*প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিন আমাদের সাথে * বিসিএস পরীক্ষা এর প্রস্তুতি নিন আমাদের সাথে* আনলিমিটেড টেস্ট রয়েছে আপনার জন্য এই ব্লগে * নতুন ও আপডেট তথ্য পেতে পাশের "follow/অনুসরণ" বাটনে ক্লিক করুন * নিজেকে আরো বেশি সমৃদ্ধ করুন * আপনার শিশুকে কাব কার্যক্রমের সাথে সম্পৃক্ত করুন * আপনার বাড়ি, বিদ্যালয়, অফিসের আঙ্গিনায় সবজির বাগান করুন, নিরাপদ ও বিষ মুক্ত খাদ্য গ্রহণ করুন * করোনার কমিউনিটি স্প্রেইডিং রোধে সামাজিক দূরত্ব বজায় রাখুন * অযথা পাড়া বেড়ানো, চায়ের দোকানে আড্ডা পরিহার করুন * পরিবারে অধিক সময় দেয়ার চেষ্টা করুন * ঘরে থাকুন, নিরাপদে থাকুন *

যেভাবে ই-মেইল একাউন্ট খুলবেন আপনার মোবাইল ফোনে !

প্রথমে আপনার মোবাইলের ইন্টারনেট চালু করে নিন এবার আপনার মোবাইলে যে ব্রাউজার আছে তা ওপেন করুন বেশিরভাগ মোবাইলে গুগলক্রোম ব্রাউজারটি আছে 


 আপনার মোবাইলে থাকলে গুগলক্রোম ওপেন করুন  


এবার গুগল সার্সবারে বা যে টেক্সটবক্সে “Search or type web addr...” লেখা আছে সেখানে প্রেস করলে বা চাপ দিলে লেখার জন্য কার্সর চলে আসবে এবং কিবোর্ড চলে আসবে এবার এখানে শুধু লিখুন “mail” এবং কিবোর্ডের এন্টার বা নিচের দিকের তীর চিহ্নে প্রেস করুন

 “Gmail-Google” সহ আরো কয়েকটি -মেইল পেইজের লিংক আসবে


  এবার “Gmail-Google” এর লিংকে প্রেস করুন এবার “Create your Google Account” শিরোনাম লেখা পেইজটি আসবে


  “First Name” লেখা টেক্সটবক্সে আপনার নামের প্রথম অংশ এবং “Last Name” লেখা টেক্সটবক্সে আপনার নামের বাকী অংশ লিখুন এবার “Username” লেখা টেক্সটবক্সে আপনার নামের প্রথম অংশ এবং আপনার গ্রামের নামের সংক্ষিপ্তরূপ লিখনু 
 এখানে কোনো স্পেস অথবা ক্যাপিটাল লেটার দেওয়া যাবে না আর এখানে আপনার নাম গ্রামের নামের সংক্ষিপ্তরূপ লিখতে বলার কারণ এই ধরনের ইউজার নেইম দিয়ে এখনও আপনার আগে কেউ ইমেইল একাউন্ট খুলেন নি আপনার গ্রামে আপনার নামে অন্য কারো নাম থাকলেও তা খুব বেশি হবে না এজন্য আপনার নামের সাথে গ্রামের নামের সংক্ষিপ্তরূপ দিয়ে ইউজার নেইম লিখলে আপনার -মেইল একাউন্টটি সহজেই Approved হবে এবার Passward লেখা টেক্সটবক্সে সর্বনিম্ন আট অক্ষরে আপনার মনে থাকবে এমন কোনো শব্দ বা বর্ণসমষ্টি লিখুন ক্যাপিটাল লেটার স্মল লেটার সংখ্যা মিশিয়ে লিখুন  

এতে আপনার একাউন্ট বেশি সুরক্ষিত থাকবে নিচে “Confirm” টেক্সটবক্সে পাসওয়ার্ডটি আবার লিখুন 

 এবার নিচের “Next” বাটনে প্রেস করুন 


 আপনাকে ওয়েলকাম জানিয়ে একটি পেইজ আসবে আপনার জন্য বরাদ্দ ইমেইল আইডি দেখতে পাবেন তার নিচে “Phone number (optional)” লেখা টেক্সটবক্সে আপনার মোবাইল নম্বরটি লিখুন এবার নিচের দিকে আপনার জন্মতারিখ লিখুন 


