*প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিন আমাদের সাথে * বিসিএস পরীক্ষা এর প্রস্তুতি নিন আমাদের সাথে* আনলিমিটেড টেস্ট রয়েছে আপনার জন্য এই ব্লগে * নতুন ও আপডেট তথ্য পেতে পাশের "follow/অনুসরণ" বাটনে ক্লিক করুন * নিজেকে আরো বেশি সমৃদ্ধ করুন * আপনার শিশুকে কাব কার্যক্রমের সাথে সম্পৃক্ত করুন * আপনার বাড়ি, বিদ্যালয়, অফিসের আঙ্গিনায় সবজির বাগান করুন, নিরাপদ ও বিষ মুক্ত খাদ্য গ্রহণ করুন * করোনার কমিউনিটি স্প্রেইডিং রোধে সামাজিক দূরত্ব বজায় রাখুন * অযথা পাড়া বেড়ানো, চায়ের দোকানে আড্ডা পরিহার করুন * পরিবারে অধিক সময় দেয়ার চেষ্টা করুন * ঘরে থাকুন, নিরাপদে থাকুন *

বিভিন্ন ব্যাংকের রাউটিং নম্বর

 দেশে চলমান EFT Form পূরণের সময় বেতন একাউন্টের ব্যাংকের রাউটিং নম্বর প্রয়োজন হয়। দেশের সকল সম্মানিত শিক্ষকগণের সুবিধার জন্য দেশের সকল ব্যাংকের রাউটিং নম্বর সম্বলিত লিংক গুলো শেয়ার করলাম।

বাংলাদেশের সকল সোনালী ব্যাংকের রাউটিং নম্বর 

বাংলাদেশের সকল রূপালী ব্যাংকের রাউটিং নম্বর 

বাংলাদেশের সকল অগ্রণী ব্যাংকের রাউটিং নম্বর 

যেভাবে জমির মালিকানা তল্লাশি দিবেন আপনার মোবাইল ফোন থেকে !

যেভাবে জমির মালিকানা তল্লাশি দিবেন আপনার মোবাইল ফোন থেকে !

ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল সেবা পেতে শুরু করেছি আমরা। এখন অনেক তথ্যই সংগ্রহের জন্য আর স্বশরীরে কোথাও উপস্থিত হতে হয় না। হয়না খুব বেশি শ্রম ব্যয় অথবা অর্থ ও সময় ব্যয়। ডিজিটাল বাংলাদেশের কল্যাণে এখন আমরা যেকোনো তথ্য ঘরে বসেই সংগ্রহ করতে পারি। এজন্য এখন আর কম্পিউটার থাকা বা চালানো শেখার প্রয়োজন পড়ে না। এখন বাংলাদেশে হাজারে একজন পাবেন না যে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চালাতে জানেন না। মোবাইলে ইন্টারনেট ব্যবহার করেন না এমন লোকও খোঁজে পাওয়া দুষ্কর। তাহলে আর ভাবনা কি? শুধুমাত্র অক্ষরজ্ঞান থাকলেই যে কেউ অতি সহজেই তার নিজের জমির মালিকানা ঠিক আছে কিনা তল্লাশি দিয়ে দেখতে পারবেন।

এই অনুচ্ছেদে আমি একটি বিদ্যালয়ের দখলে থাকা জমির মালিকানা সম্পর্কে তল্লাশি দেব। প্রথমে আপনার মোবাইল ফোনের ডেটা কানেকশন অ্যাকটিভ করে নিন। এবার আপনার মোবাইলে থাকা ইন্টারনেট ব্রাউজারটি ওপেন করুন। আমার মোবাইলে গুগল ক্রোম ইন্সটল করা আছে, তাই আমি গুগল ক্রোম ওপেন করলাম।

গুগল সার্সবার অথবা অ্যাড্রেসবারে লিখুন - rsk.land.gov.bd অথবা এই লিংকে ক্লিক করুন : rsk.land.gov.bd

