*প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিন আমাদের সাথে * বিসিএস পরীক্ষা এর প্রস্তুতি নিন আমাদের সাথে* আনলিমিটেড টেস্ট রয়েছে আপনার জন্য এই ব্লগে * নতুন ও আপডেট তথ্য পেতে পাশের "follow/অনুসরণ" বাটনে ক্লিক করুন * নিজেকে আরো বেশি সমৃদ্ধ করুন * আপনার শিশুকে কাব কার্যক্রমের সাথে সম্পৃক্ত করুন * আপনার বাড়ি, বিদ্যালয়, অফিসের আঙ্গিনায় সবজির বাগান করুন, নিরাপদ ও বিষ মুক্ত খাদ্য গ্রহণ করুন * করোনার কমিউনিটি স্প্রেইডিং রোধে সামাজিক দূরত্ব বজায় রাখুন * অযথা পাড়া বেড়ানো, চায়ের দোকানে আড্ডা পরিহার করুন * পরিবারে অধিক সময় দেয়ার চেষ্টা করুন * ঘরে থাকুন, নিরাপদে থাকুন *

A scout who never goes to camp is a sailor who never goes to the sea.


এসাইনমেন্টঃ ৪
(ক) বিপি বলেছেন - A scout who never goes to camp is a sailor who never goes to the sea.
স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনসন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল এর এ উক্তিটিতে চারটি কীওয়ার্ড রয়েছে। এই চারটি শব্দ বিশ্লেষন করলে বিপির বক্তব্যের যথার্থতা নিরূপন করা যায়।

কীওয়ার্ড বা শব্দ চারটি প্রবাহচিত্রের মাধ্যমে নি¤œরূপে দেখানো যায় -
স্কাউট : ক্যাম্প :: নাবিক : সমুদ্র।

একজন স্কাউট ক্রমোন্নতিশীল প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে নিজেকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার সুযোগ পায়। স্কাউটের বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে একজন স্কাউট তার সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানোর সুযোগ পায়।

এই প্রশিক্ষণ কার্যক্রমের দুটি অংশ রয়েছে। একটি হলো তত্ত¡ীয় এবং অপরটি হলো ব্যবহারিক। স্কাউট মূলত ব্যবহারিক দিককেই প্রাধান্য দেয় বেশি। কারণ হাতে-কলমে শিক্ষার মাধ্যমে যে শিক্ষা অর্জিত হয় তার স্থায়িত্ব অনেক বেশি এবং অনেক আনন্দদায়ক হয়। আর স্কাউটিং কার্যক্রম একটি আনন্দঘন পরিবেশে পরিচালিত হয়।

স্কাউটিং কার্যক্রমের নিয়মিত কার্যক্রম হলো প্যাক মিটিং / ট্রুপ মিটিং। এছাড়াও রয়েছে বিশেষ প্যাক/ ট্রুপ মিটিং। বিশেষ প্যাক/ ট্রুপ মিটিং এর মধ্যে রয়েছে দীক্ষা প্রদান, ব্যাজ প্রদান, স্কাউট ওন, স্কাউট/ কাব কার্নিভাল, কাব হলি ডে, কাব অভিযান/ হাইকিং, মহা তাঁবু জলসা। এই সকল কার্যক্রমের মাধ্যমে মূলত একজন স্কাউট অজানা পরিবেশে বা শহরের আধুনিক বাসস্থানের পরিবর্তে বনে বা বন্ধুর পরিবেশে ক্যাম্পে অবস্থান নিজেকে কিভাবে টিকিয়ে রাখে তার শিক্ষা পাওয়া যায়।

আর কীওয়ার্ডের প্রবাহ চিত্র অনুযায়ি  স্কাউট এর গন্তব্য হলো ক্যাম্প। একজন স্কাউট প্রতিকূল পরিবেশে বা প্রকৃতিতে নিজেকে টিকিয়ে রাখার কৌশল রপ্ত করে। আর সে কৌশল প্রয়োগ করার বাস্তব সুযোগ পাওয়া যায় ক্যাম্পে।  একজন স্কাউট ক্যাম্পে বিভিন্ন চ্যালেঞ্জ  গ্রহণ করে তা সমাধানের সুযোগ পায়। তত্ত¡ীয় শিক্ষার ব্যবহারিক প্রয়োগ করতে পারে ক্যাম্পে।

তত্ত¡ীয় জ্ঞান অর্জন করে একজন ব্যক্তি নাবিক হওয়ার যোগ্যতা অর্জন করতে পারে তবে তা যথেষ্ট নয়। সমুদ্রে না যাওয়া পর্যন্ত নাবিকের মানষিক শক্তি ও দক্ষতা অর্জন সম্ভব নয়। ফলে উক্ত নাবিককে দিয়ে একটি সফল সমুদ্র যাত্রা সম্ভব নাও হতে পারে।

কাজেই শুধুমাত্র তত্ত¡ীয় জ্ঞান সম্পন্ন স্কাউট সমুদ্রে না যাওয়া নাবিকের মতো অদক্ষ। বিপি বলেছেন- পৃথিবীকে যে অবস্থায় পেয়েছিলে চলে যাওয়ার সময় তার চেয়ে ভালো অবস্থায় রেখে যাও।
এ বক্তব্যের চর্চা করার সুযোগ পাওয়া যায় ক্যাম্পে। উপরোক্ত আলোচনা থেকে সিদ্ধান্ত নেয়া যায় যে,  A scout who never goes to camp is a sailor who never goes to the sea.বক্তব্যটি যথার্থ।

No comments:

Post a Comment