Muhammad Abul Bashar Khan
বিদ্যুৎবিল, গ্যাস বিল, পানির বিল ইত্যাদি পরিশোধ করতে যাওয়া, লম্বা লাইনে দাঁড়িয়ে থাকা এক মহাবিড়ম্বনার আরেক রূপ। এ বিড়ম্বনা একটি নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছিল। প্রতি মাসেই কমপক্ষে এক দিন জীবনের গুরুত্বপূর্ণ সময়কে সেক্রিফাইস করতে হতো এই বিল দেওয়ার কাজে। তারপর যদি বিল দিতে যেতে একটু দেরি হলো তাহলে তো কথাই নেই। সেই দিনটি একেবারেই হারিয়ে গেল। পরের দিনের অপেক্ষায় প্রহর গুনতে হবে। ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল সেবা সে বিড়ম্বনার কিছুটা লাঘব করে আশার বানী শুনিয়েছে। এখন অনেক বিলই ঘরে বসে ডিজিটাল সেবার মাধ্যমে পরিশোধ করা যায়। এরকম একটি সেবা হলো মোবাইল ব্যাংকিং। মোবাইল ব্যাংকিংএ বাংলাদেশে সবার শীর্ষে রয়েছে ব্র্যাক ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ। বিকাশের মাধ্যমে এখন টাকা পাঠানো ও প্রাপ্তি থেকে শুরু করে কেনা কাটা ও বিল পরিশোধ করা অনেক সহজ হয়েছে। বিকাশের নানাবিধ সেবার মধ্যে যেভাবে সহজে বিদ্যুৎবিল পরিশোধ করা যায় তা নিয়েই আজকের আমার এই আলোচনা। যারা এই সেবাটি এখনও গ্রহণ করেননি বা এ সম্পর্কে এখনও ধারণা নেই তাদের জন্য আমার এ ক্ষুদ্র চেষ্টা। আমার এ লেখায় যদি আপনাদের ন্যূনতম উপকারে আসে তাহলেই আমার এ লেখার সার্থকতা। তাহলে আসুন,
জেনে নিই বিদ্যুrবিল পরিশোধ করার নিয়ম:
প্রথমে আপনার মোবাইলের ডায়ালার ওপেন করুন। এবার *247# লিখে আপনার মোবাইলের যে সিমে বিকাশ একাউন্ট করা এবং পর্যাপ্ত পরিমানে টাকা আছে সেই সিম থেকে ডায়াল করুন।
bKash নামে একটি মেন্যু আসবে যাতে মোট ৮টি সাবমেন্যু রয়েছে। ১ নম্বরে রয়েছে Send Money এবং এই সাবমেন্যুতে প্রবেশ করে আপনি আপনার একাউন্ট থেকে অন্য একাউন্টে টাকা পাঠাতে পারবেন। এতে সেবার তুলনায় খরচ হয় খুবই সামান্য। ২ নম্বর সাবমেন্যুতে আছে Mobile Recharge এবং এতে প্রবেশ করে আপনার যেকোনো মোবাইল নম্বরে যেকোনো পরিমান টাকা রিচার্জ করতে পারবেন একদম বিনামূল্যে। ৩ নম্বরে আছে Payment এবং এতে প্রবেশ করে আপনি কেনাকাটা থেকে শুরু করে অনেক ধরনের বিল পরিশোধ করতে পারবেন। ৪ নম্বর সাবমেন্যুতে আছে Cash Out এবং এতে প্রবেশ করে আপনি যেকোনো বিকাশ এজেন্টের দোকানে গিয়ে নগদ টাকা উত্তোলন করতে পারবেন। ৫ নম্বরে আছে Paybill এবং এতে প্রবেশ করে আপনি বিদ্যুৎবিলসহ আরো বেশ কিছু বিল পরিশোধ করতে পারবেন।
৬ নম্বর সাবমেন্যুর মধ্যে প্রবেশ করে আপনি আপনার মোবাইলে প্রথম বিকাশ অ্যাপ ডাউনলোড করে রেজিস্ট্রেশন করলে ২৫ টাকা বোনাস পাবেন। ৭ নম্বরে আছে My bKash এবং এতে প্রবেশ করে আপনি আপনার বিকাশ একাউন্টে কত ব্যালেন্স আছে তা জানতে পারবেন। বিকাশ সম্পর্কিত অন্য কোনো সহযোগিতার প্রয়োজন হলে ৮ নম্বরে প্রবেশ করে পাবেন।
আপনার বিদ্যুrবিল পরিশোধের জন্য উক্ত মেন্যুর নিচে আন্ডারলাইনের উপরের ফাঁকা স্থানে আঙ্গুল প্রেস করুন।
কী প্যাড চলে আসবে। এবার কী প্যাড থেকে
5 লিখুন এবং Send এ প্রেস করুন। Paybill শিরোনামে একটি মেন্যু আসবে। এখানে ১০ ধরনের বিল পরিশোধের জন্য তালিকা থাকবে। এরমধ্যে ১ নম্বরেই আছে
Electricity (Prepaid) এবং আমরা প্রিপেইড মিটারের বিদ্যুৎবিল পরিশোধ করা শিখবো।
এজন্য তালিকাটি নিচে আন্ডারলাইনের উপরের ফাঁকা জায়গায় প্রেস করে কী প্যাড দিয়ে লিখুন 1 এবং