নিচের ছবির ন্যায় একটি পেইজ আসবে।
উক্ত পেইজটি স্লাইড করে সম্পূর্ণ একবার ভাল করে দেখে নিন। আপনাকে লগইন করতে হবে না। শুধুমাত্র নিচের ফরমটি পূরণ করুন। প্রথমে বিভাগ নামের টেক্সটবক্সের ড্রপ ডাউন অ্যারো প্রেস করুন। বিভাগের লিস্ট চলে আসবে।
আপনার বিভাগ সিলেক্ট করুন। এভাবে জেলা, উপজেলা ও মৌজার নাম সিলেক্ট করুন। নিচে চারটি অপশন আসবে। অপশন চারটি হলো খতিয়ান নং অনুযায়ী, দাগ নং অনুযায়ী, মালিকানা নাম অনুযায়ী, পিতা/স্বামীর নাম অনুযায়ী। এই অপশনগুলোর মধ্যে খতিয়ান নং অনুযায়ী অপশনটি সবচেয়ে উপযুক্ত। খতিয়ান নং অনুযায়ী অপশনটি সিলেক্ট করুন। নম্বর লেখার একটি টেক্সটবক্স আসবে নিচে। এবার টেক্সটবক্সে আপনি তল্লাশি করতে ইচ্ছুক এমন জমির খতিয়ান নম্বর লিখুন। নিচে যোগফল প্রদান করুন টেক্সটবক্সে উপরে প্রদর্শিত নম্বর দুইটির যোগফল কত হয় তা লিখুন।
পেইজটি স্লাইড করে উপরের দিকে তুলুন। নিচে “খুজুন” নামক একটি বাটন দেখতে পাবেন।
এবার “খুজুন” বাটনে ক্লিক করুন। নিচে ফলাফল প্রদর্শিত হবে।
পেইজটি স্লাইড করে উপরের দিকে উঠিয়ে তথ্যগুলো পড়ে নিন।
এভাবে আপনি বাংলাদেশের যেকোনো অঞ্চলের জমি সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে পারেন। আপনি জমি কিনবেন? তাহলে যে জমিটি কিনতে চান তার খতিয়ান নম্বর সংগ্রহ করে নিজেই দেখে নিন জমিটির মালিক কে। অলসতায় নিজের সর্বস্ব খুঁইয়ে নেয়ার আগে একবার ভেবে দেখুন। জমির কোনো অসাধূ দালালের খপ্পরে যেন আপনি নিঃস্ব না হন তার জন্যই আমার এ লেখা। এই সামান্য কাজের জন্য আপনি ভুমি অফিসে তল্লাশি দিতে যাবেন তো আপনাকে গুনতে হবে অর্ধ থেকে এক হাজার টাকা। অথচ এটা আপনি করতে পারেন পাঁচ টাকারও কম খরচে আপনার মোবাইল ফোনের মাধ্যমে। তাহলে আর দেরি কেন? এখনি দেখুন। পোস্টটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। নিজে শিখুন, নিজেকে সমৃদ্ধ করুন, অপরকে শেখার সুযোগ করে দিন।

খাসিদের প্রধান দেবতার নাম কী ? তারা এই দেবতাকে কী মনে করেন ? খাসিদের চারটি উৎসবের নাম লেখ। ১+১+৪=৬

উত্তরঃ খাসিদের প্রধান দেবতার নাম উব্লাই নাংথউ ।

খাসিরা উব্লাই নাংথউ দেবতাকে পৃথিবীর  সৃষ্টিকর্তা মনে করেন ।

খাসিদের চারটি উৎসব হচ্ছে-

১.পূজা পার্বণ।

২.বিয়ে ।

৩.অতি বৃষ্টির হাত থেকে বাঁচার  অনুষ্ঠান ।

৪.ফসল হিন থেকে  বাঁচার অনুষ্ঠান ।              

                                                     (মালিহা,পঞ্চম শ্রেণি)                                                                            

পৃথিবীর আদি মানব কে? তিনি কীসের তৈরি ? কেন আল্লাহ তাকে ক্ষমা করলেন সে সম্পর্কে দুটি বাক্য লিখ । ১+১+৪=৬

উত্তরঃ পৃথিবীর আদি মানব হয়রত আদম (আ) । তিনি মাটির তৈরি । যে কারনে আল্লাহ তাকে ক্ষমা করলেনঃ 

১.  তিনি নিজের ভুল বুঝতে  পারেলেন ।

 ২. অনেক দিন ধরে এক টানা কাঁদতে থাকলেন এবং ক্ষমা চাইতে লাগলেন ।                 

                                                  (মালিহা ,পঞ্চম শ্রেণি)  

তোমার বন্ধুর নাম আল-আমিন । এটি কার উপাধি ছিল? তাকে কেন আল-আমিন বলা হয়? তাঁর আদর্শ অনুসরণে তুমি যা করো চারটি বাক্যে লেখ। ১+১+৪=৬

উত্তরঃ মহানবি (স) এর উপাধি ছিল আল-আমিন । বিশ্বস্ততা ও আমানতদারিতার জন্য তাঁকে আল-আমিন বলা হয়।

তাঁর আদর্শ অনুসরণে আমি যা করব-

১.সর্বদা সত্য কথা বলব।

২. অন্যের উপকার করব।

৩. আমানতের খিয়ানত করব না।

৪. ন্যায়ের পক্ষে থাকব, কারো ক্ষতি করব না।

                                    (মালিহা, পঞ্চম শ্রেণি)

পৃথিবীর অন্য দেশের তুলনায় আমাদের দেশের জনসংখ্যা ঘনত্ব বেশি। এর মূল কারণ ২টি বাক্যে লিখ । এর সাথে সাথে মানুষের চাহিদা বাড়ছে কেন তা ২ টি বাক্যে লিখ । এই বৃদ্ধির ফলে পরিবেশের যে সকল উপাদানের উপর চাপ বাড়বে তার ২ টি উদাহরণ দাও।

 উত্তরঃ আমাদের দেশে প্রতিনিয়ত জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে । কিন্তুু বসবাসের জন্য জায়গার পরিমাণ বাড়ে না বলে জনসংখ্যার ঘনত্ব বাড়ছে ।

জনসংখ্যা বৃদ্ধি পাওযার ফলে এদের জন্য বাড়তি খাদ্য,বস্ত্র,বাসস্থান ইত্যাদির প্রয়োজন হয় । এসব জিনিসের ঘাটতি পূরণের জন্য মানুষের চাহিদা বাড়ছে ।

