অ্যাসাইনমেন্ট ৪ (খ)
খ) ইউনিট পরিচালনার
সমস্যাসমূহ ও তার সমাধান:
নিম্নলিখিত সমস্যাগুলো
ইউনিট পরিচালনা করতে গিয়ে আমি মুখোমুখি হয়েছি-
১. বিদ্যালয়ের সহকর্মীদের অনীহা ও অসহযোগিতা।
২. শিক্ষার্থীর বিদ্যালয় ফাঁকির প্রবণতা।
৩. অভিভাবকদের স্কাউটিং সম্পর্কে ভ্রান্ত ধারণা পোষন।
৪. ইউনিট পরিচালনার খরচ যোগান।
৫. স্কাউটিং একটি বিজাতীয় সংস্কৃতি বলে এলাকাবাসীর ধারণা।
৬. ক্লাসের চাপ।
উপরোক্ত সমস্যাগুলো আমি
যেভাবে জয় করেছি তা নিম্নরূপ:
১. অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে কাউন্সিল
করেছি।
২. স্কাউটিংএর সাথে জরিত আছেন এমন রাস্ট্রের সর্বোচ্ছ পদে
আসীন ব্যক্তি বিশেষকরে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধান মন্ত্রী মহোদয়ের ছবি
প্রদর্শন করে বর্ণনা করেছি।
৩. বিদ্যালয়ের সহকর্মীদের ইউনিটের কমিটিতে সম্পৃক্ত করেছি।
৪. ক্লাস কার্যক্রম শেষে কাব কার্যক্রম বিশেষ করে প্যাক
মিটিং পরিচালনা করেছি।
No comments:
Post a Comment