২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ১০ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রদান
এ সপ্তাহে প্রতিজন শিক্ষার্থীর মোট দুইটি করে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া হয়েছে গুচ্ছ এক এবং গুচ্ছ তিন হতে।
গুচ্ছ ১ এর বিষয়গুলো হলো : বাংলা, ইংরেজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এ সপ্তাহের বিষয় হলো ইংরেজি ২য় পত্র, কোড ১০৮।
গুচ্ছ ৩ এর বিষয়গুলো হলো : পদার্থ বিজ্ঞান, পৌরনীতি ও সুশাসন, অর্থনীতি, যুক্তিবিদ্যা, হিসাব বিজ্ঞান, খাদ্য ও পুষ্টি।
গুচ্ছ ৩ থেকে এ সপ্তাহের বিষয় :
- পদার্থ বিজ্ঞান ১ম পত্র, বিষয়কোড ১৭৪
- পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, বিষয়কোড২৬৯
- অর্থনীতি ১ম পত্র, বিষয়কোড ১০৯
- যুক্তিবিদ্যা ১ম পত্র, বিষয়কোড ১২১
- হিসাব বিজ্ঞান ১ম পত্র, বিষয়কোড ২৫৩
- খাদ্য ও পুষ্টি ১ম পত্র, বিষয়কোড ২৭৯
প্রতিটি গুচ্ছ থেকে প্রতিজন শিক্ষার্থীকে একটি করে অ্যাসাইনমেন্ট প্রস্তত করতে হবে।
এছাড়াও ঐচ্ছিক বিষয় রয়েছে ২টি। বিষয়গুলো হলো :
- প্রকৌশল অংকন ও ওয়ার্কশপ প্র্যাকটিস (ঐচ্ছিক ২) ২য় পত্র জরিপ বিজ্ঞান কোড ১৮২;
- প্রকৌশল অংকন ও ওয়ার্কশপ প্র্যাকটিস (ঐচ্ছিক ১) ২ম পত্র ধাতুর কাজ কোড ২২২।
No comments:
Post a Comment