জনসংখ্যা বৃদ্ধি পেলে পরিবেশের পানি এবং বায়ুর উপর চাপ পড়বে।

বিশ্বস্বাস্থ্য দিবস কত তারিখে? এটি পালন করা হয় কেন? বিশ্বস্বাস্থ্য সংস্থার চারটি কাজ লিখ।

 উত্তরঃ ৭ই এপ্রিল বিশ্বস্বাস্থ্য দিবস। বিশ্বের বিভিন্ন দেশের মানুষকে স্বাস্থ্যরক্ষার প্রয়োজনীয়তা ও উপায় সম্পর্কে সচেতন করার জন্য দিবসটি পালন করা হয়। বিশ্বস্বাস্থ্য সংস্থার চারটি কাজ হচ্ছে- 
    ১. বিশ্বব্যাপী মা ও শিশুর স্বাস্থ্য এবং পুষ্টি নিশ্চিত করা।
    ২. পুরো পৃথিবীজুড়ে পরিবার পরিকল্পনা প্রসার ঘটিয়ে জনসংখ্যা নিয়ন্ত্রণ করা।
    ৩. বিশ্বের বিভিন্ন দেশের মানুষদের স্বাস্থ্য রক্ষার প্রয়োজনীয়তা ও উপায় সম্পর্কে সচেতন করা।
    ৪. ম্যালেরিয়া দূরিকরণ এবং কলেরা ও ডায়রিয়া নিয়ন্ত্রণে সহযোগিতা করা।

জাতিসংঘের প্রধান শাখা কয়টি? এটিকে বিভিন্ন শাখায় বিভক্ত করা হয়েছে কেন? জাতিসংঘের প্রধান চারটি শাখার নাম লিখ।

 উত্তরঃ জাতিসংঘের প্রধান শাখা ছয়টি। বিশ্বব্যাপী নানা ধরনের কর্মকাণ্ড পরিচালনার সুবিধার জন্য জাতিসংঘকে বিভিন্ন শাখায় বিভক্ত করা হয়েছে। জাতিসংঘের প্রধান চারটি শাখার নাম হচ্ছে- 
    ১. সাধারণ পরিষদ   
    ২. সচিবালয়
    ৩. নিরাপত্তা পরিষদ
    ৪. আন্তর্জাতিক আদালত।

জাতিসংঘ আন্তর্জাতিক শিশু তহবিল কী নামে পরিচিত? এই তহবিল গুরুত্বপূর্ণ কেন? এই তহবিলের চারটি ভূমিকা লিখ।

 উত্তরঃ জাতিসংঘ আন্তর্জাতিক শিশু তহবিল “ইউনিসেফ” নামে পরিচিত। পৃথিবীর বিভিন্ন দেশে শিশুদের উন্নয়ন ও অধিকার রক্ষায় এই তহবিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই তহবিলের চারটি ভূমিকা হচ্ছে- 
    ১. শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা।
    ২. শিশুদের বিভিন্ন প্রতিষেধক টিকা দান।
    ৩. মা ও শিশুর স্বাস্থ্য রক্ষা করা।
    ৪. গ্রামে বিশুদ্ধ পানি সরবরাহ করা।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য ১৯৮৫ সালে একটি সংস্থা প্রতিষ্ঠা করা হয়। সংস্থাটির নামের পূর্ণরূপ কী? সংস্থাটির পাঁচটি সদস্য রাষ্ট্রের নাম লিখ।

 উত্তরঃ সংস্থাটির নামের পূর্ণরূপ হচ্ছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)। সার্কের পাঁচটি সদস্য রাষ্ট্রের নাম হলো- 
    ১. বাংলাদেশ
    ২. ভারত
    ৩. পাকিস্তান
    ৪. শ্রীলংকা
    ৫. নেপাল।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? সংস্থাটি কেন গঠিত হয়েছে? বাংলাদেশে সংস্থাটির চারটি ভুমিকা লিখ।

 উত্তরঃ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তর ইটালির রোমে অবস্থিত। বিশ্বকে খাদ্যের সংকট থেকে মুক্ত করার লক্ষ্য নিয়ে খাদ্য ও কৃষি সংস্থা গঠিত হয়েছে। বাংলাদেশে সংস্থাটির চারটি ভুমিকা হচ্ছে- 
    ১. খাদ্য ও কৃষি সংস্থা বাংলাদেশের খাদ্য সমস্যা মোকাবিলায় সহায়তা করে।
    ২. জনগণের স্বাস্থ্য ও পুষ্টি পরিস্থিতির উন্নয়নে কাজ করে।
    ৩. বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে খাদ্য ঘাটতি হলে বাংলাদেশকে খাদ্য সরবরাহ করে থাকে।
    ৪. কৃষির আধুনিকায়নে সহযোগিতা করে।

১৯৮৫ সালে দক্ষিণ এশিয়ায় একটি সংস্থা গঠিত হয়। এ সংস্থাটির নাম কী? এর সর্বশেষ সদস্য কবে যুক্ত হয়? সংস্থাটির চারটি লক্ষ্য ও উদ্দেশ্য লিখ।