Send এ প্রেস করুন। এবার Electricity
(Prepaid) শিরোনামে ৫টি সাবমেন্যু সম্বলিত আরেকটি মেন্যু আসবে।
এবার মেন্যু থেকে আপনার বিদ্যুr বিতরনকারী কর্তৃপক্ষের নাম অনুসারে সাবমেন্যু নির্বাচন করতে হবে। পল্লীবিদ্যুr এবং বিভিন্ন বিভাগীয় শহরের বিদ্যুr বিতরন কর্তৃপক্ষের বাইরে দেশের অন্যান্য পৌর এলাকায় বিদ্যুr বিতরণ BPDP নামক প্রতিষ্ঠান করে থাকে। সবগুলো অপশনেই বিদ্যুrবিল পরিশোধের নিয়ম একই রকম। তবে আমরা এখন বিদ্যুrবিল পরিশোধ করবো
BPDB এর। এটি আছে 4 নম্বরে। তাহলে একই ভাবে আন্ডারলাইনের উপরে প্রেস করে কী প্যাড নিয়ে আসুন এবং
4 লিখে Send এ প্রেস করুন।
এখানে একটি লক্ষ্যনীয় বিষয় হলো “কী“
প্যাডের নিচের ডান কোণায় যে টিক চিহ্ন রয়েছে তাতে প্রেস করলেও Send এ প্রেস করা হয়ে যাবে। নতুন আরেকটি BPDB (Prepaid) শিরোনামে মেন্যু আসবে। এর ২ নম্বরে আছে
Make Payment এবং এই সাবমেন্যুতেই প্রবেশ করতে হবে।
আগের মতোই আন্ডারলাইনের উপরে প্রেস করে কী প্যাড নিয়ে আসুন এবং 2 এ প্রেস করে
Send করুন। এবার
Make Payment শিরোনামে আরেকটি মেন্যু আসবে। এর 1 নম্বরে আছে Inpute Account Number এবং একই রকম আন্ডারলাইনের উপরে
1 লিখে Send করুন।
এবার
Enter Meter Number: শিরোনামে পেইজ আসবে। এখানে লিখার স্থানে আপনার বৈদ্যুতিক প্রিপেইড মিটারের নম্বরটি লিখুন এবং
Send করুন।
Enter Contact
Number: শিরোনামে আরেকটি পেইজ আসবে। এতে বিলের জন্য একটি টোকেন নম্বর দেওয়া হবে। এই টোকেন নম্বর যে মোবাইলে পেতে চান আপনার সেই মোবাইল নম্বর লিখে
Send করুন।
এবার Enter Amount: শিরোনামে আরেকটি পেইজ আসবে। এর নির্ধারিত স্থানে আপনি কত টাকা বিদ্যুrবিল দিতে চান তা লিখুন এবং Send করুন।
এবার একটি মেসেজ বক্স আসবে যাতে আপনার প্রবেশ করানো মিটার নম্বর, মোবাইল নম্বর এবং টাকার পরিমান প্রদর্শন করবে এবং আপনার বিকাশ একাউন্টের পিন নম্বর দিয়ে কনফার্ম করতে বলা হবে।
আপনি নির্ধারিত স্থানে আপনার ৫ ডিজিটের পিন নম্বরটি লিখুন এবং Send করুন। বিকাশ থেকে আপনার যে মোবাইলে বিকাশ একাউন্ড আছে বা আপনি যে বিকাশ নম্বর থেকে বিল পরিশোধ করলেন সেই মোবাইল নম্বরে পরপর দুইটি SMS আসবে।
তার পর পরই আপনি টোকেন নম্বরের জন্য যে মোবাইল নম্বর দিয়েছিলেন সেই মোবাইলে আপনার প্রদত্ত্ব বিলের বিস্তারিত বিবরণসহ বিশ ডিজিট সম্বলিত টোকেন নম্বর সমেত SMS আসবে।
এবার আপনার মিটারে এই টোকেন নম্বর প্রবেশ করালেই বিদ্যুrবিল রিচার্জ হয়ে যাবে।
এবার Enter Amount: শিরোনামে আরেকটি পেইজ আসবে। এর নির্ধারিত স্থানে আপনি কত টাকা বিদ্যুrবিল দিতে চান তা লিখুন এবং Send করুন।
এবার একটি মেসেজ বক্স আসবে যাতে আপনার প্রবেশ করানো মিটার নম্বর, মোবাইল নম্বর এবং টাকার পরিমান প্রদর্শন করবে এবং আপনার বিকাশ একাউন্টের পিন নম্বর দিয়ে কনফার্ম করতে বলা হবে।
আপনি নির্ধারিত স্থানে আপনার ৫ ডিজিটের পিন নম্বরটি লিখুন এবং Send করুন। বিকাশ থেকে আপনার যে মোবাইলে বিকাশ একাউন্ড আছে বা আপনি যে বিকাশ নম্বর থেকে বিল পরিশোধ করলেন সেই মোবাইল নম্বরে পরপর দুইটি SMS আসবে।
তার পর পরই আপনি টোকেন নম্বরের জন্য যে মোবাইল নম্বর দিয়েছিলেন সেই মোবাইলে আপনার প্রদত্ত্ব বিলের বিস্তারিত বিবরণসহ বিশ ডিজিট সম্বলিত টোকেন নম্বর সমেত SMS আসবে।
এবার আপনার মিটারে এই টোকেন নম্বর প্রবেশ করালেই বিদ্যুrবিল রিচার্জ হয়ে যাবে।
No comments:
Post a Comment