অ্যাসাইনমেন্ট ৩ (খ)
ক্রমোন্নতিশীল প্রশিক্ষণ পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ ও সংরক্ষণ পদ্ধতি
ক্রমোন্নতিশীল প্রশিক্ষণ পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ ও সংরক্ষণ পদ্ধতি
ক্রমিক নং
|
উপকরণের নাম
|
সংরক্ষণ পদ্ধতি
|
মন্তব্য
|
1
|
Cub Scout Programme with My Progress Book
|
গ্রæপ কমিটিতে আলোচনা করে প্যাক মিটিং এ
আদায়কৃত অর্থ এবং কাব শিশুদের নিকট থেকে অর্থ সংগ্রহ করে সকল কাব শিশুর মাঝে কাব
স্কাউট প্রোগ্রাম উইথ মাই প্রোগ্রেস বই বিতরণ নিশ্চিত করা এবং তার যথাযথ
সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করা।
|
|
2
|
কাব স্কাউট সংক্রান্ত
বই / পত্রিকা
|
ক. বাংলাদেশ স্কাউটস কর্তৃক প্রকাশিত
সদস্য ব্যাজ, তারা ব্যাজ, চাঁদ ব্যাজ, চাদ-তারা ব্যাজ নামক বই ও মাসিক পত্রিকা
অগ্রদূত ইউনিটের তহবিল হতে ক্রয় করে শিক্ষার্থীদের পাঠে অভ্যাস গঠনে সহায়তা করা।
খ. সংগৃহীত বই ও পত্রিকা সমূহ ইউনিটে
সংরক্ষণের ব্যবস্থা করা।
|
|
3
|
স্কাউট দড়ি
|
ইউনিটের তহবিল হতে অথবা কাবদের নিকট চাঁদা
আদায়ের মাধমে অর্থ সংগ্রহ করে স্কাউট দড়ি ক্রয় করে ইউনিটে সংরক্ষণ করা।
|
|
4
|
পোস্টার পেপার, আর্ট পেপার, রং-তুলি
|
ইউনিটের তহবিল হতে অথবা স্থানীয় অনুদান
গ্রহণ করে উপকরণগুলো ক্রয় করে কাবদের মাঝে বিতরণ এবং অবশিষ্ট ইউনিটে সংরক্ষণ
করা।
|
|
5
|
ব্যাজ চার্ট ও ব্যাজ
|
বাংলাদেশ স্কাউটস কর্তৃক প্রকাশিত এর
স্কাউটস শপ থেকে ব্যাজ চার্ট সংগ্রহ করে দর্শনীয় স্থানে টাঙ্গিয়ে রাখা এবং
প্রয়োজনীয় ব্যাজ সংগ্রহ করে কাবদের মাঝে বিতরণ ও ইউনিটে সংরক্ষণ করা।
|
|
6
|
সিডি ও পেনড্রাইভ
|
কাব শিশুদের জন্য কাব স্কাউট প্রোগ্রাম
সংক্রান্ত সিডি ও পেন ড্রাইভ বাংলাদেশ স্কাউট শপ থেকে ক্রয় করে তা স্কাউটদের
মাঝে পরিবেশনের ব্যবস্থা করা।
|
|
7
|
প্রাথমিক প্রতিবিধান
সম্পর্কিত উপকরণ
|
গ্রæপ কমিটির সাথে পরামর্শ করে First Aid Box
সংগ্রহ, কাব শিশুদের প্রাথমিক প্রতিবিধান সম্পর্কিত উপকরণগুলোর
ব্যবহারবিধি শেখানো এবং এ সংক্রান্ত তথ্যপত্র সংগ্রহ করে ইউনিটে জমা রাখা।
|
|
8
|
বাংলাদেশের মানচিত্র
|
কাব সদস্যদের বাংলাদেশের মানচিত্র
সম্বন্ধে ধারণা দেওয়ার জন্য বাংলাদেশ, নিজ জেলা ও উপজেলার মানচিত্র সংগ্রহ, সংরক্ষণ ও ব্যাবহার
নিশ্চিত করা।
|
|
9
|
স্কেল, কম্পাস, ফিতা
|
জ্যামিতিক ধারণা, চিত্রাংকন, পরিমাপ ইত্যাদি
সম্পর্কে বাস্তব ধারণা ও হাতে কলমে শিক্ষাদানের জন্য উপকরণগুলো সংগ্রহ ও যথাযথ
ভাবে সংরক্ষণ করা।
|
|
10
|
বাঁশি, প্রয়োজনীয় কিমস্
গেমের উপকরণ
|
বাঁশির সংকেত শেখানোর জন্য স্কাউট বাঁশি, কিমস গেমের জন্য
অতি পরিচিত কমপক্ষে ২০ টি উপকরণ সংগ্রহ করা ও ব্যবহার শেষে স্কাউট ডেনে যথাযথ
সংরক্ষণ করা।
|
|
11
|
শিশুর মারাত্মক ছয়টি রোগের চার্ট
|
শিশুর মারাত্মক ছয়টি রোগ সম্পর্কে ধারণা
দেওয়ার জন্য চার্টটি সংগ্রহ করে স্কাউট ডেনে যথাযথ সংরক্ষণ করা।
|
|
12
|
বাংলা বর্ষ পঞ্জিকা ও পুষ্টিকর খাদ্য
চার্ট
|
বাংলা বর্ষ পঞ্জিকা ও পুষ্টিকর খাদ্য
চার্ট সংগ্রহ করে তার ব্যবহার ও সংরক্ষণ নিশ্চিত করা।
|
No comments:
Post a Comment