 উত্তরঃ সংস্থাটির নাম সার্ক। ২০০৭ সালে আফগানিস্তান সার্কের সর্বশেষ সদস্য হিসেবে যুক্ত হয়। সার্কের চারটি লক্ষ্য  ও উদ্দেশ্য হলো- 
    ১. সদস্যদেশগুলোর মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টি ও পরস্পর মিলেমিশে চলা।
    ২. সদস্যদেশগুলোর অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অবস্থার দ্রুত উন্নয়ন করা।
    ৩. বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে সহযোগিতাপূর্ণ সম্পর্ক তৈরি করার মাধ্যমে দেশগুলোর উন্নয়ন সাধন করা।
    ৪. আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে সদস্যদেশগুলোকে আত্মনির্ভরশীল হতে সাহায্য করা।

জাহানারার বাবা জাতিসংঘের এমন একটি শাখায় চাকরি করেন যা বিশ্বের শান্তি ও নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করছে। এই শাখার নাম কি? এ শাখাটি গঠন করা হয় কেন? শাখাটির চারটি কাজি উল্লেখ কর।

 উত্তরঃ এই শাখাটির নাম নিরাপত্তা পরিষদ। বিশ্বের শান্তি রক্ষায় নিরাপত্তা পরিষদ গঠন করা হয়। নিরাপত্তা পরিষদের চারটি কাজ হলো- 
    ১. বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বিরোধ দেখা দিলে নিরাপত্তা পরিষদে আলাপ আলোচনার মাধ্যমে তা সমাধানের চেষ্টা করা।
    ২. বিশ্বের শান্তি ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করা।
    ৩. শান্তি প্রতিষ্ঠা ও যুদ্ধ বন্ধের জন্য শান্তিরক্ষা বাহিনী মোতায়েন করা।
    ৪. বিভিন্ন বিষয়ে প্রয়োজন অনুসারে ভেটো প্রদান করা।

ইউনিসেফ কি? ইউনিসেফ গঠন করা হয়েছিল কেন? ইউনিসেফের চারটি কাজ লিখ।

 উত্তরঃ ইউনিসেফ (জাতিসংঘের আন্তর্জাতিক শিশু তহবিল) জাতিসংঘের এমন একটি উন্নয়নমূলক সংস্থা যা বিশ্বের শিশুদের কল্যাণে কাজ করে। শিশুদের উন্নয়ন ও অধিকার রক্ষায় ইউনিসেফ গঠন করা হয়। ইউনিসেফের চারটি কাজ হলো- 
    ১. শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা।
    ২. মা ও শিশুর স্বাস্থ্য রক্ষা করা।
    ৩. শিশুদের বিভিন্ন প্রতিষেধক টিকা দান।
    ৪. গ্রামে বিশুদ্ধ পানি সরবরাহ করা।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরাষ্ট্র কয়টি? নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দুইটি রাষ্ট্রের নাম লিখ। নিরাপত্তা পরিষদের চারটি কাজ উল্লেখ কর।

 উত্তরঃ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরাষ্ট্র পাঁচটি। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দুইটি রাষ্ট্রের নাম হলো- 
    ক) যুক্তরাষ্ট্র 
    খ) চীন।
 নিরাপত্তা পরিষদের চারটি কাজ হলো- 
    ১. বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বিরোধ দেখা দিলে নিরাপত্তা পরিষদে আলাপ আলোচনার মাধ্যমে তা সমাধানের চেষ্টা করা।
    ২. বিশ্বের শান্তি ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করা।
    ৩. শান্তি প্রতিষ্ঠা ও যুদ্ধ বন্ধের জন্য শান্তিরক্ষা বাহিনী মোতায়েন করা।
    ৪. বিভিন্ন বিষয়ে প্রয়োজন অনুসারে ভেটো প্রদান করা।

যেভাবে বিভিন্ন ওয়েভসাইট থেকে টেক্সট কনটেন্ট পিডিএফ ফাইল হিসেবে ডাউনলোড করতে হয় !

এসো কুরআন শিখি
(سورۃ الکوثر)

بسم الله الرحمن الرحيم

বিসমিল্লাহির রহমানির রহিম
 
إِنَّآ أَعْطَيْنَٰكَ ٱلْكَوْثَرَ
فَصَلِّ لِرَبِّكَ وَٱنْحَرْ
إِنَّ شَانِئَكَ هُوَ ٱلْأَبْتَرُ
ইন্না আ’ত্বইনাকাল কাওসার
ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার
ইন্না শা-নিয়াকা হুয়াল আবতার

বাংলা অর্থ :ইন্না – নিশ্চয়ই ; আ’তইনাকা – আমি তোমাকে দান করেছি ; আল কাওসার – কাওসার; ফাসল্লি – অতএব নামাজ পড় ; লিরব্বিকা – তোমার পালনকর্তার উদ্দেশ্যে ; ওয়ানহার – এবং কুরবানী কর ; ইন্না – নিশ্চয়ই ; শা-নিয়াকা – আপনার শত্রু ; হুয়া – সে; আল আবতার - নির্বংশ

নিশ্চয়ই আমি আপনাকে কাওসার দান করেছি। অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কুরবানী করুন। নিশ্চয়ই আপনার শত্রু নির্বংশ ।

যেভাবে বিভিন্ন ওয়েভসাইট থেকে টেক্সট কনটেন্ট পিডিএফ ফাইল হিসেবে ডাউনলোড করতে হয় !

