বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির জন্য প্রাথমিক বিজ্ঞান বিষয়ের বাংলাদেশে প্রকাশিত একমাত্র পাঠ্যবই এটি। উল্লেখ্য যে, বাংলাদেশ সরকার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের জন্য এ বিষয়ের কোন পাঠ্যবই প্রকাশ করেন না। তবে জাতীয় শিক্ষাক্রম অনুযায়ী শিক্ষার্থীদের এ বিষয়ে পরীক্ষায় অবর্তীণ হতে হয়। এ বিয়য়ে কোন পাঠ পুস্তক সরকার বিনামূ্ল্যে শিক্ষার্থীদের দেয় না বলে এ বিষয়ে শ্রেণিপাঠদানও তেমন হয় না বললেই চলে। অথচ শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ করতেই হয়। আর এসব কিছু সমস্যার সমাধানেই এ বইটি রচিত হয়েছে। বইটিতে প্রাথমিক বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, শারীরিক শিক্ষা, সঙ্গীত, চারু ও কারুকলা, ইসলাম ও নৈতিক শিক্ষা এবং হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা ইত্যাদি বিষয় ভিন্ন ভিন্ন অধ্যায় হিসেবে সাজানো হয়েছে। বইটির নাম দেওয়া হয়েছে আমার আবশ্যিক পাঠ। তবে সকলের সুবিধার্থে ভিন্ন ভিন্ন বিষয়গুলোর সফ্টকপি আলাদা আলাদ ফাইলে আপলোড করা হয়েছে। বইটির হার্ডকপিও সংগ্রহ করতে পারেন। বইটির বিনিময় মূল্য 120 BDT। তবে সফ্টকপি একদম বিনামূল্যে । আজই আপনার কপি সংগ্রহ করুন। নিচের লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন আপনার কপি।
Go to the link: Download Elementary Science (Two)
Go to the link: Download Elementary Science (Two)
বইটির হার্ডকপি পেতে চাই। কিভাবে পেতে পারি? হেল্প প্লিজ
ReplyDelete