 এজন্য আপনি প্রথমে “Month” লেখা ড্রপডাউন এ্যারোতে প্রেস করুন ইংরেজি বারো মাসের নাম আসবে 


 আপনার জন্মমাস যেটা সেখানে প্রেস করলেই তা সিলেক্ট হবে এবার “Day” টেক্সটবক্সে আপনার জন্মের দিনটি লিখুন এবার “Year” টেক্সটবক্সে আপনার জন্মের বৎসর লিখুন 


 এবার নিচের দিকে “Gender” লেখা ড্রপডাউন এ্যারোতে প্রেস করুন চারটি অপশনের মধ্যে আপনি মহিলা হলে “Female” প্রেস করুন অথবা পুরুষ হলে “Male” প্রেস করুন। 


  অথবা  আপনি পুরুষ বা মহিলা কোনোটিই না হলে বাকি দুইটি অপশনের যেকোনো একটিতে প্রেস করুন 


 এবার নিচের দিকের “Next” বাটনে প্রেস করুন“Verify your phone number” শিরোনামে একটি পেইজ আসবে  

এখানে আপনার মোবাইল নম্বরটি ঠিক আপনার কিনা তা যাচাইয়ের জন্য একটি কোড নম্বর পাঠানোর অনুমতি চেয়েছে এবার আপনি নিচের দিকের “Send” বাটনে প্রেস করুন আপনার প্রদত্ত ফোন নম্বরে ভেরিফিকেশন কোড সম্বলিত একটি মেসেজ চলে গেছে আপনি মেসেজটি ওপেন করে নম্বরগুলো মনে রাখুন 

 এবার “Enter verification code” নামে একটি টেক্সটবক্স এবং “Verify” নামে একটি বাটন সম্বলিত পেইজ আসবে  

এবার নম্বরগুলো উক্ত টেক্সটবক্সে লিখুন তবে আপনি যে মোবাইলে -মেইল একাউন্ট খোলার কাজ করছেন সেই মোবাইলেই আপনার প্রদত্ত মোবাইল নম্বরের সিমটি অ্যাকটিভ থাকলে ভেরিফিকেশন কোডটি অটোমেটিক লোড হবে আপনি শুধু ভেরিফাই বাটনে প্রেস করবেন
 “Get more from your number” শিরোনামে একটি পেইজ আসবে


  নিচের দিকে “Yes, I’m in” বাটনে প্রেস করুন “Privacy and Terms” শিরোনামে আরেকটি পেইজ আসবে 


 স্ক্রল করে নিচের দিকে নামুন এবং “I agree” লেখা বাটন দেখতে পাবেন


  এবার এই “I agree” বাটনে প্রেস করুন আপনার -মেইল একাউন্ট সম্পূর্ণ হয়েছে আপনাকে সরাসরি আপনার “Inbox” পৌঁছে দেওয়া হয়েছে


  ইনবক্স বলতে আপনার ঠিকানায় যত -মেইল বা চিঠি আসবে তা এখানে জমা হবে গুগল মেইল থেকে আপনাকে পাঠানো প্রথম চিঠি এখানে দেখতে পাবেন চিঠিতে কি লেখা আছে তা পড়তে চাইলে চিঠির শিরোনামের উপর প্রেস করুন চিঠিটি খুলে যাবে এবং আপনি তা পড়তে পারবেন

যেভাবে মোবাইল ফোন থেকে আপনার বন্ধুর ই-মেইল একাউন্টে মেইল পাঠাবেন ! 






লেখাটা ভালো লাগলে প্লিজ আমার ব্লগটি Follow করুন। যদি আপনি আপনার ডিভাইসটি দিয়ে গুগল মেইলে সাইন ইন করে থাকেন তবে Simply এই পেইজের Follow বাটনে প্রেস করলেই হবে। আর সাইন ইন করা না থাকলে Follow বাটনে প্রেস করার পর আরেকটি পেইজ আসবে যেখানে আপনার gmail ID দিয়ে সাইন ইন করলেই Follow হয়ে যাবে।

No comments:

Post a Comment