আমাদের মনে কোনো প্রশ্নের উদয় হলে আমরা আমাদের কাছাকাছি থাকা কোনো ব্যক্তির নিকট সে প্রশ্নের সমাধান প্রত্যাশা করি। তার কাছে সমাধান না পেলে আমরা আরেকটু দুরে খোজ করি। যতক্ষণ প্রশ্নের উত্তর না পাই ততক্ষণ একের পর একের দ্বারস্থ হই। এতে যেমন সময় ব্যয় হয় তেমনি শ্রমও ব্যয় হয়। অন্যের নিকট নিজের এবং নিজের নিকট অন্যের অজ্ঞতা প্রকাশ পায়। হীনমন্যতা আস্তে আস্তে ঘিরে ধরতে থাকতে। হতাশা বাড়তে থাকে।
কিন্তু আজকের এই ডিজিটাল যুগের ডিজিটাল প্রযুক্তি আমাদের এই সকল কিছু থেকে মুক্তি দিয়েছে। এখন আর কোনো প্রশ্নের উত্তর খুজতে কারো দ্বারস্থ হতে হয় না। দেশের মোট জনসংখ্যার আশি শতাংশই এখন স্মার্ট মোবাইলফোন ও ইন্টারনেট ব্যবহার করতে জানেন এবং করেন।ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে আমরা যে কোনো প্রশ্নের উত্তর সহজেই পেয়ে থাকি। তবে বিভিন্ন ওয়েবসাইট থেকে পাওয়া তথ্যগুলো নিজেদের মোবাইলে সংরক্ষণ করে পরবর্তীতে ব্যবহারের জন্য রাখতে চাইলে একটু সমস্যায় পরতে হয়। বিভিন্ন তথ্য সংরক্ষণ করার জন্য বিভিন্ন ওয়েবসাইটে ডাউনলোড লিংক বা বাটন থাকে। কিন্তু অনেক তথ্যই আছে যা ডাউনলোড করার কোনো লিংক দেওয়া থাকে না। যেমন- বিভিন্ন ধরনের প্রতিবেদন, গল্প, উপন্যাস ইত্যাদি ওয়েবসাইট থেকে পড়া যায় কিন্ত তা সেইভ করে রাখা যায় না। অর্থাৎ কপির অপশনও বন্ধ করে রাখা হয়। কম্পিউটারের মাউসের রাইট বাটন টেক্সট সিলেকশনের ক্ষেত্রে কোনো কাজ করে না তখন। কিন্তু এই সমস্যা থেকে উত্তরণের সহজ উপায় রয়েছে স্মার্ট মোবাইল ফোনে। আমরা আজকে জানবো যেকোনো ওয়েবসাইটের টেক্সট ও ছবি কিভাবে মোবাইলের মাধ্যমে পিডিএফ ফাইল হিসেবে সেইভ করে রাখা যায়। তাহলে আসুন শুরু করা যাক-
প্রথমে আপনার মোবাইলের ব্রাউজারটি ওপেন করুন। এবার যে ওয়েবসাইটের টেক্সটগুলো ডাউনলোড করতে চান সেই ওয়েভসাইটে গিয়ে আপনার প্রয়োজনীয় কনটেন্ট ওপেন করুন। দেখুন আপনার ওপেন করা পেইজটির টপ রাইট কর্ণারে তিনটি বিন্দু রয়েছে। এখানে ক্লিক করুন। (চিত্র: লালবৃত্ত চিহ্নিত স্থানে)

একটি মেন্যু ভেসে উঠবে। এবার মেন্যু থেকে Share অপশনটি বেছে নিয়ে তাতে ক্লিক করুন। (চিত্র২: লালবৃত্ত চিহ্নিত স্থান) 

আরেকটি মেন্যু ভেসে উঠবে। এবার মেন্যু থেকে Print অপশনটি বেছে নিয়ে তাতে ক্লিক করুন। (চিত্র ৩: লালবৃত্ত চিহ্নিত স্থান)

এবার কোন ধরনের ফাইল হিসেবে সেইভ করতে চান সেই অপশন সম্বলিত মেন্যু আসবে। চিত্র ৪ এর ন্যায় লালবৃত্ত চিহ্নিত স্থানে pdf লেখা ও ডাউনলোড অ্যারো সহ মনোগ্রামটিতে ক্লিক করুন।

চূড়ান্তভাবে আরেকটি উইন্ডো আসবে। এর টপ মিডলে কোথায় সেইভ করতে চান সেই ফোল্ডার সিলেকশনের অপশন আসবে। (চিত্র ৫ এর লালবৃত্ত চিহ্নিত স্থানে) ফোল্ডার সিলেক্ট করে এবার নিচের দিকে ডান কোণায় Save নামক বাটনে ক্লিক করুন (লালবৃত্ত চিহ্নিত)। আপনার ওপেন করা ওয়েভসাইটের পেইজটিতে যা ছিল তার সবই পিডিএফ ফাইল হিসেবে সেইভ হয়ে যাবে।

এবার আপনি আপনার ঠিক করা লোকেশন ফোল্ডার থেকে ফাইলটি বের করে পড়তে পারবেন। ডিজিটাল বই হিবেসে এটি আপনার ডিভাইসে সংরক্ষিত থাকবে। নিচে Sample ফাইল এর লিংক দেওয়া হল।  Sample File

