*প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিন আমাদের সাথে * বিসিএস পরীক্ষা এর প্রস্তুতি নিন আমাদের সাথে* আনলিমিটেড টেস্ট রয়েছে আপনার জন্য এই ব্লগে * নতুন ও আপডেট তথ্য পেতে পাশের "follow/অনুসরণ" বাটনে ক্লিক করুন * নিজেকে আরো বেশি সমৃদ্ধ করুন * আপনার শিশুকে কাব কার্যক্রমের সাথে সম্পৃক্ত করুন * আপনার বাড়ি, বিদ্যালয়, অফিসের আঙ্গিনায় সবজির বাগান করুন, নিরাপদ ও বিষ মুক্ত খাদ্য গ্রহণ করুন * করোনার কমিউনিটি স্প্রেইডিং রোধে সামাজিক দূরত্ব বজায় রাখুন * অযথা পাড়া বেড়ানো, চায়ের দোকানে আড্ডা পরিহার করুন * পরিবারে অধিক সময় দেয়ার চেষ্টা করুন * ঘরে থাকুন, নিরাপদে থাকুন *

শাপলা কাব অ্যাওয়ার্ড পরীক্ষা প্রস্তুতিমূলক টেস্ট পর্ব ৫

১। কাব স্কাউট প্রতিজ্ঞা লিখ।
আমি প্রতিজ্ঞা করছি যে, আল্লাহ ও আমার দেশের প্রতি কর্তব্য পালন করতে প্রতিদিন কারো না কারো উপকার করতে কাব স্কাউট আইন মেনে চলতে আমি আমার যথাসাধ্য চেষ্টা করবো।
২। কাব স্কাউট আইন কয়টি ও কী কী?
কাব স্কাউট আইন দুইটি। বড়দের কথা মেনে চলা নিজেদের খেয়ালে কিছু না করা।
৩। সারা বছর তোমার ইউনিটে কী কী কাব প্রোগ্রাম বাস্তবায়িত হয় তার কয়েকটির নাম লিখ।
সারা বছর আমার ইউনিটে যে যে কাব প্রোগ্রাম বাস্তবায়িত হয় তার কয়েকটির নাম নিচে দেওয়া হলো : প্যাক মিটিং কাব ওন কাব কার্ণিভাল কাব অভিযান ইত্যাদি। 

৪। করোনা ভাইরাস থেকে সুরক্ষার জন্য আমাদের সচেতনতামূলক কী কী করা উচিত তা লিখ।
করোনা ভাইরাস থেকে সুরক্ষার জন্য আমরা নিম্নলিখিত সচেতনতামূলক কাজ করতে পারি : সঠিক নিয়মে হাত ধোয়ার কৌশল মহড়া করতে পারি সচেতনতা মূলক হ্যান্ডবিল বিতরণ করতে পারি মাস্ক নিজে ব্যবহার ও অন্যকে উৎসাহিত করতে পারি কারো সর্দিজ্বর হলে বাড়িতে থাকার পরামর্শ দিতে পারি।
৫। কম্পিউটারের ৬টি হার্ডওয়্যারের নাম লিখ।
কম্পিউটারের ৬টি হার্ডওয়্যারের নাম নিচে দেওয়া হলো : মাদারবোর্ড প্রসেসর হার্ডডিস্ক মাউস কীবোর্ড মনিটর।
৬। সঠিক মাপ অনুযায়ী বাংলাদেশের জাতীয় পতাকা অংকন কর।


No comments:

Post a Comment