার মনের কথা লিখুন।
এবার পেইজের একদম উপরের ডান কোণে “Send” বাটনে প্রেস করুন। আপনার মেইলটি আপনার প্রদত্ত ঠিকানায় পৌঁছে যাবে এবং আপনি আবার ইনবক্সে এসে পড়বেন।
“লেখাটা ভালো লাগলে প্লিজ আমার ব্লগটি Follow করুন। যদি আপনি আপনার ডিভাইসটি দিয়ে গুগল মেইলে সাইন ইন করে থাকেন তবে Simply এই পেইজের Follow বাটনে প্রেস করলেই হবে। আর সাইন ইন করা না থাকলে Follow বাটনে প্রেস করার পর আরেকটি পেইজ আসবে যেখানে আপনার gmail ID দিয়ে সাইন ইন করলেই Follow হয়ে যাবে।”
উক্ত আইকনে প্রেস করুন।
একটি পেইজ আসবে। এতে “To” লেখার ডানপাশের টেক্সটবক্সে আপনার বন্ধু বা যাকে মেইল করতে চান তার ই-মেইল আইডি লিখুন। “Subject” লেখা টেক্সবক্সে চিঠির বিষয় বা শিরোনাম লিখুন।
কোনো ফাইল পাঠাতে চাইলে ক্লিপের মতো দেখতে আইকনে প্রেস করুন। আইকনটি বড় করে দেখাবে এবং নিচে লেখা থাকবে “Attach a file”।
উক্ত আইকনে প্রেস করুন। “Choose an action” নামে একটি মেনু আসবে। মেনুর একেবারে নিচে “Documents” নামে একটি অপশন থাকবে। উক্ত অপশনে প্রেস করুন।
এবার আপনার মোবাইলের বিভিন্ন ফোল্ডার দেখাবে।
আপনি ফাইলটি যে ফোল্ডারে রেখেছেন সেই ফোল্ডারে গিয়ে আপনার প্রয়োজনীয় ফাইল সিলেক্ট করুন। ফাইলটি সংযুক্ত হওয়ার পর নিচে কিছু লেখার জন্য টেক্সটবক্স পাবেন।
এবার এখানে প্রেস করলেই আপনার কিবোর্ডটি আসবে। এবার আপনার মনের কথা লিখুন।
এবার পেইজের একদম উপরের ডান কোণে “Send” বাটনে প্রেস করুন। আপনার মেইলটি আপনার প্রদত্ত ঠিকানায় পৌঁছে যাবে এবং আপনি আবার ইনবক্সে এসে পড়বেন।
“লেখাটা ভালো লাগলে প্লিজ আমার ব্লগটি Follow করুন। যদি আপনি আপনার ডিভাইসটি দিয়ে গুগল মেইলে সাইন ইন করে থাকেন তবে Simply এই পেইজের Follow বাটনে প্রেস করলেই হবে। আর সাইন ইন করা না থাকলে Follow বাটনে প্রেস করার পর আরেকটি পেইজ আসবে যেখানে আপনার gmail ID দিয়ে সাইন ইন করলেই Follow হয়ে যাবে।”
No comments:
Post a Comment