Primary Head Teacher 2009 Padma Question with Solution

title

Primary Head Teacher 2009 Padma Question with Solution

নিচে Check Answers বাটনে ক্লিক করলে আপনার Score ও সব প্রশ্নের উত্তর পাবেন। পুনরায় পরীক্ষা দিতে চাইলে clear বাটনে ক্লিক করে পেইজটি reload বা Refresh করে নিন।

1. ৯৫, ৮৭, ৮০, ৭৪ ..... ধারাটির অষ্টম পদ হবে-



2. ২, ৩, ১, ৪....ধারাটির নবম পদ হবে-



3. Farida said to her mother, “I shall go to bed now. ” বাক্যটির indirect speech হবে-



4. Aneeka exclaimed that she was a great fool. বাক্যটির Direct speech হবে-



5. যে বায়ু সর্বদাই উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্ন চাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, তাকে বলে-



6. জোয়ার-ভাটার তেজকটাল কখন হয়?



7. ‘সংকীর্ণ’ এর বিপরীত শব্দ কি?



8. ‘যোজক’ এর বিপরীত শব্দ কি?



9. নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?



10. (০.১×০.০৩×০.০০৪)/(০.০১×০.০৬)– এর মান কত?



11. নিচের কোন বাক্যটি শুদ্ধ?



12. নিচের কোন বাক্যটি শুদ্ধ?



13. পৃথিবীর প্রশস্ততম নদী কোনটি?



14. দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত?



15. ‘দুষ্কৃতি’ এর বিপরীতাৰ্থক শব্দ কি?



16. ৫৫০ গ্রামের একটি কেক বানাতে চিনির দ্বিগুণ পরিমাণ ময়দা এবং কিশমিশের ১(১/২) গুণ পরিমাণ চিনি লাগলে, ময়দা কতটুকু লাগবে?



17. ৩০ গ্যালন অকটেন মিশ্রিত পেট্রোল, পেট্রোল ও অকটেনের অনুপাত ৭ : ৩। এতে আর কত অকটেন মিশলে পেট্রোল ও অকটেনের অনুপাত ৩ : ৭ হবে?



18. He is involved_______ difficulties. বাক্যটির শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-



19. He is devoid_____ sense. বাক্যটির শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-



20. প্রাচীন ‘চন্দ্রদ্বীপ’ এর বর্তমান নাম কী?



21. শহীদ আসাদ কত সালে নিহত হন?



22. ‘উন্নত’ শব্দের সন্ধি-বিচ্ছেদ হবে-



23. ‘মনীষা’ শব্দের সন্ধি-বিচ্ছেদ হবে-



24. ক একটি জিনিস খ-এর কাছ থেকে ২৫% লাভে বিক্রি করে। খ জিনিসটি গ-এর কাছে ক-এর ক্রয়মূল্যে বিক্রি করে। খ-এর শতকরা কত ক্ষতি হল?



25. Neglect এর সমার্থক শব্দ কোনটি?



26. Malice এর সমার্থক শব্দ কোনটি?



27. বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কোথায় গঠিত হয়েছিল?



28. মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন কে?



29. কোনটি শুদ্ধ বানান?



30. কোনটি শুদ্ধ বানান?



31. ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তার ক্ষেত্রে নিচের কোন তথ্যটি সঠিক হবে?



32. সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ১০ মিটার হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল হবে-



33. ‘Hard and fast’ phrase টির অর্থ কি?



34. ‘White elephant’ phrase টির অর্থ কি?



35. বাংলাদেশের গৌরব জনাব এফ. আর. খান (ফজলুর রহমান খান) পেশায় কি ছিলেন?



36. উপজাতীয় সাংস্কৃতিক কেন্দ্র বিরিসিরি কোন জেলায় অবস্থিত?



37. কোনটি শুদ্ধ বানান?



38. কোনো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ৪০ বর্গমিটার এবং সমান্তরাল বাহু দুইটির মধ্যবর্তী লম্ব দুরত্ব ৮ মিটার। একটি বাহুর দৈর্ঘ্য ৬ মিটার হলে, অপর বাহুর দৈর্ঘ্য কত?



39. বাংলাদেশের বীরত্বসূচক উপাধিগুলোর মধ্যে কোনটির স্থান মর্যাদার দিক থেকে তৃতীয়?


বীর উত্তম
40. এ বছর (২০০৯) কত জন ব্যক্তিত্ব যুক্তরাষ্ট্রের মেডেল অব ফ্রিডম অ্যাওয়ার্ড পেয়েছেন?



41. “আজি এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্ৰাণ। -এই উদ্ধৃতাংশটুকু কোন কবির রচনা?



42. বিদ্যে বোঝাই বাৰুম ই চড়ি শখের বোটে মাঝিরে কন, বলতে পারিস সূর্য কেন ওঠে? -এই উদ্ধৃতাংশটুকু কোন কবির রচনা?



43. x -6 = 7x -48 কে সমাধান করলে x এর মান হবে-



44. নাবিল থেকে আরজু ৯ বছরের বড় এবং আলী ৫ বছরের ছোট। তাদের বয়সের সমষ্টি ৫২ বছর হলে, আলীর বয়স কত?



45. Drive the nail into the table, এখানে “nail” শব্দটি কোন প্রকারের Noun?



46. Still waters run deep. এখানে ‘Still’ শব্দটি-



47. ন্যানো সেকেন্ড হলো-



48. কবে থেকে বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু করা হয়?



49. শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি-



50. আরেক ফাল্গুন উপন্যাসটির রচয়িতা কে?



51. a –1/a = 4 হলে, a3 –1/a3 কত?



52. 2x2 - 5x - 7 এর উৎপাদক-



53. Akbar still works in that office of ‘still' শব্দটি-



54. He kept the fast for a week. এখানে ‘fast’ শব্দটি-



55. টেস্ট র‍্যাংকিং এ অস্ট্রেলিয়ার অবস্থান এখন কত?



56. পটাশিয়াম সবচেয়ে বেশি পাওয়া যায় কোন ফলে?



57. 'জমিদার দর্পণ' নাটকটি কে লিখেছেন?



58. 'অয়ময়' নাটকটি কে রচনা করেছেন?



59. যদি ৬টি ঘোড়া ৪ দিনে ৩০ সের ছোলা খায়, তবে ১০টি ঘোড়া ঐ সময়ে কত সের ছোলা খাবে?



60. একটি গাড়ি প্রতি লিটার প্রেট্রোলে ৮ কিলোমিটার যায় এবং কোনো এক স্থানে পৌছাতে ১৮ লিটার তেল খরচ হয়। যদি গাড়িটি প্রতি লিটার তেলে ৯ কিলোমিটার চলত, তবে কি পরিমাণ পেট্রোল কম লাগত?



61. কোন বানানটি শুদ্ধ?



62. কোন বানানটি শুদ্ধ?



63. লেবু গাছ কোন জাতীয় উদ্ভিদ?



64. এনজিও প্লাস্টি হচ্ছে-



65. সব ঝিনুকে মুক্ত পাওয়া যায় না-বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?



66. ভাইয়ে ভাইয়ে বেশ মিল-বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?



67. একজন বোলার গড়ে ১৪ রান দিয়ে ১২টি উইকেট পান। পরবর্তী খেলায় গড়ে ৬ রান দিয়ে ৪টি উইকেট পান। এখন তার উইকেট প্রতি গড় রান কত?



68. P সংখ্যক সংখ্যার গড় m এবং q সংখ্যক সংখ্যার গড় n । সবগুলো সংখ্যার গড় কত?



69. কোনটি শুদ্ধ বানান?



70. কোনটি শুদ্ধ বানান?



71. কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ?



72. কোনটি মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ?



73. একটি জিনিস বিক্রি করে বিক্রেতা ক্রয়মূল্যের ৩৫% লাভ করেন। মোট ২৮০ টাকা লাভ হলে, জিনিসটির বিক্রয়মূল্য কত?



74. একজন বিক্রেতা শার্টের গায়ে লিখিত বিক্রয় মূল্য ৯০ টাকার উপর ১৫% ডিসকাউন্ট দেন। শার্টটির ক্রয়মূল্য কত?



75. ‘You will be helped by me’ বাক্যটির পরিবর্তিত voice হবে-



76. ‘He is going to set up a school." বাক্যটির সঠিক পরিবর্তিত voice হবে-



77. রেক্টিফাইড স্পিরিট হলো-



78. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো-



79. ‘পৃথিবী’ শব্দের প্রতিশব্দ নয় কোনটি?



80. ‘সমুদ্র’ শব্দের সমার্থক শব্দ কোনটি?




Primary Assistant Teacher 2012 Jamuna Question with Solution

title

Primary Assistant Teacher 2012 Jamuna Question with Solution

নিচে Check Answers বাটনে ক্লিক করলে আপনার Score ও সব প্রশ্নের উত্তর পাবেন। পুনরায় পরীক্ষা দিতে চাইলে clear বাটনে ক্লিক করে পেইজটি reload বা Refresh করে নিন।

1. ক ও খ এর বেতনের অনুপাত ৭:৫ । ক, খ অপেক্ষা ৪০০ টাকা বেশি বেতন পেলে খ এর বেতন কত ?



2. সমানুপাতের দ্বিতীয় ও তৃতীয় রাশিকে বলে ----



3. চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমাল যে, চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ঐ পরিবার চিনি খাওয়ার খরচ শতকরা কত কমিয়েছিল?



4. কোনো বই ৪০ টাকায় বিক্রি করলে ২০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রি করলে ৪০% লাভ হবে?



5. এক ব্যক্তি চাল বিক্রয় করে দেখল যে, ২৫ কেজি চালের বিক্রয়মূল্য ২০ কেজি চালের ক্রয়মূল্যের সমান। তার শতকরা কত ক্ষতি হল?



6. দুই ব্যক্তি একটি কাজ একত্রে ৮ দিনে করতে পারে। প্রথম ব্যক্তি একাকী কাজটি ১২ দিনে করতে পারে। দ্বিতীয় ব্যক্তি একাকী কাজটি কত দিনে করতে পারবে?



7. যদি ৫টি বেড়াল ৫টি ইদুর ধরে ৫ দিনে, তাহলে ১০০টি বিড়াল ১০০ টি ইঁদুর ধরবে কয় দিনে -



8. ২ থেকে শুরু করে পর পর পাঁচটি জোড় সংখ্যার গড় কী হবে?



