*প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিন আমাদের সাথে * বিসিএস পরীক্ষা এর প্রস্তুতি নিন আমাদের সাথে* আনলিমিটেড টেস্ট রয়েছে আপনার জন্য এই ব্লগে * নতুন ও আপডেট তথ্য পেতে পাশের "follow/অনুসরণ" বাটনে ক্লিক করুন * নিজেকে আরো বেশি সমৃদ্ধ করুন * আপনার শিশুকে কাব কার্যক্রমের সাথে সম্পৃক্ত করুন * আপনার বাড়ি, বিদ্যালয়, অফিসের আঙ্গিনায় সবজির বাগান করুন, নিরাপদ ও বিষ মুক্ত খাদ্য গ্রহণ করুন * করোনার কমিউনিটি স্প্রেইডিং রোধে সামাজিক দূরত্ব বজায় রাখুন * অযথা পাড়া বেড়ানো, চায়ের দোকানে আড্ডা পরিহার করুন * পরিবারে অধিক সময় দেয়ার চেষ্টা করুন * ঘরে থাকুন, নিরাপদে থাকুন *

ইউনিট পরিচালনার সমস্যাসমূহ ও তার সমাধান


 অ্যাসাইনমেন্ট ৪ (খ)

খ) ইউনিট পরিচালনার সমস্যাসমূহ  ও তার সমাধান:
নিম্নলিখিত সমস্যাগুলো ইউনিট পরিচালনা করতে গিয়ে আমি মুখোমুখি হয়েছি-
                ১. বিদ্যালয়ের সহকর্মীদের অনীহা ও অসহযোগিতা।
                ২. শিক্ষার্থীর বিদ্যালয় ফাঁকির প্রবণতা।
                ৩. অভিভাবকদের স্কাউটিং সম্পর্কে ভ্রান্ত ধারণা পোষন।
                ৪. ইউনিট পরিচালনার খরচ যোগান।
                ৫. স্কাউটিং একটি বিজাতীয় সংস্কৃতি বলে এলাকাবাসীর ধারণা।
                ৬. ক্লাসের চাপ।
উপরোক্ত সমস্যাগুলো আমি যেভাবে জয় করেছি তা নিম্নরূপ:
                ১. অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে কাউন্সিল করেছি।
                ২. স্কাউটিংএর সাথে জরিত আছেন এমন রাস্ট্রের সর্বোচ্ছ পদে আসীন ব্যক্তি বিশেষকরে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধান মন্ত্রী মহোদয়ের ছবি প্রদর্শন করে বর্ণনা করেছি।
                ৩. বিদ্যালয়ের সহকর্মীদের ইউনিটের কমিটিতে সম্পৃক্ত করেছি।
                ৪. ক্লাস কার্যক্রম শেষে কাব কার্যক্রম বিশেষ করে প্যাক মিটিং পরিচালনা করেছি।

No comments:

Post a Comment