9. কোনো শ্রেণীতে ২০ জন ছাত্রের বয়সের গড় ১০ বছর। শিক্ষকসহ তাদের বয়সের গড় ১২ বছর হলে শিক্ষকের বয়স কত?



10. 4x2–13x-12 এর উৎপাদক কত?



11. a+1/a = 4 হলে a3 + 1/a3 =কত?



12. ত্রিভুজের যে কোনো বাহুকে উভয়দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণদ্বয়ের সমষ্টি



13. স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ



14. Which one is the correct past tense form of ring?



15. Which one is conjunction?



16. কোনটি শুদ্ধ বানান?



17. কোনটি শুদ্ধ বানান?



18. "Fortune favours the brave' এর পরিবর্তিত voice form হচ্ছে



19. "Let me do the sum" এর পরিবর্তিত voice form হচ্ছে



20. The poorman said, "Let me have some food." বাক্যের indirect speech হচ্ছে



21. He said, "How charming the sight is!" বাক্যের indirect form হচ্ছে



22. If you help me, I ----grateful. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ



23. Do not brood so much — your misfortune বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে,



24. 'Fall into line' idiom-টির অর্থ হচ্ছে



25. 'Ins and outs' idiom-টির অর্থ হচ্ছে



26. কোনটি শুদ্ধ বাক্য?



27. কোনটি শুদ্ধ বাক্য?



28. 'মসনদের মোহে’ নাটকটির রচয়িতা কে?



29. ‘ছায়া হরিণ’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?



30. 'সীমানা ছাড়িয়ে' উপন্যাসটির রচয়িতা কে?



31. কোনটি শুদ্ধ বানান ?



32. কোনটি শুদ্ধ বানান ?



33. 'গুনহীনে ত্যাগ কর' - বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি ?



34. 'আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে ?- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি ?



35. বিশেষণের সাথে বিশেষ্যের যে সমাস হয় তার নাম কি?



36. পূর্বপদের বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে বলে-



37. 'তিমির' এর বিপরীতার্থক শব্দ-



38. 'পৃথিবী' এর সমার্থক শব্দ নয়-



39. কোন বাগধারা দ্বারা সুসময়ের বন্ধু বোঝানো হয়?


কোনটিই নয়
40. 'গবেষণা' এর সন্ধি বিচ্ছেদ-



41. প্রত্যয় কত প্রকার?



42. ইনসুলিন কি?



43. দুধে কোন ধরনের এসিড থাকে?



44. উদ্ভিদ কোষ হতে বাষ্পাকারে পানি বের হয়ে যাবার প্রক্রিয়াকে বলে-



45. শরীর হতে বর্জ্য পদার্থ বের করে দেয়-



46. ক্রমশ ব্যারোমিটারে পারদের উচ্চতা বৃদ্ধি কিসের ইঙ্গিত দেয়?



47. কোন মাটিতে সমান পরিমাণে বালি, পলি ও কাদা থাকে?



48. বরেন্দ্রভূমি বলা হয়-



49. মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?



50. আইফেল টাওয়ার কোথায় অবস্থিত ?



51. পৃথিবীকে উত্তর দক্ষিণে বিভক্ত করেছে -



52. জলভাগের পরিমাণ বেশি -



53. দ্বিতীয় বৃহত্তম মহাসাগর-



54. ধ্রুবতারা দেখা যায়-



55. অস্ট্রেলিয়া মহাদেশের উষ্ণতম মাস-



56. দক্ষিণ এশিয়ার একটি দেশ-



57. লালবাগের কেল্লা স্থাপন করেন কে?



58. নিম্নের কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন?



59. বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন-



60. দক্ষিণ তালপট্টি দ্বীপ বাংলাদেশের কোন নদীর মোহনায় অবস্থিত ?



61. মহাস্থানগড় একসময় বাংলাদেশের রাজধানী ছিল । তখন তার নাম ছিল-



62. 'Unstable' শব্দের synonym হচ্ছে-



63. ১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১, ৩৪, ....... ধারাটির পরবর্তী সংখ্যা কত?



64. (০.০০৪)২ = কত?



65. 'যার অনেক বুদ্ধি আছে' তাকে এক কথায় কি বলে?



66. তিন লিটার পানির ওজন-



67. কম্পিউটারের হার্ডওয়্যারের মধ্যে থাকে -



68. বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার কতটি?



69. সপ্তম শতাব্দীতে নির্মিত পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি কি নামে পরিচিত?



70. ইংলিশ চ্যানেলকে উত্তর সাগরের সাথে সংযুক্ত করেছে ?



71. বদরের যুদ্ধ সংঘটিত হয়-



72. বুকার পুরস্কার হচ্ছে-



73. অস্ট্রেলিয়ার রাজধানী-



74. কোন প্রতিষ্ঠান ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে?



75. সতীদাহ প্রথা রহিতকরণ আইন পাস করেন কে?



76. মালয়েশিয়া কোন দেশের উপনিবেশ ছিল?



77. ভারতে ক্যাবিনেট মিশন কখন এসেছিল?



78. জাতীয় সংসদে কোরাম হয় কত জনে?



79. বাঁশের কেল্লা খ্যাত স্বাধীনতা সংগ্রামী কে?



80. শীতকালে শরীরের চামড়া ফাটে কেন?